কেন মন খারাপ হয়

in Incredible India8 months ago

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?

image.pngsource

আমাদের প্রত্যেকেরই হঠাৎ মন খারাপ হয়ে যায়! কেন যে খারাপ হলো,আসলে কারণটা কি সেটা আমরা নিজেও জানি না। শুধু মন খারাপ লাগছে বুঝি। এমনটা কি আপনার সাথে হয়? তবে চলুন না কেন মন খারাপ হয় এর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি আজ।

আমার দৈহিক চাহিদা পূরণে কোনো কমতি তো রাখিনা। তবুও কিছু একটা শূন্য শূন্য মনে হয়। এটা আসলে কেন হচ্ছে? প্রিয় ভাই ও বোন, এটা দৈহিক কোনো চাহিদা নয়, এটা হচ্ছে আত্নার আর্তনাদ। আত্নারও কিছু চাহিদা আছে! আমরা সেগুলো পূরণ করার কথা ভুলে গেছি। তাই এমনটা হচ্ছে। সে কিছু একটা চায়। কিন্তু কি সেটা? আপনি আমি সেটা কি বুঝি?

আপনার কি মনে আছে, আলমে আরুহার তথা রূহ জগতের কথা। যেখানে সে আল্লাহর সাথে ওয়াদা করেছিল। সে সেই ওয়াদা পূরন করতে চায়। কিন্তু আমরা তাকে ধন, সম্পদ, নারী ইত্যাদির মতো জাঙ্ক ফুড দিচ্ছি। তাই তার এমন আর্তনাদ আমাদের মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে চায় জীবনের আসল উদ্দেশ্যর কথা। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না।

image.pngsource

আমাদের মধ্যে তিন ধরনের নফস আছে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়াম্মা, নফসে আম্মারা।*

নফসে আম্মারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নফস। যে শয়তানের ওপর পর্যন্ত তার কর্তৃত্ব দেখিয়েছে। অর্থাৎ তার চাহিদা শুধুমাত্র গুণাহ বা আল্লাহর নাফরমানী। সে কখনো মন্দকাজে তিরস্কার করে না।

নফসে লাওয়াম্মা হলো আল্লাহ তায়ালার অনুগত ও হয় আবার গুণাহও করে ফেলে। তবে গুণাহ করার পর।অনুশোচনার সৃষ্টি করে।

আর আমরা যেটার খুঁজে আছি সেটা হলো নফসে মুতমাইন্না। সে আল্লাহর অনুগত ও বাধ্য হয়ে যায়। সকল চাঞ্চল্য দূর হয়ে যায়। এবং প্রশান্ত আত্মায় পরিণত হয়। জ্বী হ্যা আমরা এটাই খুঁজছি। কত ভুল জায়গায় খুঁজে খুঁজে আজ হতাশ হয়ে গেছি। প্রশান্তি আসলে কোথায়!

প্রিয় ভাই ও বোন, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই বলে দিচ্ছেন, বান্দা আল্লাহর স্মরণেই রয়েছে অন্তরের প্রশান্তি। আসুন না সবাই একবার বলি, আল্লাহু আকবার! এই পদ্ধতিটাও কি কখনো এপ্লাই করে দেখেছি? আসুন না একবার পদ্ধতিটা এপ্লাই করে দেখি কাজ হয় কি না।

image.pngsource

নিরবে বসুন এমন এক জায়গায় যেখানে মানুষের কোলাহল নেই। দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে গাছের ছায়ায় বসে বা রাতের বেলায় একাকী একটু কুরআনুল কারীমের তিলাওয়াত করুন, একটু জিকির করুন কিছু সময় সবুজ গম্বুজের দিকে ধ্যান করে দূরুদ ও সালাম আদায় করুন। তারপর কোরআন মাজীদকে একটু সময় বুকের মধ্যে জড়িয়ে ধরুন এবং চুমু খান। গ্যারান্টি দিচ্ছি আপনার হৃদয় প্রশান্ত হবে।

অবশ্যই একবার চেষ্টা করে দেখতে ভুলবেন না।

আমি আমার পোস্টে ইসলাম ধর্মের কুরআনের কথা উল্লেখ করেছি। কারণ আমি একজন মুসলিম। আপনারা যারা অন্য ধর্ম বিশ্বাসী আছেন তারা আপনাদের মূল গ্রন্থের উপরে এই কাজটি এপ্লাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের মনে প্রশান্তি আসবে।

Sort:  
Loading...
 8 months ago 

প্রিয় লেখক ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর লিখনে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য, আপনি প্রশ্ন করেছেন আমাদের কাছে আপনাদেরকে এমন মনে হয় যে হঠাৎ করে মন খারাপ?

আমার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আমার তো দিনে কয়েকবার মনে হয় কিছু ভালো লাগছে না, সবকিছু যেন শূন্য শূন্য লাগছে তখন মনটা একটু গাম্ভীর হয়ে যায়।

ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত মতামতের জন্য

 8 months ago 

খুবই চমৎকার একটা পোস্ট করেছেন আমাদের আত্মারও একটা চাহিদা রয়েছে।। আর অনেক কিছু থাকার পরও আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় সেটা এই কারণে হয় জানা ছিল না।।

খুবই ভালো লেগেছে আপনার আজকের পোস্টটি ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।।।

 8 months ago 

খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ন আলোচনা। অনেক কিছু শিখার আছে। আপনি খুব সুন্দর করে নফস সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50