ত্রিধারা গাছ ও ফুলের উপকারিতাsteemCreated with Sketch.

in Incredible India10 months ago
20230906_161607_0000.jpg Canva

হেলো বন্ধুরা,

আজ আমি আপনাদের বলব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে বিশেষ কিছু অজানা গুণাগুণের কথা। প্রথমে এ গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটির নাম ত্রিধারা গাছ। এই গাছটিকে আমাদের এলাকার মানুষ ত্রিধারা গাছ নামেই চেনে তবে, আপনার এলাকার মানুষ এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই গাছটিকে চিনতে সুবিধা হবে।

IMG_20230903_060212.jpg

ত্রিধারা এক ধরনের সপুষ্পক উদ্ভিদ এর লতা কাণ্ড প্রায় পঁচাত্তর সেমি পর্যন্ত লম্বা হয়। ফুল প্রায় দুই সেমি লম্বা হয় ও দশ থেকে ত্রিশ সেমি লম্বা বৃন্ত থাকে।

IMG_20230903_054353.jpg
IMG_20230903_054307.jpg
IMG_20230903_060135.jpg

পাপড়ি সাদার মাঝখানে হলুদ, ফল খুব ছোট প্রতিটি দীর্ঘ পালক বত্ লোমগুলোর একটি মাথা থাকে। ত্রিধারা গাছে ডেইজি ফুলের মতো মধ্যস্থলে হলুদ বর্ণ যুক্ত ফুল ফোটে। এদের পাপড়িতে বিদ্যমান তিনটি করে খাঁজ থাকে। এই গাছ বাংলাদেশ ও ভারতে বেশি জন্মায় এছাড়াও এই গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে।

IMG_20230903_054442.jpg
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ত্রিধারা গাছের অজানা গুণগুলি কী কী?

১. ত্রিধারা গাছের পাতা হালকা গরম করে সেবন করলে ঠাণ্ডা জনিত সমস্যা ভাল হয়ে যায়।

২. ত্রিধারা গাছের পাতা থেঁতো করে হাল্কা গরম করে মধুর সাথে মিশিয়ে খেলে কাশি ভাল হয়।

৩. ত্রিধারা গাছের কান্ড শুকিয়ে চূর্ণ করে মধুর সাথে মিশিয়ে চেটে খেলে কৃমি ভালো হয়।

৪. ত্রিধারা গাছের পাতা সেদ্ধ করে হাল্কা গরম করে খেলে পেট ফাঁপা ও হজম জনিত সমস্যা ভালো হয়।

৫. পোকামাকড় সাপ ও বিচ্ছু কামড় দিলে ত্রিধারা গাছের পাতা ও মূল বেটে লাগালে ব্যথা কমে যায়।

এই ধরনের আরো অনেক উপকারী গাছ-গাছালি আমাদের আশেপাশের বাড়ির উঠোনে প্রচুর পরিমাণে জন্মায়, আমরা এসব উদ্ভিদের উপকারিতা সম্পর্কে না জানার কারণেই এদের উপকারিতা ভোগ করতে পারি না। সরকার যদি এইসব উপকারী উদ্ভিদের যত্ন ও বাণিজ্যিকভাবে উৎপাদনের ব্যবস্থা করে তাহলে দেশ ও জাতির অনেক উপকৃত হবে এবং স্বল্পমূল্যে দেশীয় বনা যে ওষুধ উৎপাদন করা সম্ভব হবে।

ওষুধি উদ্ভিদ


এই সবুজ শ্যামল বাংলা ভূমিতে,
যেখানেই তুমি পা রাখিবে,
দেখবে শুধু,
ওষুধি গুনাগুন,
উদ্ভিদের সমাহার।
কোথাও তুমি পাবে না গো,
এক ইঞ্চি ফাঁকা জায়গা,
যেখানে মিলবে না ওষুধি উদ্ভিদ।

একেই বলে আমার সবুজ শ্যামল বাংলা।

কিন্তু আফসোস একখানা,
এই উদ্ভিদ চিনে কয়জনা।
বিদেশি বাবুরা এসে বলে,
বাহ বাহ কত উদ্ভিদ ওষুধের গুনি।

আমার দেশের বড় কর্তারা,
দিতে জানে না এই উদ্ভিদের সম্মানটা।
দেবে কি করে তারা নিজেরাই তো জানে না।
এই উদ্ভিদের গুনাগুন!

20230901_150127.png

DEVICE
Huawei P30 lite
CAMERA
Triple - 48 MP, 8 MP, 2 MP
LOCATION
Bangladesh BD
SHORT BY
@mdrasel442

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

ত্রিধারা গাছের সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আপনার পোস্ট পড়ে। উপকারী গাছ ব্যথা ঠান্ডা ইত্যাদি রোগের জন্য। আপনার ফটোগ্রাফার জন্য গাছ চিনে নিতে পারলাম। গাছটা আরও ভালো লাগলো আপনার কবিতা বাড়তি পাওয়ার জন্য। সুস্থ থাকুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এবং আমার কবিতার প্রশংসা করার জন্য।

আমরা রাস্তায় চলা চল করার সময় অনেক গাছপালা দেখতে পাই কিন্তু আমরা জানি না যে কোন গাছের উপকারিতা কি কি যেমন আজকে আপনার পোস্ট টি পড়ে ত্রিধারা গাছের উপকারিতা জানতে পারলাম। তেমনি আমরা যে সময় যে গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারি তখন মনে হয় সৃষ্টিকর্তা কোন ও কিছু আমাদের উপকার ছাড়া সৃষ্টি করে নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ত্রিধারা গাছ নিয়ে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

একদম ঠিক বলেছেন ভাই এইসব অযত্নে বেড়ে ওঠা অদ্ভুত গুলো আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করে এবং আমাদের বিভিন্ন অসুখের জন্য ওষুধ হিসেবে ব্যবহার করি তাহলে আমরা অনেক দিক থেকে উপকৃত হতে পারি।
আপনি কি মনে করেন?

জি ভাই আমাদের যাবতীয় সবকিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখেছেন গাছপালা ও আরো অনেক কিছু মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64060.29
ETH 3471.63
USDT 1.00
SBD 2.52