সফলতার প্রথম ধাপ হল ধৈর্য।(The first step to success is patience.)

in Incredible India10 months ago

হ্যালো বন্ধুরা,

শুভ বিকাল, সবাইকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের লেখা শুরু করলাম। সফলতা এবং ব্যর্থতা এটি প্রত্যেকটি মানুষের জীবনে বিদ্যমান। ব্যর্থতা আছে বলেই মানুষ সফলতার স্বাদ গ্রহণ করতে পারে। বন্ধুরা এই ব্যর্থতাকে জয় করে জীবনের সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হল ধৈর্য।

pexels-cottonbro-studio-4100670.jpgsource

আমরা কেউই জন্মের পর থেকে সফলতার উচ্চ শিখরে আরোহন করতে পারিনা। সফলতা একটি দীর্ঘ মেয়াদী যাত্রা। আমরা শুধুমাত্র সফল ব্যক্তিদের কথাই বলে থাকি কিন্তু আমরা জানি না এই ব্যক্তির জীবনে সফলতা অর্জন করতে যে কত ত্যাগ,তিতিক্ষা কত সময় কত পরিশ্রম দিতে হয়েছে।

আপনার জীবনে সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম যে গুণটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হল ধৈর্য ধারণ করার ক্ষমতা। ধৈর্য একটি মহৎ গুণ। যে ব্যক্তির ধৈর্য শক্তি যত বেশি সে ব্যক্তির সফলতা হওয়ার সম্ভাবনা তত বেশি। একজন ধৈর্যশীল ব্যক্তিই পারে সকল রকম বিপদের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে। কারণ আপনার জীবনে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনি কোন কাজ করা মাত্রই আপনি সফলতা পাবেন না।আপনাকে কঠোর পরিশ্রমের পাশাপাশি ধৈর্যশীল হতে হবে।

pexels-andrea-piacquadio-3824771 (1).jpgsource

বন্ধুরা সফলতা কখনো রাতারাতি অর্জন করা সম্ভব নয়। কারণ সফল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করলে দেখতে পায় যে তারা জীবনে শত শত বাধা অতিক্রম করে এবং ব্যর্থতার সর্বশেষ স্তর থেকে নিজেকে সংযত রেখে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে আজ তারা সফলতার উচ্চ শিখরে আরোহন করতে সক্ষম হয়েছে। তাই সফলতা অর্জন করতে হলে আপনাকে বিপদে ধৈর্য ধারণ করার সক্ষমতা তৈরি করতে হবে আপনাকে নিজেকেই।

আমরা আমাদের চারপাশে লক্ষ্য করলে দেখতে পাই মানুষ যখন কোন কাজে ব্যর্থ হয় তখন সে আত্মহত্যার মত পথ বেছে নেয়। এমন অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। কিন্তু এটি সবচেয়ে বোকামি কারণ পৃথিবীতে সব কিছুর উর্ধ্বে হলো আপনার জীবনের মূল্য। যে ব্যক্তি ব্যর্থতার গ্লানি সহ্য করার ক্ষমতা রাখতে পারে এবং সেই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারে সে ব্যক্তি পরিশ্রম করলে এবং তার লক্ষ্য স্থির থাকলে সে তার সফলতার উচ্চ শিখরে আহরণ করতে সক্ষম হবে।

বন্ধুরা ধৈর্য একটি মহৎ গুণ। সকলের ধৈর্য ধারণ ক্ষমতা থাকেনা। এটিকে রপ্ত করতে হয়। জীবনে সফলতার জন্য যেমন লক্ষ্য স্থির করা গুরুত্বপূর্ণ তেমনি নিজেকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলাও তদ্রূপ গুরুত্বপূর্ণ। সফল হতে হলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নাই একজন পরিশ্রমী ব্যক্তি তার লক্ষ্য যদি স্থির হয় সে অনুযায়ী যদি কঠোর পরিশ্রম করতে থাকে তাহলে তার সফলতা কেউ আটকে রাখতে পারবে না।

pexels-andrea-piacquadio-3779409.jpgsource

সফলতা অর্জন করার জন্য আমাদেরকে সব সময় ব্যর্থতার গ্লানি বহন করার ক্ষমতা থাকতে হবে। কারণ মাঝে মাঝে আমাদের জীবনে এমন অনেক বিপদ কোন কিছু ছাড়াই চলে আসে সে সময় আমরা অনেক বেশি হতাশাগ্রস্থ হয়ে যায় কারণ জীবনে চলার পথে বিপদ আপদ এগুলো থাকবে তাই বলে কখনো হতাশ হওয়া যাবে না সেই মুহূর্তে নিজেকে শান্ত রাখতে হবে এবং নিজেকে ধৈর্যশীল এর পরিচয় দিতে হবে তাহলে সৃষ্টিকর্তা আপনাকে সঠিক পথের সন্ধান বের করে দিবে।

একজন কঠোর পরিশ্রমী ধৈর্যশীল ব্যক্তিই পারে জীবনের সফলতার শিখরে আরোহণ করতে। কারণ সফলতা কখনো রাতারাতি আপনার কাছ থেকে এসে ধরা দিবে না। তার জন্য আপনাকে কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজের প্রতি আস্থা বিশ্বাস ও নিজেকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলা সবচেয়ে মূল্যবান। তাহলে আপনার জীবনে যত বেশি ঝড়ঝাপটা আসুক আপনি সেটাকে মোকাবেলা করে এবং সেটি থেকে শিক্ষা গ্রহণ করে আপনি দ্বিগুণ উৎসাহে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।

বন্ধুরা রাগ মানুষকে ধ্বংস করে এবং অপরদিকে ধৈর্য্য মানুষকে মহৎ হতে সাহায্য করে। সুতরাং জীবনে বড় হতে হলে রাগকে বর্জন করা উচিত এবং ধৈর্যকে আয়ত্ত করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

সকলের সুস্থতা কামনা করে আজ আমার লেখা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।

Sort:  
 10 months ago 

সুতার মধ্যে পুঁথিগুলো গাধার মতোই ধৈর্যের সাথে জড়িয়ে আছে সফলতা । যার ধৈর্য নাই সে কখনোই সফলতা আনতে পারেনা।একজন কঠোর পরিশ্রমী ধৈর্যশীল ব্যক্তিই পারে জীবনের সফলতার শিখরে আরোহণ করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞানমূলক একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য।

 10 months ago 

আসলে আমাদের প্রত্যেককে ধৈর্যের মতো এই মহৎ গুণটি অর্জন করা উচিত না হলে আমাদের জীবনের সফলতা কখনোই আসবেনা। হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 10 months ago 

আপনি আজকে সফলতা নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। যেখানে আপনি সবচাইতে বেশি বলেছেন সফলতা অর্জনের জন্য একজন মানুষের সবচাইতে বেশি প্রয়োজন ধৈর্য।

জীবনে যে মানুষের ধৈর্য নেই সেই মানুষ সফলতা কোন কাজেই পাবে না ।আপনি আরো বলেছেন ধৈর্য একটু মহৎ গুন, এটি একদম সত্য কথা বলেছেন। ধৈর্য সারা কোন মানুষ জীবনে কোন উন্নতি করতে পারবে না।

আপনি আরো বলেছেন রাগকে পরিহার করে, ধৈর্য ধরে রাখুন তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব। আপনার পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট করার।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে আপনার এত সুন্দর একটি মূল্যবান মন্তব্য করার জন্য।

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 10 months ago 

আজকে আপনি ধৈর্য ও সফলতা নিয়ে সুন্দর একটি আলোচনা করেছেন। আপনি এই কথাটি বলেছে সফলতা মানুষের জন্য প্রথমে ধৈর্য প্রয়োজন।যে মানুষের ধৈর্য নেই সে কোন কাজ করে সফলতা পাবে না। আপনি আরো একটি কথা বলেছেন আমার যা শুনে ভালো লাগলো ধৈর্য একটি মহৎ গুণ। ধৈর্য ছাড়া কোন মানুষ জীবনে কখনো উন্নত হতে পারে না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শিক্ষানীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 10 months ago 

থ্যাঙ্ক ইউ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50