খারাপ কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেষ্ঠ ইবাদত।(Silence is better than speaking evil.)

in Incredible India11 months ago

হ্যালো স্টিমিটিয়ান বন্ধুরা!

মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য একে অপরের সাথে কথা বলতে পারে। এই কথা বলতে পারাটাই সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত। সৃষ্টিকর্তা দেওয়া এই নিয়ামতকে আমরা অনেক সময় বেফাঁস কথাবার্তার মাধ্যমে প্রকাশ করে থাকি।

pexels-timur-weber-8560344.jpgsource

"খারাপ কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেষ্ঠ একটি ইবাদাত" এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি আমার লেখাটি আপনারা সকলে মনোযোগ দিয়ে পড়বেন।

কম কথা বলা মানুষের শ্রেষ্ঠ একটি গুণের ভিতরে অন্যতম। আমাদের জন্মের পরে আমাদের বয়স যখন দুই বছর হয় তখন থেকে আমরা কথা বলতে শিখি। কিন্তু কোথায় কি কথা বলতে হবে এবং কোথায় আপনাকে চুপ থাকতে হবে সেটা শিখতে আমাদের সারা জীবন লেগে যায়। যারা কম কথা বলে তারা নানান রকম বিপদ আপদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে।কারণ অহেতুক এই কথার মাধ্যমে মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। যারা কঠিন মুহূর্তে চুপ থাকতে পারে তারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। কারণ সকলে এই চুপ থাকা গুণটি আয়ত্ত করতে পারে না। চুপ থাকা একটি অতি উত্তম ইবাদাত।

খারাপ কথাবার্তার কুফল:-

আমাদের চারপাশের সমাজে যত মারামারি হানাহানি সবকিছুর মূল কারণ হলো বেফাস কথাবার্তা। আপনি যদি অনিয়ন্ত্রিত লাগামহীনভাবে কথাবার্তা বলেন এর ফলে একে অপরের প্রতি ঝগড়া বা বিদ্বেষের সৃষ্টি হবে। তাই সব সময় অনর্থক বা বেফাস কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখাই উত্তম। তাহলে সকল বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করার সম্ভব।

pexels-nicola-barts-7927391.jpgsource

চুপ থাকাটা একটি ইবাদাত। সৃষ্টিকর্তা আমাদেরকে কথাবার্তা বলার সুযোগ দান করেছেন এর মানে এই নয় যে আপনি লাগামহীন ভাবে বেফাঁস বা খারাপ কথাবার্তা বলবেন। আমাদের কি সব সময় একটি কথা মনে রাখতে হবে যে, মুখ থেকে একটি কথা বাহির হয়ে গেলে সেটি আর কখনো ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার আগে আমাদেরকে সবসময় সচেতনতা,মার্জিত এবং বরুচিশীলভাবে কথা বলা উচিত। আপনার এই ছোট্ট জীবনে আপনি যদি নিজেকে সকল বিপদ আপদ থেকে বিরত রাখতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে।

ইসলাম ধর্মে বলা হয়েছে যে যে ব্যক্তি তাহার জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ অন্যকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে সে সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি পছন্দনীয়। কারণ এই জিহবা আমাদের সকল পাপের মূল। আমরা অনেক সময় একে অপরের সাথে কথা বলার মাঝে কোন শালীনতা রাখি না এটির ফলে একে অপরের মাঝে দূরত্বের সৃষ্টি হয়।

pexels-keira-burton-6147445.jpgsource

আমরা অনেক সময় রাগের মাথায় অনেক খারাপ খারাপ কথাবার্তা যেমন গালিগালাজ করে ফেলি। এর ফলে হানাহানির সৃষ্টি হয়। সুতরাং যখন আপনার রাগ হবে তখন আপনি চুপ থাকার চেষ্টা করুন। আপনি যত কথা কম বলবেন তত আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যে ব্যক্তি যত বেশি কথা বলে অথবা বাচাল প্রকৃতির হয়ে থাকে তাদের তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা বেশি কথা বলে তাদেরকে কেউই পছন্দ করেনা। তাই অযথা কথা বলা থেকে নিজেদেরকে বিরক্ত রাখতে হবে এবং কথা বলার সময় মার্জিত ভাষা ব্যবহার করতে হবে।

আপনার কথায় যদি অন্য কেউ কষ্ট পায় তাহলে সৃষ্টিকর্তা আপনার উপর অখুশি হয়। তাই আমাদেরকে সবসময় খারাপ কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং যথাসম্ভব চেষ্টা করতে হবে প্রয়োজনের অতিরিক্ত কথা পরিহার করা।

pexels-andrea-piacquadio-3831631.jpgsource

খারাপ কথা থেকে বেঁচে থাকার উপায়:-

আপনার খারাপ কথা থেকে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং রাগের সময় নিজেকে যথাসম্ভব চেষ্টা করতে হবে গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখতে হবে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন যে ব্যক্তি নিজের জিহ্বা কে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যক্তি অর্ধেক পাপ থেকে নিজেকে বিরক্ত রাখতে পারে। তাই আমাদের বিনা প্রয়োজনে কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং যথাসম্ভব চুপ থাকার চেষ্টা করতে হবে। এভাবে আপনি আপনার খারাপ কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবেন।

আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার লেখা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।

Sort:  
 11 months ago 

আজকে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলেছেন, সেটি হল খারাপ কথা বলার চাইতে চুপ থাকার চেষ্টা ইবাদত।

মানুষ হলো সৃষ্টির সেরা জীব, মানুষ ভালো মন্দ সবকিছু বুঝতে পারে। তাই মানুষের অনেক কিছু হিসাব করেই চলতে হয়। যদি আমরা আমাদের কথাবার্তা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে আমাদের কোন মানুষ পছন্দ করবে না।

আমরা একমাত্র প্রাণী যে কথা বলতে পারি, তার মানে আমরা সব জায়গায় সব কথা বলবো এমনটা কিন্তু না। কিছু কিছু জায়গায় কথা না বলে চুপ থাকায় সবচাইতে শ্রেষ্ঠ বলে আমি মনে করি।

আপনি চুপ থাকা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে আর আমি আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

 11 months ago 

আপনিও ভালো থাকুন।

 11 months ago 

আপনার কথায় যদি অন্য কেউ কষ্ট পায় তাহলে সৃষ্টিকর্তা আপনার উপর অখুশি হয়।

আসলে আমাদের উচিত অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা। কথায় আছে যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয় আর এই ভুল থেকে মানুষ কষ্ট পাই। ইংরেজিতে একটি প্রবাদ আছে,Slip off tongue এটা তাদেরই বেশি হয় যারা বেশি কথা বলে। আমাদের প্রতিটা নবী-রাসূলগণ খুবই কম কথা বলতেন। আমাদের উচিত তাদের আদর্শই জীবন গড়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষনীয় মূলক লেখনী উপস্থাপনা করার জন্য।

 11 months ago 

আজকে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে মানুষ হল সেরা জীব মানুষ ভালো-মন্দ গুন বাচক সবকিছু বুঝতে পারে। আমরা যদি আমাদের কথা নিয়ে নিয়ন্তরে না রাখতে পারি তাহলে মানুষ আমাদের খারাপ ও মন্দ ভাববে।

আপনি চুপ থাকা নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা করেছেন।আপনার এই পোস্টি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

Loading...
 11 months ago 

ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সবার উচিত নিজের রাগ নিয়ন্ত্রণ করে উল্টো পাল্টা কথা বলা থেকে বিরত থাকা। এতে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমি মনে করি এটাও একটি ইবাদত। ধন্যবাদ আপনাকে সময় উপযোগী পোস্ট করা জন্য।

 11 months ago 

আসলে আমাদের মধ্যে কিছু মানুষ আছে। যারা কিনা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ঝগড়াঝাঁটি সৃষ্টি করার জন্য। একজনের কথা অন্যজনের কাছে গিয়ে বলে। এতে করে সে নিজে যেমন খারাপ হচ্ছে। ঠিক তেমনি সমাজের ওই মানুষগুলোকেও খারাপের দিকে নিয়ে।

আপনি একদমই ঠিক বলেছেন,, খারাপ কথা বলার চাইতে চুপ থাকা ভালো। কিন্তু বর্তমান সমাজে যে মানুষটা চুপ থাকে। সে মানুষটাকে সবাই বেশি দোষারোপ করে। আর যে মানুষটা মিথ্যা কথা বলে। খারাপ কথা বলে। তাকে সবাই মাথায় তুলে নাচতে থাকে।

আজকে আপনি আমাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক আলোচনা করেছেন। এবং খারাপ কথা বলার থেকে কিভাবে আমরা নিজেদেরকে বিরত রাখব। সেই বিষয়টাও আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59139.97
ETH 2676.50
USDT 1.00
SBD 2.44