পরিশ্রম হল সফলতার মূলমন্ত্র।

in Incredible India10 months ago

হ্যালো বন্ধুরা!
সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে সফলতা নিয়ে কিছু কথা শেয়ার করব আশা করি আমার লেখাটি সকলে পড়বেন।

pexels-yury-kim-585419.jpgsource

সফলতা:-

আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা বিরাজমান। আমরা কেউই যেমন জন্মের পর থেকে সফল হয়ে জন্মগ্রহণ করি না আবার কেউই জন্মের পরে ব্যর্থতা নিয়ে জন্মগ্রহণ করে না। আমাদের কর্মই আমাদেরকে সফলতা এবং ব্যর্থতা নির্ধারণ করে দেয়।

আপনাকে যদি জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে যেটি সর্বপ্রথম প্রয়োজন সেটি হল কঠোর পরিশ্রম। পরিশ্রমবিহীন কখনো সফলতার কথা চিন্তা করাও অসম্ভব। যে ব্যক্তি যত বেশি পরিশ্রমী সে ব্যক্তির সফলতা তত সন্নিকটে। আমরা শুধু সফল ব্যক্তিদের জীবনী পড়ে থাকি কিন্তু আমরা তাদের জীবনের সফল হওয়ার আগের পরিশ্রমের কথা কখনো ভাবিনা।
সফলতা ও ব্যর্থতা নিয়েই আমাদের জীবন। আপনাকে যদি জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে আগে সর্বপ্রথম আপনার ব্যর্থতার গ্লানি সহ্য করার ক্ষমতা থাকতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং লক্ষ্য স্থির করতে হবে জীবনে আপনি কি চান। আপনার কঠোর পরিশ্রম ও সাধনায় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে।

pexels-denniz-futalan-942540.jpgsource

কঠোর পরিশ্রম:-

পরিশ্রম ছাড়া কখনো কেউই সফলতার দেখা পায়নি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তেমনি অলস ব্যক্তির দ্বারা ও কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। যে ব্যক্তি অলস সে শুধু ঘুমায় ঘুমায় আকাশ কুসুম স্বপ্ন দেখতে ভালবাসে কিন্তু সে কখনো তার জীবনের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে না। কেননা তিনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেই ভালোবাসেন কিন্তু জীবনে সফল হতে হলে আপনাকে ঘুম থেকে জেগে উঠে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার লক্ষ্য স্থির করে আপনাকে সকল শত বাধা অতিক্রম করে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে আপনি জীবনে সফলতার উচ্চ শিখরে আহরণ করতে পারবেন।

pexels-jill-wellington-40815.jpgsource

আমরা যখন কোন কাজ করে থাকি তখন যদি আমরা সেই কাজে ব্যর্থ হই তাহলে আমরা হতাশ হয়ে পড়ি এবং সে কাজ থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিই। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি জীবনে যদি কোন কাজে ব্যর্থ হন বা সঠিকভাবে করতে না পারেন তাহলে সে কাজটা থেকে আপনাকে সর্ব প্রথম শিক্ষা গ্রহণ করতে হবে আপনি কেন সে কাজটি করতে পারলেন না এবং সে কাজ থেকে শিক্ষা গ্রহণ করেই আপনাকে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি সে কাজে সফলতা অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সেটার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এমন ব্যক্তিবর্গই জীবনের সফলতা অর্জন করতে সক্ষম হয়।

যেসব ব্যক্তি কাজ দেখে ভয় পায় তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। হীনমন্যতা এবং অলসতা এ দুটি সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। যারা জীবনে কাজকে ভালোবাসে, যারা কাজকে কখনো ছোট করে দেখে না তারাই জীবনে সফল। হাতে কাজ করায় কোন অগৌরব নেই, অগৌরব হয় তখন যখন কাজ না করে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। আমরা এসব ব্যক্তি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো কারণ এদের সংস্পর্শে কখনো কোন ব্যক্তির উন্নতি সম্ভব নয়।

pexels-gerd-altmann-21696.jpgsource

একটি দেশ ও জাতি তখনি উন্নত হয় যখন সে জাতির মানুষ কঠোর পরিশ্রম করে। আপনাকে সফলতা অর্জন করতে হলে কখনোই পরিশ্রম কে বাদ দিয়ে সেটা অর্জন করা সম্ভব নয়। তাই আমাদের সকলের সংকল্প হওয়া উচিত কঠোর পরিশ্রম এর মাধ্যমেই আমরা আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেখানে আপনি বলেছেন সফলতা এবং ব্যর্থতা এই দুটো নিয়েই আমরা জন্মগ্রহণ করি না।

কিভাবে আমরা সফলতা পেতে পারি এ বিষয়ে আপনি অনেক কিছু আলোচনা করেছেন। আমরা মানুষ তাই আমাদের জীবনের সব সময় সফলতা আছে না। মাঝে মাঝে ব্যর্থতা আসে আর ব্যর্থতা কাটিয়ে আমাদের সফলতা জয় করতে হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার লেখাটি পড়ে আপনার এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন দোয়া ভালোবাসা রইলো ।

 10 months ago 

আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সবার সাথে আলোচনা করেছেন। আমাদের জীবনে সব সময় সফলতা আসে না। এই সফলতা কাটিয়ে আমাদের জয় করতে হবে।

খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন থ্যাঙ্ক ইউ

 10 months ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনি আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 10 months ago 

আমার প্রিয় লেখক বন্ধু, সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সাথে আজকে শেয়ার করছেন সফলতার মূল মন্ত্র পরিশ্রম, ইতিহাস সাক্ষী রয়েছে যে জাতি যত পরিশ্রম করেছে এই পৃথিবীতে তারাই সফলতার মুখ দেখেছে।

যেসব ব্যক্তি কাজ দেখে ভয় পায় তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। হীনমন্যতা এবং অলসতা এ দুটি সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়।

আপনার কথাগুলো বাস্তবতার সাথে পুরো পুরিই মিল রয়েছে, আমি মনে করি অলস ব্যক্তিরা কখনোই সফলতার চুরঙ্গে পৌঁছাতে পারে না।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পুরো লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 10 months ago 

আমাদের কর্মের উপর আমাদের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। কিন্তু মাঝে মাঝে আমরা ব্যর্থ হলে হতাশ হয়ে পড়ি। কিন্তু ব্যর্থ হলে হতাশ না হয়ে সব সময় চেষ্টা করতে হবে এবং সেই সাথে কঠোর পরিশ্রম করতে হবে তবে সফলতা অর্জন করা সম্ভব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

এটা ধ্রব সত্যি কথা কঠোর পরিশ্রমের কোন বিকল্প হয়না। সফলতা একমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা যায়। অনেক কুঁড়ে লোক অনেক ছুতো খোঁজে নানা রকম বাহনা করে কাজ ফাঁকি দিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে প্ররিশ্রম না করার জন্য। কিন্তু তারা নিজের পায়ে কুড়াল মেরে নিজের ভবিষ্যৎ অন্ধকার করে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63595.77
ETH 3415.98
USDT 1.00
SBD 2.49