আমার গ্রামের ছোট্ট মাছের বাজার।

in Incredible India10 months ago (edited)

IMG_20230921_091718.jpgreceived to messenger

হ্যালো পাঠক বন্ধুরা!

শুভ সকাল, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং দুর্দান্ত সময় অতিবাহিত করছেন। আজ আমি আপনাদের সাথে আমার "গ্রামের ছোট মাছের বাজারটির সাথে পরিচয় করিয়ে দেবো আমার লেখার মাধ্যমে"। আশা করি আমার লেখাটি সকলের পড়বেন এ প্রত্যাশা রইল।

received_1889633874771766.jpegreceived to messenger

আমরা মাছ পাগল বাঙালি। মাছ ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আহার মুখেই ওঠেনা তাইতো আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। সাতক্ষীরা জেলা শহর থেকে আমার গ্রামটি 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমার গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। আমার গ্রামের সাধারণত বেশিরভাগ কৃষি কর্মজীবী খেটে খাওয়া দিনমজুর মানুষের বসবাস। গ্রাম্য মানুষের জীবন বৈশিষ্ট্যের সাথে শহুরে মানুষের চালচলন ও জীবন বৈশিষ্ট্যের ব্যাপক পার্থক্য পরিলক্ষিত।

আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী, তার তীরবর্তী ঘেঁষে অবস্থিত আমাদের ছোট্ট এই মাছের বাজারটি।এই গ্রাম্য ছোট মাছের বাজারটি আমাদের গ্রামের মানুষের জন্য অনেক বেশি উপকারী। এখানে নদী খাল বিল পুকুর থেকে সংগ্রহকৃত মাছ এই বাজারে বিক্রয় করা হয় যার ফলে গ্রামের খেটে খাওয়া মানুষ সহজেই তাদের হাতের নাগালে থাকা বাজার থেকে অল্প পরিমাণ হলেও মাছ কিনে খেতে পারে।

received_1730910634015619.jpegreceived to messenger

আমাদের এই মাছের বাজারটি খুব সকাল থেকেই এখানে মাছ বিক্রেতারা তাদের মাছ নিয়ে এসে হাজির হয় বিক্রয় করার জন্য। গ্রামের সাধারণ মানুষরা এসে ভিড় করে এই মাছের বাজারটিতে তারা তাদের প্রয়োজনমতো ছোট বড় যে কোন ধরনের মাছ ক্রয় করতে পারে।

আমাদের এই মাছের বাজারটি সবচেয়ে বেশি পরিচিত এখানে খাল বিল থেকে সংগ্রহকৃত ছোট মলাঢলা মাছ পাওয়া যায়। এই বাজারটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সপ্তাহের সাত দিনই বসে থাকে তাইতো দূর দুরান্ত থেকে ও আশপাশের গ্রাম থেকেও লোকজন ছুটে আসে আমাদের এই ছোট মাছের বাজারে মাছ কেনার জন্য সহজ লভ্যে। এই বাজারটিতে রুই ,কাতলা, তেলাপিয়া,পুটি,চিংড়ি, পাঙ্গাস মাছ সহ আরো ছোট বড় অনেক রকমের টাটকা ও সতেজ মাছ পাওয়া যায়।

received_1331574377452883.jpegreceived to messenger

সকাল দশটার মধ্যেই এখানে মাছ বেচাকেনা শেষ হয়ে যায় এবং বিক্রেতারা তারা তাদের বেচাকেনা শেষ করে বাড়ি ফিরে যায়।

received_756259206303518.jpegreceived to messenger

আমাদের গ্রামে এই মাছের বাজারটি থাকার কারণে গ্রামের মানুষেরা অনেক বেশি উপকৃত হয়ে থাকে এবং তারা প্রত্যেকদিন আর কিছু না হোক টাটকা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে পারে।

DeviceName
Picture

Photography 📷📷
•Category

fish market photography
•Camera Used ‌

Handphone
•Model

vivo y15
•Photographer@mdimran1
•Location Aceh 📍🌐/

Bangladesh

বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার লেখা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।

Sort:  
 10 months ago 

আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেশিও অনেক প্রজাতির মাছ, আসলে অনেকদিন পরে দেশিও অনেক প্রজাতির মাছ দেখে ভালো লাগছে, আমি নিজে দেশের বাইরে থাকি বলে অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায় না। আপনার গ্রামের মাছের হাট টি তো অনেক জায়গা নিয়ে অবস্থিত আপনি বলছেন এখানে বাইরে থেকে লোক আসে মাছ নিয়ে বিক্রি করে সকাল দশটার ভিতরে আবার বাসায় যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গ্রামের একটি প্রেক্ষাপট তুলে ধরার জন্য।

 10 months ago 

জি ভাই আপনি ঠিকই বলছেন গ্রামের হাটগুলোতে নানান ধরনের মাছ পাওয়া যায় আর এগুলো খাল বিল থেকে সংগ্রহকৃত মাছ অনেক সুস্বাদু। ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 10 months ago 

অবশ্যই আমরা মাছ প্রিয় জাতি। তাই আমরা মাছ খেতে খুবই পছন্দ করি। আজকে আপনি আপনার গ্রামের ছোট একটি মাছের বাজারের বর্ণনা দিয়ে খুব সুৃন্দর একটি পোস্ট লিখেছেন।
আপনাকে ধন্যবাদ এরকম সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 10 months ago 

জি ভাই আপনি ঠিকই বলছেন আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলেই না।গ্রামের হাটগুলোতে নানান ধরনের মাছ পাওয়া যায় আর এগুলো খাল বিল থেকে সংগ্রহকৃত মাছ অনেক সুস্বাদু। ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 10 months ago 

মাছ দেখলে মাছ নিতে মন চায় কারণ আমরা তো বাঙালি আর মাছ আমাদের প্রিয়।। আপনি আপনার গ্রামের মাছের বাজার নিয়ে খুব সুন্দর কথা বলেছেন। প্রত্যেকটি গ্রামে বাজার রয়েছে আর সেখানে সব ধরনের মাছ পাওয়া যায়।।

খুবই ভালো লাগলো ভাই আপনার পোস্টটি পড়ে খুব সুন্দর ভাবে গুছিয়ে লেখেছেন সবকিছু।

 10 months ago 

জি ভাই আপনি ঠিকই বলছেন আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় মাছ আমাদের বাঙ্গালীদের খাদ্য তালিকায় প্রতিনিয়ত থাকে বলেই।গ্রামের হাটগুলোতে নানান ধরনের মাছ পাওয়া যায় আর এগুলো খাল বিল থেকে সংগ্রহকৃত মাছ অনেক সুস্বাদু। ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 10 months ago 

জি ভাই গ্রাম অঞ্চলে একদম টাটকা মাছ পাওয়া যায়।। এটা আমাদের গ্রামের মানুষদের জন্য সবচাইতে ভালো একটা দিক।।

 10 months ago 

আসলেই একটি গ্রামের মাছের বাজার গুলো দেখতে অনেক সুন্দর লাগে ৷ তারা লাইনবদ্ধ ভাবে বসে মাছ বিক্রি করে থাকে ৷ তারপর তারা অনেক ধরনের ছোট বড় মাছ নিয়ে মানুষের কাছে বিক্রি করার জন্য ৷ অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্ট টি পড়ে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

জি ভাই আপনি ঠিকই বলছেন গ্রামের হাটগুলোতে নানান ধরনের মাছ পাওয়া যায় আর এগুলো খাল বিল থেকে সংগ্রহকৃত মাছ অনেক সুস্বাদু। আপনার কথার সাথে আমিও একমত আসলে এক গ্রামের বাজার গুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে।ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 10 months ago 

আপনি আমাদের সাথে দেশিও অনেক প্রজাতির মাছ উপস্থাপনা করেছেন।আর মাছ দেখলেই কিনতে মনে চায় কারণ আমরা বাঙালি মাছ আমাদের প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে আপনাদের ছোট মাছ বাজার টা আমাদের ফটোগ্রাফি মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। আর পোষ্টের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আপনার ছোট মাছের বাজার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ছোট বাজারে মাছের পোস্টটি পড়ে খুব ভালোই লাগলো থ্যাঙ্ক ইউ।

 10 months ago 

আমরা বাঙালিরা মাছ ছাড়া ভাত খাওয়ার কথা কল্পনাও করতে পারি না। আজকে আপনি আমাদের সাথে দেশে যাদের অনেকগুলো মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে মাছের বাজারে ঢুকলে মাছ নিয়ে বাড়িতে না আসলে। কেন যেন একটা অস্বস্তি মনে হয় আমার কাছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনাদের গ্রামের মাছের বাজার এবং সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 10 months ago 

আসলেই আমরা মাছে- ভাতে বাঙালি ।মাছের ঝোল হলে আমাদের আর কিছু ই‌ লাগে না। আপনার ব্লগটি পরে জানতে পারলাম আপনি সাতক্ষীরা জেলায় থাকেন ।ওখানকার একটি মাছের বাজারের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। এই বাজারেআশে পাশের মানুষ খাল বিল নদী-নালা থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করে ।তাই সুলভ মূল্যে মাছ পাওয়া যায়। তাই গ্রামের খেটে খাওয়া মানুষ অল্প হলেও মাছ দিয়ে খেতে পারে ।অনেক ভালো লাগলো আপনার পোস্টে পড়ে ।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50