মজার মজার উত্তর দাও রিওয়ার্ড জিতে নাও||Give funny answer and win rewards||

in Incredible Indialast year (edited)

IMG-20230122-WA0016.jpg

হ্যালো বন্ধুরা,

Incredible India কমিউনিটিতে আমাদের পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ নেয়া হয়েছে যেটা @sduttaskitchen দিদি খুব আনন্দের সাথে অনুমোদন দিয়েছেন।
"Incredible India Fun"-এ আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি সম্পূর্ণ ভিন্নধর্মী উদ্যোগ শুধুমাত্র কিছুটা আনন্দ উপভোগ করার প্রচেষ্টা। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আরও উপভোগ্য হয়ে উঠতে পারে

ভিন্নধর্মী একটি আনন্দ উপভোগের উদ্যোগ, বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য সেরা উত্তর দাতা কে রিওয়ার্ড প্রদান করা হবে। যার উত্তরটি বেশি মজার ও আকর্ষণীয় হবে তাদের মধ্যে প্রথম তিনজনকে যথাক্রমে ৩, ২ ও ১ স্টিম করে রিওয়ার্ড দেয়া হবে। তবে অবশ্যই নিয়ম মেনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

প্রতি সপ্তাহে মঙ্গলবার একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি আমাদের সমাজের প্রচলিত কথা বা পরিচিত কোন বাক্য হতে পারে। প্রচলিত সেই কথা বা বাক্যটির বাস্তবসম্মত কোন উত্তর আমরা জানতে চাই না। উত্তরটি হতে হবে একদম ভিন্নধর্মী মজার কোন উত্তর। ভিন্নধর্মী এই মজার উত্তরটি আমরা জানতে আগ্রহী।

যে প্রশ্নটি করা হবে তার উত্তরে অবশ্যই সৃজনশীলতা ও মজার চিন্তা ভাবনা থাকতে হবে। যার উত্তরের মধ্যে যত বেশি ক্রিয়েটিভিটি পাওয়া যাবে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আগেই বলেছি এখানে প্রশ্নের সঠিক উত্তরটি না দিয়ে কিছুটা ফান করতেই আমাদের এই উদ্যোগ।

যেমন প্রশ্ন হতে পারে "সমুদ্রের রং নীল কেন"? এর সঠিক উত্তর জানতে আমরা মোটেও আগ্রহী নই। ভিন্নভাবে উত্তরটা হতে পারে "সমুদ্রের বউয়ের পছন্দের রং নীল"। আবার এটা হতে পারে "সমুদ্রের প্রেমিকা ছ্যাকা দিয়ে চলে গিয়েছে"। ক্রিয়েটিভ এই ধরনের উত্তর নিয়ে আপনাদের অংশগ্রহণ আশা করছি।
আর আপনাদের অংশগ্রহনেই উদ্যোগটি সফল হতে পারে।

অংশগ্রহণের নিয়মাবলী‌ঃ

  • প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে দিতে হবে।
  • উত্তর সর্বোচ্চ ৫০ শব্দের হতে হবে।
  • একজনের ইউজার একবারে বেশি উত্তর দেয়া যাবে না।
  • উত্তরটি এডিট করা যাবে না।
  • অন্য কারো উত্তর কপি করা যাবে না।
  • উত্তরটি ভিন্নধর্মী ও মজার হতে হবে।
  • পোস্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
  • এডাল্ট কোন উত্তর অবশ্যই পরিত্যাগ করতে হবে।

সকলের জন্য শুভেচ্ছা



hello friends,
A new initiative has been taken from our side in the community Incredible India which is approved by @sduttaskitchen.
Welcome to all of us at "Incredible India Fun". A different venture just to have some fun. So your spontaneous participation can become more enjoyable.

A fun initiative of sorts, the best answer will be rewarded to make the topic more interesting. The first three people whose answers will be more fun and interesting will be rewarded with 3, 2 and 1 steam respectively. However, it is mandatory to follow the rules.

A question will be asked every week on Tuesday. The question can be a common saying of our society or any familiar sentence. We do not want to know any real answer to that common saying or sentence. The answer must be a completely different kind of funny answer. We are interested to know some funny answers to this heterogeneity.

The answer to the question asked must be creative and interesting. The more creative the answer, the more likely it is to win. As I said earlier, our initiative is to make a bit of fun without giving the correct answer to the question here.

For example, the question may be "Why is the colour of the sea blue"? We are not at all interested in knowing the correct answer. Alternatively, the answer could be "The wife of the ocean's favourite colour is blue". Again it could be "the lover of the ocean burn him by giving shock". Looking forward to your participation with creative answers like this.

And the initiative can be successful only with your participation.

Participation Rules:

  • The answer to the question must be commented on.
  • The answer should be a maximum of 50 words.
  • One user cannot answer more than once.
  • The answer cannot be edited.
  • No one else's answer can be copied.
  • The answer should be varied and interesting.
  • It is mandatory to re-steem the post.
  • Any adult answers must be omitted.

Greetings to all

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScaQyCM2iuQ1WQQy6nniRf12cc5CtS93357FVJGtsJxDuskm1PhG5v3j8PRTTLNJMvkMUPWrwxdV4doFh5KLHsCHWYfgqWW8XGht9fW3YpYm.gif

Sort:  

আমি অবশ্যই প্রতিযোগিতাটিতে অংশগ্রহন করবো।

আর @sduttaskitchen দিদি সত্যিই দারুণ একটা উদ্যোগ নিয়েছেন আমাদের জন্য,রিয়েল লাইফে কাজের মধ্যে যেমন কোনো আনন্দ না থাকলে কাজগুলো বোরিং লাগে অনলাইন প্লাটফর্মও কিন্তু এর ব্যতিক্রম নয়।আমি মনে করি আমাদের একঘেয়েমিগুলো দুর করতে এটা খুব ভালো একটা অবদান রাখবে।
আর এই উদ্যোগটা আমাদের এই নতুন কমিউনিটিটাকে আরো একধাপ সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ সে বিষয়ে আমি আশাবাদী।

যেকোনো কাজের মাঝে আনন্দ খুঁজে পেলে সেখানে মনোনিবেশ করা অনেক সহজ হয়ে যায়।
আপনার অংশগ্রহণ আশা করছি।

Obviously, I will join.

 last year 

খুব ভালো লাগলো আমাদের incredible india কমিউনিটির এই আয়োজন টা কে। অসংখ্য ধন্যবাদ কমিউনিটির এডমিন মহোদয় ও পরিচালক মহোদয়, এবং প্রিয় মডারেটরগনদেরকে। তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

এটা আসলেই আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্যই এমন উদ্যেগ। নিজের ক্রিয়েটিভিটি যেন সাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারি। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। বাকিটা সৃষ্টি কর্তার ইচ্ছে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

ওয়াআলাইকুম আসসালাম
আশা করছি আপনি ভালো আছেন।
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উদ্যোগটি সফল করতে পারে।

 last year 

প্রশ্ন প্রকাশ করা হলে মজায় মজায় সাথে থাকার চেষ্টায় চিন্তাভাবনা করব। ইনশাআল্লাহ

আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনা দেখার প্রত্যাশায় রইলাম।

 last year 

Thank you so Much ❤️

Interesting contest🤗

Thank you for being with us.

Loading...
 last year 

Good initiative and enthusiastic too. Let's have some fun together.

Thanks didi for encouraging me.

 last year 

অনেক ভালো লাগলো এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আমাদের কমিউনিটি ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করব অপেক্ষায় রইলাম প্রশ্ন আসার জন্য 😊

ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64411.29
ETH 3516.69
USDT 1.00
SBD 2.55