সবুজ প্রকৃতি অশান্ত মনকে শান্ত করে দেয়-|ফটোগ্রাফি|

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-03-02_00-57-08-918.png

কয়েকদিন থেকে মনটা অনেক অশান্ত হয়ে আছে। পারিবারিক কিছু সমস্যার কারণে বেশ মানসিক চাপে আছি। আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই এই বিষয়টা জানেন। সে যাইহোক সেদিকে আর এগোচ্ছি না। আজকের প্রসঙ্গে ফিরে আসি।

যখন কোন কারণে মন খুব খারাপ থাকে তখন নাকি প্রকৃতির কাছে গেলে মনকে শান্ত করা যায়। এরকমটা আগে বেশ কয়েকবার শুনেছিলাম। তাই আজকে শেষ বিকালে শহর থেকে একটু দূরে গিয়েছিলাম সবুজ প্রকৃতির মাঝে।

সবুজ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলে মনের সমস্ত গ্লানি দূর হয়ে যায়। এটা আমিও কিঞ্চিত জানি। তাই আজকে আরো একবার পরখ করে নেয়ার ইচ্ছা হল। শহরের একদম বাইরে দাশের হাট ছরা। এখানকার মাছ স্বাদের দিক থেকে আমাদের অঞ্চলে বিখ্যাত।

20230302_003900.jpg
20230302_003750.jpg

w3w location

এখানে চলে এসেছি সবুজ প্রকৃতি দেখার পাশাপাশি খানিকটা মাছ ধরাও দেখা যাবে এই আশায়। কিন্তু তা আর হল কোথায় পানি শুকিয়ে যাওয়ার পরে এখন সেখানে ধান চাষ করা হচ্ছে।

তাই বলে কিন্তু প্রকৃতির সৌন্দর্য কোনভাবেই নষ্ট হয়নি। বরং চারিদিকে সবুজের মাত্রা আরো অনেক বেড়ে গিয়েছে। এরকম পরিবেশে মন কি আরও খারাপ থাকতে পারে।

20230302_003718.jpg
20230302_003616.jpg
20230302_003550.jpg
20230302_003250.jpg

w3w location

এখন এখানে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বিস্তীর্ণ ফসলের মাঠ অথচ কিছুদিন আগেও এখানে শুধু পানি আর পানি ছিল। কুড়িগ্রাম জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর সাথে কোথাও এই ছরার সংযোগ আছে।

যার ফলে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে এখানেও পানিতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় প্রচুর মাছ হয় এখানে। আগেও বলেছি এই জলাশয়ের মাছ আমার এলাকায় অনেক বিখ্যাত।

20230302_003212.jpg
20230302_003142.jpg
20230302_003024.jpg

w3w location

সবুজ প্রকৃতির সান্নিধ্যে এসে সমস্ত খারাপ লাগা নিমিষেই দূর হয়ে গেল। আসলে প্রকৃতি মনের কথা বোঝে তাই এখানে মনের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দেয়া যায়। সবুজের মাঝে আত্মতৃপ্তি খোঁজার চেষ্টা করেছি সন্ধ্যা পর্যন্ত।

সাধারণত শহরের বদ্ধ চার দেয়ালের মাঝে থাকতে থাকতে কেমন যেন জীবনের উপর একঘেয়েমি চলে এসেছিল। তাই আমার জন্য একটু পরিবর্তন আবশ্যক ছিল। ভালোই হয়েছে শেষ বিকেলটা প্রকৃতির মাঝে কাটাতে পেরেছি।

20230301_235923.jpg
20230301_235822.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

এদিকটায় পানি শুকিয়ে যাওয়ার কারণে কৃষকরা জমিতে ধান চাষ করতে পেরেছে। কিন্তু সামনে কিছুদূর এগিয়ে গেলেই আবারও জলাশয় পাওয়া যাবে। সেদিকটায় এখনো হয়তো জেলেরা মাছ শিকার করছে।

সময় স্বল্পতার কারণে সেদিকে পা বাড়াইনি। প্রকৃতির সাথে গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। তাই আর ইচ্ছা থাকলেও বেশিক্ষণ থাকতে পারিনি। সেখান থেকে বেরিয়ে নামাজ আদায় করে নিলাম।

আজ একটা বিষয় আবারও উপলব্ধি হলো। যতই মন খারাপ থাকুক না কেন অশান্ত মনকে শান্ত করার জন্য সবুজ প্রকৃতির বিকল্প নেই। আমার সমস্ত কষ্ট আজ এখানে রেখে চলে আসতে পেরেছি।

জানিনা কতক্ষণ ভালো থাকতে পারবো। তাই বলতো জীবন থেমে থাকে না, সবকিছুর সঙ্গে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এজন্যই হয়তো বলে আমরা জীবন যুদ্ধে আছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

-1675190969286.gif

Our Discord Link

Sort:  
 last year 

ভাই কথায় আছে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। মানে যে দিকে তাকায় সেই দিকে সবুজ আর সবুজ। আসলে ঠিক বলেছেন প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়া যায় যদি মনটা অশান্তিও লাগে। এজন্য আমি বিকাল বেলা বের হয়ে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি। আপনার পোস্টটা খুব ভালো লেগেছে প্রকৃতি ও প্রকৃতির দৃশ্য তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই

Loading...
 last year 
  • যখন কোন কারণে মন খুব খারাপ থাকে তখন নাকি প্রকৃতির কাছে গেলে মনকে শান্ত করা যায়। এরকমটা আগে বেশ কয়েকবার শুনেছিলাম। তাই আজকে শেষ বিকালে শহর থেকে একটু দূরে গিয়েছিলাম সবুজ প্রকৃতির মাঝে।

  • হ্যাঁ, এটা একদম চিরসত্য কথা। মনটা খারাপ থাকলে অথবা মানসিক চাপে থাকলে, প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করলে অথবা ঘুরাঘুরি করলে খুব ভালো লাগে। আমি অনেক বার এরকম করে দেখেছি।

  • আজকে আপনার ফটোগ্রাফিতে সবুজ রঙের ছোঁয়া পেলাম, দুর থেকে। অনেকদিন পর এরকম সবুজ শস্য দেখতে পেলাম। নতুন ধান চাষ করেছে তো তাই এমনটি সবুজ রঙে রাঙ্গিয়েছে মাঠ

 last year 

বাংলাদেশ মানেই তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর তাইতো বাংলাদেশকে বলা হয়, সুজলা-সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি দেশ।

আপনি ঠিকই বলেছেন, কোন কারনে যখন আমাদের মনটা অতিরিক্ত খারাপ হয়ে যায়। তখন আমরা যদি প্রকৃতির সাথে কিছুটা সময় পার করতে পারি। আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়।

এক কথায় বলতে গেলে আপনার পোস্ট এর প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। যদিও আমরা গ্রামেই থাকি, সচরাচর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। তবে আপনার পোস্ট এর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68789.22
ETH 3862.34
USDT 1.00
SBD 3.66