My Achievements from Level 1 Tutorial Class

in Incredible Indialast year

যেকোনো জায়গায়ই আপনি যদি নিয়মের ভেতরে না থাকেন তাহলে সেই জায়গাতে আপনি কখনোই সফল হতে পারবেন না সে জায়গাতে আপনি কখনো ঠিকঠাক ভাবে কোন কাজ করতে পারবেন না।

তেমনটি আমাদের এই প্লাটফর্মে যদি আপনি কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে যে নিয়মের বাইরে গেলে অবশ্যই আপনাকে সাজা পেতে হবে আর আপনি যদি নিয়মের ভেতরে থেকে আপনার সকল কার্যক্রম চালিয়ে যান তাহলে কেউ কোন কথা বলতে পারবেনা আপনার উপর আঙুল দেখিয়ে।

কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভাল সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে খুবই মজাদার একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুধু মজাদার নয় এই পোস্টটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এই প্লাটফর্ম সম্পর্কে।

আমরা সবাই জানি স্টিমেট একটি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মন মত যেকোনো কাজ করতে পারেন আপনি যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আপনার মনের যেটা চাই।

তাই বলে এমনটা নয় যে আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো কিছু করতে পারবেন যদি আপনি এই প্লাটফর্মের কন্ডিশনগুলো নিয়ম-কানুন গুলো ঠিকভাবে পড়ে থাকেন যখন আপনি নতুন এই প্লাটফর্মে জয়েন হয়েছিলেন তাহলে আপনার দিক থেকে অনেক সুবিধা হবে কি কি বিষয় আপনি এখানে করতে পারবেন না এবং কোনগুলো থেকে আপনাকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলো খুব ভালোভাবেই আপনি বুঝতে পারবেন।

আর আজকে আমি আমার অ্যাসিভমেন্টের প্রথম টিউটোরিয়াল এর কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি। যেটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা একটি কমিউনিটির মাধ্যমে সবাই একত্রিত হয়ে কমবেশি যারা নতুন পুরাতন সবাই আমরা এখানে শিক্ষা গ্রহণ করি আর একটা জিনিস কি শিক্ষার কোন বয়স লাগে না সেটা আমরা সবাই জানি।

20230228_002124.jpg

আর এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে আমাদের #incredible India এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে যেটা সত্যি আমাদের এই প্লাটফর্মের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আর আমি আজকে সত্যিই এই প্রশ্নের মোটামুটি ভাবে জবাব দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি আর আমি সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি আমার নিজের মন মত দেব যেহেতু আমি এই প্লাটফর্মে বেশ অনেকদিন যাবত আছি এবং নিজে থেকে যেটা বুঝতে এবং শিখেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব।

কিন্তু একটা জিনিস কি আমার খুব ভয় লাগছে যে এই যে পরীক্ষা এই পরীক্ষাটা আসলে কেমন হবে তা সঠিক জানিনা হয়তো আমি ভুল ত্রুটি কিছু করতে পারি এবং ভুল কিছু ইনফরমেশনও আপনাদের দিতে পারি হয়তো আমি যেটা জানি সেটা ভুল হতে পারে তারপরও আপনাদের ক্ষমার দৃষ্টি চাচ্ছি যদি কোন ভুল কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি সঠিক বলে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করবেন।

চলুন আর বেশি কথা না বলে আমি আমার প্রশ্নের দিকে যাই দেখি আমাদের প্রথম অ্যাসেসমেন্ট এর প্রশ্নগুলো কি কি ছিল,,,

  • 1,What is copyright infringement? Express your personal opinion on copyright infringement.
  • 2, What is abuse? What type of activity is called abuse, give five examples.
  • 3, What is spamming? What type of activity is called spamming, give five examples.
  • 4,What is plagiarism? Explain your opinion on plagiarism.
  • 5, What is farming? Explain your opinion on what type of activity can be called farming.
  • 6, What is re-write? Explain your brief opinion on the re-write.
  • 7, What is upvote, downvote and resteem?

এগুলো ছিল আমাদের প্রথম অ্যাসিভমেন্ট টিউটোরিয়াল ক্লাসের প্রশ্নপত্র যেগুলো চেষ্টা করব একে একে স্টেট বাই স্টেপ আপনাদের সাথে সুন্দর করে আলোচনা করতে আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন।

1,What is copyright infringement?

entrepreneur-gd3d3f6a4f_1920.jpg

Src

সহজ কথা বলতে হলে কপিরাইট লঙ্ঘন এমন একটি আইন যেটা আপনাকে এই প্লাটফর্মে কাজ করতে হলে অবশ্যই মেনে চলতে হবে শুধুমাত্র এই প্লাটফর্মে নাই আপনি যে কোন প্লাটফর্মে কাজ করার জন্য আপনাকে অবশ্যই কপিরাইট লংঘন যে আইন আছে সেটা আপনাকে মেনে চলতে হবে।

এখানে আপনি কখনোই অন্যের কাজ নিজের বলে চালাতে পারবেন না যেটা আপনি নিজে পারবেন সেটাই শেয়ার করতে পারবেন এখানে আপনি মনে করেন অনলাইন থেকে কিছু লেখা বা কোন ভিডিও আপনি ডাউনলোড করে বা কপি করে আনলেন এবং সেটা আপনি নিজের বলে চালিয়ে দিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি সেটা শেয়ার করলেন এবং বললেন এটা মালিকের ভেতরে পড়ে যেখানে আপনাকে একটা আইনের আওতায় নিয়ে যাওয়া হতে পারে।

তাই কখনোই এই ভুলটি করবেন না আপনি আপনার কাজটিকেই প্রাধান্য দিবেন আপনি অন্যের কাজকে কখনোই শো অফ করবেন না অন্যের লেখা বা অন্যের কোন ভিডিও নিজের বলে চালানোর এই ভুলটি কখনো করবেন না তাহলে আপনি যেখানে যাবেন না কেন আপনাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে।

What is abuse?,,,,

abuse-ge5864d867_1920.jpg

Src

অপব্যবহার এটা এমন একটি শব্দ এমন একটি কথা যেটা আমরা প্রত্যেকটি মানুষ পদে পদে শেয়ার করি বা পদে পদে বলে থাকি কিন্তু আমরা ভাবি না যে আসলে এই কথাটির এই অপব্যবহারের কতখানি গুরুত্ব রয়েছে যদি আপনি সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারেন তাহলে আপনাকে অনেক ঘৃণার একটা পাত্র হতে হবে।

  • ১-এটা নিয়ে আমার নিজের ধারণকৃত যে অনুভূতিটুকু সেটা এমনটা হতে পারে যেমন আপনি একটি ওয়েবসাইট থেকে একটি লেখা নিয়ে আমাদের এই প্লাটফর্মে শেয়ার করলেন এবং সেই লেখাটি কে একটু ওলট-পালট করে ঘুরিয়ে নিজের মত মডিফাই করে যদি আপনি শেয়ার করেন সেটা অপব্যবহারের মধ্যে পড়ে।
  • ২- ধরুন একটি ইউজার একটি পোস্ট শেয়ার করেছে এখন আপনি তাকে কমেন্টস করবেন এখন কমেন্টসে গিয়ে আপনি ওই ইউজারটি যে বিষয়ের উপর সেই পোস্টটি করেছে সেটি বাদ দিয়ে আপনি কমেন্টসে উল্টাপাল্টা বা তাকে শারীরিকভাবে টর্চারের জন্য এমন কিছু বক্তব্য রেখেছেন যেটার জন্য সেই ইউজারটি নিজে থেকেই অনেকটা খারাপ অনুভূতি মনে করছে এটাও একটা বড় অপরাধ।

  • ৩- মনে করেন আপনি এই প্লাটফর্মে কাজ করছেন এবং আপনার কাছে হিউজ পরিমাণে পাওয়ার রয়েছে তাই বলে আপনি যে যখন তখন কোন কারণ ছাড়াই একটি ইউজার কে কটুক্তি মূলক শব্দ ব্যবহার করে তার মানহানি করবেন এটা একটা অপব্যবহারের মধ্য পড়ে।

  • ৪- আমরা সব সময় দেখে থাকি আমাদের কাছের মানুষেরাই আমাদের ক্ষতি করে থাকে কোন না কোন সময় আর এটা করার কারণ হচ্ছে আমাদের সেই কাছের মানুষটি আমার নিজের সম্পর্কে এমন কিছু ঘটনা জানে যেটা অন্য কেউ জানে না এবং মাঝেসাজেই সে আমাকে এই সকল বিষয় নিয়ে খুঁটা মূলক কথা বলে এবং আমাকে মানহানি করে সব জায়গায়। এটি অপব্যবহারের মধ্যে ধরা হয়ে থাকে।

  • ৫-আর্থিকভাবে অপব্যবহার হয়তো একটি ইউজার খুব কষ্ট করে তার পোস্টে কিছু টাকা ইনকাম করেছে এবং তার সেই টাকাগুলো আপনি আপনার ক্ষমতার জোরে সে টাকাগুলো সরিয়ে নিয়েছেন এবং তাকে আশাহত করছে।

আশা করি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার নিজের মধ্য থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করা

What is spamming?...

email-gc6c7f8e6b_1920.jpg
Src

খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য স্পামিং এটা আমরা প্রায়ই দেখে থাকি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এটা সম্মুখীন হই আমরা বিভিন্ন সময় দেখি প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অনেক কিছুই শেয়ার করে থাকে আমাদের পার্সোনাল যে কোন একাউন্টে এবং আমরা সেটা মোটেও পছন্দ করি না তারপরও অপছন্দ করা সত্ত্বেও আমাদেরকে তারা এসব গুলো শেয়ার করে থাকে।

এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে পাঁচটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যেমনটা।।।।।

  • ১- অযথাই আমাদেরকে যে কোন টাইপের লিংক শেয়ার করাকে আমরা স্পামিং এর আওতায় এনে থাকি। এমন লিংক যেটা আমাদের মোটেও প্রয়োজন না এবং সেই লিংকে আমাদেরকে বারবার ক্লিক করার জন্য এক প্রকার চাপ দেওয়া হয়।

  • ২ প্রায় ক্ষেত্রে আমরা দেখে থাকি আমাদের পোস্টে এমন কিছু ইউজার আসে তারা এসে আমাদেরকে বলে আমি আপনার অ্যাকাউন্টটি ফলো করেছি আপনিও আমার অ্যাকাউন্টটি ফলো করুন আপভড করুন এটা বড় ধরনের স্প্যামিং পড়ে।

  • ৩ এমন একটি পোস্ট আপনি একবার শেয়ার করেছেন এই প্লাটফর্মে এবং ঘুরিয়ে পেচিয়ে উলটপালট করে বা আপনি যে ভাষায় প্রথমে লিখেছিলেন সেই ভাষাটি চেঞ্জ করে অন্যভাবে আবারও শেয়ার করেছেন এটা স্পামিং এর ভেতরে পড়ে।

  • ৪ প্রায় সময় আমরা এমন কিছু ট্যাগ ব্যবহার করি আমাদের পোস্টে যে ট্যাগগুলো আমাদের পোস্ট রিলেটেড না আমরা যে বিষয়ের উপর একটি পোস্ট লিখেছি সেই বিষয়ের উপর ট্যাগ ব্যবহার না করে উল্টাপাল্টা ট্যাগ ব্যবহার করেছি সেটা স্পামিং এর ভেতরে আসে

  • ৫ অযথাই যদি আমরা একটি ইউজারকে ম্যানশন করি যে ইউজারটির মেনশন করার কোন প্রয়োজনই ছিল না তাকে ডিস্টার্ব করি তাহলে এটা স্পামিং এর ভেতরে পড়ে।

What is plagiarism?..

camera-ga577b92c0_1920.jpg
Src
প্ল্যাজিয়ারিজম হল অন্যের কাজ বা ধারনা নেওয়া এবং সেগুলিকে নিজের বলে চালিয়ে দেওয়ার অভ্যাস অন্য এক ব্যক্তি তার সর্বস্ব দিয়ে একটি আর্টিকেল লিখেছে এবং সেটি আপনি কপি করে এনে বা সেটা থেকে হুবহু ধারণা নিয়ে আপনি এই প্লাটফর্মে শেয়ার করছেন এবং শুধুমাত্র এই প্লাটফর্মে না আপনি যে কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করছেন সেটা দণ্ডনীয় অপরাধ নিজের বলে চালানোর চেষ্টা করবেন না।

আপনি ধারণা নিতে পারেন তবে এমনটা নয় হুবহু যে লেখক ওই লেখাটি লিখেছে হুবাহু সেভাবেই আপনি এখানেও লিখবেন তাহলে এটা দণ্ডনীয় অপরাধ হবে যদি আপনি ওঠা থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখতে পারেন এবং সাথে ওই লেখকের যথাযথ সম্মান দিতে পারেন তাহলে আপনার কোন সমস্যা হবে না আর যদি না দিয়ে আপনি সম্পূর্ণটাই নিজের বলে চালিয়ে দেন তাহলে এটা আপনার প্ল্যাজিয়ারিজম আওতায় এসে যাবে এবং আপনি একজন অপরাধী হয়ে থাকবেন প্রত্যেকটি ইউজারের কাছে সবাই জানবে আপনি তো নিজে কিছু করতে পারেন না অন্যের লেখা চুরি করে এনে কাজ করেন।

একটা কথায় আছে চোরের দশ দিন আর পুলিশের একদিন যখন আপনার ধরা পড়বে এই কার্যকলাপ গুলো তখন আপনি যতই কষ্ট করুক না কেন কোন লাভ হবে না আপনার সেই দীর্ঘদিনের কষ্ট সম্পূর্ণ বৃথা যাবে তাই সবসময় চেষ্টা করবেন নিজে থেকে যেটা সম্ভব সেটা করার অন্যের করা কাজ নিজের বলে চালানোর চেষ্টা করবেন না আমরা অনেক সময় অনলাইন থেকে বিভিন্ন টাইপের ছবি ব্যবহার করি যদি সঠিকভাবে আমরা সেই ছবির মালিকের সম্মান দিয়ে থাকি তাহলে কিন্তু ওই সকল ছবিতে তেমন কোনো অসুবিধা হয় না।

আপনি যদি অন্যের লেখা ধারণা নিয়ে নিজের মতো করে লিখে তারপরে ওই লেখকের নাম মেনশন করে বা ওই লেখক যে সাইটে তার লেখাটি প্রকাশ করেছে সে সাইটের লিংক যথাযথভাবে দেন তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা পড়তে হবে আপনাকে এটাই আপনার জন্য মঙ্গল কর হবে।

What is farming....

ipad-gcb34eb1f8_1920.jpg
Src
আমরা সকলেই জানি এই প্লাটফর্মে ফার্মিং খুবই জঘন্যতম একটি অপরাধ। কিন্তু দেখবেন এই ফার্মিং এমন একটি ঘাড়ের কাঁটা হয়ে গিয়েছে যেটা আপনি অহরহ দেখতে পাবেন।

এমন কিছু ইউজার আছে যারা একটা অ্যাকাউন্ট নেয় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে এটা একটা বড় ধরনের অপরাধ এবং এটা ফার্মিং এর আওতায় আসে।

যদি আপনি একটা কোয়ালিটি ফুল পোস্ট না করতে পারেন যদি ভালো কিছু শেয়ার না করতে পারেন তাহলে আপনি কিসের জন্য এই সাইটে আছেন শুধুমাত্র টাকা ইনকামের আশায় তাহলে এটা ফার্মিং এর ভিতরে পড়বে যদি আপনি কোয়ালিটি ফুল পোস্ট না করে শুধু ভোটের আশায় এখানে কাজ করেন তাহলে এটাও মোটেও গ্রহণযোগ্য হবে না।

ধরেন আপনি একটু পোস্ট করলেন সেই পোস্টে কোন কিছুই বোঝার মত নেই কোন কিছুই গুরুত্বপূর্ণ নেই শুধুমাত্র আপনি একটি পোস্ট করলেন আপনি রেগুলার একটা অটো আপডেট পান এবং সেখান থেকে কিছু ইনকাম হয় আর কোন এক্টিভিটি আপনার দেখা যায় না শুধু একটা পোস্ট করেই আপনি ইনকাম করে যাচ্ছেন কাউকে কমেন্ট করছেন না কাউকে ভোট করছেন না কিছুই করছেন না এটা ফার্মিং এর ভেতরে পড়ে।

আপনি দশটা একাউন্ট নয় একটা অ্যাকাউন্টে মনোযোগ সহকারে কাজ করুন যে লেখাটাই আপনি শেয়ার করছেন সেটা নিজের মতো করে লিখুন এবং কোয়ালিটি ফুল পোস্ট তৈরি করুন শুধুমাত্র টাকা ইনকামের জন্য নয় আপনি মানুষের সাথে কথাবার্তা বলুন তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন দেখবেন আপনি আপনি আপনার একাউন্টের ইনকাম অনেকখানি বেড়ে যাবে তাহলে আপনার দশটা একাউন্ট ব্যবহার করার কি দরকার।

What is re-write,,,,

paper-g4995bbf5e_1280.jpg
Src

অনেক সুন্দর একটি বিষয় রি রাইট আমাদের এই প্লাটফর্মে এটা নিষিদ্ধ নয় আমরা রিরাইট করতে পারি তবে কি পর্যায় আমরা কি রিভাইট এমন করতে পারি অন্য একটি লেখা পুরোপুরি ভাবে এনে বা তার থেকে ধারণা নিয়ে আমরা পুরোটাই পোস্ট করব এটা একেবারে গ্রহণযোগ্য নয় বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন টাইপের ধারণা নিতে পারি এবং সেই ধারণার ভিত্তিতে আমরা নিজের মত করে সেটা সাজিয়ে গুছিয়ে যদি উপস্থাপন করতে পারি তাহলে এটা গ্রহণযোগ্য।

চেষ্টা করবেন যতটুকু আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারণা নিয়েছেন তা থেকে দুলাইন বেশি আপনার নিজের প্রতিভা এখানে কাজে লাগানো একটি শব্দের মাধ্যমে আপনি কিন্তু হাজারো শব্দ ব্যবহার করতে পারেন এমনটা নয় যে আপনি কোন জায়গা থেকে কোন ধারণা নিতে পারবেন না তবে সেটাতে আপনার মেধা টাই সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে আপনার নিজের লেখা আপনার নিজের অনুভূতি বেশি শেয়ার করতে হবে।

এমন এমন সময় আমরা এমন কিছু পোস্ট শেয়ার করি যে পোস্টটি আমরা লিখছি সেই পোস্টটি সম্পর্কে বা সেই বিষয় সম্পর্কে আমাদের তেমন কোন ধারনা নেই আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারণা কালেক্ট করে নিয়ে এসেছি কিন্তু আমরা যদি সেই ধারণাগুলো পুরোপুরিভাবে এখানে কাজে লাগিয়ে দিই তাহলে লাভ হলো কি আমি নিজে কিছু শিখতে পারলাম না যদি সেই ধারণা আমি নিজের থেকে কিছুটা বাড়িয়ে লিখতে পারি তাহলেই না সেটা কাজে দিবে।

What is upvote, downvote and resteem,,,

ape-g7f0a3d588_1920.jpg
Src
আপভোট আসলে এটা কি, যে কেউ শুনলে এটা বুঝতে পারবে না যে আসলে এটা কি বোঝায় বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো ব্যবহার করে থাকি এবং আমরা সেখানে একটা হাতের পাঞ্জা আকারে একটি লাইক বাটন দেখতে পাই যেখানে আমরা একটা ক্লিক করলে আমরা যার পোস্ট এগিয়ে লাইকটি করছি সে একটি লাইক পাই।

মানে এমনটা হয় আমার তার পোস্টটি বা তার ছবিটি পছন্দ হয়েছে তার জন্য আমি তার সাথে আছি এটাকে আমরা আমাদের এই স্টিমেট প্ল্যাটফর্মে আপভোট বলে থাকি।

ডাউনলোড প্রত্যেকটি মানুষের পছন্দ-অপছন্দ রয়েছে এমন সময় আমরা দেখি এমন কিছু ইউজার এমন ধরনের পোস্ট করেছে যেটা নিজের কাছে অনেক বেশি পরিমাণে খারাপ লেগেছে বা খারাপ লাগছে হয়তো আমি আমি আমার ফ্যামিলির সাথে বসে একটি ভিডিও দেখছি এখন সেই ভিডিওতে এমন কিছু দৃশ্য ওই ইউজারটি শেয়ার করেছে যেটা আসলে মেনে নেওয়ার মতো নয় তখন আমি তাকে অপছন্দ করেছি এটা জানানোর জন্য আমি তাকে ডাউনলোড দিয়েছি এটাকে আমরা ডাউনলোড বলে থাকি যেটা অপছন্দের আর এক নাম।

রিস্টিম-দেখবেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যদি কোন এক ব্যক্তির ভিডিও বা কোন এক ব্যক্তির পোস্ট বা তার কথা আমাদের ভালো লাগে আমরা চেষ্টা করি সেটা শেয়ার করতে এবং শেয়ারটা কিসের জন্য করে যে এটা অনেক ভালো হয়েছে আর আমার ফলোয়ার্স যারা আছে যারা আমার বন্ধু-বান্ধব আছে তারাও এটা দেখুন তাদের কাছেও ভালো লাগুক তার জন্য সেটি আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে থাকি আমরা রিস্টিম বলে থাকি যে পোস্টটি আমাদের পছন্দ হয়েছে যে ভিডিওটি আমাদের পছন্দ হয়েছে বা ওই পোস্টের ভেতরে এমন কিছু কথা ওই অথরটি বলেছে যেটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ তার জন্য সেটি আমি আমার সকল ফলোয়ার্সদের মাঝে বিতরণ করার জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে সেই পোস্টটি শেয়ার করেছি এটাকে আমরা রিস্টিম বলি।

যাইহোক বন্ধুরা অনেক কথাই শেয়ার করলাম হয়তো এর ভেতরে কিছু ভুল হয়েছে হয়তো এমন কোন কিছু শেয়ার করেছে যেটা আসলে আপনাদের পছন্দ নাও হতে পারে তারপরও সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে আসলে নিজে এতগুলো লিখেছি আর আমাদের এই প্লাটফর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন যদি কোন ভুল করে থাকি সে ভুলটি ধরিয়ে দিবেন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আমার পোস্টটি পড়ার জন্য।

Regards -
@mamun123456

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

আরে বাহ আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুবই সুন্দর ভাবে দিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু পুরো পোস্টটি অবশ্যই এটা থেকে অনেক নতুন নিয়ম কানুন যেগুলো হয়তো আপনারা জানেন না সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন আর পুরো পোস্টটি পড়লে অবশ্যই আপনাদের কাছে অনেক ভালই লাগবে

 last year 

সত্যিই অনেক প্রশংসাযোগ্য কেননা আপনি প্রত্যেকটি বিষয়কে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন।
কেননা যারা নতুন রয়েছে তাদের জন্য এই বিষয়গুলো সত্যিই অনেক কাজে দেবে।

 last year 

সত্যি বলতে গেলে আপনার এই প্রশ্ন উত্তর পোস্টে, আমি আরো নতুন করে অনেক কিছু শিখতে পারলাম। আপনি প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন৷ বুঝতে আমার খুবই সহজ হয়েছে। খুবই ভালো লাগলো আপনার এরকম একটা পোস্ট পড়ে। ভালো থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57808.87
ETH 3061.38
USDT 1.00
SBD 2.33