""সহজ কিছু ইনকামের পদ্ধতি""steemCreated with Sketch.

in Incredible India11 months ago

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই। আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন,আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।

আপনাদের মাঝে আজকে বেশ কিছু কথা শেয়ার করব, সহজ ভাবে কিভাবে ইনকাম করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। এবং কি সুবিধা দিচ্ছে এই বর্তমান প্রযুক্তি আমাদেরকে।

marvin-meyer-SYTO3xs06fU-unsplash.jpg
Src

বর্তমানে কিন্তু ইনকাম করা খুবই সহজ, আপনি যে কোন পর্যায়ে যে কোন পদ্ধতিতে ইনকাম করতে পারেন। ইনকাম করার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই রাস্তাগুলোতে কিছু কিছু মানুষ সঠিকভাবে চলতে পারে। আবার কিছু কিছু মানুষ পথ হারিয়ে অন্য জায়গায় চলে যায়।

দেখুন না বর্তমানে youtube, facebook, twitter, instagram, সবগুলো থেকেই কিন্তু ইনকাম করা যায়। যেটি প্রথম অবস্থায় আমরা নিজের ইচ্ছের জন্য ব্যবহার করতাম, কিন্তু সেটি আজকে আমাদের ইনকামের একটা রাস্তা খুঁজে বের করে দিয়েছে।

বর্তমানে প্রত্যেকটি মানুষের কাছে স্মার্টফোন রয়েছে, এক কথায় বলতে গেলে স্মার্টফোন ছাড়া তারা চলতেই পারেনা । কিন্তু এই স্মার্টফোন শুধুই কি তার দৈনন্দিন আনন্দের জন্য, সে কিন্তু চাইলে কিছু ইনকাম করতে পারে। তবে সেটি নির্ভর করে একমাত্র তার ব্যক্তিগত চিন্তা ধারার ওপর।

sara-kurfess-6lcT2kRPvnI-unsplash.jpg
Src
এই সকল সোসিয়াল মিডিয়া প্লাটফর্ম থেকে আমরা খুব সহজেই ইনকাম করার সুযোগ পাচ্ছি, যেমন ভাবে এই সকল প্লাটফর্ম গুলো আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাতে বেকারত্বের হার অনেকটা কমার সম্ভাবনা রয়েছে।

কিভাবে ইউটিউব আমাদের ইনকাম করার সুযোগ দিচ্ছে, যেমন আমরা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারি। ঠিক তেমনটাই ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারেও আমরা ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে পারি। তেমনি কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছে এই সকল প্রতিষ্ঠানগুলো।

তাহলে বুঝুন বর্তমান প্রযুক্তি কতটা সুবিধা বয়ে নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য, যেখানে মানুষ তার শখের জন্য এ সকল প্লাটফর্ম গুলো বেছে নিয়েছিল। আজকে তার সেই সখগুলোই যেন তার কর্মজীবনের একটা বড় ভূমিকা রাখছে।

আবার এমন অনেক অনলাইন প্লাটফর্ম আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, যেখান থেকে ১০০ বা ২০০ টাকা ইনকাম করা কোন ব্যাপারই না, আমরা যদি সঠিকভাবে এই সকল প্লাটফর্ম গুলো ব্যবহার করতে জানি, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কষ্টটাকে দূর করতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।

যারা এখনো এই সকল প্লাটফর্মের সাথে জড়িত হয়নি তারা এখনো পর্যন্ত জানে না এর মজাটা কি, এর মর্ম টা কি, যাই হোক যারা আছে এই সকল প্লাটফর্মে তারাই জানে এই প্লাটফর্মে থাকার উদ্দেশ্যটা কি এবং এটা থেকে তারা কি পাচ্ছে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

ধন্যবাদ সকল বন্ধুরা আমার এই কিছু কথা শোনার জন্য এবং ছোট্ট পোস্টটি পড়ার জন্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan



Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 11 months ago 

অনলাইন হতে কিভাবে টাকা ইনকাম করা যায় এই বিষয়ে কিছু পদ্ধতি গুলো আলোচনা করেছেন তা জেনে সবাই উপকৃত হবেন।আপনি গুগল ব্লগারে কিংবা ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে একটি ব্লগ তৈরী করে নিতে পারেন। গুগল ব্লগার সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ তৈরি করার সুযোগ দিচ্ছে। তাছাড়া গুগল ব্লগার দিয়ে ব্লগ তৈরি করা খুব সহজ হওয়ায় আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে মাত্র ৫ মিনিটে নিজের একটি ব্লগ তৈরি করে নিতে পারেন।

তবে একটি বিষয় মরে রাখবেন ব্লগ তৈরী করে থেমে থাকলে হবে না। আপনার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে যাবেন। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না। আপনি প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। আপনার বিষয়টি যদি ইউনিক এবং জ্ঞানগর্ভপূর্ণ হয় তাহলে ভিজিটর অবশ্যই আপনার ব্লগে আসবে। এ ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে বেশী দিন অপেক্ষা করতে হবে না। আপনি নিজে নিজেই টাকা উপার্জনের পথ সুঘম করে নিতে পারবেন। এছাড়াও আরেক টা পদ্ধতি হলোFreelancing. ফিল্যান্সিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার লেখা বা আর্টিকেল শেয়ার করে অনলাইন হতে টাকা ইনকাম করে নিতে পারবেন। আপনি যদি একজন ভাল লেখক হন কিংবা যে কোন বিষয়ে ভাল জ্ঞান রাখেন, তাহলে সে বিষয়ে ভালোমানের আর্টিকেল লিখে Freelancing এর কাজ করতে পারবেন। আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে Freelancing এ আপনার লেখার মূল্য অর্থাৎ টাকা ইনকামের পরিমান দিন দিন বাড়তে থাকবে। এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করে এমন লোকও আছে। এখানে যার যার মেধা অনুসারে তার প্রতিফলন ঘটাতে পারে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে অনলাইন হতে ইনকামের পদ্ধতি গুলো শেয়ার করে জানানোর জন্য। ভালো থাকবেন ভাই

Loading...

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @chant

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58012.92
ETH 3065.94
USDT 1.00
SBD 2.24