একটি পরিবারের সমস্যার কিছু কারণ।।

in Incredible Indialast year
পারিবারিক কলহলের কিছু কথা

এমন কোন পরিবার রয়েছে যে পরিবারে গন্ডগোল রাগ-অভিমান এগুলো নেই। আমার মনে হয় প্রত্যেকটি পরিবারে কিছু না কিছু সমস্যা থাকেই।

jessica-rockowitz-6c4Uhhe68yQ-unsplash.jpg

Src

আবার সেই সমস্যা গুলো একটি সময় এসে আবার মিটেও যায় কিন্তু মধ্যখানে থেকে যাই মানুষের সেই রাগ অভিমানের ভেতর দিয়ে কিছু কটুক্ত মুলক কথা।

আপনারা লক্ষ্য করলে একটা জিনিস খুব ভালোভাবেই দেখতে পারবে একটি পরিবারের সমস্যা তখনই তৈরি হয় যখন সেই পরিবারের মানুষের মধ্যেও মিল মহব্বত থাকেনা

ধরুন একটি পরিবারে সর্বপ্রথম বাবা-মা থাকে তারই পরে সেই বাবা-মা থেকে সন্তানের জন্ম হয় এবং ওই সন্তান বড় হয়ে বিয়ে করে তো এভাবে দেখা যায় একটি পরিবারে প্রায় ৬ থেকে ৭ জন সদস্য হয়ে যায়।

এখন একেকজনের চিন্তাধারা তো এক এক রকমের হয় তাই না প্রত্যেকটি মানুষই তাদের দৈনন্দিন কাজে অনেক ঝড় ঝামেলায় পড়ে থাকে সবসময়ই মেজাজ ভালো থাকে না তাইতো এমনই তো হয়।

সমস্যা হওয়ার প্রথম ধাপ

কিন্তু মূল সমস্যা তৈরি হয় তখন যখন সেই পরিবারের ছেলে বিয়ে করে অন্য এক ঘরের মেয়ে ঘরে নিয়ে আসে। তখনই আসলে একটি পরিবারের যুদ্ধ তৈরি হয়ে যায় যে যুদ্ধের ক্ষেত্রে মা ছেলে বাবা ছেলে এদের ভেতর মুখ দেখাদেখি থাকেনা।

কিন্তু আসলে কি আপনার সেই সন্তান আপনাকে কোন আঘাত দিয়েছে যদি আপনাকে আপনার সন্তান আঘাত দিয়ে থাকে বা আপনি যদি আপনার সন্তানকে কোন কটুক্তি মূলক কথা বলে থাকেন এটা মা ছেলের ব্যাপার বা বাবা ছেলের ব্যাপার এখানে কিন্তু পাড়ার লোকে এসে কেউ কিছু বলতে পারবে না।

কিন্তু সেটা হয় না হয় হল সেই বাড়ির বৌমাটাকে নিয়ে যে মেয়েটি তার বাপের বাড়ির ছেড়ে আপনার বাড়ি এসে তার সংসার গুছিয়েছে এমন হয় যে তার বাপের বাড়িতে সে এক রকম ভাবে চলাফেরা করতো এখন আপনার সংসারে আসার পর সে আসলে সে স্বাধীনতা তা পায় না আপনারা যেভাবে বলেন, সেভাবেই তাকে চলতে হয়।

patricia-prudente-6UyWK8mDcWo-unsplash.jpg

Src

এরপরও কেন আপনার আশেক পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে পারেন না কেন আপনারা তাকে দিনের পর দিন জ্বালা যন্ত্রনা দিয়ে থাকেন সেও তো মানুষ তাই না যদি আপনার একটি মেয়ে থাকতো আর আপনার মেয়েকে যদি এইভাবে বলতেন তাহলে কি আপনার মেয়ে সহ্য করতো কখনোই করতো।

আসলে একটি সংসারের ভেতরে মিলেমিশে থাকাটা অনেক প্রয়োজনীয় যদি একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না থাকে ওই সংসারে আই উন্নতি সবকিছুই কমে যায় সব সময় কোন না কোন ঝামেলা লেগেই থাকে।

যদি আপনি ওই পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নিতেন তাহলে আপনার ওই পরিবারে কোনো সমস্যাই হতো না। আপনার ছেলের সাথেও কোন সমস্যা হতো না আপনার বৌমার সাথেও কোন সমস্যা হতো না।

কিন্তু না আপনি সেটা মানতে রাজি নন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বউ ও শাশুড়ির ভেতরে বেশিরভাগই দ্বন্দ্ব বাধে যে দ্বন্দ্ব আসলে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে সন্তান তার বাবা-ময় মাকে ছাড়তে বাধ্য হয়। কারণ এখানে সে সন্তানটির করার কিছু থাকে না।

সন্তান কি বাবা মাকে ফেলতে চায়

একটি সন্তান সবসময়ই চাই তার বাবা মাকে নিয়ে তার পুরো পরিবারকে নিয়ে একসাথে থাকতে। একটি সন্তান কখনোই চায় না সে আলাদা হয়ে যাবে বা আলাদা একা একা খাবে সে জানে তার বাবা-মা ছোটবেলা থেকে তাকে অনেক আদর যত্নে মানুষ করেছে কত কষ্ট করেছে তার জন্য এজন্য একটি সন্তান কখনোই এর ঋণ শোধ করতে পারবেনা।

tyler-nix-V3dHmb1MOXM-unsplash.jpg

Src

কিন্তু সমস্যাটা হয়ে যায় বিয়ের পরে ওই সন্তানটির কেন জানি আমি দেখেছি এই সমস্যাটা আমাদের সমাজে বেশিরভাগ পরিবারেই হয় বেশিরভাগ পরিবারেই বউ শাশুড়ির ভেতরে খুব একটা বেশি মিল থাকে না যার জন্য একসময় ওই সংসার ভাঙতে বাধ্য হয় আরেকটি সুন্দর সংসার ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়।

তাই একটা কথাই বলবো যদি আপনি ওই পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নিতে পারেন দেখবেন আপনার সংসার সব সময় হাসিতে খুশিতে চলবে তাই উন্নতি সবকিছুই হবে কোন গন্ডগোল হবে না কোন ঝামেলা হবে না কিন্তু যদি আপনি ওই পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে না মনে করতে পারেন তাহলে সব সময়ই সংসারে ঝামেলা লেগেই থাকবে।

যাই হোক আপনাদের মাঝে আমি আসলে পারিবারিক কিছু সমস্যা নিয়ে আলাপ আলোচনা করলাম যদি এর ভেতরে কোন ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার মনে হয় আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই কথাগুলোর সাথে অবশ্যই আপনারাও একমত হবেন যে আসলে একটু পরিবারের সমস্যা তখনই হয় যখন সেই পরিবারের নতুন কোন মানুষ আসে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg4wekqnb5snp3cgBfKbrc1CH3sciSqTKnjGXLjs8uNxGN4rjmH5n7xq5c7Yk...nEGPKRAHWYB8UZDr99mW3gaRn44T9W561puEQtDfwizZAvGddabDUtBzjpdfEGxK8pUHX9qpNDEdSBZ3Mza3YsRCEzXs7M3cvhtrD457j6ACHJhyQYz9XucFR8.png

যাই হোক সবাই ভাল থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশাই আজকের মত আমি আমার আজকের এই ছোট্ট পোস্টটি শেষ করলাম অবশ্যই সামনে আমি আপনাদের মাঝে আরো নতুন কিছু নিয়ে হাজির হব এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Best regards

@mamun123456

Join incredible India discord community

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  

একেবারে খাটি কথা বলেছেন প্রিয় ভাই🥰🥰।আমাদের সবারই উচিৎ নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।আমাদের সকলের বোঝা উচিৎ সবার মনমানষিকতা এক নয় আবার সবার চিন্তা চেতনাও এক নয়।
অন্যদের উপর অত্যাচার করার আগে আমাদেরকে ওই অত্যাচারিতের জায়গায় নিজের কোনো লোককে দাড় করিয়ে দেখা উচিৎ এখানে যদি আমার কোনো এক আত্মীয় তাকতো তাহলে কি আমি এই অত্যাচারটা করতে পারতাম?আমাদের সকলের বিবেকের কাছেই এই প্রশ্নটা করা উচিৎ,,,,
যদি আমরা সুস্থ বিবেকধারী মানুষ হয়ে থাকি তাহলে কখনোই আমাদের দ্বারা অন্যেরা কখনো বিপদে পড়বে না।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ এই কথাগুলো শেয়ার করার জন্য আসলে আপনি খুব ভালোভাবেই মনোযোগ দিয়ে আমার কথাগুলো পড়েছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর যে কথাটুকু বুঝেছেন আমার মনে হয় এর থেকে আর বেশি কিছু বলার দরকার পড়ে না

Most welcome dear brother 🥰🥰

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আরে বাহ আপনি দেখছি একটি পরিবারের মূল সমস্যার কিছু কারণ নিয়ে আজকের পোস্ট সাজিয়েছেন আপনার পোস্ট পড়ে কিছু বাস্তব জীবনের গল্পের কথা মনে পড়ে গেল অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করার জন্য আসলে আপু চেষ্টা করেছি একটি পরিবারের কিছু সমস্যার কথা তুলে ধরার জন্য

 last year 

বৰ্তমান সমাজের চিত্র তুলে ধরেছেন আপনি আর সাথে সমাধান ও বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিষয়টা উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ছোট্ট পোস্টটি চেষ্টা করে যতটুকু নিজে অনুভব করেছি

Loading...
 last year (edited)

যদি আপনি ওই পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নিতেন তাহলে আপনার ওই পরিবারে কোনো সমস্যাই হতো না। আপনার ছেলের সাথেও কোন সমস্যা হতো না আপনার বৌমার সাথেও কোন সমস্যা হতো না।

সমাজের প্রায় প্রত্যেকটি ঘরের চিত্র তুলে ধরেছেন আপনার এই পোস্টটির মাধ্যমে।

ব্যাপারটা খুব সেনসেটিভ। প্রত্যেকটা শশুর শাশুড়ী যদি তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করতো তাহলে আমি মনে করি কোনো ঘরে
বউ-শাশুড়ীতে কোনো রকমের ঝগড়া বিবাদ থাকতো না।

#miwcc

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44