বান্দরবান ভ্রমণের অভিজ্ঞতা

in Incredible India10 months ago (edited)

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।

 Brown Floral Vision Board Photo Collage_20230930_212558_0000.png
Edit by Canva

কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আজকে আমার একটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে।

আমরা চার ভাই-বন্ধু মিলে প্ল্যান করলাম আলীকদম, থানচি হয়ে বান্দরবান শহরে যাবো।
আমি এবং আমার বন্ধু আরমান বাহাদুর সকাল সকাল রেডি হয়ে গেলাম বান্দরবান যাওয়ার জন্য। আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে যাব বাইক নিয়ে গেলে একটা সুবিধা সুন্দর সুন্দর জায়গাগুলা দেখতে পারবো। তাই আমরা রেডি হয়ে প্রথমে বাইকগুলা ওয়াশ করে নিলাম, ওয়াশ দিয়ে আমাদের বড় ভাই মোস্তাফা কামালকে কল দিলাম আমাদের সাথে জয়েন করার জন্য কথা ক্লিয়ার করার পরে বড় ভাই মোস্তফা কামাল এবং তার বন্ধু জসীম উদ্দীন চলে আসলো জয়েন হলো আমাদের সাথে। আমরা প্ল্যান করলাম ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ককে গিয়ে নাস্তা করব এবং আমাদের বাইকগুলা বাইক ওয়ার্কশপ থেকে চেক করে নিব যাতে পথে কোন ডিস্টার্ব না করে। কথামতো আমরা নাস্তা করলাম এবং আমার বাইকের মবিল চেঞ্জ করে নিলাম ব্রেক চেক করেনিলাম তারপর আমরা চকরিয়া হয়ে আলীকদম উদ্দেশ্যে রওনা দিলাম। চকরিয়া পেট্রোল পাম্পে আমরা এক হাজার টাকা করে তেল নিয়ে নিলাম বাইকে। তখন টাইম 10:30 am.

IMG-20230722-WA0001.jpg

আলীকদম যাওয়ার পথে আমাদের ইয়ংসা বাজারে সেনাবাহিনী চেকপোষ্ট দাঁড় করালো, আমরা দাঁড়িয়ে সালাম দিলাম কেমন আছেন জিজ্ঞেস করলাম তিনি উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি বলল আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমরা বললাম আমরা ভ্রমণে বের হয়েছি আলীকদম তানচি হয়ে বান্দরবান উদ্দেশ্যে। তারপর উনি আমাদের আইডি কার্ড ফটোকপি , বাইকের নাম্বার, বাইকের কাগজের ফটোকপি চাইলো এবং বলল আপনারা যেহেতু পাহাড়ে যাচ্ছেন আপনাদের ডকুমেন্টগুলো, মোবাইল নাম্বার, গার্ডিয়ান নাম্বার, আমাদের কাছে এন্ট্রি করে রাখতে হবে যাতে আপনারা পাহাড়ে কোন বিপদে পড়লে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি, আমরা উনার কথা শুনে খুশি হলাম এবং আমাদের ডকুমেন্ট তাদের কাছে এন্ট্রি করে রাখলাম, তারপর উনি আমাদের কতগুলা দিকনির্দেশনা দিয়ে দিলেন যাতে যাত্রা পথে আমাদের কোন অসুবিধা না হয়।আমরা উনাকে ধন্যবাদ দিয়ে আমাদের যাত্রা পথ আবার শুরু করলাম। আমরা আলীকদম পৌঁছে বাজারের দাঁড়ালাম সময় দেখলাম 12:30 pm হয়েছে তখন আমরা চার ভাই-বন্ধু প্ল্যান করলাম হালকা নাস্তা করব তারপর থানছি বাজারে গিয়ে দুপুরের খাবার খাব। নাস্তা খাওয়া শেষ করে আমরা পানি আর কিছু শুকনা খাবার সাথে নিয়ে আমরা রওনা দিলাম (আলী কদমের পরে আর কোন দোকান নাই)। যাত্রা পথে আমরা পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। উঁচু-নিচু , আঁকাবাঁকা রাস্তায় বাইক চালিয়ে অভিজ্ঞতা নিতে লাগলাম পাশাপাশি আমরা কিছু সুন্দর জায়গায় দাঁড়িয়ে আনন্দ করলাম, ছবি তুলে রাখলাম স্মৃতি হিসেবে।

IMG_20230722_124557.jpg

IMG_20230722_132435.jpg

IMG_20230722_132733.jpg

IMG_20230722_132743.jpg

IMG_20230722_124609.jpg
পরে আমরা আবারো যাত্রা শুরু করলাম।
যেতে যেতে থানচি বাজারে আগে উঁচু পাহাড়ে উঠলে আমাদের আবার সেনাবাহিনীর চেকপোস্ট দাঁড় করালো আমার সালাম দিলাম, আমাদের আবারও ডকুমেন্ট চাইলো আমরা দিলাম। তাদের সাথে কথা শেষ করে তারপর আমরা রওনা দিয়ে থানছি বাস স্টেশন গিয়ে একটা খাবারের দোকানে দাঁড়ালাম এবং সময় দেখলাম 3:00pm হয়েছে। আমরা দুপুরের খাবার খেয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম বান্দরবান যেতে আর কতক্ষণ লাগতে পারে তারপর উনি বলল এখান থেকে ৬০ কিলোমিটার দূরে বান্দরবান শহর। আমরা তার খাবারের বিল দিয়ে আবারো রওনা দিলাম বান্দরবান উদ্দেশ্য। যেতে যেতে রুমা বটতলী বাজার, ডিম পাহাড়,হলদিয়া ক্যান্টনমেন্ট চেকপোস্ট,রেইসা বাজার তারপরে আমরা মেঘ দেখতে পেলাম পাহাড়ের উপরে।

IMG_20230722_165828.jpg

আমরা খুবই আনন্দিত হই পাহাড়ের উপরে কুয়াশার মত মেঘে দেখতে পেয়ে। প্রথম মেঘের মধ্যে বাইক চালানো অভিজ্ঞতাটা ছিল অন্যরকম আনন্দময়। মেঘের মধ্যে যেতে যেতে আমরা সুন্দর একটি স্পোর্ট পৌঁছে গেলাম।

IMG_20230722_174310.jpg

IMG_20230722_174833.jpg

জায়গাটি খুবই সুন্দর মুগ্ধকর জায়গা, কুয়াশায় ডাকা একটি স্পোট।
আরও কিছু দূর যেতেই আমরা টাইটানিক স্পোর্ট দেখতে পেলাম। সেখানে অনেক পর্যটক ছিল সবাই টাইটানিক মোডে ছবি ভিডিও বানাতে ব্যস্ত। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ডাব খেলাম, ছবি তুললাম ভিডিও করলাম তারপর মেঘলা চলে গেলাম। মেঘলা কিছুক্ষণ সময় কাটিয়ে বান্দরবান উদ্দেশ্যে আাবারো রওনা দিলাম। 7:00pm হতেই আমরা বান্দরবান শহরের পৌঁছে গেলাম।

এখন যারা বাইকে যাবেন প্রথমবার তাদের যেসব বিষয়গুলা মাথায় রাখতে হবে।

  • নিজের আইডি কার্ডের বা জন্ম নিবন্ধন ফটোকপি রাখবেন।

  • হেলমেট এবং সেফটি ড্রেস রাখবেন।

  • বাইকের তৈল ফোল রাখবেন।

  • বাইকের চাকার হাওয়া, ব্রেক চেক করে নিবেন।

  • আঁকাবাঁকা রাস্তা হওয়াতে দেখেশুনে বাইক চালাবেন।

  • পাহাড়ে একা যাবেন না দুই তিনটা গাড়ি নিয়ে যাবেন কারণ একা যাওয়া নিরাপদ না।

তো বন্ধুরা আজকে আমার লেখা এখানে সমাপ্তি করছি। লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

Hello there! 👋🏼

There's a new travel community that is active now through this link:

https://steemit.com/trending/hive-188972

Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼

Blue Minimalist World Environment Day Banner.gif

ধন্যবাদ

 10 months ago 

Hello Friend,
@mamun011,

অনুগ্রহ পূর্বক, edit করে #club5050 hash tag use করুন।

 10 months ago 

আজকে আপনি আপনার বন্ধুদের সাথে,, বান্দরবন ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। অনেক বেশি ফান মজার সবকিছুই থাকে ওখানে।

সেই সাথে আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। যারা প্রথমত ভাইকে সেখানে ঘুরতে যাবে। তাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত।এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অনেকেই না জেনে বাইক নিয়ে ঘুরতে যাবে। অনেক সমস্যা হবে। তবে আপনার পোস্ট পড়ে,, তাদের সমস্যাটা কিছুটা হলেও সমাধান করতে পারবে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, বান্দরবানে ঘুরতে যাওয়ার মুহূর্তটা আমাদের সাথে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে

 10 months ago 

সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন। প্রকৃতি তার নিজস্ব সাজে সজ্জিত হয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64202.90
ETH 3439.10
USDT 1.00
SBD 2.59