Better Life With Steem || The Diary game || 11 july 2024 || Activities of the last working day of the week

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

photo_3_2024-07-13_00-31-03.jpg
Cover photo edit by canva

গতকাল ছিল বৃহস্পতিবার ১১ই জুলাই ২০২৪, সপ্তাহের শেষ কর্মদিবস, বৃহস্পতিবার আসলেই মনের মধ্যে একটু আনন্দ অনুভব হয়, কারণ বৃহস্পতিবার মাদ্রাসার কার্যক্রম শেষ হলেই শুক্রবার এবং শনিবার দুইদিন ছুটি, সপ্তাহে দুইদিন ছুটি আবার শুরু হয়েছে, কিছুদিন আগে এটা বন্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশ সরকার আবার দুইদিন ছুটি ঘোষণা করেছে।

প্রতিদিনের মত গতকালও সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে আসি, বাড়ি এসে আবার একটু ঘুমাই, কিছুক্ষণ পর মা এর ডাকে ঘুম থেকে জাগ্রত হই, মা আমাকে বাজারে যেতে বলে, আমি বাজারে যাই, এবং সেখান থেকে কিছু তরকারি কিনে আনি, আমাদের গ্রামের ছোট বাজার আমাদের বাড়ি থেকে বেশি দূরে না হওয়ার কারণে বাজারে যেতে খুব বেশি সময় লাগে না।

photo_9_2024-07-13_00-31-03.jpg

বাজার থেকে বাড়িতে ফিরে আসার পর সকালের খাবার খাই, সকালের খাবার খাওয়ার পর মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরী হই, আমার স্ত্রী এবং সন্তানেরা এখনও বাড়িতে আসে নাই, তারা এখন আমার শ্বশুরবাড়িতে অবস্থান করছে, মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরী হতে হতে আমার সন্তানদের সাথে মোবাইলে কথা বলি, এরপর তৈরী হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হই।

রাস্তায় যাওয়ার সাথে সাথে আব্দুল মোমিন ভাই এর সাথে দেখা হয়, আব্দুল মোমিন ভাই হচ্ছে আমাদের এলাকার সব থেকে পুরাতন ভ্যান চালক, আমি ছোটবেলা থেকে তাকে ভ্যান চালাতে দেখি, আগে পা ভ্যান ছিল, যেটা শুধু পা দিয়ে চালাতে হতো, এখন সেই ভ্যানে মটর লাগানো হয়েছে, সেই ভ্যান এখন অটো ভ্যানে পরিনত হয়েছে। অনেকদিন পর গতকাল আব্দুল মোমিন ভাই এর সাথে দেখা হল, তার বাড়ি আমাদের পাশের গ্রামে।

photo_1_2024-07-13_00-31-03.jpgphoto_10_2024-07-13_00-31-03.jpg

সে অনেক ভাল মানুষ, এখন একটু অসুস্থ হওয়ার কারণে বড় শক্ত কোন কাজ করে না, এবং ভ্যান চালানোর ক্ষেত্রে কোন জিনিস নেয় না, সে আমাদের অনেক কাজ করে দিয়েছে, আগে একাই বড় বড় জিনিস মাথায় নিয়ে আমাদের বাড়িতে দিয়ে গেছে, এখন আর পারে না। অনেকদিন পর দেখা হওয়ার কারণে তার দুইটা ছবি তুললাম, একটা তার অটো ভ্যান সহ আরেকটা তার একার ছবি । অনেকদিন পর দেখা হওয়ার কারণে আজকে তার ভ্যানে করেই আমাদের বাসস্ট্যান্ড বাজারে গেলাম।

সেখান থেকে আরেকটা অটোরিক্সায় উঠে আমাদের মাদ্রাসার কাছে বাসস্ট্যান্ডে যাই, সেখান থেকে পায়ে হেঁটে মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পর আমি আর আমাদের মাদ্রাসার অফিস সহায়ক দুইজন মিলে একটা ফ্যান সেট করি, আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণীতে ফ্যান ছিল না, অফিস রুম থেকে তার টানিয়ে প্রথম শ্রেণীতে ফ্যান সেট করি। প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা গরমে অনেক কষ্ট করেছে।

photo_7_2024-07-13_00-31-03.jpg
photo_8_2024-07-13_00-31-03.jpg

ফ্যান লাগানো শেষ হলে আমরা দুইজন অফিস রুমে যাই, সেখানে যাওয়ার পর দেখি যে, আমাদের প্রধান শিক্ষক আমাদের জন্য স্পিড এনে রেখেছে। ফ্যান লাগানোর সময় গরমে আমরা দুইজনের শরীর থেকে ঘাম ঝরতে থাকে। ঠান্ডা স্পিড খাওয়ার পর শরীরটা একটু ঠান্ডা হয়। স্পিড খাওয়া শেষ হলে আমার ক্লাসগুলো।নেওয়া শুরু করি।

photo_6_2024-07-13_00-31-03.jpg

মাদ্রাসার কার্যক্রম শেষ হলে সময়মত মাদ্রাসা ছুটি হয়। মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি ফিরে আসি। বাড়ি আসার সময় আমাদের বাজার বাসস্ট্যান্ডে অনেকগুলো অটোরিক্সা দেখতে পাই, এর আগে কখনও আমি এতগুলো অটোরিক্সা একসাথে সিরিয়ালে দ্বাড়িয়ে থাকতে দেখি নাই। এই অটোরিক্সাগুলো সিরিয়াল অনুযায়ী চলাচল করে। এই জন্য সবাই নিজের অটোরিক্সাকে সিরিয়াল অনুযায়ী রেখেছে।

photo_5_2024-07-13_00-31-03.jpg

এরপর বাড়ি এসে গোসল করে যোহর নামাজ আদায়ের জন্য মসজিদে যাই, যোহর নামাজের পরে দুপুরের খাবার খাই, দুপুরের খাবার খাওয়ার পরে একটু শুতেই ঘুম চলে আসে, ঘুম থেকে উঠে আসর নামাজ আদায়ের জন্য যাই, তখন হাল্কা হাল্কা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি খুব কম ছিল কিন্তু পরক্ষণেই প্রচুর বৃষ্টি শুরু হয়, আমার মনে হচ্ছিল এই বছরের সেরা বৃষ্টি এটা, এই বছর এই রকম বৃষ্টি আর হয় নাই। বৃষ্টির কারণে মক্তবের ছাত্র-ছাত্রীরা আসে নাই।

photo_2_2024-07-13_00-31-03.jpgphoto_4_2024-07-13_00-31-03.jpg

দীর্ঘক্ষণ প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টি একটু থেমে আবার শুরু হয়, বৃষ্টির কারণে বাড়িতে আসি নাই, মসজিদের বারান্দায় দ্বাড়িয়ে ছিলাম। মাগরিবের নামাজের পরে বাড়ি আসি তখনও হাল্কা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বিদ্যুত ছিল না, যার কারণে মাগরিবের পরে এসে পোস্ট লিখি, এশার নামাজের পর এসে রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে বিদ্যুতের অপেক্ষা করতে থাকি, কিন্তু বিদ্যুত আসার কোন নাম নাই, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই। রাত দুইটার সময় বিদ্যুত আসে তখন ঘুম ভেঙে যায়। পোস্ট লেখাই ছিল, তখনই পোস্ট করে আবার ঘুমাই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552
Sort:  
Loading...
 29 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টে মনোযোগ দিয়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন, ভাল থাকবেন

 29 days ago 

প্রতিটি চাকরিজীবী মানুষ বৃহস্পতিবার আসলে একটু আনন্দ পায় কারণ শুক্র ও শনিবার বন্ধ।। আজ বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য আর হ্যাঁ আমাদের এখানেও পুরাতন একজন ভ্যান চালক আছে আর বর্তমান সময়ে সেও অটো ভ্যান নিয়েছে।।

অবশ্যই তাই, বৃহস্পতিবার আসলে একটু আনন্দ অনুভব হয়, কারণ শুক্রবার এবং শনিবার নিজের পরিবারকে একটু বেশি সময় দেওয়া যায়। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 28 days ago 

সকালে ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়েন।
দ্বিতীয়বার কোন মানে মায়ের ডাকে। তিনি আপনাকে বাজারে যেতে বলেন। তার কথায় আপনি বাজারে যান।
এরপর নাস্তা শেষ করে আপনি অটো রিক্সায় করে মাদ্রাসায় যান। সেখানে প্রথম শ্রেণীতে কোন ফ্যান ছিল না তাই আপনি প্রথম শ্রেণীতে ফ্যান লাগান।
দুপুরে খানিকটা ঘুমিয়ে আছরের নামাজ পড়ে নেন। একবার বৃষ্টি শুরু হয়। যার কারনে তার মক্তবের ছেলে মেয়েরা আজকে পড়তে আসে নাই

আপনি কি অসংখ্য ধন্যবাদ আপনি আমার সম্পূর্ণ পোস্টটা খুব মনোযোগ দিয়ে পড়েছেন, আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টে মনোযোগ দিয়েছেন, এবং পোস্ট অনুযায়ী সুন্দর একটা মন্তব্য করেছেন

image.png
CONGRATULATIONS!!

This post has been upvoted - Steem's Angels with @steemcurator0x/ Curated by: @solperez

«El único modo de hacer un gran trabajo es amar lo que haces» Steve Jobs.

@solperez Thank you so much for curating my post, stay well and stay safe, may your future journey be more beautiful. In my post I tried to mention a day's activities.

 24 days ago 

আপনি আগে কখনো অটোরিকশা গুলো এভাবে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন নাই। তবে সময় যদি একে অপরের চিন্তা করে তাহলে অবশ্যই একটি সুন্দর পরিবেশ গলা সম্ভব। অটো রিক্সা এলোমেলো থাকলে অনেক যানজার সৃষ্টি হয়।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

জি ভাই যখন কোন যানবাহন সিরিয়ালে থাকে তখন আমাদের রাস্তা ক্লিয়ার থাকে যানজট খুব কম হয়, ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটা পড়েছেন এবং সে অনুযায়ী সুন্দর একটা মন্তব্য করেছে।

 23 days ago 

ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবসময় আপনি আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন। এটা সবার কাছে ভালো লাগার একটি বিষয়। রাস্তায় যানজট কম হলে আমাদের সময় যেমন বাজবে তেমনি এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63