Better Life with Steem || The Diary Game || 02 October 2024 || Another day passed from life
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
![]() |
---|
ইদানিং আমার ঘুমটা একটু বেশি হয়ে গেছে, কোন কোন দিন পোস্ট লিখতে লিখতে ঘুমিয়ে যাই, আজকেও অনলাইনে কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎই ঘুম থেকে জাগ্রত হয়েই পোস্ট লেখা শুরু করলাম, কোন কোন দিন ঘুমিয়ে গেলে আর পোস্ট লেখা হয় না।
আজকে বুধবার, আজকে সারাদিনের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব, আজকের দিনটা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়েছে, প্রতিদিনের নিয়মিত কাজ করতে হয়েছে, আশা করি আমার আজকের সারাদিনের কার্যক্রম আপনাদের ভালো লাগবে।
প্রতিদিনের মতোই সকালে মোবাইলের এলার্ম শুনে ঘুম থেকে জাগ্রত হই, এরপর তৈরী হয়ে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাই, ফজরের নামাজ আদায় করে বাড়িতে আসার কিছুক্ষণ পরেই একজন মাছ বিক্রেতা ডাকতে শুরু করে, সে মাঝে মাঝেই আমাদেরকে যমুনা নদীর টাটকা ছোট মাছ দিয়ে যায়।
![]() |
---|
মাছ বিক্রেতাকে বলে রাখা হয়েছে যে, যখনই ভালো মাছ পাওয়া যাবে তখনই যেন আমাদের বাড়িতে দিয়ে যায়, আজকে যমুনা নদীর টাটকা মাছগুলো খুব ভাল ছিল, এজন্য সেগুলো দিতে এসেছে, আমার আব্বা ছোট মাছ খেতে খুব পছন্দ করে, সেই জন্য প্রায়ই বাজার থেকে ছোট মাছ কিনে আনতে হয়, এবং মাছ বিক্রেতাও বাড়িতে এসে দিয়ে যায়।
তার থেকে মাছ কেনার পরে আমি বাজারে চলে যাই, অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারে মানুষ একটু বেশি ছিল, বাজার থেকে আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ ক্রয় করে বাড়িতে আসি, এগুলো করার সময় মরিচের দিকে আমার নজর পড়ে, আজকের মরিচটা একটু অদ্ভুত ধরনের ছিল, মরিচগুলো ছিল একটু মোটা মোটা এবং একটু বড়, এ ধরনের মরিচ এর আগে আমি কখনো দেখিনি, মরিচ দেখে অবাক হওয়ার কারণে সেটার ছবি তুলে রেখেছি।
![]() |
---|
![]() |
---|
বাজার থেকে বাড়িতে আসার কিছুক্ষণ পরেই সকালের নাস্তা তৈরি হয়, সকালের নাস্তা খেয়ে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হই, বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ানোর সাথে সাথেই একটা অটো ভ্যান পাই, সেটাতে উঠেই আমাদের বাজার বাসস্ট্যান্ডে যাই, সেখান থেকে আজকে সিএনজিতে করে মাদ্রাসার কাছে বাসস্ট্যান্ডে গিয়েছিলাম।
বাজার বাসস্ট্যান্ড থেকে সাধারণত অটো রিক্সা বা অটো ভ্যানে যেতে হয়, কিন্তু আজকে সিএনজিতে গিয়েছিলাম, সিএনজিতে গেলে দ্রুত যাওয়া যায় এজন্য সময় একটু কম লাগে, সিএনজি থেকে মাদ্রাসার কাছে বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে পায়ে হেঁটে মাদ্রাসায় যাই, মাদ্রাসায় পৌছার পর দেখি এখনো কেউ আসে নাই, অল্প কিছুক্ষণ মাদ্রাসার বারান্দায় অপেক্ষা করার পর আস্তে আস্তে সবাই আসা শুরু করে।
বর্তমানে গরম বেশি হওয়ার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না, যখন বিদ্যুৎ থাকে না তখন মাদ্রাসার অফিস রুম থেকে বের হয়ে বাহিরে গাছের ছায়ায় বসে থাকি, তখন খুব ভালো লাগে কারণ যেখানে বসে থাকি সেখানে বাতাস পাওয়া যায় এবং পাশেই ধানের জমি রয়েছে, সবুজ শ্যামল সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগে।
![]() |
---|
মাদ্রাসার নির্ধারিত সময়ে ছুটি হয়, ছুটি হওয়ার পর আমরা বাড়ি ফিরে আসি, বাড়িতে এসে গোসল করি এরপর যোহরের নামাজের জন্য মসজিদে যাই, জোহরের নামাজ আদায় করে এসে দুপুরের খাবার খাই, এরপর একটু ঘুমাই, ঘুম থেকে আসর নামাজের একটু আগে জাগ্রত হই, জাগ্রত হয়েই আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাই।
আসর থেকে মাগরিব পর্যন্ত মক্তবের ছাত্র-ছাত্রীদেরকে পড়াই, মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে এসে আমার সন্তানদের সাথে একটু সময় কাটায়, এরপর এশার নামাজের সময় হয়, এশার নামাজ আদায় করে এসে রাতের খাবার খাই, রাতের খাবার খাওয়ার পরে অনলাইনে কাজ নিয়ে বসি, অনলাইনে কাজ করতে করতে ঘুমিয়ে যাই, একটু পর ঘুম থেকে জাগ্রত হয়ে এই পোস্টটি লেখা শুরু করি, এই পোস্ট করা হলে আবার ঘুমাবো।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|


ছোট মাছ খেতে আসলে আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে আপনার আব্বু ছোট মাছ খেতে অনেক পছন্দ করেন। ছোট মাছ খাওয়ার অনেক উপকার রয়েছে আর এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার।
যাইহোক মাছগুলো দেখে আমারও অনেক পছন্দ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদেরকে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
আমার আব্বু ছোট মাছ খেতে খুব পছন্দ করেন এ কারণে আমাদের বাড়িতে সবসময় ছোট মাছ থাকেই, বাজারে গেলে সবার আগে ছোট মাছ কেনার চেষ্টা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।