বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও আমাদের পরস্পর যোগাযোগ অনেক কমে গেছে

in Incredible India2 days ago
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000030711.jpgCopyright free image downloaded from pixabay.com

বর্তমানে আমরা অবসর সময় কাটানোর জন্য ফেসবুক চালিয়ে থাকি, এবং ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট বা ভিডিও দেখে সময় অতিবাহিত করি, কিছু পোস্ট থাকে যেগুলো দেখে আমরা অনেক বেশি মজা পাই, আর কিছু পোস্ট থাকে যেগুলো আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, সেই পোস্টগুলো নিয়ে চিন্তা করলে অনেক কিছুই বুঝে আসে।

যেমন আজকে ছোট্ট একটা পোস্ট দেখে মনের মধ্যে একটা চিন্তা জাগ্রত হল, সে পোস্টে লেখা ছিল, বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও আপনজনদের সাথে আমাদের যোগাযোগ কমে গেছে, এ কথাটা ছোট হলেও এটার গভীরতা আমার কাছে অনেক বেশি মনে হয়, এই কথার উপরে আমাদের সকলের চিন্তা করা উচিত, কথাটা সঠিকভাবে বোঝা প্রয়োজন।

1000030709.jpgCopyright free image downloaded from pixabay.com

বর্তমান সময়ে খুব সহজেই অনেক দূরের মানুষের সাথে যোগাযোগ করা যায়, এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে খুব সহজেই অনেক দূরে পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমাদের নিকট আত্মীয়দের সাথে সঠিকভাবে যোগাযোগ ঠিক আছে কি? নিকট আত্মীয়তা দূরের কথা, নিজের পরিবারের লোকজন, যারা দূরে থাকেন, তাদের সাথে যোগাযোগ ঠিক আছে কি?

একটা সময় ছিল যখন মানুষ অন্য মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারত না, মানুষের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল চিঠি আদান প্রদান, সেই চিঠি পৌঁছাতে কয়েক দিন সময় লেগে যেত, অথবা অন্য কোন মানুষের মাধ্যমে খোঁজ খবর নেওয়া, ওই সময়ে খুব সহজে দূরের মানুষের খোঁজখবর নেওয়া যেত না, বা তার সাথে যোগাযোগ করা যেত না, তারপরেও সেই মানুষগুলোর সাথে সম্পর্ক ছিল অটুট।

কিন্তু বর্তমান সময়ে যোগাযোগ করার এবং খোঁজখবর নেওয়ার অনেক সহজ মাধ্যম রয়েছে, তারপরও আমরা কেউ কারো সাথে যোগাযোগ করি না বা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি না, এর কারণে আমাদের পরস্পর সম্পর্ক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে।

1000030710.jpgCopyright free image downloaded from pixabay.com

অথচ ইচ্ছা করলেই খুব সহজে আমাদের পরস্পর সম্পর্ক আরো দৃঢ় করা সম্ভব, আমরা যদি শুধু মোবাইলের মাধ্যমে একে অপরের সাথে একটু কথা বলে নেই এবং পরস্পরের অবস্থা জেনে নেই তাহলেই পরস্পরের সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ না করার এবং খোঁজখবর না নেওয়ার কারণে কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে।

আমরা শুধু যার ক্ষমতা আছে এবং যার কাছে প্রচুর সম্পদ রয়েছে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, তার সাথে যোগাযোগ রাখি তার খোঁজখবর নেই, কিন্তু পরিবারের যার সম্পদ কম, ক্ষমতা কম, তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি না, যার কারনে সেই মানুষটা আমাদের থেকে পর হয়ে যায়, এটা কখনো উচিত নয়।

আমাদের সকলের উচিত নিজের আপনজনদের সাথে সবসময় সঠিক সম্পর্ক বজায় রাখা, কখনো অর্থ সম্পদ ক্ষমতা দেখে সম্পর্ক বজায় না রাখা, নিজের আপনজনদের মাঝে যারা দরিদ্র থাকে তাদের সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করা, তাদেরকে কখনো অবহেলা করা উচিত নয়, এবং সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করা এবং সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  
Loading...
 3 hours ago 

একটা সময় ছিল যখন মানুষ অন্য মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারত না, মানুষের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল চিঠি ।

আপনি একদম ঠিক বলছেন হয়তোবা আমরা চিঠি যোগাযোগের ব্যবস্থাপনা দেখি নাই তবে আধুনিক যুগ উন্নত হলেও মানুষের ভিতরে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66070.34
ETH 2691.62
USDT 1.00
SBD 2.88