কোটা বারোধী আন্দোলন এবং প্রশ্ন ফাঁসের সাথে জড়িতরা গ্রেফতার।

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000028661.webpCopyright free image downloaded from pixabay.com

আমরা সব সময় খবর পেতে পছন্দ করি, সেই খবরটা কখনও ব্যক্তি কেন্দ্রিক হয়, কখনও দেশ কেন্দ্রিক হয় আবার কখনও পৃথিবী কেন্দ্রিক হয়। খবরটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা সেই খবরটা আগ্রহের সহিত শুনে থাকি, অনেক খবর থাকে যার কোন গুরুত্ব থাকে না। মানুষ সেই খবর শুনতে চায় না বা দেখতে চায় না। কিন্তু গুরুত্বপূর্ণ খবর খুব আগ্রহের সাথে শোনে এবং দেখে।

একটা সময় আমাদের গ্রাম অঞ্চলে খবর শোনার জন্য রেডিওতে শুধুমাত্র বাংলাদেশ বেতার ছিল এবং খবর দেখার জন্য বাংলাদেশ টেলিভিশন। এই দুই মাধ্যম ব্যতীত খবর শোনার বা দেখার ব্যবস্থা ছিল না, বাংলাদেশ বেতারে রাত আটটা ত্রিশ মিনিটে খবর শুরু হত, যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর সারাদিনের অনেক খবর প্রচার করা হত, আর রাত দশটা ত্রিশ মিনিটে ইংরেজী খবর প্রচার করা হত। আমরা ছোটবেলায় দেখেছি, অনেক মানুষ খবর শোনার জন্য ঐ সময়ে রেডিও নিয়ে বসে যেত।

আর বাংলাদেশ টেলিভিশনে রাত আটটার সময় খবর শুরু হত, অনেক মানুষ সেই খবর দেখার জন্য বসে থাকত। বাংলাদেশ টেলিভিশনের রাত আটটার খবরেও বাংলাদেশ সহ পৃথিবীর সারাদিনের বিভিন্ন খবর প্রচার করা হত, আমি তখন ছোট ছিলাম, মানুষ খবর দেখলে বা শুনলে বিরক্ত হতাম, এখন অবশ্য নিজেই কিছু কিছু খবর শোনা বা দেখার চেষ্টা করি।

1000028663.jpgCopyright free image downloaded from pixabay.com

বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে দুইটা খবর খুব ভাইরাল হয়েছে, দুইটা খবরই খুব গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে বাংলাদেশের সকল মানুষের কাছে খবর দুইটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দুইটা খবরের মধ্যে একটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন এবং অপরটি হচ্ছে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার।

কয়েকদিন হল বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে এবং সেটাতে অধিকাংশ মানুষ সমর্থন দিয়েছে। কয়েক বছর আগেও একবার কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন সকল জায়গা থেকে কোটা তুলে নেওয়া হয়, নতুনকরে আবার কোটা বহাল রাখার কারণে এই আন্দোলন শুরু হয়।

বাংলাদেশের সকল সরকারি চাকরীর ক্ষেত্রে সর্বমোট ৬৫% কোটা রাখা হয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা সবার উপরে, শুধুমাত্র কোটা থাকার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী চাকরী পাচ্ছে না, কোটা থাকার কারণে অনেক অযোগ্য মানুষ দায়িত্ব পাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দ্বাড়িয়েছে। কোটা পদ্ধতি বাতিল হলে অনেক মেধাবী শিক্ষার্থী দায়িত্ব নিতে পারবে। আন্দোলনের কারণে হাইকোর্ট কোটা পদ্ধতি আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছে।

1000028662.jpgCopyright free image downloaded from pixabay.com

আর দ্বিতীয় খবর হচ্ছে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মনে করা হয় বিসিএস কে, যারা বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় তারাই আমাদের দেশের বড় শিক্ষিত, কিন্তু বিগত দশ বছর হল এই বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে আসছে, এই খবর কেউ জানতো না, হঠাৎ করেই বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্স সিআইডি এই বিষয়টা খুঁজে পায়।

প্রশ্ন ফাঁসের একটা সিন্ডিকেট তৈরী হয়েছে, তারা বিসিএস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন কোটি টাকার বিনিময়ে ফাঁস করে থাকে, এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের একজন হচ্ছে মোহাম্মদ আবেদ আলী, সে বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান এর ড্রাইভার ছিল, এখন সে কোটি টাকার মালিক, তার সম্পদের কোন হিসাব নাই। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত মোট সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সতেরো জনের মধ্যে আবেদ আলী এক নম্বরে, গ্রেফতারের আবেদ আলী প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া একশ সাত জনের নাম বলেছে, যারা ফাঁসকৃত প্রশ্ন দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে।।প্রশ্ন ফাঁসের জড়িত সবাই সরকারি বিভিন্ন পর্যায়ের দায়িত্বে নিয়োজিত রয়েছে। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সকলের কঠিন শাস্তির দাবী জানানো। প্রশ্ন ফাঁসের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  
Loading...
 last month 

এটা একদম সঠিক বলেছেন গুরুত্বপূর্ণ খবর আমরা গুরুত্ব দেই শুনে থাকি।। বর্তমান সময়ে কোটা নিয়ে বেশ আন্দোলন চলছে আসলে আমিও কোটার পক্ষে কখনোই সহমত পোষণ করবো না।। এছাড়াও প্রশ্ন ফাঁস নিয়েও কথা উঠেছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।। এগুলো সবগুলোই আমাদের জন্য লজ্জাজনক।।

কোটা পদ্ধতি অবশ্যই বন্ধ হওয়া উচিত, যারা অযোগ্য তারাই কোটার পক্ষে কথা বলবে। আসলেই প্রশ্ন ফাঁস আমাদের জন্য লজ্জাজনক। ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ করার জন্য।

 last month (edited)

নিত্য নতুন খবর পড়তে অথবা শুনতে ভালো লাগে যদি হয় দেশের কোন খবর তাহলে তো আরো মনোযোগ দিয়ে পড়তে ইচ্ছা করে।

কোটা বিরোধী আন্দোলন এবং অপরটি হচ্ছে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার।

এই দুইটা আন্দোলন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক তোড়পাড় চলছে এমনকি সংসদ ভবন পর্যন্ত কোটা আন্দোলনের কথা উঠছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস কতটা জঘন্যমূলক অপরাধ সেটা হয়তোবা কল্পনার বাহিরে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ভাবে দুইটা বিষয় আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

প্রথমেই ধন্যবাদ জানাই আপনি আমার পোস্ট পড়ে সুন্দর একটা কমেন্ট করেছেন, এই দুইটা খবরই এখন ভাইরাল, একটি খুব প্রয়োজনীয় আরেকটা জঘন্য।

 28 days ago (edited)

বর্তমানে যে কোটাবিরোধী আন্দোলন চলছে এর সাথে আমিও একমত । সেই সাথে প্রশ্নপ্ত্র ফাসের বিষয়টাও আলোচিত হচ্ছে।
তবে আমার কাছে মনে হয়ে গেলে একান্তই আমাদের নিজস্ব বিষয়। এগুলো এ ধরনের একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আলোচনা না করাটাই সবচেয়ে ভালো।
কারণ নিজের দেশের ভাবমূর্তি অন্য দেশের মানুষের কাছে নষ্ট করে লাভ নেই।

আপনি ঠিক বলেছেন এ ধরনের বিষয়ে আমিও মনে করি উল্লেখ করা উচিত নয় কিন্তু এগুলো এখন ভাইরাল বিষয় এবং ভাইরাল খবর, সবার কাছেই এই বিষয়গুলো এখন স্পষ্ট, ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63