রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast month
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000029461.pngphoto edit by canva

প্রিয় বন্ধুগণ আজকে অনেকদিন পর আপনাদের সাথে নতুন আরেকটি ফটোগ্রাফি শেয়ার করব, পৃথিবীর সকল মানুষ ফুলকে ভালোবাসে, ফুলকে ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া খুব কঠিন, শুধুমাত্র পাষাণ মনের মানুষ ফুল ভালোবাসে না, ফুল ভালোবাসার প্রতীক, এজন্য আজকে আমি আপনাদের সাথে একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।

বেশ কিছুদিন আগে ঢাকায় জলসিড়ি পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেই পার্কটি সেনাবাহিনীরা তৈরী করেছেন, পার্কটি মূলত সেনাবাহিনীদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু মাঝে মাঝে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়, সপ্তাহের রবিবার এবং সোমবার সেনাবাহিনী ব্যতীত আর কেউ সেই পার্কে প্রবেশ করতে পারে না। অন্য পাঁচ দিন সকল সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত থাকে।

সেই জলসিড়ি পার্কে অনেকগুলো ফুল গাছ রয়েছে, তার মধ্যে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ফুল গাছ একটা, এই ফুলের নাম রাধাচূড়া, এটা কৃষ্ণচূড়া ফুলের মতই দেখতে হয়, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝা যায় যে এটা কৃষ্ণচূড়া নয়, অনেকেই কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া ফুলকে এক মনে করে থাকে, কিন্তু এই দুই ফুল কখনো এক নয়, এই দুটি আলাদা আলাদা ফুল।

1000029460.jpg
1000029459.jpg
1000029458.jpg

একটু লক্ষ্য করলেই এই ফুল দুটিকে আলাদা ভাবে চেনা সম্ভব, রাধাচূড়া ফুলের গাছ সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু কৃষ্ণচূড়া ফুলের গাছ অনেক বড় হয়, রাধাচূড়া ফুল লাল এবং হলুদ বর্ণের হয়ে থাকে, একই গাছে দুই রঙের ফুল হয় আবার কখনো একই ফুলের মধ্যে দুই রং হয়ে থাকে, কিন্তু কৃষ্ণচূড়া ফুল শুধু লাল হয়ে থাকে।

কৃষ্ণচূড়া ফুলের গাছ বড় হওয়ার কারণে এই গাছে অনেক ফুল আসে, কিন্তু রাধাচূড়া ফুলের গাছ ছোট হওয়ার কারণে ফুল খুব কম আসে, রাধাচূড়া ফুলগুলো গাছ থেকে উপরের দিকে লম্বা হয়ে থাকে, এই ফুলের পাপড়ি গুলো একটু বড় হয়। আশা করি রাধাচূড়া এবং কৃষ্ণচূড়া ফুলের পার্থক্য বুঝতে পেরেছেন।

বলা হয়ে থাকে রাধাচূড়া ফুলের গাছ কখনো মরে যায় না, এরা মৃতপ্রায় হয়ে গেলেও বসন্তের সময় আবার জেগে ওঠে, সামান্য বীজ থেকেও রাধাচূড়া ফুলের গাছ জন্ম নেয়, রাধাচূড়া ফুল পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, একই গাছে দুই রঙের ফুল এবং কখনও একই ফুলে দুই রং হওয়ার কারণে এই ফুলের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।

1000029457.jpg
1000029456.jpg
1000029455.jpg

ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ রাধাচূড়া ফুল দেখতে পাওয়া যায়, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন পার্ক এবং উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি করে এই রাধাচূড়া ফুল, এই ফুল সারা বছরই দেখতে পাওয়া যায়, এই ফুলটি সাধারণত শীতের সময় কম দেখা যায়, বলা হয়ে থাকে প্রচন্ড শীতের সময় রাধাচূড়া ফুল কুঁকড়ে যায়।

শুধু রাধাচূড়া ফুল নয় বরং যে কোন ফুলই পরিবেশ সুন্দর করে, যে এলাকায় ফুল থাকে সে এলাকার সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়, এজন্য যেকোনো পার্ক অথবা উদ্যানে ফুল গাছের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, যারা ফুলকে বেশি ভালোবাসে তাদের মন বেশি সুন্দর হয়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

Sort:  
Loading...
 last month 

রাধা কৃষ্ণ নামে কোন ফুল হয়, এটা আমার জানা ছিল না আপনার পোষ্টের মাধ্যমে এই প্রথমবার জানলাম। আমি হয়তো ভাবছিলাম। ফুলটি দেখে ফুলটার নাম কৃষ্ণচূড়া। আপনার রাধা কৃষ্ণ ফুলের ফটোগ্রাফি গুলি অসাধারণ হয়েছে। কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো একই রকম দেখতে হয়। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আমরা অধিকাংশ মানুষই রাধাচূড়া ফুল সম্পর্কে জানতাম না, আমরা সবাই রাধাচূড়া এবং কৃষ্ণচূড়া ফুল গাছকে এক মনে করতাম, কিন্তু এই দুই ফুলের মাঝে অনেক পার্থক্য রয়েছে, যদিও ফুল দুইটা দেখতে এক রকম। ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59476.67
ETH 2299.07
USDT 1.00
SBD 2.48