Lecture sheet for level 2 || লেভেল- ২ এর লেকচার সিট

in Incredible India2 years ago (edited)
Picsart_23-03-08_16-36-55-838.jpg

সবাইকে আমার টিউটোরিয়াল পোস্টে স্বাগতম। আমরা ইতিমধ্যে লেভেল ১ এর প্রথম ব্যাচের পরীক্ষা নিয়েছি এখন আমরা লেভেল ২ ক্লাস শুরু করব। আমার এই পোস্টে আমি লেভেল ২ এর সিলেবাস এবং টপিক গুলো নিয়ে আলোচনা করব।

এই টপিক গুলোই আমাদের ক্লাসে আলোচনা করা হবে। তাই দয়া করে এই টপিক গুলো সবাই মন দিয়ে পড়বেন এবং এই টপিক গুলো নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে তা লিখে রাখবেন, আর ক্লাসে অবশ্যই সেই প্রশ্নের সমাধান নিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পোস্টটি।



সিলেবাস
  • Steemit key এর নিরাপত্তা
  • Steemit এর সকল key এর কাজ
  • ডেলিগেশন কি, ডেলিগেশন নিয়ে সম্পূর্ণ ধারণা।
  • ভোটিং CSI মেইন্টেন, এবং CSI বাড়ানোর উপায়।


Steemit key এর নিরাপত্তা

আমরা সকলেই এই প্লাটফর্মে কাজ করে রিওয়ার্ড অর্জন করি। দীর্ঘদিন ধরে রিওয়ার্ড অর্জন করার পর কোন ব্যক্তি যদি সেই রিওয়ার্ড চুরি করে নিয়ে যায় তাহলে আমাদের এই কষ্ট রাখার আর কোন জায়গা থাকবে না। তাই আমাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে।

Steemit একাউন্ট নিরাপদ রাখার জন্য আমাদের প্রথমেই আমাদের key গুলোকে নিরাপদ স্থানে রাখতে হবে। বেশিরভাগ মানুষই তাদের key গুলোকে গুগল ড্রাইভে সেভ করে রাখে। তাই অবশ্যই আমাদের জিমেইল একাউন্টে Tow factor authentication চালু করতে হবে।

Tow factor authentication চালু করলে আমাদের জিমেইলে কেউ সহজে প্রবেশ করতে পারবে না ফলে আমাদের কী গুলো নিরাপদে থাকবে। এছাড়া আপনার যদি অন্য কোথাও key এর pdf ফাইলটি রেখে থাকেন তাহলে সেটার সর্বোচ্চ নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করে তারপরেই pdf টি সেখানে সেভ করবেন।



Steemit এর সকল key এর কাজ

Key দুই ধরনের যেমন:

১. পাবলিক key
২. প্রাইভেট key

পাবলিক key: পাবলিক key একদমই উন্মুক্ত একটি key, steemit এ বিভিন্ন ধরনের ডাটা এনক্রিপ্ট করতে এই key ব্যবহার করতে হয়।

প্রাইভেট key: এই key একাউন্টের যে কোন অ্যাক্টিভিটিসের জন্য ব্যবহার হয়। এই key কে আমরা সব সময়ই নিরাপদ স্থানে রাখার চেষ্টা করব যেন অন্য কারো হাতে না যায়।



প্রাইভেট key গুলোর কাজ:

  • পোস্টিং key
  • অ্যাক্টিভ key
  • ওনার key
  • মেমো key
  • মাস্টার পাসওয়ার্ড

আমরা আমাদের key এর pdf ফাইলটিতে এই key গুলো পেয়ে থাকি। প্রত্যেকটা key এর কাজ একদমই আলাদা। এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের এগুলোর কাজ জানতে হবে। নিচে সবগুলো key এর কাজ উল্লেখ করা হলো।

পোস্টিং key

পোস্ট কমেন্ট করা, পোস্ট কমেন্ট এডিট করা, আপভোট এবং ডাউনভোট দেয়া, কোন পোস্ট রি-স্টিম করা, কাউকে মিউট করা, এবং কাউকে ফলো আনফলো করা, এইসব কাজের জন্য পোস্টিং key ব্যবহার করতে হয়।

অ্যাক্টিভ key

Steemit ওয়ালেটের যাবতীয় কাজ করার জন্য এই key টি ব্যবহার করতে হয়। তাছাড়াও উইটনেস ভোট দেওয়ার জন্যও এই key ব্যবহার করতে হয়।

ওনার key

একাউন্টের মালিকানা দাবি করার একমাত্র উপায় হল এই ওনার key। এই key যার কাছে থাকবে সেই একাউন্টের মালিকানা দাবি করতে পারবে। আমাদের অ্যাকাউন্ট যদি কখনো হ্যাক হয় তাহলে আমরা এই key ব্যবহার করে একাউন্ট রিকভারি করতে পারবো।

আমরা চাইলে এই key ব্যবহার করে আমাদের একাউন্টের পোস্টিং key, অ্যাক্টিভ key অথবা ওনার key পরিবর্তন করতে পারবো। এই key আমাদের অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সবসময় চেষ্টা করব এই key যেন নিরাপদ জায়গায় থাকে।

মেমো key

কোন প্রাইভেট মেসেজ পাঠাতে কিংবা প্রাইভেট মেসেজ দেখতে এই কী ব্যবহার করতে হয়। এই key ব্যবহার করে আমরা মেসেজ এনক্রিপ্ট করতে পারবো।

মাস্টার পাসওয়ার্ড

উপরে যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমাদের একাউন্টের key আর এখন যেটা নিয়ে আলোচনা করব এটা একাউন্টের পাসওয়ার্ড। মাস্টার পাসওয়ার্ড আমাদের একাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মাস্টার পাসওয়ার্ড সবগুলো key এর মাথা। আমাদের একাউন্টে যতগুলো key আছে সবগুলো key এর সকল কার্যক্রম এই মাস্টার পাসওয়ার্ড দিয়েই সম্পূর্ণ করতে হয়।



ডেলিগেশন কি, ডেলিগেশন নিয়ে সম্পূর্ণ ধারণা।

ডেলিগেশন হল কারো কাছে steem power ধার নেয়া কিংবা কাউকে steem power ধার দেয়া। আমরা যদি কাউকে steem power ধার দেই তাহলে সেই স্টিম পাওয়ার আমরা যেকোনো সময় তুলে নিতে পারি।

ডেলিগেশন দেয়ার পর আমরা যদি ডেলিগেশন উইথড্র করি তাহলে আমাদের ধার দেওয়া sp পাঁচ দিনের মধ্যেই আবারও আমাদের ওয়ালটে এসে যোগ হয়ে যাবে।



ভোটিং CSI মেইন্টেন, এবং CSI বাড়ানোর উপায়

ভোটিং CSI আমাদের একাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কত জনের পোস্ট পড়লাম এবং কতজনের পোস্টে ভোট করলাম সেই অনুপাতে আমাদের একাউন্টে ভোটিং CSI যোগ হয়। ভোটিং CSI একটি একাউন্টের রেপুটেশনে অনেক বড় ভূমিকা রাখে।

আমরা চেষ্টা করব সবসময়ই কোয়ালিটি ফুল পোস্টগুলোতে ভোট দেয়ার এর ফলে আমাদের ভোটিং CSI বৃদ্ধি পাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হল আমরা কখনোই নিজের পোস্টে ভোট দেব না এর ফলে ভোটিং CSI বৃদ্ধি পেতে অনেক বেশি সময় লাগবে।

লেভেল ২ এর ক্লাস অনুষ্ঠিত হবে বুধবার ইন্ডিয়ান সময় দুপুর ০৩:০০ টায়, এবং বাংলাদেশ সময় দুপুর ০৩:৩০ টায়।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYx5XL5ABtbM9Y6c8i7WT3L4nP4aT1x93jjFdR39Nm7ugvU59RWmWiwzjZ6VrBH...vvm9C8J5cSqudBURhLTMTc4pmCjLd4fisCG9P1trHBELP8pJxCwa8MnK9Q9QgYRUk9kBzywY8ZtBA3PUyj8gTMx2iTHzAT8w52Mfh26YoYzNPDCWCHdH1aE4uU.png

Lecture sheet for level 2

Welcome everyone to my tutorial post. We have already taken the first batch of level 1 exam, now we will start level 2 class. In this post I will discuss the syllabus and topics of level 2.

These topics will be discussed in our class. So please read these topics carefully and if you have any questions about these topics, write them down, and definitely take the solution of those questions in the class. So let's start today's tutorial post.

Syllabus

  • Key security
  • All key functions
  • What is delegation, complete understanding of delegation
  • Ways to Maintain Voting CSI, and Ways to Increase Voting CSI.

Key security

We all earn rewards by working on this platform. If someone steals the reward after earning it for a long time, then we will have no place to keep this pain. So we have to be careful in advance.

To keep Steemit account safe we ​​must first keep our keys in a safe place. Most people save their keys on Google Drive. So we must enable tow factor authentication in our Gmail account.

By turning on tow factor authentication, no one can easily access our Gmail, so our keys will be safe. Besides, if you have kept the pdf file of the key somewhere else, then you must ensure maximum security and then save the pdf there.



All key functions

There are two types of keys such as:

1. public key
2. private key

Public key: Public key is a completely public key, this key is used to encrypt various types of data on steemit.

Private Key: This key is used for any activities of the account. We will always try to keep this key in a safe place, so that it does not fall into the hands of others.

Function of Private Keys:

  • Posting key
  • Active key
  • Owner key
  • Memo key
  • Master password

We get these keys in our key pdf file. Each key has a different function. To use them, we must know their function. The function of all keys is discussed below.

Posting Key

By using posting key we can write post and comment, edit post and comment, follow or unfollow someone, resteem post and mute and unmute someone.

Active Key

This key has to be used to perform all functions of the wallet. Moreover, this key is also used for witness voting.

Owner Key

This Owner Key is the only way to claim ownership of the account. If our account is ever hacked then we can recover our account using this key.

If we want, we can use this key to change the posting key, active key or owner key of our account. This key is very important to our account so we will always try to keep it in a safe place.

Memo Key

Use this key to send a private message or view a private message. Using this key we can encrypt any message.

Master Password

What I discussed above is our account key and what I will discuss now is the password of the account. Master password is very important for our account.

The master password is the head of all keys. All the functions of all the keys in our account must be completed with this master password.

What is delegation, complete understanding of delegation

Delegation is borrowing steem power from someone or lending steem power to someone. If we lend someone steem power then we can withdraw that steem power at any time. If we withdraw the delegation after giving the delegation then our loaned sp will be added back to our wallet within five days.

Ways to increase Voting CSI, and its importance

Voting CSI is very important for our account. CSI is added to our account based on how many people's posts we read and how many people's posts we vote on. Voting CSI plays a huge role in an account's reputation.

We will try to always vote on quality full posts which will increase our voting CSI. And the most important thing is that we will never vote on our own posts so it will take a long time for the voting CSI to increase

Level 2 classes will be held on Wednesdays at 03:00 pm Indian time, and 03:30 pm Bangladesh time.



Level 2 classes will be held on all these topics. Hope you all attend the class. You must solve your problems by asking questions in class. Many thanks to all for visiting this post and reading the entire post carefully.

-1675190969286.gif

Join our Discord server

Sort:  
 2 years ago 

ধন্যবাদ লেবেল ২ এর সিলেবাস পাবলিশ করে দেওয়ার জন্য। আশা করি লেভেল ১ উত্তীর্ণ শিক্ষার্থী লেবেল ২তে সঠিক সময়ে অংশগ্রহণ করবে। আশা করি আমরা সিলেবাস অনুযায়ী সামনে অগ্রসর হতে পারব আপনাদের দিকনির্দেশনা অনুযায়ী।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে, লেভেল ২ এর সিলেবাস পাবলিশ করে দেওয়ার জন্য। আমি পুরাপুরি ভাবে একবার আপনার পোস্ট টি পড়েছি। বাট আমার মনে হচ্ছে আরো কয়েকবার পড়ে নিতে হবে। কারন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবারও ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

Loading...

খুব সুন্দর ও সাবলীলভাবে steemit key,delegation, voting csi সম্পর্কে বেশ ভালো একটা পোষ্ট উপস্থাপন করেছেন।পোষ্টটি আমাদের মতো নতুন ও সাধারণ ইউজারদের জন্য খুব গুরুত্বপূর্ণ।তবে এই পেস্টটি যে শুধু আমাদের মতো নতুন ইউজারদের জন্যেই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়।আমি মনে করি, পুরোনো ইউজারদের জন্যেও এই পোষ্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পোষ্টের মাধ্যমে তারাও তাদের জানা বিষয়গুলো আরো একবার নতুন করে ঝালিয়ে নিতে পারবে।যদি দুই একটা পয়েন্টে তাদের কোথাও কোনো সন্দেহ তাকে তবে তা এই পোষ্টের মাধ্যমে দুর করতে পারবে ইনশাআল্লাহ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ইনফরমেটিভ একটা পোষ্ট আমাদেরকে উপহার দেবার জন্য।

 2 years ago 

ক্লাসে অংশগ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরী কারণ আমরা অনেক কিছুই জানিনা যেগুলো আপনাদের মাঝ থেকে আমরা শিখতে পারি এবং আপনি আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য সর্বদাই সবসময় আপনি আমাদের পাশে থাকবেন এভাবেই।

 2 years ago 

I believe in level-2 more people will be present in the class and join the examination.

Thank you for such a nice comment

 2 years ago 

আমাদের জন্য ক্লাসটি অনেক প্রয়োজনীয় একটি জিনিস আমরা যদি এই ক্লাসে অংশগ্রহণ করে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো আর যদি আমরা অংশগ্রহণ না করে থাকি তাহলে হয়তো আমরা শিখতে পারবো না এর কারণে আমরা সবসময় জন্য চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করার জন্য। কেননা আমরা হয়তো অনেক কিছুই এখনো জানিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মধ্যে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

Hola @mahir4221, tengo un duda con respecto a las clases de los miércoles, hay que estar en línea a la hora de la clase o quedará como una publicación.

 2 years ago 

Excelente. Muy bien el plan de estudio, es bueno para obtener más conocimiento sobre la plataforma de steemit. Gracias por toda esta orientación.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63597.74
ETH 2476.06
USDT 1.00
SBD 2.53