সাপ্তাহিক হ্যাংআউট- হবে আড্ডা, গল্প,গান সহ অনেক তথ্য আদান প্রদান

Picsart_23-02-04_15-06-00-774.jpg

প্রিয় স্টিমিয়ানস,
গত মাস থেকে আমরা আমাদের ডিসকর্ড চ্যানেলে হ্যাংআউট শুরু করেছি। আমাদের কমিউনিটির সকল মেম্বারদের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগটি নিয়েছি।

হ্যাংআউটে আমাদের কমিউনিটির সকল মেম্বার উপস্থিত থাকবে তখন আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবো এবং নতুনরা অভিজ্ঞ স্টিমিয়ানদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারবে এবং তাদের প্রশ্নের সমাধান নিতে পারবে।

আমরা আমাদের হ্যাংআউটে সব দেশের স্টিমিয়ানসদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি হ্যাংআউট এ সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কমিউনিটিকে অ্যাবিউজ মুক্ত রাখতে সাহায্য করবেন।

আমার সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এ সপ্তাহের হ্যাংআউটকে দুটি সেগমেন্টে ভাগ করে নেব

প্রথম সেগমেন্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেমন:

  • ভেরিফিকেশন পদ্ধতি সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন, যা অপব্যবহারকারী এবং একাধিক অ্যাকাউন্ট নির্মাতাদের কমাতে সাহায্য করতে পারে।

  • কি ধরনের বাস্তবায়ন কমিউনিটি এবং Steemit প্ল্যাটফর্মকে আরো উন্নত করতে সাহায্য করতে পারে?

দ্বিতীয় সেগমেন্টে আমরা কিছু বিনোদনের ব্যবস্থা করেছি।

আমরা সকলেই জানি ফেব্রুয়ারি ভালবাসার মাস, এই মাসে আমরা ভালোবাসা দিবস পালন করি।
এই উপলক্ষে আমরা সকল স্টিমিয়ানসদের কাছে কিছু প্রশ্ন রাখছি আশা করছি তারা উত্তর দেবেন।

  • এই প্লাটফর্মে আপনার ক্রাশ কে?

  • আপনার জীবনের প্রথম প্রেমের গল্প আমাদের সাথে শেয়ার করুন।

  • আপনার ভালোবাসার মানুষটিকে উৎসর্গ করে একটি গান কিংবা একটি কবিতা উপস্থাপন করুন।

হ্যাংআউটটি শুরু হবে শুক্রবার ভারতীয় সময় রাত ০৮:৩০ pm, এবং বাংলাদেশ সময় রাত ০৯:০০ pm

আমরা আমাদের পোস্টের মাধ্যমে একে অপরকে চিনি, কিন্তু এখন সময় এসেছে এক ধাপ এগিয়ে যাওয়ার। আসুন ভয়েসের মাধ্যমে একে অপরকে চিনি এবং আমাদের সকলের জ্ঞান একে অপরের সাথে শেয়ার করি।

আশা করছি এই হ্যাংআউটের মাধ্যমে আমরা সকলেই অনেক আনন্দ উপভোগ করতে পারবো এবং আমাদের আলোচনা এই প্লাটফর্মকে আরো সমৃদ্ধ এবং এবিউজ মুক্ত করে তুলবে।

আমরা প্রায়শই দাবী করি যে আমরা একটি পরিবার,
তাহলে আসুন একসাথে হাতে হাত মেলাই গড়ে তুলি বড় একটি পরিবার।

হ্যাংআউট অনুষ্ঠিত হবে মোট ৯০ মিনিটের জন্য।

  • আলোচনার জন্য ৪৫ মিনিট।

  • বিনোদনের জন্য ৪৫ মিনিট।

হ্যাংআউট এর সময় আমরা কিছু লিকুইড Steem দেয়ার সিদ্ধান্ত নিয়েছে

সেরা পরামর্শদাতা-

  • দুই স্টিম করে মোট তিনজনকে প্রদান করা হবে।

সেরা পারফর্মার

  • এই সেগমেন্টে আমরা তিনজন বিজয় নির্বাচন করে প্রত্যেককেই মোট ২ স্টিম করে প্রদান করব।

আমাদের হ্যাংআউটটি তিনটি ভাষায় পরিচালনা করা হবে

ইংলিশ এবং হিন্দি ভাষায় উপস্থাপনা করবেন-

@nainaztengra

বাংলা ভাষায় উপস্থাপনা করবেন-

@piya3, @mahir4221, এবং @mayedul

আশা করি আপনারা সকলে আমাদের হ্যাংআউটে উপস্থিত থাকবেন এবং হ্যাংআউটটিকে আরো প্রাণবন্ত করে তুলবেন।

Discord Link:-Meraindia discord link
Our Telegram Id:-telegram

Regards,
@mahir4221 (moderator)

-1675190969286.gif
Sort:  

প্রত্যাশা করছি অসাধারণ একটি শুক্রবার আসতে চলেছে আমাদের সামনে। সামনের হ্যাংআউটটি আমাদের কাছে অন্য একটি মাত্রা নিয়ে আসবে। যেখানে তথ্য আদান-প্রদানের পাশাপাশি গল্প, আড্ডা, গান ও আরো অনেক কিছু থাকবে। তাছাড়াও থাকছে নগদ স্টিম জিতে নেওয়ার অপূর্ব সুযোগ। ওয়াও! এই সুযোগ কোনভাবেই নষ্ট করা যাবে না কি বললেন আপনারা?

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

হ্যাংআউট এ প্লাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ । যেটার মাধ্যমে অনেক বিনোদনমূলক মুহূর্ত উপভোগ করা যায়। চেষ্টা করব সব সময় হ্যাংআউটে উপস্থিত থাকার।

অবশ্যই হ্যাংআউট এ উপস্থিত থাকবেন ভাই আপনার উপস্থিতি আমাদের হ্যাংআউট কে করে তুলবে আরও সমৃদ্ধ এবং প্রাণবন্ত।

Loading...
 last year 
  • এই ধরনের হ্যাংআউট আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অনেক প্রশ্ন থাকে যা আমাদের অজানা, সেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন।
  • তার সাথে আড্ডা গান আর অন্যরকম এক অনুভূতি সবার মাঝে সবার সাথেই খুব ভালো একটা সময় পার করা যায়।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 
  • হ্যাং আউট হচ্ছে বিনোদন আর আড্ডা গল্পে মেতে ওঠা। যা আমরা প্রতিটি ইউজার সানন্দে অংশগ্রহণ করে থাকি।

  • আগামী ১০ তারিখের হ্যাংআউটে আমরা সকলেই শতস্পূর্তভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

  • শুধু ১০ তারিখের হ্যাংআউট নয় আমাদের কমিউনিটির প্রতিটি হ্যাংআউট হয়ে উঠুক সমৃদ্ধ ও প্রাণবন্ত এই প্রত্যাশা করছি।

ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

  • হ্যাংআউট আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখান থেকে সবার সাথে পরিচিত হওয়া যায়। কাজের অগ্রগতি অনেক বেশি হয়। আপনাদের হ্যাংআউট এ আমি কখনো জয়েন করিনি। আগামী শুক্রবার অবশ্যই আমি জয়েন হব। আশা করি খুবই আনন্দ দায়ক একটি সময় কাটাবো।

অবশ্যই ভাই আশা করছি দারুন একটা সময় কাটবে সকলের সাথে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

 last year (edited)

এটা একটি খুবই ভালো উদ্যোগ যে একে অপরের সাথে পরিচিতির সাথে সাথে আমরা জ্ঞানের ভাগাভাগি করে নিতো পারব বিশেষ করে আমরা যারা নতুন ব্যবহারকারী আছি আমাদের জন্য আমি মনে করি হ্যাংআউটটা খুবই জরুরী একটি বিষয় আমাদের মনের ভিতর অনেক ধরনের জল্পনা থাকতে পারে সেগুলো আমরা মাধ্যমে বহিঃপ্রকাশ করতে পারবো এতোটুকু আমি আশাবাদী করি

 last year 

সত্যি বলতে শুনে মনটা ভরে গেলো ৷ যে এতো সুন্দর একটি উদ্যেগে নেয়ার জন্য ৷ অবশ্যই জয়েন হবো সামনের হ্যাংআউটে ৷ কথা হবে আড্ডা হবে ৷

অনেক অনেক ধন্যবাদ ভাই।

জ্বি ভাইয়া আমি অবশ্যই উপস্তিত থাকার চেষ্টা করবো।আর সত্যিই একজন নিউ ইউজার হিসাবে গত হ্যাংআউট গুলোতে জয়েন হয়ে আমি অনেক অজানা জিনিস জানতে পেরেছি। ধন্যবাদ incredibleindia কমিউনিটিকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য।

আমি অবশ্যই হ্যাংআউটে জয়েন হবো। 🥰

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66649.32
ETH 3562.88
USDT 1.00
SBD 3.12