Steem engagement challenge-S12/W6|"The grand festival in my country."

in Incredible Indialast year

Hello everyone

সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আমি @karobiamin71 বাংলাদেশ থেকে বলছি।আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে থাকতে পেরে খুব ভালো আছি, প্রথমেই আমি, এডমিন @sduttaskitchen ম্যাম কে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ,স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ-S12/W6|"আমার দেশে মহা উৎসব।" এত সুন্দর একটা বিষয় উপরে প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের মাঝে।

Navy Blue Old Man Photo Birthday Photo Collage.pngcanva

এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই দেরি না করে চলে আসলাম এই এনগেজমেন্ট চ্যালেঞ্জের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, আমি আমার বাস্তব জীবনের আনন্দ অনুভূতি এবং মহা উৎসবের কিছু কথা নিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করব চলুন তাহলে শুরু করা যাক।

What is the grand festival in your country, and how do you celebrate that festival?(Mention some rituals if you follow).

eid-mubarak-5210294_1280.jpg
canva

আমি বাংলাদেশে থাকি, তাছাড়া আমি একজন মুসলিম পরিবারের মেয়ে সে ক্ষেত্রে আমার কাছে জম কালো উৎসব হলো, ঈদুল ফিতর ও ঈদুল আযহা, এছাড়াও আমাদের দেশে হিন্দু ধর্মের একটা পূজা হয়ে থাকে সেটা হচ্ছে দুর্গা পূজা আমি দেখেছি পূজাটা অনেক জমকালো ভাবে আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও আমরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। পহেলা বৈশাখ, তাছাড়া রাষ্ট্রীয় কিছু উৎসব করা হয়। যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।


3229a1d6-b638-450e-90e8-45030ab3f632.jpg

0b5235c2-74a9-4bdc-9fc6-3d52fe9e4f20.jpg

তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঈদুল ফিতর ।একটা মাস রোজা রাখা শেষে আসে, ঈদ ফিতর এই ঈদের আনন্দটাই অন্যরকম। বিশেষ করে এই দিনটা পরিবারের সবাই মিলে একসাথে কাটাতে আমি বেশি পছন্দ করি। ঈদের আগের দিন থেকে শুরু হয়ে যায় এই আনন্দটা। বিশেষ করে চাঁদ দেখার বিষয় টা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এছাড়াও ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে, সবাইকে ঈদ মোবারক জানাতে আরো বেশি ভালো লাগে, তারপরে রয়েছে সালামি, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সবাই মিলে একসাথে খাবার খাওয়া ঘুরতে যাওয়া অনেক আনন্দ করা ঈদের বিষয় গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। মূলত এভাবেই আমি ঈদুল ফিতরের উৎসব টা উদযাপন করে থাকি।

Would you love to go on a vacation during this festive period, or would you love to stay in your country and celebrate the festival with your family? Give the reason behind your choice.

এই প্রশ্নের আমার কাছে খুব ভালো লেগেছে, আমরা সব সময় কর্ম জীবন থেকে কিছুদিনের জন্য ছুটি নিতে অনেক বেশি পছন্দ করে থাকি আর সেটা যদি হয় বিশেষ কোনো উৎসবে সময় তাহলে তো আনন্দের পরিমাণ টা আরো বেড়ে যায় ।আমি সব সময় আমার পরিবারের ও আত্মীয় স্বজনদের সাথে ঈদের সব কাটাতে পছন্দ করি।আমি যখন আমার হাজবেন্ডের সাথে ছিলাম তখন কোন উৎসব হলে মন মত দেশের বাড়িতে আসতে পারতাম না। তার কাজের জন্য, সে জন্য আমার মন খুব খারাপ থাকতো।

train-3991306_1280.jpgcanva

তবে, আমি সব সময় চেষ্টা করেছি পরিবারের সাথে আনন্দ উৎসব ভাগা ভাগি করে নেওয়ার জন্য।কিন্তুু আমি এখন আমার বাড়িতে থাকি শ্বশুর-শাশুড়ি, হাসবেন্ড, আত্মীয়-স্বজন, সবাইকে নিয়ে অনেক আনন্দে ঈদ উদযাপন করতে পারি। এখন আমি খুব খুশি বাবার বাড়ি শশুর বাড়ি দুইটা পরিবারের সাথেই মিলে জমকালো উৎসবগুলো একসাথে আনন্দ করতে পারি । তাছাড়া, আমি যেখানেই থাকি না কেন সব সময় পরিবারের সাথে জমকালো উৎসব গুলোর আয়োজন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।

Share with us if you have any memorable moments related to the festival.

উৎসব আমাদের জীবনে একটা আনন্দের সময় আর এই সময় আমাদের জীবনে কিছু কিছু স্মৃতি জড়িয়ে যায়, আমার এরকম দুটি স্মৃতি আছে ,যে টা আমি আপনাদের সাথে শেয়ার করব।

মহা উৎসব আমার স্মৃতি গুলো :


২০১৭ সালে ঈদুল ফিতরের আগের দিন আমার বিবাহ সম্পন্ন হয়েছিল, যেটা আমার স্মৃতির পাতায় সব সময় স্মরণীয় হয়ে থাকবে । এবং ওই ঈদ আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে করে ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল।

pray-5183164_1280.jpg
canva

আমার শ্বশুর বাড়ির এলাকা তে বেশ বড় করে দুর্গাপূজা পালন করা হয়ে থাকে, আমি আগে কখনো দেখি নি, ও যায় নি, আমার হাজবেন্ডের বন্ধু দুর্গা পূজাতে দাওয়াত করেছিল যাওয়ার জন্য। এবং আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের পথ ছিল, আমার ভিতরে একটা ইচ্ছে ছিল দেখতে যাওয়ার, কিন্তুু বলার সাহস হয়নি। কারণ শাশুড়ি যদি বলে নতুন বউ যাওয়ার দরকার নেই, পরবর্তীতে হয় তো নিজেই খারাপ লাগবে। এই চিন্তা করে বলি নি কিন্তুু আমার হাজব্যান্ড ব্যাপার টা বুঝতে পেরেছে, এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিলো। তখন আমরা দুজনে গিয়ে দুর্গা পূজার অনুষ্ঠান দেখে এসেছিলাম বেশ ভালোই লেগেছিল এজন্যই আমার কাছে এই উৎসব টা স্মৃতি হয়ে থাকবে।

আমি চেষ্টা করেছি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য । যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ ।

আমার প্রিয় কিছু বন্ধুদের এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি, @mdrasel442, @dove11 , @graceleon , @solaymann, @hasnahena,@farhanahossin, @jyoti-thelight,@abubokkar এই আকর্ষণীয় বিষয়টিতে অংশগ্রহণ করার জন্য।


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

Sort:  
 last year 

৬স্ঠ সাপ্তাহের এংগেজমেন্ট চেলেঞ্জে আপনি অংশগ্রহণ করার জন্য প্রথমে ই আপনাকে অসংখ্য ধন্যবাদ যানাচ্ছি। খুব সুন্দর করে গুছিয়ে আপনি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন।
আপনার পোস্টটি পড়ে আপনার ভালো লাগার অনুভূতি গুলো জানতে পারলাম।তা আমার কাছে ও অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন আপনি, পরিবারের সাথে বিশেষ দিন গুলো কাটানোর মুহূর্তগুলো একটুও অন্যরকম হয়। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য এবং খুব সুন্দর কমেন্ট করার জন্য ।খুবই আনন্দিত হয়েছি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 last year 

আপনার পোস্টটি পড়ে ওআমআর অনেক ভালো লাগছে। আমি ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। আপনি ঠিকই বলেছেন একজন মুসলমান হিসেবে, আমাদের সবচাইতে বড় উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, আপনার মত আমার কাছেও ঈদুল ফিতর অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।

কেননা ঈদুল আযহার সময় আমাদের বাসায় বসে অনেক কাজ করতে হয়। কিন্তু ঈদুল ফিতরের সময় আমরা ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে অনেক জায়গায় ঘুরতে পারি। আপনি আপনার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছেন। সে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।

আমার কাছে সবচাইতে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আপনার হাজবেন্ড আপনার মনের কথাটা বুঝতে পেরেছেন। আসলে এমন একটা মানুষকে জীবনসঙ্গী করে পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তিনি আপনাকে নিয়ে রাতের বেলায় দুর্গাপূজা দেখতে গিয়েছে। যেটা আপনি মনে মনে চিন্তা করেছিলেন।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনাদের দিনগুলো এভাবেই ভাল কাটুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবে কমেন্ট করেছেন , পোস্টের প্রতিটা লাইন এত সুন্দর ভাবে বিশ্লেষণ করে বলেছেন যেটা, দেখলে সত্যি পোস্ট করার সার্থকতাটা ফিরে পাই, আমি চাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ শুভকামনা জানাই।

Loading...

@karobiamin71, Beautiful presentation you have made. You are right our great festival is Eid ul Fitor and Eid ul Azha. We enjoy in these occasions with the whole family. I wish you all the best.

 last year 

Dear friend, Thank you very much for taking your valuable time to read the post and leave a very nice comment

 last year 

স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ-S12/W6|"আমার দেশে মহা উৎসব।" এত সুন্দর এই প্রতিযোগিতায় আপনি ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাকে অনেক স্বাগতম ।আপনি সুন্দরভাবে আপনার প্রিয় উৎসব গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।

সত্যি ঈদ হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎস তেমনি দুর্গাপূজা হলো হিন্দু ধর্মের একটি প্রধান উৎস । বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক একটি দেশ এই দেশে সকল ধর্ম অবলম্বীরাই তাদের নিজ নিজ অনুষ্ঠানগুলো পালন করে থাকেন ।আমাদের সরকার বলেছেন ’ধর্ম যার যার উৎসব সবার’ ।তাই আমরা সবাই সবার ধর্মকে সম্মান জানিয়ে আমরা সবার উৎসবকে শ্রদ্ধা করছি এবং আমরা সেই উৎসবের অংশগ্রহণ করে থাকি ।
বাবার বন্ধুদের বাড়িতে ঈদের সময় আমার যেতাম তেমনি আমাদের লক্ষ্মী পূজার সময় বাবার বন্ধুরা আমাদের বাসায় আসতেন ।সে অন্যরকম একটা আনন্দ ছিল ।সবাই সবার আনন্দ ভাগাভাগি করে নিতে ।
আপনাকে আমন্ত্রণ রইল এবারের দুর্গাপূজা দেখার এবং নাড়ু খাওয়ার দাওয়াত রইলো ।
আগনার জন্য রইল শুভকামনা ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুখ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য ।অবশ্যই আমি চেষ্টা করব, আপনার হাতের নাড়ু খেতে আসার জন্য ।

 last year 

ঈদের সময় আমারো বিয়ে হয়েছিলো আপনারই মতো।আমার অবশ্য আপনার মতো বিয়ের পরে পুজো কম দেখা হয়।কারন আগে দশমীর দিন যখন ঠাকুর ডুবাতে নিয়ে যেত সব আমাদের বাসার সামনের রাস্তা দিয়েই নিতো। এটা এখন মিস করি।তারপরও চেষ্টা করি যাওয়ার। যেমন, গতবছর পূজা উপলক্ষেই বাবার বাড়িতে গিয়েছিলাম।যদিও এখন আর কেউ নেই সে বাসায়।তারপরও পুরোনো দিন খুঁজে পেয়েছিলাম কিছুটা হলেও।
আপনি চমৎকার ভাবে উৎসবের বর্ননা দিয়েছেন এজন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য এবং খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি পোস্ট লিখেছেন আপু। আপনার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন এবং খুবই সুন্দর করে উপস্থাপন করেন। পোস্ট থেকে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্ট করার জন্য খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য

 last year 

আমাদের শেষ সপ্তাহের এংগেজমেন্ট চ্যালেঞ্জে জয়েন হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই।।।

আজকের এই চ্যালেঞ্জের যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুব সুন্দর ভাবে নিজের মতো করে উপস্থাপন করেছেন।।। এবং সবচাইতে বড় উৎসব সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে বলেছেন।।।। খুবই ভালো লেগেছে এই চ্যালেঞ্জের বিষয়ের পোস্টটি।।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য

 last year 

জি আপু সবসময় ভালো থাকবার সুস্থ থাকবেন এবং আপনার পরবর্তী পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।।।

 last year 

আপনাকেও জানাই অনেক অনেক শুভকামনা।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আপনাদের বছরে দুবার ঈদ উৎসব পালন করা হয়ে থাকে ৷ সবাই মিলে নামাজে যায় দেখতেই অনেক সুন্দর লাগে ৷ তারপর নামাজ শেষে সবাই সাজুগুজু করে ঘুরতে বের হয় মাঝে মাঝে আমরাও ঘুরি বেশ ভালোই লাগে মূহুর্ত গুলো ৷

যাই হোক আপনার জন্য শুভকামনা রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য এবং খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68458.56
ETH 2443.43
USDT 1.00
SBD 2.59