SEC17/W2| While making decisions, what do you prefer to follow: heart or mind?
Photo edited by canva
হ্যালো আমার প্রিয় বন্ধু সকল,
প্রথমে আমার মন টা জানতে চাইছে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো থাকার অন্যতম কারণ হলো অনেক দিন পরে আবার কনটেস্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে।
এটি এমন একটি বিষয় যে টা আমাদের প্রতি টা মানুষের জীবনের সাথে অতোপ্রেতো ভাবে জড়িত যার নাম হচ্ছে, "সিদ্ধান্ত" প্রতিনিয়ত আমাদের নিতে হয় কখনো মন থেকে বা কখনো হৃদয় থেকে। তাই এই প্রতিযোগিতার বিষয় টা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, হাজারো ব্যস্ততার মাঝে চলে এসেছি আপনাদের সাথে আমার মন্তব্য শেয়ার করার জন্য। মূল টপিকে যাওয়ার আগে আমি @IncredibleIndia কমিউনিটি কে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি ছোটবেলা থেকে মা বাবা কাছে বড় হয়েছি, পরিবার টা ছিল আমাদের তিন জনের মধ্যে সীমাবদ্ধ। যদিও মায়ের কাছে সব বাচ্চারা এই বড় হয় তবে, আমার বেড়ে ওঠা টা ছিল একটু অন্যরকম। আমি কখনো নিজে কোন সিদ্ধান্ত নিতে পারতাম না কারণ, ওই সুযোগটুকু আমাকে দেয়া হতো না। মা বাবা মিলে যে সিদ্ধান্ত নিতো ওটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হতো সব সময় ।
তবে, যখন থেকে আমি কলেজে ভর্তি হয়েছিলাম, ঠিক ওই সময় থেকে আমি আমার ছোটখাটো সিদ্ধান্ত এগুলো নিজে এই নিতাম, তবে ওই সময় টা আমি আমার মন এবং হৃদয় কে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতাম। যদিও এখন আমি আমার সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকি। তরে মাঝেমধ্যে আবার একটু আবেগী হয়ে যাই কারণ, সঠিক ভাবে বুঝে উঠতেও পারি না, তাই আমি বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আমার মন এবং হৃদয় দুই টা ব্যবহার করি।
প্রশ্নটি বেশ ভালো লেগেছে, অবশ্যই আমি বিশ্বাস করি সিদ্ধান্ত নিতে আমাদের উভয়ের প্রয়োজন।
কেননা, একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটা সুন্দর এবং সুস্থ পরিবার গড়ে তোলা সম্ভব নিজেকে অনেক টা দূর এগিয়ে নেওয়া সম্ভব। আমি অনেক ব্যক্তি কে দেখেছি কোন কাজের ক্ষেত্রে বা নিজেকে সাফল্য ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরিশেষে ফলাফল শূন্যের ঘরে গিয়ে দাঁড়ায়।
তাই আমি মনে করি, আমাদের উভয়ের একটা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে একটা মানুষ তার সাফল্য চূড়ায় পৌঁছাতে পারে। জীবনটা কে খুব সুন্দর ভাবে গড়ে তুলতে পারে, তাই সিদ্ধান্ত আমাদের উভয়ের নেওয়া প্রয়োজন।
প্রশ্ন টি উত্তর লিখতে গিয়ে আমার হাসি পেয়েছিলো। কারণ মানুষ বলে আমি নাকি একটু বেশি আবেগী, একজন আবেগপ্রবণ মানুষ। আমার পার্টনার আমাকে মাঝে মধ্যে এই বলে এত আবেগ দিয়ে জীবন চলে না। কিন্তুু আমি কেন জানি নিজের ভেতর থেকে আবেগ টা কে দূরে সরাতে পারি না। আমি এমন একজন ব্যক্তি খুব সহজেই একটা মানুষকে বিশ্বাস করি এবং ঐ মানুষটার সাথে মিশে যাই, এবং নিজের ভিতরে থাকা কথা শেয়ার করি।
কিন্তুু একটা সময় দেখা যায়,ঐ মানুষ টা আমাকে এমন ভাবে মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে ফেলে, আমি পারি না একজন ব্যবহারকারী মত নিজেকে তৈরি করতে। এবং আমি চাইও না নিজেকে একজন ব্যবহারকারী মানুষ হিসেবে গড়ে তুলতে। আমি চাই সব সময় মানুষের পাশে থাকতে। কারণ যে মানুষটি অন্যের কাছে হাসি পাত্র, আবার সে মানুষ টি চাইলে অন্য কারো কাছে সাহায্যের পাত্র হতে পারে।।
অবশ্যই কেন নয়! যুবকদের জন্য আমার একটা পরামর্শ থাকবেই আর তা হলো, "কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না বরং বিবেক দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন।"
হে যুবক দল মনে রাখবেন, আবেগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কখনোই একটা পরিবার কে সুন্দর করা যায় না। প্রিয় মানুষটা কে কাছে ধরে রাখা যায় না। হয়তো কিছুদিনের জন্য আপনাকে ভালো লাগলেও পরবর্তী সময় আপনি কিন্তুু তাদের কাছে হাসির পাত্র হয়ে যাবেন।
তাই নিজের মস্তিষ্ক এবং বিবেকটা কে কাজে লাগিয়ে ধৈর্য ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ জীবন টা অনেক সুন্দর আর এই সুন্দর জীবনটা কে উপভোগ করার দায়িত্ব একমাত্র নিজের উপরে। মনে রাখবেন, জীবন টা নদীর মতন আপনি যে দিকে নিয়ে যাবেন ঠিক সে দিকেই যাবে। তাই পরিশেষে যুবকদের বলতে চাই, সিদ্ধান্ত গ্রহণ করুন বিবেক টা কে কাজে লাগিয়ে।
যাইহোক, লেখা শেষ করার আগে আমি আমার তিনজন বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি,@mvchacin,@ahumadaliliana29,@abduhawab
আমি চাইবো অবশ্যই অংশগ্রহণ করার মাধ্যমে তারা তাদের মতামত টা কে প্রকাশ করুক।
এনগেজমেন্ট কনটেস্টের দ্বিতীয় সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমিও সহমত। কোন কিছু সিদ্ধান্ত নিতে গেলে মন এবং মস্তিষ্ক উভয়ের প্রয়োজন রয়েছে।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
I really enjoyed reading your wonderful post, you said your partner normally tells you that life doesn't go on with emotions all the time, that's true shall. You can see it yourself that person tends to use you and take due advantage of you because of how emotional you are.
I also like the part you advised the youth to always make use of their conscience in making decisions because life is like a river and it will flow the way in the direction you take it. Thank you and success all the way.
Thank you very much for a very nice comment.
Best wishes for you.
You're welcome.
Greetings dear! people say I am a little more emotional, an emotional person. My partner tells me this sometimes, I can't live with so much emotion. But I don't know why you can't get rid of this emotion from within myself. You such a person who very easily trusts a person and gets along with that person, and shares what is inside you. Best wishes
my dear friend,
Thank you very much for a very nice comment.
https://steemit.com/hive-120823/@safdarali/sec17-w2-or-while-making-decisions-what-do-you-prefer-to-follow-heart-or-mind
এনগেজমেন্ট কনটেস্টের দ্বিতীয় সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমিও একমত যে কোন কিছু সিদ্ধান্ত নিতে গেলে মন এবং মস্তিষ্ক উভয়ের প্রয়োজন রয়েছে।
আমার কাছে মনে হয় প্রতিটা মানুষই কম বেশি আবেগপ্রবণ। আর যদি কারো মাঝে আবেগ না থেকে তাকে মানুষ বলাটা বোধহয় ভুল হবে।
তরুণদের জন্য আপনার পরামশ প্রশংসার দাবিদার।
আপনি প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।
ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য,
একদম ঠিকই বলেছেন যার ভিতর আবেগ নাই তাকে মানুষ বলাটা বোধ হয় ভুল।।
তবে সব সময় এই আবেগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয় কারণ এতে আমাদের ভালোর থেকে ক্ষতিটাই বেশি হয়।।।
আপনি সকল প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। কাজের ক্ষেত্রে বা নিজেকে সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হঠাৎ সিদ্ধান্ত নেয়া উচিত নয়। সময় নিয়ে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তই পারে আমাদের সফল মানুষ হিসেবে গড়ে তুলতে।এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।