Better Life with Steem || The Diary Game || March 24, 2024
Photo edited by canva
আমার আজকের দিনের কার্যক্রম
সেহরি খাওয়ার সময়
আজ সেহরি খেতে থেকে উঠেছিলাম, ৩ টা বাজে ৪০ মিনিট, মূলত আজ আমরা মনে হয় এক সপ্তাহ পরে একটু ঠিক মতো ঘুমিয়ে ছিলাম, সত্যি কথা বলতে আমি এমন একটা মানুষ যত বড় রাজ প্রাসাদ গিয়ে ঘুমায় না কেন, থাকি না কেন, আমি নিজের ভিতরে শান্তি খুঁজে পাই না, আমার বাড়ি আমার বিছানা ছাড়া। সারাদিন অনেক কাজ করার পরে শরীর, যতই ক্লান্ত থাকুক না কেন, আমার বিছানায় আসলে সবকিছু যেন এক নিমিষে এই দূর হয়ে যায়।
যেহেতু, কিছুদিন বাড়ির বাহিরে ছিলাম তাই ঠিকমত কোন কিছুই হয়নি। তাই মনে হয় আজকে রাতে একটু ঘুমটা বেশি হয়েছিলো, যাইহোক অনেক কথা বলে ফেললাম এরপরে, তাড়াতাড়ি সেহরি খাওয়া শেষ করি। এরপরে সেহরি খাওয়ার সময় শেষ হলো এবং ফজরের আজান হয়ে গেল এবং আমিও ফজরের নামাজ আদায় করে নিলাম। এরপরে আবার কিছুটা সময় ঘুমিয়ে ছিলাম।
এখন প্রায় নয়টা বাজে, ঘুম থেকে ওঠে কাজে লেগে পড়ি। প্রথমে অনেক গুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এরপরে ঘর ও উঠান ঝাড়ু দিয়ে কিছু থানা বাটি ধুয়ে নিলাম। এর মাঝে মেয়ে কে খাওয়ানোর কাজও সম্পূর্ন করেছি, তারপর গিয়েছিলাম ভিজিয়ে রাখার জামা কাপড় গুলো ধুয়ে দেওয়ার জন্য।
অনেক গুলো কাপড় ভিজিয়ে রেখে ছিলাম যেগুলো, একার পক্ষে ধোয়া সম্ভব নয়, তাই হাসবেন্ডকে ডেকে দুই জনে মিলে কাপড় গুলো ধুয়ে দিলাম। এরপরে গোসল করে নিয়েছি এবং গোসল শেষে কিছুটা সময় কোরআন তেলাওয়াত করলাম। যোহরের আজান হলো আমি নামাজ পড়ে নিলাম।
নামাজ শেষ করে ইফতারি তৈরি করার কাজে লেগে পড়েছি। প্রথমে আলুর চাপ তৈরি করার জন্য আলু সিদ্ধ করে নিলাম, এবং বেগুনি তৈরি করার জন্য বেগুন গুলো কেটে নিলাম। সাথে ছিলো ছোলার ডাল এবং ইফতারের সময় কিছু ফল কেটে নিবো, এগুলো কাজ শেষ হওয়ার আগে এই শ্বশুর একটা তেলাপিয়া মাছ ধরে নিয়ে এসেছে।
এরপর মাছটা কে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমার সাহেব এসে বললো, মাছটা কে বারবিকিউ করার জন্য, শুরু হয়ে গেল মাছ কে প্রসেসিং করার জন্য, কিছু মসলা মাখিয়ে রেখে দিলাম। এর মাঝে আসরের আজান হলো এবং আমি নামাজ পড়ে নিলাম।
নামাজ শেষ করে আর বসে থাকি নি, প্রথমে এই পাঁকা আমের জুস এবং বেলের শরবত তৈরি করলাম, ও টাকে ফ্রিজে রেখে আস্তে আস্তে করে সব ধরনের ইফতারি তৈরি করলাম। ভেবে ছিলাম ইফতারি করার আগে ছবি তুলে রাখবো তবে তা আর খেয়াল ছিল না।
এরপরে সবাই মিলে ইফতারি করি, মাগরিবের নামাজ আদায় করি, অবশেষে বারবিকিউ টা নিয়ে আমি এবং আমার সাহেব বসে পড়েছিলাম, তাদের মুখে দেওয়ার আগে আমি আমার সাহেব কে বলে দিয়েছি, খারাপ কোন রকমের মন্তব্য শুনবো না।
এরপরে দুই জনে বেশ মজা করে খেয়ে ছিলাম, খেতে কিন্তুু দারুন হয়েছিলো, এরপরে এশার আজান পরলো এবং নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে সৃষ্টিকর্তার কাছে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি ঘুমিয়ে পড়েছিলাম।
I am Bangladeshi. My name is Karobi Amin, I am a housewife, and a second-year honors student of the Bengali department. That's why I prefer to speak and write in Bengali, today I tried to share with you my daily diary game, I hope you like it. Thank you all very much.
আপনার তেলাপিয়া মাছের বারবিকিউটা খুব সুন্দর হয়েছে। দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে। আপনার হাসবেন্ড যে আপনার কাজে হাতে হাত লাগিয়ে কাজ করে দিয়েছে যেনে খুব ভালো লেগেছে। এরকম একজন জীবন পার্টনার থাকলে কাজ করতে অসুবিধাই হয়না
আর বিশেষ করে রমজান মাসে দুপুর বেলায় একটু কাজের চাপ কম থাকে। বিকেলের পর কাজের চাপ অনেক থাকে।
ধন্যবাদ আপনার সারাদিনে কার্যক্রম গুলো খুব সুন্দরভাবে শেয়ার করলেন।
আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। দিনটি আপনি কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন। আপনি বলেছেন আপনার বাসা এবং আপনার নিজস্ব বিছানা ছাড়া আপনার ঘুম হয় না, আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত। কেননা আমারও একই সমস্যা আমিও অন্য কারো বিছানা এবং অন্য কারো বাড়িতে সহজে ঘুমাতে পারি না। কেন জানি ঘুম আসতেই চায়না।
ভালো থাকবেন আপু শুভকামনা রইল।
যেন ভালো লাগলো আমার মত আপনারও নিজের বাড়ি নিজের ঘর ছাড়া অন্য কথা মন স্থায়ী হয় না।। ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।।
আপনার দিনটা সত্যিই বেশ ভালোভাবে কেটে গিয়েছে। আসলে জামা কাপড় পরিষ্কার করতে গেলে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়। কিন্তু আপনার হাসবেন্ড আপনাকে সাহায্য করেছে জানতে পেরে ভালো লাগলো। তেলাপিয়া মাছের বারবিকিউ দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য, ভালো থাকবেন।
হ্যাঁ আপু রোজা রেখে জামা কাপড় অনেক কষ্টকর একটা ব্যাপার তাই হাসবেন্ডের সাহায্য নিয়েছেন,, এর আগে বারবিকিউ করে নিয়ে এটাই ছিল প্রথম।
আর আসেনা। যতক্ষণ না নিজের বাসায় আসি।
মাছ ভাজা টা দেখে আমার ও খুব খেতে ইচ্ছে করছে।পেট খারাপ হলে আমি দায়ি নই।
এটাই আমার মাছ প্রথম বারবিকিউ করা, তবে এত টেস্ট হবে এবং দেখতে সুন্দর হবে নিজেও ভাবিনি।।
সমস্যা নাই আপু পেট খারাপ হওয়ার চান্স নেই কারণ অনেক আগেই হজম হয়ে গিয়েছে।।।😃
সকাল বেলা উঠে সেহেরি খাবার খেয়েছেন তারপর সকাল বেলা উঠে কাপর চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করলেন ৷ তারপর বিকেলে ইফতারের জন্য বেশ কিছু খাবার তৈরি করেছেন ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷
আপনার তেলাপিয়া মাছের বারবিকিউ খুব সুন্দর হয়েছে। আর দেখে মনে হচ্ছে খেতেও বেশ মজাদার হয়েছে। রমজান মাসে দিনের বেলায় একটু কাজের চাপ কম থাকলেও বিকেলবেলা অনেক কাজের চাপ হয়। ধন্যবাদ সারাদিনের দিনলিপি শেয়ার করার জন্য।
খুব ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। আসলে রমজানের সময় আমাদের সারাদিনের কার্যক্রম একটু আলাদাই হয়। দিনে খাওয়া দাওয়ার ঝামেলা থাকেনা। আর আপনার মাছের বারবিকিউ দেখে আসলেই লোভ হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে দিনলিপি শেয়ার করার জন্য।
একদম তাই রমজান মাসে আমাদের রুটিন পরিবর্তন হয়ে যায় ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রোযার মাসে সবাই অনেক ক্লান্ত থাকে। এসময় বিছানায় গা দিলেই চোখ বুঝে যায়, আবার যদি কোন কারণে ঘুমিয়ে পড়েন ঘুম থেকে ঊঠলেই কেমন একট ঝিমানি ভাব মাথা ব্যাথা ধরে থাকে। আসলে শরীরের খাবার ঘাটতির কারণে এমন হয়।
রোযাদারদের কাছে প্রিয় সময় ইফতার, আর এই ইফতার কে কেন্দ্র করে আপনি অনেজ রান্না করেছেন। ভালো লাগলো
ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।।
এ কথাটি একেবারেই সত্য পৃথিবীর যেখানেই থাকি না কেন নিজের ঘরে আর নিজের বিছানায় যে শান্তির ঘুম হয় তা আর কোথাও হয় না। আপনি সারাদিনে অনেক কাজ করলেন। দিনশেষে আবার মাছের বারবিকিউ করলেন। যাইহোক সবমিলিয়ে বেশ ব্যস্ত দিন আপনি পার করলেন। আপনার প্রতিটি দিন শুভ হোক এই কামনা করছি।
নিজের ভাঙ্গা ঘরেও যে শান্তি পাওয়া যায় অন্যের এসি দেওয়ার রুমে ও এত শান্তি আমি পাইনা।। একদম ঠিক সব মিলে ব্যস্তময় একটা দিন পার করেছিলাম।।।