Better Life with Steem ||The Diary Game|| 07 - 11 - 2023

in Incredible India2 years ago

Black Minimalist Happy Father Day Photo Collage.pngPhoto edited by canva

Hello,

Everyone,

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। নতুন ভোরের আলো দেখতে পেয়েছি বলে। সেই সাথে Incredible India কমিউনিটির সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বেশ কিছুদিন ধরে আমি এখানে কাজ করছি। সত্যি বলতে আমি কখনো ভাবি নি আমি এইভাবে এতটা দূর আসতে পারবো। কারণ, আমি এমন একটা গ্রামের বউ বা মেয়ে কখনো কেউ এই প্ল্যাটফর্ম সম্পর্কে নাম ও শুনি নি অনেক বাধা বেরিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি।

408d5a5d-0e27-424f-ab8b-b233f7d24c89.jpg

একটা কথা আজ না বললে নয়। @sduttaskitchen এডমিন ম্যাম, আমাকে খুব সাহস দিয়েছে সেই সাথে @sampabiswas দিদি, @Piya3 দিদি, এবং @rubina203 আপু ব্যবহার এত ভালো সত্যি ভাষা দিয়ে বোঝানোর মত নয়। একটা ভুল করলে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে, আর আমি মনে করি ভুল থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পায়। এই প্লাটফর্মের একটা জিনিস সত্যি আমার খুব ভালো লাগে সেটা হলো সততা নিয়ে কাজ করতে হবে, এবং আমি চাই বাকি জীবন টা এখানে কাজ করে কাটাতে।ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ডায়েরি গেম আশা করি আপনাদের ভাল লাগবে তো চলুন শুরু করা যাক।

কিছু কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তুু আমি আমার ভালো লাগার জায়গা থেকে বলেছি।

সবাইকে শুভ সকাল:

ঘুম ভেঙেছে 5:00 টা বাজে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম এরপরে একটু হাটাহাটি করছি সেই সাথে সূর্যোদয় দেখতে ছিলাম, কাজের মাঝে থাকার কারণে খুব একটা দেখার সৌভাগ্য হয় না তবে, আজ দেখে বেশ ভালো লাগছিল এই দৃশ্য টা। এরপরে বাসায় এসে সকালের নাস্তা বানানোর কাজে লেগে পড়ি। আজ সকালে চায়ের সাথে বিস্কুট রেখে ছিলাম এবং সবাই মিলে বারান্দায় বসে হালকা শীতের মিষ্টি রোদে বসে নাস্তা টা করে নিলাম। পরিবারের সাথে এরকম সময় কাটাতে আমার বেশ ভালো এই লাগে।


0b785655-10ee-4f13-ae40-32b46c29de4b.jpg
b496cf56-186d-44f1-b2f0-f110f97e27b3.jpg

মধ্য দুপুর:

bea2c9eb-891c-47d9-90cf-dea900f82e0f.jpg

গত সপ্তাহে গাছের কিছু ডালপালা কেটে ছিলাম আমরা,কারন আমাদের জ্বালানি অনেক টি দিকে আর সেই গুলো এই আমার শ্বশুর খুব সুন্দর ভাবে কেটে রেখে দিয়েছে। আমাদের কাজের খালাম্মা ছুটিতে তাই এসব কাজ এখন আমাদের এই করতে হয় এজন্য আমি এসেছিলাম রান্নাঘরে এই জ্বালানি গুলো নিয়ে যাওয়ার জন্য। এরপরে ভাবছিলাম আজ দুপুরে কি রান্না করবো এবং এটা ভাবতে ভাবতে আমাদের সবজি বাগানে চলে যাই। কয়েক একদিন ধরে ভাবছিলাম একটু কচু ভাজি করব, কিন্তুু বাগানে না যাওয়ার কারণে আর করা হয় না। এছাড়াও কাঁচা মরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই বাগান থেকে টাটকা কচু ও কাঁচা মরিচ নিয়ে আসলাম।

দুপুরবেলা:

de8def6f-4ae6-415f-8d66-2ba333468002.jpg

দুপুরে সবকিছু গুছিয়ে রান্না শেষ করলাম এরপরে, গোসল শেষে নামাজ পড়ে, সবাই মিলে দুপুরের খাবার টা খেয়ে নিলাম আজ দুপুরে খাবার ছিল কচু ভাজির সাথে কাতল মাছের মুগ ডাল রান্না বা মুড়িঘন্ট। আজ দুপুরের খাবার টা বেশ মজার হয়ে ছিলো এরপরে প্রতিদিনের মতো কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম, সেই সাথে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হঠাৎ ফোন বেজে উঠেছিলো তাই ফোন টা ধরে দেখি আমার ভাইয়া কল করেছে তাই ওর সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম। বার বার বলছিল বাড়িতে যাওয়ার জন্য তাই কথা বলা শেষে এ নিয়ে কিছু চিন্তা ভাবনা করলাম যাওয়ার জন্য,,,,।

বিকেল বেলা:

306210f9-d478-49dd-b259-9cc5677fe321.jpg

কেন জানি মনটা খুব খারাপ লাগছিল তাই নিজে মন টা ভালো করার জন্য কিছুক্ষণ গান শুনলাম,, বুঝতে পারলাম এভাবে বসে থাকলে আরো বেশি খারাপ লাগবে তাই উঠে গেলাম কিছু গাছ মরিচ গাছের চারা লাগানো হয়েছিল সেই কাজ গুলোতে পানি দিতে। এরপরে মেয়ের সাথে কিছুক্ষণ বল নিয়ে খেলা করি। প্রতিদিন বিকেলে নিয়ে অনেক বায়না করে ওর সাথে খেলার জন্য কিন্তুু সব সময় সময় হয়ে ওঠে না। তাই আজকে একটু ওর সাথে অনেকক্ষণ সময় কাটালাম খেলার ছলে।

সন্ধ্যার রাতের যা যা করেছি:

97490bb2-74cf-42f2-abbe-0378c089d8dc.jpg

মাগরিবের আজান হয়েছে তাই ওযু করে নামাজ পড়তে বসেছি নামাজ শেষ হওয়ার আগেই দেখছিলাম মেয়েও পাশে এসে দাঁড়িয়ে গেছে এবং আমার মত করে ও পড়ছিলো, এরপরে সন্ধ্যার নাস্তা হিসাবে দুজনে কমলা খেয়ে নিলাম। এরপরে পড়তে বসেছি কিছুক্ষণ বই পড়ার পরে মেয়ে কে খাইয়া ঘুম পাড়িয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিয়ে ছিলাম। এরপরে এই পোস্ট টা সম্পূর্ণ রেডি করতে বসছি, তাই আপনাদের সাথে একটু স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করলাম। পোস্ট করা শেষে ঘুমিয়ে পড়বো।

বিদায় বন্ধুরা:

এইতো এই ছিল আজকে আমার ডেইলি ডায়েরি গেম নিয়ে লেখা একটি পোস্ট আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তুু জানাবেন কারণ, আপনাদের ভালো কমেন্টে কাজের প্রতি আরো উৎসাহ বেড়ে যায় আমার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

Sort:  
Loading...
 2 years ago 

আজকে আপনি আপনার একটি দিনের কার্যকলাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।।

আমাদের জীবনে অনেক সময় অনেক খারাপ পরিস্থিতি আছে আর মন ভালো করার জন্য একেক জন একেক কাজ করে থাকি। তেমন আপনার মন খারাপ থাকলে আপনি গান শুনেন।।

আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল সবাই মিলে সব সময় ভালো থাকুন।।

 2 years ago 

গান শুনতে আমার ভালো লাগে তবে সব সময় না মাঝেমধ্যে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

আমারও গান শুনতে ভালো লাগে কিন্তু সব সময় না যখন কোন কিছুই ভালো লাগেনা শুধুমাত্র তখন।।

 2 years ago 

এটা তো খুবই ভালো, গান আমাদের মনের ভেতরের দুঃখ কষ্ট গুলো দূর করে দেয়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি আপনার একটি দিনের কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ঘরের পিয়ার মধ্যে লাকির শুকানো ও দৃশ্য খুব বেশি ভালো লাগলো। তাছাড়া কচুও গাছে ঝুলছে কাঁচা মরিচ। আসলেই গ্রামের সহজ-সরল জীবন খুব ভালো লাগে।সব কিছু টাটকা। নিজের হাতে লাগলো মরিচ গাছে পানি দিচ্ছে। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আমার গ্রাম পছন্দ তাই শহর ছেড়ে গ্রামের বাসিন্দা হয়ে আছি ।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি। আমার ও খুব ভালো লাগে গ্রামে। খুব মিস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জি অবশ্যই এখন আর আগের মত গ্রাম নেই এগুলো ঘনবসতির কারণে শহরের মতো হয়ে উঠছে।

 2 years ago 

আসলেই এখন গ্রামের ঐতিহ্য নেই বললেই চলে। ধন্যবাদ আপনাকে। আমার কমেন্টের রিপ্লাই দেওয়া জন্য।

 2 years ago 

Welcome 🤗

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.033
BTC 117251.82
ETH 4602.00
SBD 0.89