ব্যস্ততা ও আনন্দের মাঝে আমার আজকের কিছু মুহূর্ত।

in Incredible India12 days ago

Neutral Minimalist Romantic Photo Collage.png

Photo edited by canva

আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি। আজ সারাদিন টা আনন্দে ও ব্যস্ততার মধ্যে কেটেছে আমার,, তো চলুন পোস্টে জানিয়ে দেই কি কি করেছি আমি।

গত কালকের পোস্ট টা আজ আমি লিখছি,সকাল থেকে আমি ভীষণ আনন্দিত ও উত্তেজিত ছিলাম। কাল শুক্রবার ছিলো তার পাশাপাশি বিশেষ দিন হিসাবে আমার শাশুড়ি আম্মা আমাদের বাসায় এসেছে,,,।

তাই অন্যদিনের তুলনায় গতকাল কে আমি খুব ভরে ঘুম থেকে উঠেছিলাম ,,এক কথায় সারারাত ঘুম হয়নি, কি ভাবে কি করবো কে কি রান্না করবো, কখন আসবে, মানে মনের ভিতর হাজারো প্রশ্ন ঘুম কি ভাবে হবে। এরপরে সকাল বেলা উঠে নিজেদের জন্য হালকা নুডুলস রান্না করে ছিলাম। কোন দিকে শাশুড়ি আম্মার সাথে কথা বলে খবর নিলাম তিনি সকাল ৭ টার গাড়িতে উঠে পড়েছে আমাদের বাড়ি থেকে,,,যদিও এর আগে তিনি অনেক বার ঢাকায় এসেছে তবে,এখন সে একা আসেনি। তাই আমি ও তার ছেলে-মেয়ে এবং আমার শ্বশুর সহ সবাই চিন্তিত,,যেহেতু সকালের গাড়িতে উঠেছে তাই খুব একটা দেরি হবে না।

সেই কারণে কোন ভাবে সকালের নাস্তা টা হাজবেন্ড কে করিয়ে, একদম তাকে ঠেলে ঠেলে পাঠিয়ে দিলাম কাউন্টারে গিয়ে বসে থাকার জন্য। সে আসবে দশটায় কিন্তুু আমি তাকে সাড়ে আটটায় পাঠিয়ে দিলাম।কারন আমার ভীষণ চিন্তা হচ্ছিলো।

এরপর হাজব্যান্ড কে পাঠিয়ে দিলাম, আর আমি রান্নার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছি। গতকালকে আমি অনেক কিছু রান্না করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনে ছবি তোলা হয়নি। কালকে রান্নার ভিতরে একটা রান্না ছিলো আমার শাশুড়ি আম্মার খুবই পছন্দের একটা খাবার, ছোট মাছের চচ্চড়ি, তাও আবার নিজের হাতে লাগানো গাছের পুইশাক দিয়ে, আমি গাছ কয় টা আমার বারান্দায় লাগিয়ে ছিলাম। এবং সেখান থেকে কিছু পাতা ছিড়ে এই সবজিটার ভিতরে দিয়েছিলাম।

এর সাথে রান্না করেছিলাম পোলাও বেগুন ভাজা,মুরগী রোস্ট, পোয়া মাছের ঝোল, সাথে তার জন্য এই স্পেশাল ছোট মাছের সবজি । আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায়। শুধু নাস্তা টা তৈরি করতে কিছুটা বাকি ছিলো,তখন হাজব্যান্ড ফোন দিলো নিচে যাওয়ার জন্য এবং নিচে গিয়ে।আমি তাদের কে নিয়ে আসলাম।

আমার শাশুড়ি আম্মা একা এসেছে ঠিকই, তবে তার সাথে ছিল দুইটা বস্তা দুইটা ব্যাগ, আমি জানি না এই দুইটা বস্তা নিয়ে তিনি কি ভাবে আসলো যদিও ডাইরেক গাড়িতে এসেছে তবুও বাসা পর্যন্ত আশা অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার ছিলো,তাকে রাগ করা তে তিনি বললো,বাবা-মা এই তো সন্তানের কষ্ট বুঝে তোমরা দূরে থাকো আর তোমাদের জন্য যদি এতটুকু না আনতে পারি তাহলে মনের শান্তি কি ভাবে হবে।।।কথাটা শুনে আমার নিজের ভীষণ ভালো লেগেছিলো।

এরপরে তাকে আদর আপ্যায়ন করলাম নাস্তা দিলাম, গোসলের জন্য গরম পানি করে দিলাম,,।আমার যেহেতু সমস্ত রান্না হয়ে গিয়েছিল তাই রান্নার আর খুব তারা ছিল না ।আমার শাশুড়ি আম্মা আসার সময় মিষ্টি এনে ছিলো আমি মিষ্টি খুব পছন্দ করি। এরপরে সবাই মিলে মিষ্টি খেলাম। আর গল্প করতে করতে যোহরের আযান পড়ে গেলো,,এরপরে পরে গোসল শেষে নামাজ আদায় করে নিলাম,,।

এবং নামাজ শেষে সবাই মিলে একসাথে দুপুরে খাবার খেলাম,,সেই সাথে শশুর কে অনেক মিস করছিলাম এবং তার খবর নিলাম তিনি কি ভাবে খাওয়া দাওয়া করেছেন। আজ তিনি আসলেও ভীষণ ভালো হতো তবে, তার কাছে মনে হয় বাড়ি একদম ফাঁকা রেখে আশাও অসম্ভব। তাই আর তিনি আসেন নি,,।পরিবারের সবাই একসাথে থাকতে ভীষণ ভালো লাগে,আমার কিন্তুু যখন একজন অনুপস্থিত থাকে তখন খারাপ লাগে।।।

কিন্তুু কি আর করার সবকিছুতে মানিয়ে নিতেই হবে কারণ,পরিবেশ এবং পরিস্থিতি সবসময় এক রকম হয় না। খাওয়া-দাওয়া শেষ করে আবার গল্প শুনতে বসে পড়েছি,শ্বশুর বাড়ির সবার খোঁজ খবর নিচ্ছিলাম পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, এমন কি আমাদের হাঁস মুরগী গুলোর খোঁজ খবর নিতে আমি বাত রাখি নি।

আমার তো ভীষণ ভালো লাগে, শাশুড়ির সাথে গল্প করতে করতে অনেক টা সময় কেটেছে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়েছে,, আজ ভীষণ ভালো লাগছে কিন্তুু তিনি যাওয়ার সময় আবার হয়তো মন খারাপ থাকবে, তবে আমি এই ভালো সময় টা ভালো ভাবে উপভোগ করার জন্য আমি সামনের দিনগুলোর কথা মনে করতে চাচ্ছি না,,,।

তাই আজ এখানে বিদায় নিবো সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।।।।

Sort:  

image.png
Congratulations!!! because your post has been upvoted by Team 7 using steemcurator09. Keep up the good work and keep making quality posts. Curated By @walictd

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 12 days ago 

Thank you ❤️

 12 days ago 

এত ব্যস্ততার মাঝে আপনার কাটানোর সময় আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আপনার বাসায় আপনার শাশুড়ি আম্মা এসেছেন।

আপনি আপনার শাশুড়ি আম্মার জন্য তার পছন্দের ছোট মাছের চচ্চড়ি রান্না করছেন এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো।

এবং আপনার শাশুড়ি আম্মার সাথে আপনার গল্প করতে ভীষণ ভালো লাগলো।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 9 days ago 

আপনার শাশুড়ি আম্মা আপনার এখানে আশা তে আপনি অনেক আনন্দিত ছিলেন। আমি আপনার পোস্ট পড়ে যতটুকু জানি আপনার শাশুড়ি আম্মার সাথে আপনার অনেক ভালো একটি সম্পর্ক। আমি একটি কমেন্টে বলেছিলাম প্রত্যেকটা শাশুড়ি ও প্রত্যেকটা বৌমা যদি আপনাদের মতো সম্পর্ক থাকতো তাহলে হয়তো বা শাশুড়ি বৌমার মধ্য সম্পর্ক কখনো নষ্ট হতো না। অনেক ভালো লাগে আপনাদের এই সম্পর্কের কথা ভাবলে। যাইহোক কিছু আনন্দের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96220.81
ETH 3675.45
USDT 1.00
SBD 3.90