সিমাই দিয়ে বিস্কুট পিঠা তৈরি করার রেসিপি,,।

in Incredible India4 days ago

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva

প্রিয় বন্ধুরা, আবারো হাজির হয়েছে আপনাদের মাঝে, তবে আজকে আমি একদম অন্যরকম একটা পোস্ট শেয়ার করবো,খুব সহজে সিমাই দিয়ে বিস্কুট পিঠা তৈরি করার রেসিপি,,,।শীতকাল চলে এসেছে আর এই শীতের সময় ঠান্ডা আবহাওয়া মাঝে হালকা মুচমুচে টাইপের খাবার খেতে খেতে কিন্তুু আমার ভীষণ ভালো লাগে,,। আর আমার যে টা ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ।

যে যে পরিবেশে এ পিঠা টা খেতে পারেন নিচে উল্লেখ করছি।

শুধু ঠান্ডা আবহাওয়া না যে কোনো পরিবেশে বিকালের নাস্তা কি বা,, মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও এই বিস্কুট পিঠা টি তৈরি করা যেতে পারে,,কি বা হঠাৎ করে বাসায় কোন মেহমান এসেছে কিছুই হাতের কাছে নেই , দেখা যাবে তাদের সাথে কথা বলতে বলতে এই বিস্কুট পিঠা টি তৈরি করতে পারবেন। যেহেতু এটা তৈরি করতে খুবই অল্প উপকরণের প্রয়োজন পড়ে। এছাড়াও মনে করেন আপনার কিছু খেতে ইচ্ছা করছে, একা একা বসে আছেন খালি মুখে তখন ও এটা নিয়ে বসতে পারেন,,,।এক কথা বলা যায় এই পিঠা টা আপনার খালি মুখে সঙ্গ দিবে।

সে যাই হোক আর কথা বাড়াচ্ছি না,, যেহেতু খাবারের জিনিস যখন মন চাইবে আপনি তখনই খেতে পারবেন। তাই পুরো রেসিপি তে চলে যাচ্ছে,,।

উপকরণপরিমাণ
সিমাইএক কাপ
আটাএক কাপ
চিনিএক কাপ
নারিকেল কুচিএক কাপ
সুজিতিন চামচ
গুড়া দুধতিন চামচ
লবণপরিমাণ মতন
রান্নার তেল২ কাপ
প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ:
প্রথমেই আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি,এরপরে বাটির ভিতরে এক কাপ পরিমাণ সিমাই ও তিন চামচ পরিমাণ সুজি দিয়েছি। সাথে পরিমাণ মতো লবন।

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva

দ্বিতীয় ধাপ :
এরপরে এই বাটির ভিতরে আমি বাকি উপকরণ গুলো দিয়ে দিয়েছি,সব উপকরণ দেওয়া পরে,আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ :
এরপর এর ভিতরে তিন চামচের মত পানি দিয়েছি, পানি টা কম বেশি হতে পারে তবে,চেষ্টা করবেন যত কম পানি ব্যবহার করা যায়। সবকিছু মাখিয়ে নেয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম ।

Neutral Minimalist Romantic Photo Collage.png

Photo edited by canva

চতুর্থ ধাপ :
পাঁচ মিনিট পরে, আমি গ্যাসের চুলাতে একটা কড়াই দিয়েছি,ও দুই কাপ পরিমাণে তেল দিয়েছি, তেল টা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম,এরপরে বাটিতে মাখিয়ে রাখার মিশ্রণ থেকে, খুবই অল্প পরিমাণে আমার হাতে নিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ :
হাতে নেওয়া মিশ্রণ টা কে, হালকা গোল করে দুই আঙ্গুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিলাম, এরপরে খুবই সাবধানতার সাথে কড়াই তে ছেড়ে দিলাম,এবং হালকা আচে বাদামী রং করে ভেজে নিলাম।

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva
এইতো দেখতে দেখতে আমার পিঠা ভাজা শেষ,আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের অপেক্ষার সই ছিল না, টেস্ট জন্য তবে কি আর করার আগে তো আপনাদের জন্য একটা ছবি তুলতে এই হবে,,,। সাবধান কেউ আবার নজর দিয়েন না,,,🫣

আর দিলেও সমস্যা নেই, এটা এত বেশি মজাদার হয়েছিল যে যতটুকু এই তৈরি করেছি সব গুলো এক নিমিষে এই শেষ ,, তাই আমি চাইবো এই রকম মজা উপভোগ করতে আপনারা বাসাতে তৈরি করবেন,,। আর হ্যাঁ আমার আজকের রেসিপি টা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।

তাহলে ওই কথাই রইল, আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।।।
Sort:  
Loading...
 2 days ago 

সে আমায় দিয়ে বিস্কিট পিঠা তৈরি করার এই প্রথম শুনলাম ও আপনার কাছ থেকে পরে জানলাম এর কখনো আমার কল্পনাতেও আসে নাই এরকম সেমাই দিয়ে পিঠা তৈরি হতে পারে।

দেখে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে আপনার এই বিস্কিট দেখে খাওয়ার জন্য খুব মন চাইছে।

আপনার এই রেসিপি দেখে আমাদের বাড়িতে তৈরি করার জন্য বলব।

ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং পড়ার সুযোগ করে দেওয়ার জন্য

 2 days ago 

সিমাই তো বাংলাদেশে অনেক খেয়েছি কিন্তু কখনো সিমাই দিয়ে বিস্কিট পিঠা খাওয়া হয়নি। এটা একদম আমার কাছে নতুন একটি পদ্ধতি এবং আপনার এই সিমাই দিয়ে বিস্কিট পিঠা দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং খেতে অনেক সুন্দর হবে বলে আমার মনে হয় কারণ দেখে সেটা বোঝা যাচ্ছে এটা অনেক সুন্দর একটি রেসিপি।

এই নতুন একটি রেসিপি আমাদের মাঝে আপনি সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন এটা দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

 20 hours ago 

শীতের সময় মুখরোচক খাবার খেতে অনেক বেশি ভালো লাগলো। শীতের সময় পিঠা তো ঘরে ঘরে তৈরি করা হয়। আজ আপনি ভিন্ন কিছু তৈরি করেছেন। সেমাই দিয়ে পিঠা তৈরি করতে আগে কখনও দেখিনি। তবে আজ আপনি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে সেমাই দিয়ে বিস্কুট পিঠা তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার ব্যতিক্রমধর্মী রেসিপি। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 90261.92
ETH 3055.42
USDT 1.00
SBD 2.96