"অন্যের কটূক্তি কথায়, কখনো কষ্ট পেতে নেই"

in Incredible Indialast year

Light Green Wavy Abstract Spring Moodboard Photo Collage.png

Photo edited by canva

Hello,

Everyone,

কি অবস্থা আপনাদের, সবাই কেমন আছেন? আমি ভালো আছি তবে,আমরা মনে হল ভিতরে ভিতরে একটা বিষয় নিয়ে খুব মন খারাপ হচ্ছে, আর তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আপনাদের সাথে আজকের পোস্ট টা শেয়ার করার একটা উদ্দেশ্য, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে কষ্ট দেওয়ার কথা বলা তাদের কাজ এতে তার অনেক খুশি হয়ে থাকে। সে সব মানুষ থেকে আমরা নিজেদের কে কিভাবে দূরে রাখতে পারি, বা সে সব মানুষের কথায় কান দিয়ে কিভাবে নিজের জীবন টা আরো সুন্দর করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমি আজকের পোস্টটা সাজিয়েছি।

1c3143ea-ada3-4df2-8737-41fd7b076fe1.jpg

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কখনো অন্যের ভালো কিছু করুক এটা দেখতে পারে না। ভাবছেন এটা আবার কেমন কথা! হ্যাঁ এটাই বাস্তব সত্যি কথা, আপনি কোন কাজ করছেন, কি বা আপনি কোথাও যাচ্ছেন, কি বা আপনি কোন একটা ভালো কাজ করছেন, সেখানে আপনাকে একটা বাজে মন্তব্য করবে এমন মানুষ অনেক আছে। আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে মানুষের সাথে কথা বলছেন, আপনি কি একা থাকছেন নাকি পরিবার নিয়ে থাকছেন, এগুলো নিয়ে কটুক্তি কথা বলার মত মানুষ অনেক আছে।

51ab3b55-a734-4877-8ad5-1009283d13d8.jpg

এ কথাগুলো বলার কারণ হলো, আমি এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। এইতো কিছুদিন আগের কথা, আমার শ্বশুর বাড়িতে দুই টা পরিবার আর তার পাশ দিয়ে আছে আরো বেশ কিছু পরিবার রাস্তার পাশেই আমাদের বাড়ি টা সবসময় বাড়ির মধ্যেই থাকা হয়, কাজ ছাড়া কখনো বাড়ি থেকে বের হই না বললেই চলে, কিন্তুু আমাদের বাসায় প্রায়ই লোকজন আসা-যাওয়া করে, একদিন একজন আমাকে বলছিল সব সময় দেখি ঘরের মধ্যেই থাকো। "কি এমন যুগ এসেছে বাবা ফোন দিও নাকি আবার কাজ করা যায়"। এই বাদ দিয়ে সংসারের দিকে একটু মন দিতে পারো না।এই কথা টা শুনে ভিতরে ভিতরে খুব খারাপ লাগলে, তবুও তাকে মুচকি একটা হাসি দিয়ে বললাম। ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। আর কিছু বললাম না কারণ, কারণ টা কি জানেন! একটা কথার উত্তর পাঁচ বছর পরেও দেওয়া যায়।আমাদের গ্রামে একটা কথা বেশ প্রচলিত আছে এখনো।

যার বিয়ে তার খবর নাই। পাড়া পড়শীর ঘুম নাই।

560efed6-7e06-4862-84e7-4a72d7e4340e.jpg

আমার সংসার, আমার পরিবার, আমার জীবন, ভাবনা টা তো আমার হবে। এখানে অন্য কোন ব্যক্তির কথা বলার কি কোন অধিকার আছে? প্রতি নিয়ত এরকম অনেক ধরনের কথা অনেক মানুষের কাছ থেকে আমাদের শুনতে হয়,, একটা প্রশ্ন অনেক ভাবেই করা যায়, আবার একটা প্রশ্নের উত্তর অনেক ভাবেই দেওয়া যায়। কিছু মানুষ আছে এই কথাটা বুঝতেই চায় না। বেশ কিছুক্ষণ অনেক মন খারাপ করে থাকলাম এবং মনে হল এসব কাজ থেকে কি নিজেকে বিরতি নেওয়া উত্তম কাজ হবে! পরক্ষণে আমি আবিষ্কার করলাম ' না '

কেউ অপমান করলে কখনো রাগ করতে নেই কারণ, রাগ করলে নিজেরই বেশি ক্ষতি হয়।

অন্যের কথায় কান দিয়ে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। শুনুন আমি বলছি আমাদের চারপাশে এরকম মানুষের অভাব নেই তবে, হ্যাঁ। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, এরকম মানুষের কথায় কান দেওয়া যাবে না। নিজের চিন্তা ভাবনা কে বেশি প্রাধান্য দিতে হবে। কারন, আমরা মানুষ বড়ই স্বার্থপর কেউ কারো ভালো দেখতে পারি না। লেখা শেষ করার আগে আর একটা কথা বলি। আপনি যে কোন কাজে করতে যাবেন ধৈর্য রাখার চেষ্টা করবেন। কারণ আমরা জানি "ধৈর্যের ফল মিষ্টি হয়"।

সবশেষে, একটা মেসেজ দিতে চাই। আসুন আমরা অন্যের কথায় কান্না দিয়ে, কষ্ট না পেয়ে নিজেকে সুন্দর ভাবে প্রতিষ্ঠিত করি। এই ছিল আমার আজকের পোস্ট ,কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Bangla is my mother tongue so I prefer to speak Bengali. So today I am sharing with you a slightly different post that there are some people in our society who like to hurt others by saying bad words, today I want to tell you how we can keep ourselves away from these people. Today I have prepared my post on this subject, I hope you will like it. Thank you very much, everyone.


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"🌹

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Sort:  
 last year 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন।। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে অন্যের কথা শুনে মন খারাপ করে থাকে।। এটা করা কখনো ঠিক না কারণ মানুষ কখনো আমাদের ভালো চায়না তারা চায় আমরা খারাপ পরিস্থিতির মধ্যে থাকি।।

তাই অন্যের কথা শুনে কখনো মন খারাপ করে থাকতে নেই।। মানুষ শুধু মন খারাপ করাতেই জানে মানুষের মন ভালো করতে নয়।।

 last year 

আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য

 last year 

সব সময় ভালো থাকবেন আপু শুভকামনা রইল।

 last year 

Thank you

 last year 

Welcome 🤗

 last year 

Thank you

 last year 

Welcome 🤗

Loading...
 last year 

অন্যের কোন কথার মন খারাপ করা আসলেই উচিত নয়।যে যেমন সে সেই ভাবেই কথা বলবে।
অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। খুব সুন্দর করে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য এবং খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last year 

আপনার পোস্টটি টিও অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। পড়ে অনেক ভালো লাগেছিল। তাই আপনাকে পুনরায় ধন্যবাদ জানাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু দোয়া করবেন যেন এভাবেই সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে পারি।

 11 months ago 

আপনার পোস্টে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে অন্যের কথা শুনে কখনো মন খারাপ করা উচিত নয়। অন্যরা চায় আমরা সব সময় খারাপ পরিস্থিতিতে থাকি। অন্যের কথা শুনে মন খারাপ এবং নিজেকে দোষী বাবা কখনো ঠিক নয়।

থ্যাঙ্ক ইউ আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন।

 11 months ago 

একদম ঠিক অন্যকে দোষী ব্যাপার ঠিক না, কারণ অন্য একটা দেখতে আপনাকে খারাপ কথা শুনছি এজন্য নিজে কেন কষ্ট পাবো এটার জন্য অন্যায় তার হবে আপনার নয়।
কিন্তু আমরা বোকার মত কারো একটু কটুক্তি কথা শুনেই অনেক বেশি ঘাবড়ে যাই। সেই সাথে কষ্ট পেতে থাকি কিন্তু এটা বোকামি ছাড়া আর কিছু নয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধু নিজেরই এখানে অন্যের কথা শুনে নিজের উপরে খারাপ প্রভাব ফেলার অধিকার আমার নেই। ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63