"বই" সকল জ্ঞানের আঁধার

in Incredible Indialast year (edited)

হ্যালো প্রিয় পাঠক/ পাঠিকা,
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ ইচ্ছায় সুস্থ সবল আছেন। আজ আমি আপনাদের মাঝে "বই" বিষয়ক কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। যা বাস্তব জীবনের সাথে ও ব্যক্তি বিশেষের সাথে খুবই ওতোপ্রোতো ভাবে জড়িত।
IMG_20230207_181528.jpg
বই মানুষের সব চেয়ে উপকারী বন্ধু। বই ব্যক্তিকে অজ্ঞতা, অন্ধকার থেকে মুক্ত করে এবং তার মধ্যে জ্ঞানের জাগরণ সৃষ্টি করে থাকে। পৃথিবীতে সকল বস্তুর ভালো গুনের পাশাপাশি কিছু খারাপ গুন ও বিদ্যমান রয়েছে কিন্তু বই এমন একটা বস্তু যার কোনো নেগেটিভ দিক নেই। পৃথিবীর সকল কিছুর সাথে মনোমালিন্য থাকতে পারে বা শত্রুতা থাকতে পারে কিন্তু বইয়ের সাথে তেমন টা থাকে না। সকল পজেটিভ দিক বইয়ের মধ্যে বিদ্যমান আছে। বই পড়ার মাধ্যমে মানুষ তার ব্যক্তি জীবনে উপকৃত হয়ে থাকে।

IMG_20230326_175621.jpg

বই মানুষের মধ্য জ্ঞানের সঞ্চারণ ঘটায় এবং মানুষকে কোনটা ভালো আর কোনটা খারাপ সে সম্পর্কে যথাযথ উপলব্ধি করতে সহায়তা করে থাকে। বই পড়ার মাধ্যমে ও তার জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তি তার অজ্ঞতার বেড়া জাল থেকে বেড়িয়ে মানব কল্যানে আত্মনিবেদন করতে পারে। সুশিক্ষা অর্জনের সব থেকে উত্তম পন্থা হল বই পড়া। সুশিক্ষা অর্জনের দ্বারা সে সমাজ কল্যানে অবদান রাখে। তাই তো বিখ্যাত প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলেছিলেন, "সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত"। সুশিক্ষা অর্জনের মুল চাবিকাঠি বই। একটা জাতি কখনোই জ্ঞান অর্জন ব্যতিত বিশ্ব দরবারে তার নির্দিষ্ট স্থান ধরে রাখতে পারে না।

IMG_20230326_175719.jpg

একটা জাতির জন্য শিক্ষিত ও শিক্ষা লাভ করা বাঞ্চনীয়। তা না হলে সে জাতি কখনো টিকে থাকতে পারে না। মুখ থুবড়ে পড়ে থাকে সে জাতি। শিক্ষিত জাতি দেশের ও সমাজের জন্য সুফল স্বরূপ। তাই তো বলা হয় যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে প্রথমত সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দাও। কারণ শিক্ষিত সমাজ ও জাতি ব্যতীত সেই দেশের কখনো উন্নতি ও স্বাতন্ত্র‍্যতা লাভ হয় না বা টিকে থাকতে পারে না।

IMG_20230326_175644.jpg

বই ব্যক্তির মধ্যে নব জাগরণের বীজটি বপন করে থাকে এনং তাকে শিক্ষায় দীক্ষায় স্বর্ণ শিখরে অধিষ্ঠিত করে থাকে। বই ব্যক্তির মধ্যে জ্ঞানের মনোবল বৃদ্ধি করে। এটির মাধ্যমে ব্যক্তি তার অজ্ঞতাকে দূর করে জ্ঞানের আলোর বিস্তার করে। একজন ব্যক্তির কি কি দায়িত্ব, কর্তব্য বা কোন কোন দিক অনুসরণ করা উচিত আর কোন দিক গুলো এড়িয়ে যাওয়া উচিত সে সম্পর্কে যথাযথ জ্ঞান প্রদান করে থাকে। সবশেষে বলা যায়, বই পড়ার কোনো বিকল্প নেই।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আপনি একদম ঠিক বলেছেন। বই হচ্ছে আমাদের সকল জ্ঞানের আধার। একটা বই আমাদের একজন বন্ধুর সমান। আমরা যখন খুব মন খারাপ করি। তখন যদি কোন হাস্যকর গল্পের বই পড়িও, অনায়াসে আমাদের মন ভালো হয়ে যায়।

বই থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। সেটাও কিন্তু আমরা বই থেকেই শিক্ষা গ্রহণ করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন।

অনেক অনেক ধন্যবাদ আপু

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65