" ইচ্ছে আকাশ"

in Incredible Indialast year (edited)

প্রিয় পাঠক / পাঠিকা,
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছেন। আজ আপনাদের কাছে নতুন একটি লেখা তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি লেখাটি পড়ে আপনাদের ভালো লাগবে।

IMG_20230323_195535.jpg
খুব ইচ্ছে করে ঐ আকাশে মিশে যাই। আকাশ কত শান্ত, মনোরম, কত উদার, কত নির্লিপ্ত প্রকৃতির সেটা অনুধাবন না করলে বোঝা যায় না। আকাশ অনেক উদার ও বিশালতা প্রতীক। হাজার হাজার পাখিরা আকাশে উড়ে বেড়ায় মনের স্বাধীনতা নিয়ে, মেঘ পেরিয়ে যায় দিগন্ত থেকে দিগন্তে। অজস্র তারকারাজি আকাশে মিটমিট করে জ্বলে উঠে সন্ধ্যা হলেই, চাঁদ মামা তার আলোর আভা ছড়িয়ে প্রকৃতিকে খুবই সুন্দর, রোমাঞ্চকর করে তোলে। তার নেই কোনো কার্পন্যতা, নেই কোনো অহংকার, নেই কোনো অনুরাগ। নিজের সব কিছু যেন বিলিয়ে দিয়েছে অন্যের মহিমায়। মনে হয় সে এসকল কিছুর জন্য বেশ আনন্দিত, আছে অনেক আত্মতুষ্টি।

IMG_20230323_195508.jpg
প্রকৃত পক্ষে আকাশের বিশালতাকে এককথায় বলে শেষ করা খুবই কঠিন। আকাশ মানুষকে স্বপ্ন দেখায়, মানুষকে বিশালতা, উদারতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে অবলোকন করতে সাহায্য করে। বর্ষার দিনে আকাশ অনেক ভারী মেঘে ঠেকে যায় আবার অঝরে বৃষ্টি নামে, বৃষ্টির কলকল ধ্বনি, টুপটাপ আওয়াজ ভীষন সুন্দর লাগে। আবার শরৎ কালে আকাশে সাদা মেঘের মেলা হয়। সমস্ত আকাশ জুড়ে যেন ধবধবে মেঘের ভেলায় পরিনত হয়, সেই সাথে থাকে শুভ্র কাশফুলের স্নিগ্ধতা। সব মিলিয়ে ঋতু বৈচিত্র্যতার সাথে আকাশের আছে এক গভীর সম্পর্ক।
IMG_20230323_195426.jpg
আকাশ খারাপের খুব উত্তম একটি সঙ্গী বলে আমি মনে করি। আমার মন খারাপ থাকলে আকাশের দিকে তাকিয়ে থাকি আর পর্যবেক্ষণ করি তার নিঃস্বার্থ আত্মত্যাগের অপরুপ মহিমা, পর্যবেক্ষণ করি তার বিশালতা ও উদারতার মহৎ শক্তিকে। কি অপরুপভাবে তার বিশালতাকে নিয়ে দাঁড়িয়ে থাকে মাথা উচু করে। বাস্তব জীবনকে আকাশের অকৃত্রিম উদারতার সাথে তুলনা করলে আমাদের জীবন সেখানে তুচ্ছ, খুবই সামান্য বস্তু। আমি আকাশের সাথে আমার দুঃখ, কষ্ট, ভালো লাগা, ভালোবাসাকে শেয়ার করতে খুবই পছন্দ করি। মানুষ নিষ্ঠুর হতে পারে কিন্তু প্রকৃতির ধারা ও অপরূপ সৃষ্টি কখনো রূঢ় আচরণ করে না। মন খারাপের দিনে প্রকৃতিই এক মাত্র সঙ্গ দেয় যা আর কোথাও থেকে পাওয়া যায় বলে আমার মনে হয় না।

ধন্যবাদ, সবাইকে আমার লেখাটি পড়ার জন্য। আপনাদের কেমন লাগল এবং আপনাদের অনুভূতিকে জানাতে ভুল করবেন না কিন্তু।

শুভেচ্ছান্তে,
জয়ন্ত তরফদার

Sort:  
 last year 

Buenas fotos, me gusta mucho como te expresa con el medio ambiente que te rodea es como si tú y ella se fundieran en un solo ser y apartir de allí comienza la magia ,muy bello!! Te felicito

 last year 

আপনি আকাশের ছবিগুলো এত সুন্দর করে তুলেছেন দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে আপনার ছবিগুলো দেখে মনটা ভরে গেলো।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

 last year 

আকাশ আমাদের অনেক কিছু শিখায়। কখনো হাসে কখনো কাঁদে। আবার কখনো বা চিৎকার করে ভয়ংকর রূপে। মন ভালো করার সঙ্গী হতে পারে এই আকাশ। তার সাথে আপনি আকাশের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

 last year 

আপনার সাথে আমার খানিকটা মিল আছে, আমিও যখন মন খারাপ হয় তখন আকাশের দিকে তাকিয়ে থাকি। এবং আকাশের সেই বিস্তর চারপাশ শুধু দেখতে থাকি। তার আত্মত্যাগের কথা চিন্তা করতে থাকি, তখন আপনা আপনি আমার মনটা ভালো হয়ে যায়।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং এত মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

ধন্যবাদ আপু

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44