সুপ্রা গাড়ির ড্রয়িং
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আসলে এই কদিন ধরে আমি খুব চাপের মধ্যে থাকাই আমি পোস্ট লিখতে পারিনি। আসলে আমার স্কুলে দাবার টুর্নামেন্ট হচ্ছে। এবার এইজন্য আমি কিছুদিন ধরে দাবা খেলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। অনেকদিন প্র্যাকটিস করার পর স্কুলে প্রথম যখন সিলেকশন হয় আমি সিলেক্টেড হই। আমার সাথে আমার ক্লাসেরই একটি বন্ধুকে খেলতে হয়েছিল। আর সেখানে আমি জিতেছি। আমাদের ক্লাস সিক্সে টোটাল তিনটা সেকশন। সবার মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছে।
এবার যেহেতু সিলেক্ট হয়েছি পরের ধাপে যেতে হবে। এ কারণে আরেকটু খেলা বেশি করে প্র্যাকটিস করছি। দাবা খেলতে আমি আগেও জানতাম না। কিছু মাস ধরে দাবা খেলার খুব শখ হয়েছে। এখন আমার দাবা খেলতে খুব ভালো লাগে। দাবা খেলা বেশিরভাগ সময় আমি পাশের বাড়ির দাদার সাথে করি। অথবা মাঝেমধ্যে দিদিকে জোর করলে দিদি খেলতে বসে। আমার পাশের বাড়ির দাদা, দাবা খেলতে খুব ভালো পারে। দাদার সাথে খেলতে খেলতে আমারও অনেকটা সুবিধা হয়েছে।
এসব কারণে আমি একদিন কিছুতেই পোস্ট করতে পারিনি। ছবিও আঁকতে পারিনি। এর সাথে স্কুল থাকে। সকাল আর বিকেল বেলায় স্যার ম্যাম পড়াতে আসে। এইজন্য আমি লিখতেই পারিনি। আজকে আমি আমার পছন্দের একটি গাড়ির ছবি আঁকতে চলেছি।
লিংক
এই গাড়িটির নাম হলো সুপ্রা মার্ক ফোর। এই গাড়িটা খুব বিখ্যাত। আমার ছোট থেকেই গাড়ি খুব ভালো লাগে। জন্মদিনে গাড়ি পেলে আমার বেশি খুশি হয়। আমি সবকিছু উপহারের মধ্যে গাড়ি খুব পছন্দ করি। আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে খেলনার। এমন কি আমি অনেক গাড়ির নামও বলে দিতে পারব। যখন আমি ইউটিউব ঘাঁটি তখন বেশিরভাগ সময় গাড়ির ভিডিও দেখি। আমার স্পোর্টস কার খুব ভালো লাগে। জে ডি এম ,ড্রিফট কার খুব ভালো লাগে।
যাইহোক আমি প্রত্যেকদিনের মত আজকেও ভিডিও করেছি। সেটা আমি শেয়ার করেছি। আমার চ্যানেল থেকে এই সেটা পোস্ট করা হয়েছে।
প্রথম ধাপ
প্রথমে আমি গাড়িটার আউটলাইন একে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। ক্যামেরায় ছবি খুব ভালোভাবে আসেনি তাই আমি দুঃখিত।। কিন্তু তাও আমি জুম করে ছবিগুলো এড করেছি।
দ্বিতীয় ধাপ
একবার হালকা করে আউটলাইন এটা পর পেন্সিলের সাহায্যেই আবার ডিপ করে আঁকছি। কিছু কিছু জায়গায় শেড দিয়ে নিচ্ছি পেন্সিলের সাহায্যে।
তৃতীয় ধাপ
এবার কালো কালির পেনের সাহায্যে পুরো আউটলাইন টাকে ঠিকভাবে ড্রয়িং করে নেব। আর এর সাথেই যে জায়গাগুলো কালো করে নেওয়ার মতো সেগুলো কালো করে নেব।
চতুর্থ ধাপ
আমি প্রথমে ভেবেছিলাম এ রকমই কালো স্কেচ রাখবো। কিন্তু পরে রং করার ইচ্ছে হলো। যাইহোক এই জায়গায় আমি কালো কালি দিয়ে আউটলাইন পুরোপুরি ভাবে কমপ্লিট করে ফেলেছি।
পঞ্চম ধাপ
এবার আমি লাল রঙের ব্রাশ পেনের সাহায্যে গাড়িটা রং করছি। এর সাথে আমি গ্রে কালারের ব্রাশ পেন এবং হলুদ রঙের ব্রাশ পেন ব্যবহার করেছি।
ষষ্ঠ ধাপ
গাড়ির চারিপাশে ধোঁয়া বোঝানোর জন্য আমি এখানে গ্রে কালারের ব্রাশ পেন আবার ব্যবহার করে রং করেছি।
ফাইনাল
আর এভাবেই তৈরি হয়ে গেছে আমার পছন্দের গাড়ির ড্রয়িং।
আমি জানি আমাকে অনেকগুলো ছবি এঁকে রাখতে হবে। না হলে প্রত্যেকদিন পড়াশোনার চাপে আমি পোস্ট করতে পারবো না। এবার সামনে ছুটি পেলেই একদিনে চার-পাঁচটা ছবি আঁকবো। আজকেও আমি আপনাদের কাছে বলব যদি আপনাদের মনে হয় ,আমাকে যে কোন ছবি বলতে পারেন ,আমি আঁকার চেষ্টা করব।
ঈশান বাবু তুমি দিন দিন এত ভালো আঁকা শিখে যাচ্ছ আমি তো ভাবতেই পারছি না। বৌদিকে কবে থেকে আকাশে খাবার ঠিক কর ।আমিও তোমার কাছে আঁকা শিখতে যাব। খুব সুন্দর ছবি এঁকেছো। এত ভালো ভালো ছবি আমাদের মাঝে তুলে ধরার জন্য তোমাকে অনেক ভালোবাসা।
আপনার চিত্রটা অসাধারণ হয়েছে।প্রত্যেকদিন আমি আপনার চিত্রটা দেখি আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার চিত্র অংকন বর্ণনা করেছেন। সুন্দর চিত্রটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ, আপনার স্কেচিং দক্ষতা অসাধারণ। আমাদের সবসময় এই ধরনের সৃজনশীল কাজের প্রশংসা করা উচিত। কাজ করতে থাকুন 👍
এইটুকু বয়সে কি সুন্দর সুন্দর আঁকছিস। খুব সুন্দর হয়েছে।