একটা শহরের রাস্তার স্কেচ
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে থেকে আমার ছুটি শুরু হল। আসলে আজকে আমার স্কুল ছিল কিন্তু তাও আমি যাইনি। কারণ আমার বন্ধুরা আজকে যায়নি। স্কুলের ডায়েরিতে লেখা আছে, আগামীকাল থেকে এক মাস ছুটি। অর্থাৎ নভেম্বর মাসের ১১ তারিখের পর স্কুল খুলবে। পরপর দুর্গাপুজো লক্ষ্মীপূজো কালীপুজো জগদ্ধাত্রী পুজো হয়ে তারপর স্কুল খুলবে।
আজকে অনেকেই যাবে না, তাই আমিও গেলাম না। স্কুল থেকে শুনলাম তিরিশটা ছবি আঁকতে বলেছে আমাদের ড্রয়িং স্যার। আমার এক্ষেত্রে খুব ভালোই হলো কারণ আমি যে ছবিগুলো এখানে শেয়ার করব সেগুলোই আমি স্যারকে দেখিয়ে দেব। এখানে অনেক ধরনের ছবি মিলেমিশে আঁকছি। কখনো জল রং কখনো স্কেচ। তাই স্যার ছবিগুলো দেখেও খুশি হবে।
পুরো ছুটি পড়লে আর পড়তে ইচ্ছা করেনা। তাও আজকে আমার দিদিমণি, সন্ধ্যা বেলায় আমাকে পড়াতে এসেছিল। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুটা পড়াশোনা করে তারপর দিদির সাথে একটু শোরুমে গিয়েছিলাম স্নান করে নিয়ে। তারপর আমি আমার এক দাদার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম।
লিংক
আসার পর বাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যেবেলা থেকে পড়াশোনা করে রাতে ছবি আঁকলাম। এখন আমি খাওয়া দাওয়া করে পোস্ট লিখছি। আজকেও আমি ছবিটা আমার স্কেচ বই থেকে আঁকার চেষ্টা করেছি। আমার এরকম আরো কয়েকটা বই কিনতে হবে। আমার অনেক ধরনের ছবি আকার বই ভালো লাগে। আমার বাবার কাছে অনেক কঠিন কঠিন ছবি আকার বই আছে। বাবা খুব আঁকতে ভালোবাসতো ছোটবেলায়। বাবা আমাকে ছোটবেলাকার গল্প বলে। যে বাবার কাছে পেন্সিলও ছিলনা ঠিকভাবে আকার মত।। খাতা পেন না পেয়েও বাবা কাপড়ের ভাঁজে থাকা কাগজের উপর ছবি আঁকতো। যা পেতো তার ওপরই ছবি আঁকতো।
যাইহোক আমি এখন আমার স্কেচটা পরপর দেখাচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিও করেছি। এই স্কেচ টা তে একটা শহরের রাস্তার ছবি আঁকছি। যেখানে যানবাহন থাকছে। খুব ব্যস্ত শহর মনে হচ্ছে।।
প্রথম ধাপ
প্রথমেই আমি আমার ড্রইং খাতার মধ্যে অটো গাড়িটা আঁকা শুরু করছি। কোনরকম পেন্সিলের আউটলাইন ছাড়াই আমি আমার মতন করে নীল রংয়ের পেন দিয়ে আঁকছি।
দ্বিতীয় ধাপ
গাড়িটা আঁকা হয়ে গেলে পাশের লাইটপোস্ট আর একটা মানুষ একে নিচ্ছি। ভিডিওটা দেখতে পারলে খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাবে কিভাবে এঁকেছি।
তৃতীয় ধাপ
আরো একটা মানুষ আঁকার পর, রাস্তার সাইডের ফুটপাতের ওপর গাছটা একে নিচ্ছি।
চতুর্থ ধাপ
রাস্তার ওপর অটো গাড়িটার সামনে আরো একটা গাড়ি একে নিচ্ছি।
পঞ্চম ধাপ
অটো গাড়িটার পাশে ধাপে ধাপে একটা চার চাকা গাড়ি একে নিচ্ছি। এখানে আর একটা লাইট পোস্ট এঁকেছি।।
ষষ্ঠ ধাপ
ও পাশের ফুটপাতের ওপর আরো কিছু দোকান পাঠ একে নিলাম। সাথে কিছু মানুষ একে নিয়েছি।।
সপ্তম ধাপ
দূরে একটা বড় ফ্লেক্স আছে সেটা হালকা করে একে নিয়ে শেড দিয়ে দিলাম। সবকিছুর আকার পরে সবকিছুতেই সেড দিয়ে নিয়েছি ভালো করে।
ফাইনাল
এই ভাবেই তৈরি হয়ে গেছে এই স্কেচটা। আসলে আমি কালো পেন দিয়ে আঁকতাম কিন্তু আমার বাড়িতে কালো পেন কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা রাত হয়ে গেছিল তাই পেন আনাও সম্ভব নয়। তাই বাড়িতে নীল কালির পেন থাকাতে নীল কালি দিয়ে এঁকেছি।
এ কারণেই আমি যেহেতু আমার কালো পেনের আঁকার ইচ্ছা ছিল তাই প্রথম ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে শেয়ার করলাম।
Hello little friend.
I invite you to participate in this ink drawing contest.
Links:
Join Inktober 2024: 06/10/24 "Trek"
Rules
I think you could win.
তোমার আকা যত দেখছি ততই তোমার আকার প্রেমে পড়ে যাচ্ছি। সত্যিই অসাধারণ তোমার দক্ষতা। সৃষ্টিকর্তা তোমাকে অসাধারণ দক্ষতা দিয়েছে। আশা করি সেই দক্ষতার সঠিক ব্যবহার করে জীবনে অনেক উন্নতি করবে। বরাবরের মতো আজকের আর্টটা দেখে মন জুড়িয়ে গেলো। সাধারণ একটা কাগজ, কলমের মাধ্যমে যে মানুষের জীবনযাত্রা তথা শহরের বাস্তবিক চিত্র তুলে ধরেছো সেটা সত্যি প্রশংসার দাবিদার। ভালো থেকো। ❤️