জল রং
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজও বৃষ্টি পড়ছে। তাও আমি স্কুলে গিয়েছিলাম। কারণ আজকে আমি দেখলাম যে আমার অনেকগুলো এবসেন্ট হয়ে গেছে। তাই আমাকে যেতেই হল। আমি যখন স্কুল থেকে ফিরছি তখনও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ভাবলাম বোধহয় বেরোতে পারব না। কিন্তু অবশেষে বৃষ্টি থেমেছে।
তারপর বিকেল থেকে আমার কম্পিউটার ক্লাস ছিল। সাতটা অব্দি আমার কম্পিউটার থাকে। যেহেতু দেড়টা নাগাদ ছুটি হচ্ছে স্কুল। তাই আমি পোস্ট রেডি করে গিয়েছিলাম। কম্পিউটার ক্লাস থেকে এসে পোস্ট করছি। এসে দেখি দিদি ভিডিও এডিট করে রেখেছে। দিদি তো ছিল না । ও আসলো চারটের পর।
আজকে আমি প্রথমবার আপনাদের সাথে আমার জল রংয়ের ছবি আঁকা শেয়ার করছি। জল রং করতে আমি খুব ভালোবাসি। দিদির কাছ থেকে জল রং করা শিখেছি। দিদি অনেক সুন্দর জল রং করে। কিছুদিন আগে যখন আমি স্কুলে যায়নি, আমি শোরুমে বসে বসে জল রং করছিলাম। তখন ভিডিওটা তৈরি করেছি। আমি আমার মন মতন সিনারি এখানে এঁকেছি। প্রথমেই আগের ভিডিওটা দেওয়া থাকলো। বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন।
এখন তাহলে শুরু করি জল রঙের কাজ। আমি প্রথমে বলে নিচ্ছি কি কি আমি ব্যবহার করেছি। আমি এখানে ক্যামেল কোম্পানির জল রং ব্যবহার করেছি। সাথে আমার কাছে অনেক গুলো তুলি ছিল, সেগুলোর মধ্য থেকেই ব্যবহার করেছে তুলি।
লিংক
প্রথম ধাপ
প্রথমে আমি পুরোপুরি আউটলাইন একে নিচ্ছি। আমি এখানে দুটি গ্রামের ঘর, গাছপালা, নদী, সাথে নৌকা এঁকে নিয়েছি। নৌকা একজন মাঝি চালাচ্ছে সেটাও এঁকেছি।
দ্বিতীয় ধাপ
আমি দিদির কাছে খুব বকুনি খায় জল রঙের আমি রং ব্যবহার করি বেশি বলে, জলরঙে কখনো রং বেশি ব্যবহার করতে নেই। সেদিন কেউ আমি দিদির বকুনি শুনতে শুনতে কাজ করেছি। প্রথমেই আমি আকাশের রং করে নিচ্ছি।
তৃতীয় ধাপ
তারপর গ্রামের ঘরবাড়ি গুলোর রং করছি এবং সাথে গাছ রং করা শুরু করেছি। নদী রংটাও করা শুরু করেছি ।
চতুর্থ ধাপ
চতুর্থধাপে এসে আমি বড় গাছটার রং করেছি।এর সাথেই নৌকা এবং নৌকোয় বসে থাকা মাঝির রং করেছি।
পঞ্চম ধাপ
এরপরে আমি নৌকার নিচে জলের রংটা একটু ডিপ নীল দিয়ে করেছি। আমি চেষ্টা করেছি জলের পরিমাণ বেশি রাখার।
ফাইনাল
আর এভাবেই তৈরি হয়ে গেছে আজকের জল রং এর ছবি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা।
আজকে আমি জল রং দিলাম । কাল আরো অন্য কিছু নিয়ে আসব। এখন অনেক রাত হয়ে গেছে। আমি সদ্য খেয়ে উঠলাম। যেহেতু মাঝে আমাকে আবার পড়াতে এসেছিল তাই পোস্ট লিখতে লিখতেই আমাকে পড়তে বসতে হয়েছিল। এখন বাকিটুকু লিখে শেষ করে পোস্ট করছি।
TEAM 5