Incredible India monthly contest August| My understanding about downvotes in Steemit

in Incredible India11 months ago

Hello everyone, I am @jawad12345 from #Bangladesh

photo_2023-08-06_18-40-56.jpg
edited by canva

কোন একটা রাষ্ট্র বা কোন একটা সমাজ, অনেক বেশি এগিয়ে যেতে পারে,যখন সে সমাজের মানুষগুলো অনেক বেশি সৎ এবং সচেতন হয়। সৎভাবে কোন কাজ করলে সেখানে সবাই সুবিধাগুলো ভোগ করতে পারে। কিন্তু অসৎভাবে কোন কাজ করলে সেখানে কম সংখ্যক লোকেই লাভবান হয় এবং বাকিরা কোন সুবিধাই পায়না। এটি সবক্ষেত্রে প্রযোজ্য। কোন প্রতিষ্ঠান বা সমাজ,সবকিছুতে সৎ থাকাটা খুবই দরকার। যদি কেউ অনিয়ম করে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। নাহলে, যারা সৎ কাজ করেছে তারাই,তাদের কাজে পিছিয়ে পড়বে এবং তাদের নিজেদের আত্মবিশ্বাস্যও হারিয়ে ফেলবে।

এ কনটেস্টটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি কনটেস্ট। যার জন্য এডমিন মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ এটি সম্পর্কে সবার জানা দরকার। আজকের ডাউনভোট সম্পর্কে আমি কি বুঝি, সেটি সম্পর্কে বিস্তারিত লিখব। তাহলে শুরু করা যাক।

1.ডাউনভোট সম্পর্কে আপনার উপলব্ধি শেয়ার করুন।

ডাউন ভোট হচ্ছে এমন একটি দিক ,যা দ্বারা বোঝা যায়,কোন ব্যক্তি খারাপ কিছু করছে কিনা। হতে পারে সে কোন নেগেটিভ কথা বলল অথবা কোন বিষয়ে খুবই খারাপ মন্তব্য করল। যা কিনা একটি কমিউনিটির অন্যান্য মেম্বারদেরকে অনেক বেশি ভোগান্তিতে ফেলতে পারে । কোন ব্যক্তি যদি এই ধরনের অসৎ বা অনৈতিক কাজ করে থাকে, তখনই তাকে ডাউনভোট দেওয়া হয়। এটি একটি সতর্ক বার্তা। অনৈতিক কাজ বলতে বুঝানো যেতে পারে প্লাগারিজম অর্থাৎ কারো লেখা কপি করে ,নিজের বলে চালিয়ে দেওয়া।অথবা কোন লেখাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্য নেওয়া। এই ধরনের অনৈতিক কাজগুলো বন্ধ করার জন্যই ডাউনভোটটার ব্যবহার করা হয় বলে আমি মনে করি।

2.ডাউনভোটগুলি কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে? বর্ণনা করুন।

আমরা যখন কোন একটা প্রতিষ্ঠান বা কোন একটা জায়গাতে কাজ করি। তখন আমাদের কাজের মধ্যে অবশ্যই সততা থাকা দরকার। কারণ সৎ ভাবে কাজ করলে নিজের যেমন ভালো একটি অভিজ্ঞতা হয়। ঠিক তেমনি,সবাই কাজের জন্য শ্রদ্ধা করা শুরু করে। কিন্তু এমন অনেকে আছে, যারা কিনা অনৈতিকভাবে খুব কম সময়ে ভালো একটা পজিশনে চলে যেতে চাই। এতে করে আসল সমস্যাটা হবে,যে কষ্ট করে অল্প অল্প করে নিজের পজিশন বৃদ্ধি করল। সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে।

আর ডাউনভোট আমাদেরকে সেই সতর্কবার্তাটি দেয়। যখন কেউ তার কমিউনিটিতে অনৈতিক কাজকর্ম করে। নিজে তিন-চারটি অ্যাকাউন্ট চালাই এবং বড় বড় ভোট নিয়ে যাই । তখন কিনা যারা একটি একাউন্ট দিয়ে কাজ করে। তারা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ।আর এই সময় এই ডাউনভোট গুলো সেই অনৈতিক কর্মীদের পোস্টে প্রদান করা হয়। যখন কারো উপর এই ডাউনভোট পড়ে,তখন কমিউনিটি থেকে সে আর ভালো সাপোর্ট পায় না। ফলে সে তার একাউন্ট থেকে কাজ করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং সবসময় তার একাউন্টের উপর এটির খারাপ প্রভাব চলতে থাকে।আর একসময় তাকে কমিউনিটি থেকে বের হয়ে যেতে হয় । কিন্তু অন্যদিকে যে সব সময় নিজের কাজের সৎ থাকে , তার কোন ভয় নেই। সবাই তার কাজে ,তাকে সব সময় সাপোর্ট করে যায় ।

3.আপনি কি মনে করেন ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে? আপনার মতামত শেয়ার করুন!

হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি ডাউনভোট চুরি ,অপব্যবহার, স্পামিং কমাতে অনেক বেশি সাহায্য করে।কোন ব্যক্তি কারো লেখা চুরি করল এবং নিজের নামে চালিয়ে দিল। যদি এই লেখা ধরা পড়ে। তখন তার রিপোটেশনে একটি খারাপ প্রভাব পড়ে। যেখানে ব্যবহার করা যেতে পারে এই ডাউনভোট ।এতে করে যারা নতুন কাজ করতে এসেছে কমিউনিটিতে। তারা কোন ধরনের চুরি বা কোন ধরনের অনৈতিক কাজ করতে সাহস পাবে না এবং নিজের সততা দিয়ে কাজ করতে পারবে। একটা কমিউনিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কমিউনিটির সকল সদস্যের । আর এভাবে করে একটা কমিউনিটি অনেকদূর এগিয়ে যেতে পারে। আমি invite করছি @fersonjase @beemengine
@hive-146361 Contest link Here>>

আজকে এখানেই শেষ করছি ।আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57659.57
ETH 3030.07
USDT 1.00
SBD 2.26