The Diary Game || 23 May 2024 || Bright morning open cold air

in Incredible India4 months ago
1716525010320.pngDisplay

আলোকিত সকাল,
বন্ধুরা প্রত্যেকটা দিন এভাবে সূর্য উদিত হয় সকালবেলায় আবার সন্ধ্যা বেলায় সূর্য অস্ত যায়। মাঝে মাঝে মেঘলা আকাশের কারণে সূর্যের আলো দেখা যায় না।

সকালবেলায় আমি যখন অফিসে যাচ্ছি হোটেলে তন্দুর রুটি খাবার খেয়ে ঠিক সে সময় খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম সূর্যের আলো প্রচন্ড পরিমাণে। তখন ভাবলাম কিভাবে সূর্যের আলো সকালবেলায় দেখা যায় না বেশ দুই থেকে তিন দিন হল।

IMG_20240523_075536_517.jpgBright morning

কেননা দীর্ঘ দুই থেকে তিন দিন হল সকালবেলায় মেঘলা আকাশ আবার কখনো কখনো বৃষ্টি পড়ে।

এমন রৌদ্রময় সকালে খাবার খেয়ে অফিসে যাচ্ছি। যদিও দিনটি ছিল বৃহস্পতিবার অর্থাৎ আমার ছুটির দিন কিন্তু ছুটির দিনেও আমাকে অফিসে যেতে হয় কেননা অফিসে অধিকাংশ সহকর্মী তারা ছুটি নিয়েছে।

এই কারণে আমাকে যেতে হয় অফিসে। যাই হোক স্যার বলেছে তুমি শুক্রবারে দিন ছুটি কাটিয়ে নিবা কিন্তু আজকে বৃহস্পতিবার তুমি অফিস কর। ঠিক আছে স্যার সমস্যা নাই আমি আসবো।

IMG_20240523_093231_273.jpgBrown Color Sample

অবশ্য বৃহস্পতিবার কাজের চাপ খুবই কম ছিল আমি ভাবতেও পারি নাই আজকে কাজের চাপ এত কম থাকবে। যাই হোক ভালোই হলো কাজের চাপ কম ছিল তবে টুকটাক কাজ করতেই হয়েছে কেননা নতুন কিলন এ প্রোডাকশন চলমান।

সেখানে মার্বেল কালার প্রোডাকশন দিতে হবে আমাদের এইখান থেকে। তাই আমরা মার্বেল ওয়ারেন্জ কালার ১০ কেজির মত তৈরি করলাম এবং ডেনসিটি এবং ভিস্কো সিটি এডজাস্ট করে রেখে দিলাম। কিছুক্ষণ পর তারা আসলো এবং মার্বেল কালার নিয়ে চলে গেল।

Brown Color Sample নিয়ে কাজ করতে হচ্ছে কেননা এই কালার প্রপারলি আসতেছে না দেখা যাচ্ছে নিচের অংশে কালার ঠিক আসতেছে আবার উপরের অংশে আসতেছে না।

ফারজান ভাই বেশ কয়েকদিন হল এই স্যাম্পল নিয়ে কাজ করতেছে এখন পর্যন্ত ঠিক হয়নি তবে কাজ চলমান।

IMG_20240523_124207_438.jpgSample Materials Test

মেটেরিয়ালস এসেছে ১১ টার সময়। এরপর মেটেরিয়ালস গুলো ফায়ারিং সেকশনে পাঠিয়ে দেওয়ার জন্য আমি সম্পূর্ণ কাজ করতেছি।

জিগার ইন সেকশন থেকে অগার রোল এবং বিস্কিট ফায়ারিং থেকে বিস্কিট প্লেট নিয়ে আসলাম। এই প্লেটের নাম হচ্ছে 22Cm pizza coup plate.

এই প্লেটের মধ্যে ম্যাটেরিয়াল যথাযথভাবে সাজিয়ে নিলাম এরপর একটি পেপার এ লিখে ফায়ারিং সেকশনে পাঠিয়ে দিচ্ছি। ৮ ঘন্টা সার্কেল টাইম থাকার কারণে আমি আজকে দেখতে পাবো না আগামীকাল শুক্রবার সেই দিন আমি ছুটি কাটাব অর্থাৎ শনিবারের দিন এসে স্যাম্পল দেখতে পাবো।

IMG_20240523_160150_229.jpgBrown Color Slip Viscosity Test

বিকেলে যখন আমি অফিস থেকে চলে যাব ঠিক সেই সময় যেন কাজের চাপ আরো দ্বিগুণ বেড়ে গেল। জুয়েল স্যার আর আমি দুজনে মিলে এই স্লিপ এডজাস্ট করতেছি প্রথমে স্যার বলল আগে ভিস্কোসিটি দেখেন এরপর বাকি প্রসেস কমপ্লিট করব।

ভিস্কো সিটি দেখলাম অনেক বেশি রয়েছে আরো একটু কমিয়ে আনতে হবে এজন্য সোডিয়াম সিলিকেট ব্যবহার করে বিস্কোসিটি কমিয়ে নিয়ে আসলাম কিন্তু বেশি কমে গেছে।

এ কারণে আবার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ধীরে ধীরে Viscosity এডজাস্ট করলাম। তবে ইহা এডজাস্ট করতে প্রায় ২০ মিনিট লেগে গেছিল একটু ক্যালসিয়াম দেই আবার গিয়ে চেক করি। এভাবে অনেক সময় লেগে গিয়েছিল ইহা এডজাস্ট করতে।

IMG_20240523_172337_491.jpgঅফিস শেষে মুক্ত বাতাসে

অফিসের মধ্যে সর্ব সময় যেন উচ্চ তাপমাত্রা থাকেই কেননা ফায়ারিং সেকশনে সর্ব সময় ১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঊর্ধ্বে ম্যাটেরিয়ালসগুলো ফায়ারিং করা হয় অর্থাৎ দ্রব্যাদি উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে স্থায়িত্ব প্রদান করা হচ্ছে।

অফিসের সময় শেষ হয়ে যাওয়ার পরেও আমি অনেক সময় কাজ করেছি। এরপর হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে অফিসের মাঠের সামনে যখন আসলাম তখন প্রচন্ড বাতাস আমার গায়ে লাগতেছে আমি সত্যিই অনেক ভালো অনুভব করতেছি।

অফিসের ভেতরে গরম আবহাওয়া থাকলেও অফিসের বাহিরের প্রচন্ড ঠান্ডা বাতাস। যাইহোক ভালো লাগলো তাই আপনাদের মাঝে বেশ কিছু ছবি সহ তথ্য তুলে ধরেছি।

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
 4 months ago 

আপনি মনে হয় তন্দুরি রুটি খুব পছন্দ করেন। বিগত একটা পোস্টেও দেখলাম তন্দুরি রুটি খেয়েছিলেন। এখন রোদের প্রখরতা অনেক বেশি, বাইরে বেরোনো তো দুরের কথা, তাকানো পর্যন্ত যাচ্ছে না। যতদুর বুঝলাম আজ কাজের চাপ খুব কম ছিলো। অফিসের প্রয়োজনীয় কাজগুলো খুব সুন্দরভাবে শেষ করলেন৷ ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই আমি সকালবেলায় তন্দুর রুটি খাই। কেননা আমি যে হোটেলে খাওয়া দাওয়া করি সেই হোটেলে সকালবেলায় আমাদের জন্য ব্যবস্থা নেই এ কারণে আমি মাঝেমধ্যে ক্যান্টিনে খাই আবার বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের অন্য একটি হোটেলে তন্দুর রুটি খাই।

 4 months ago 

ভাই কর্মব্যস্তময় একটি দিন অতিবাহিত করলেন। এর জন্য অভিনন্দন আপনাকে। অফিসের অনেক কলিগ ছুটিতে থাকার কারনে আপনাকে বাড়তি কিছু দায়িত্ব নিতে হয়েছিলো। তবুও আপনি খুশি এবং সব মিলিয়ে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ হয়েছেন এবং প্রশংসা করেছেন। আপনার এই বাড়তি দায়িত্ব গুলো নিশ্চই উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং আপনাকে প্রাপ্য সম্মান ও খুব দ্রুতই আপনাকে ভালো পজিশনে পৌঁছে দেবে সেই কামনা করছি।

ভাই আপনার কাজগুলো সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে আপনার লিখা পড়ে কাজগুলো অনেক কঠিন মনে হলো। আপনি যেহেতু এই বিষয়ে পড়ালেখা করেছেন সেহেতু আপনার ঢের অভিজ্ঞতা রয়েছে। আপনার জন্য দোয়া রইলো যেন আপনার কাজ ও সততার দ্বারা অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে সবার সামনে উপস্থাপন করতে পারেন। ভালো থাকবেন ভাই।

 4 months ago 

দোয়া করবেন যেন ভালোভাবে আমার পারফমেন্স করে যেতে পারি কোম্পানির উন্নতির লক্ষ্যে। লেখাপড়া করেছি এই বিষয় নিয়ে তবে অভিজ্ঞতা হয় মূলত কোম্পানিতে এসেই। লেখাপড়ার সেই সাধারণ জ্ঞান এবং কর্মক্ষেত্রের এই অভিজ্ঞতা দুটির সমন্বয়ে ভালো ফলাফল দেওয়ার সম্ভব হয় যদি প্রচেষ্টা চালিয়ে যাওয়া যায়। দোয়া করবেন আমি যেন আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেতে পারি।

 4 months ago 

অফিস সময়ে কাজ করা শুরু হয় মোটামুটি বলা যায় আপনার দিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে। আপনি ম্যাটারিয়ালস এর স্যাম্পল বসিয়েছেন কিন্তু আজকে সেটা আর দেখতে পারবেন না। তাই আগামী শনিবার অফিসে এসে তারপর দেখবেন। এছাড়া আর কিছুই করার নেই। অফিস শেষ করার পর মুক্ত বাতাসে নিজে কিছুটা সময় পার করেছেন। আসলে বাতাস বর্তমান সময়ে পাওয়া যায় কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। কেননা অতিরিক্ত রোদের কারণে বাতাস যে কোথাও গায়েব হয়ে গেছে, সেটা বুঝতেই আরো অনেক বেশি সমস্যা হয়। যাই হোক অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

হ্যাঁ মাঝে মধ্যে প্রচুর ব্যস্ত থাকতে হয় বিশেষ করে যখন ম্যাটেরিয়ালস আসে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে অনেক সময় লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তিন থেকে চার ঘন্টা সেই ম্যাটেরিয়ালস নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে।

 4 months ago 

তারমানে আপনার কথায় বোঝা যায় ম্যাটেরিয়ালস পরীক্ষা করা খুবই কষ্টের একটা কাজ। এতদিন যদি একটা কাজ নিয়ে আপনাকে সময় দিতে হয়। তারমানে ওটা পরীক্ষা করে তার রেজাল্ট ভালোভাবে বের করতে, আপনার অনেক পরিমাণে পরিশ্রম দিতে হয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আপনার পোস্টের শুরুতে আলোকিত সকাল লেখাটা পড়ে বেশ ভালো লাগলো। অফিসে সারাদিন কাজের শেষে বাইরে আসলে যদি ঠান্ডা বাতাস গায়ে লাগে তাহলে সত্যিই খুব ভালো অনুভূতি হয়। ধন্যবাদ আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ অফিসের বাইরে আসলে ঠান্ডা বাতাস। অতিরিক্ত গরমের মধ্যে থাকার পর যখন প্রাকৃতিক আবহাওয়া পাওয়া যায় সত্যিই উপভোগ্য।

ধন্যবাদ জানাই আপনার চমৎকার মন্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Loading...
 4 months ago 

বর্তমান সকালে ঘুম থেকে ওঠার পরেই সূর্য মামার তাপ দেখে ভিতরটা শুকিয়ে যায়।। এত বেশি গরম পড়ছে কয়েকদিন হয় যেটা সহ্য করার মতো না।। যত গরমই পড়ুক না কেন কর্ম কিন্তু থেমে নেই সবাই তার যার কর্ম নিয়ে ব্যস্ত।।

আজকে বন্ধ থাকলেও অফিসের সবাই ছুটির কারণে আপনি অফিস গিয়েছেন এবং দায়িত্ব নিয়ে সকল কাজ করেছেন।। আসলে যে কোন জায়গায় কাজ করলে সেখানকার নিয়ম মানা বাধ্যতামূলক।।

 4 months ago 

আপনাদের ঐদিক বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার দিনে সূর্যের দেখা মিলেছে। আর আমাদের এদিকে বেশ কয়েকদিন থেকে রোদের তাপমাত্রায় একদম দিন পার করা মুশকিল হয়ে যাচ্ছে না। ছুটির দিন ছিল তারপরে অফিস গিয়েছেন। অফিসের কিছু কলিগ ছুটি নেওয়ার কারণে আপনাকে ডিউটিতে যেতে হয়েছে।
তবে ছুটির দিনগুলোতে একটু কাজের প্রেসার কমই থাকে।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ ছুটির দিন যেহেতু আমাকে অফিসে যেতে হয়েছে এজন্য কিছুটা মন খারাপ করেছিলাম কিন্তু অফিসে যাওয়ার পর দেখতে পেলাম কাজের চাপ একেবারেই কম তখন মন ভালো হয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60385.82
ETH 2321.90
USDT 1.00
SBD 2.51