The Diary Game || 22-04-2023 || Everyone is enjoying Eid

in Incredible Indialast year

প্রিয় স্টিমিয়ান
ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসময় যেন আনন্দ। আশা করি সকলেই এই ঈদের দিনটি খুবই সুন্দরভাবে কাটিয়েছেন।

png_20230424_222843_0000.png

Design by Canva

Eid-mubarak

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই হাসিখুশি। তাইতো ঈদের অপেক্ষায় সকলেই প্রহর গুনতে থাকে। এইতো দুইদিন এইতো একদিন তারপরের দিনই ঈদ; এভাবে গুনতে গুনতে চলে আসে সেই আনন্দের দিন খুশির দিন ঈদ।

ঠিক এমনই ভাবেই প্রহার গুনতে থাকি আরেকদিন পর ঈদ। অবশেষে সেই আনন্দের দিন চলে আসে।

আজকে শেয়ার করব সেই আনন্দের দিনপুঞ্জি

IMG_20230422_062344_193.jpg

IMG_20230422_062302_683.jpg

ঈদের দিন সকাল বেলা

সকালেই ঘুম থেকে উঠলাম উঠে ফজরের নামাজ আদায় করলাম। মুক্ত বাতাসে শরীর একদম শীতল হয়ে যাচ্ছে। ঈদের দিন সকালবেলায় বেশ মুক্ত বাতাস ছিল।

এরপর কিছুক্ষণ আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে হাঁটাহাঁটি করলাম এবং বাড়িতে কিছু কাজ ছিল সম্পূর্ণ করলাম। ঈদের দিন সকাল বেলায় সব বাড়িতেই নাস্তা পায়েস তৈরি করতেছে; ঠিক তেমনি আমাদের বাড়িতেও।

মা চাচি দাদি ছোট বোন সকলেই চুলা পাড়ে বসে রান্না করতেছে। আমি সহ আমার ছোট ভাই বোন যারা ছিলাম সকলেই বাড়ির মধ্যে বসে গল্প করতেছি। একে অপরকে বলতেছি কি আনন্দ আজকে ঈদের দিন।

এভাবে সকালবেলায় গোসল দিয়ে নাস্তা পায়েস এবং ভাত খাওয়া-দাওয়া করে মাঠের দিকে রওনা হলাম। ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে। যেহেতু আল্লাহর হুকুম এবং আনন্দের দিন।



IMG-20230422-0006.jpg

IMG-20230422-0005.jpg

নামাজ পড়ে আসার সময় দুই ভাই

নামাজ শুরু হয়েছে সকাল ৯:০০ টায়। নামাজের কার্যক্রম সমস্ত কিছু শেষ হয়েছে ১০:০০ থেকে ১০:৩০ মিনিট এর মত। নামাজ শেষ হওয়ার পর গুলির মোড় বাজার অতিক্রম করেই দুই ভাই ছবি উঠলাম।

নামাজ শেষে অনেকের সাথেই দেখা হয়েছে। বন্ধু ছিল তার সাথেও দেখা হয়েছে। বন্ধুর সাথে মুসাফা এবং আলিঙ্গন করলাম। চাচা ছিল তার সাথে মুসাফা আলিঙ্গন করলাম এভাবে আমার ছোট ভাই এবং আরো চেনা বেশ কয়েকজনের সাথে।



IMG_20230422_101102_107.jpg

আবারো ফ্রেমবন্দি হলাম ভাই ব্রাদার মিলে

ঈদের নামাজ পড়ে আসার পর বাহিরে বসে রয়েছি। পাশে আরো ছোট ভাই ব্রাদার চলে আসলো তাদের সাথে একটু সময় দিলাম একটি সেলফি উঠলাম তারাও বেশ খুশি।

এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হল তাদের সাথে। ছোট পিচ্চিরা ঈদের বোনাস পেয়ে দোকানে যাচ্ছে কেনাকাটা করতেছে সদাই খাচ্ছে কতই না আনন্দ। যখন আমরা ছোট ছিলাম তখনও এমন আনন্দ করেছি তবে এখন একটু কমে গিয়েছে।



IMG-20230422-0004.jpg

ছোট ভাইয়ের হাতে রান্না বিরিয়ানি

ঈদের নামাজ পড়ে আসার পর দুপুরের জন্য বিরিয়ানি রান্না করতেছে ছোট ভাই। সাথে সহযোগিতা সকলের, তবে আমি তখন ঘুমিয়ে ছিলাম। পর্যাপ্ত ঘুম ধরেছে। আমাকে শুধু বলল হাতা নিয়ে আসতে। কারণ পাকানের সময় হাতা না থাকলে হয় না। হাতা এনে দিয়ে আমি ঘরের মধ্যে এসে ঘুমিয়ে পড়লাম।

একেবারে দুপুর পর্যন্ত ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে জোহরের নামাজ আদায় করে এসে খাওয়া-দাওয়া করলাম। তবে বিরিয়ানিটি অনেক সুস্বাদু হয়েছিল। এক কথায় দারুন রান্না করতে পারে।



IMG_20230423_175158_673.jpg

IMG_20230423_175154_081.jpg

ঈদের দিন পড়ন্ত বিকেল

ঈদের দিন বিকেল বেলা। বন্ধুরা মিলে একত্রে দেখা করব। আমরা যারা গ্রাম থেকে একসাথে লেখাপড়া করেছি তাদের একটি মেসেঞ্জারে গ্রুপ রয়েছে। প্রতিনিয়ত আমাদের কথা হয়।

ঈদের দিন দেখা করব এটা নিয়েও আলোচনা হচ্ছিল আমাদের সেই গ্রুপে। অনেকেই আসরের নামাজ পড়ে বাধে গিয়েছিল কিন্তু আমি ইউসুফ এবং সোহেল যাইতে পারি নাই।

কারণ ঈদের দিন পর্যাপ্ত ধুলাবালি এবং বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে কিছু উশৃংখল ছেলেমেয়ে। তাই ভেবেছিলাম মাগরিবের নামাজের পর বন্ধুরা মিলে একত্রে সময় কাটাবো অনেক গল্প করব।

বিগত যে সমস্ত ঈদ কাটিয়েছি আমরা এভাবেই কাটিয়েছি। যখন সূর্য ডুবে যায় অর্থাৎ মাগরিবের নামাজ এর একটু আগ মুহূর্ত সকলেই একত্রিত হয়ে অথবা আসরের নামাজের পর সূর্যের আলো যখন তীব্রতা কমে আসে তখন।

বন্ধুরা মিলে সবাই একত্রিত হয়ে দেখা করলাম। পরিশেষে ঈদের দিন সেই কাঙ্খিত জায়গায় পৌঁছানোর আগেই শুনতেছি পুলিশ সেখানে উপস্থিত এবং সকলকে বাধ এর জায়গা থেকে সরিয়ে দিচ্ছি। হাটতেছি বাঁধে যাওয়ার জন্য। দেখতেছি সমস্ত মোটরসাইকেল এবং ছেলেমেয়েরা চলে আসতেছে।

কয়েকজনকে জিজ্ঞাসা করা হলো বলল পুলিশ এসেছে কিছু উশৃংখল পোলাপানের জন্য সেখান থেকে সকলকেই সরিয়ে দিচ্ছে। সরে আসতেছে তারপরেও মোটরসাইকেলে উঠে শুধু পিকআপ টানছে এবং বাঁশি বাজাচ্ছে অযথাই।

ভাই আমরা আবারো ফেরত যাচ্ছি বাঁধে থেকে অন্য একটি জায়গায় বসার জন্য। তখন নামাজের সময় হয়ে এসেছে নামাজ পড়লাম।

পরিশেষে খাওয়া-দাওয়া করলাম এবং অন্য একটি জায়গায় বসলাম সকলে মিলে গল্প করলাম। এভাবে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত সকলেই মিলে একত্রিত হয়ে সময় কাটালাম, গল্প করলাম একই সাথে সকলের অবস্থান নিয়ে আলাপ আলোচনা করলাম। অনেক বন্ধু এখন কর্মজীবনে আবার অনেকেই পড়াশোনায় ব্যস্ত।

এভাবে আমাদের ঈদের দিনপুঞ্জি শেষ হলো

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
Loading...

প্রথমেই আপনাকে ঈদ মোবারক 🕌 জানাই।
পরিবার পরিজন নিয়ে বেশ চমৎকার ঈদ পালন করেছেন বোঝাই যাচ্ছে। আর দুপুরের বিরিয়ানি বেশ লোভনীয় ছিল। সবশেষে বন্ধুদের নিয়ে আড্ডা আয়োজনের মধ্য দিয়ে অসাধারণ সময় কাটিয়েছেন।
ধন্যবাদ আপনাকে চমৎকার ঈদ উদযাপন নিয়ে পোস্ট করার জন্য। দোয়া রইল ভালো থাকুন।

 last year 

ধন্যবাদ ভাই। পরিবারের সাথে ঈদ পালন করা অনেক আনন্দ। তাইতো বাড়িতে বিরিয়ানি রান্না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া ঈদের দিনের আপনার সেরা মুহুর্তগুলো আমাদের সাথে ভাগ করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ধন্যবাদ জাকারিয়া ভাই আপনাকে, আপনি আপনার পোষ্টে ঈদের দিন কিভাবে কাটিয়েছেন সেগুলো লিখেছেন। সত্যি অনেক ভালো লাগলো আপনার লিখাটি পড়ে। আপনার মত সকলের ঈদ আনন্দ সমান হোক এবং শান্তি ও সম্পৃতি বয়ে আনুক আমাদের সমাজে এই প্রত্যাশা করি।

#miwcc

 last year 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ছোট ভাই ঠিক বলেছো ঈদ মানে আনন্দ এবং ঈদ মানেই খুশি। ঈদের ঈদ তো ভালোই মজা করেছো তোমার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম। এবং বিকাল বেলা তোমার বন্ধুদের সাথে অনেক মজা ও আনন্দ হয়েছে তা বুঝতে পারলাম। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য ভালো থাকবে ছোট ভাই।
#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46