The Diary Game || 15 January 2024 || Casting slip and colour material test
প্রিয় ব্লগার,
আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি আমার দৈনন্দিন কার্যাবলীর মধ্যে অন্যতম একটি হচ্ছে ল্যাবরেটরি ফ্যামিলি নিয়ে। যেখানে আমরা দৈনন্দিন পরীক্ষা-নিরীক্ষা করে থাকি টেস্ট করে থাকি।
চলুন তাহলে দৈনন্দিন কার্যাবলীর ধারাবাহিকতা উপস্থাপন করি।
যেহেতু আমার জেনারেল শিফট তাই সকাল আটটার দিকে যেতে হয়েছে অফিসে আর অফিসে যাওয়ার পূর্বে, কোন খাওয়া-দাওয়া হয়নি। অফিসে যাওয়ার পরেই দেখতে পেলাম বেশ কিছু কাজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিস্কো সিটি চেক করা।
NSD রিপোর্ট দিতে হয়। ম্যানুয়াল কাস্টিং স্লিপ নিয়ে এসেছে ল্যাবরেটরীতে। ডিজিটাল ভিস্কো মিটারের সাহায্যে তরল পদার্থের প্রবাহ দেখা হয়।
প্রথমে একবার চেক করলাম ম্যানুয়াল কাস্টিং স্লিপ এর ফলাফল যথাযথ মিলতেছে না অর্থাৎ ভিস্কোসিটি অনেক কম। তাই স্যার দেখলো যেহেতু কম তাই আমাকে সাথে নিয়ে গেল বডি সেকশনে। সেখানকার ভিস্কো মিটারে রেজাল্ট কেমন আছে।
সেখানকার ভিস্কো মিটারের সাহায্যে যথাযথ আছে কিন্তু ডিজিটাল ভিস্কো মিটার দ্বারা মিলতেছে না রেজাল্ট। ম্যানুয়াল কাস্টিং স্লিপে তাদের রেজাল্ট দিয়ে দিয়েছি। তারা আবারও কাজ করতেছে ডিজিটাল ভিস্কো মিটারের জন্য।
এরপর আরেক টি টেস্ট করা হয়েছে তা হলো ডেনসিটি দেখা। একক আয়তনের ভরটাই হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। ঘনত্ব দেখার জন্য একটি ফল্ট কাপ রয়েছে।
কাপ দিয়ে ডিজিটাল মিটারের সাহায্যে চেক করার পর রেজাল্ট পেলাম যথাযথ মিল রয়েছে কিন্তু ভিস্কোসিটির ক্ষেত্রেই সমস্যা হচ্ছে বারবার। নিচে স্ট্যান্ডার্ড তালিকা তুলে ধরলাম।
Slip name | Viscosity | Density | RPM |
---|---|---|---|
Manual Casting slip | 0.75 mPas | 1.77 | 30 sec |
H.P.C.S Slip | 0.65 mPas | 1.67 | 30 sec |
এরপর বেশ কিছু কাজ আরো করা হয়েছে। যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া হয়নি তাই দ্রুত চলে গেলাম ক্যান্টিনে। যদিও অনেক সময় হয়ে গেছে প্রায় দশটা বেজে গেল।
সেকশনে সিনিয়র ভাইদেরকে বলে গেলাম। যার পর দেখতে পেলাম খিচুড়ি শেষ শুধুমাত্র পরোটা রয়েছে। কি আর করার আছে দুটি পরোটা সহ ডাউল দিয়ে খাওয়া দাওয়া করলাম।
ও আচ্ছা গতকাল সোডিয়াম সিলিকেট ফায়ারিং এ দেওয়া হয়েছিল টেস্ট রিপোর্ট দেওয়ার জন্য। এই সোডিয়াম সিলিকেট ১৪ তারিখে ড্রায়ারে দেওয়া হয়েছিল শুষ্ক করার জন্য।
১৫ তারিখে ড্রায়ার থেকে বের করে ১২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর মধ্যে GK firing করা হয় যার ফলে ইহা গলে স্বচ্ছ কাঁচে পরিণত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন।
এই টেস্ট করার মূল কারণ হচ্ছে Sodium silicate materials এর কালার কেমন আসে এর মধ্যে বুদবুদ কেমন হয়। ক্রাকিং আসে কিনা। অনেক কিছু দেখতে হয়।
দুপুরে খাবার খাওয়ার জন্য এক ঘন্টা বিরতি তাই খাওয়া দাওয়া করে কিছু সময়ের জন্য বিশ্রাম নেই এবং দুইটার দিকে আবার অফিসে যাই।
অফিসে যাওয়ার পর দেখতে পাই আরো একটি স্যাম্পল চলে এসেছে কালারিং স্যাম্পল। তাই স্যাম্পল টেস্ট করার জন্য আমার কাজ শুরু হয়ে গেল দুপুরের পর থেকে।
Colour name | Quantity | Code | RCV. Date |
---|---|---|---|
Green | 50 gm | ZY-2805 | 15.01.2024 |
রঙিন মেটেরিয়ালস পরীক্ষা করার জন্য ১০০ গ্রাম RTGM-51C গ্লেজ নেওয়া হল। ১০০ গ্রাম ড্রাই হিসেব করে নিলাম সেই অনুযায়ী স্লারি নামানো হয়েছে ১৮৫ গ্রাম।
এরপর কাজ হচ্ছে কালারিং মেটেরিয়ালস ৮% দিতে হবে অর্থাৎ ৮ গ্রাম কালারিং মেটেরিয়ালস গ্লেজ এর মধ্যে যুক্ত করতে হবে।
কালারিং মেটেরিয়ালস ৮ পার্সেন্ট নেওয়ার পর পর পট মিলে গ্রাইন্ডিং করলাম সাত থেকে আট মিনিট। এরপর সেই ১৮৫ গ্রাম প্লেজ এর মধ্যে কালারিং মেটেরিয়ালস যুক্ত করে দিয়ে টাইলসের উপর প্রয়োগ করা হলো।
এরপর সেই টাইলস ফায়ারিংয়ে দেওয়া হল। দীর্ঘ সাত ঘন্টা উচ্চ তাপমাত্রায় ফায়ারিং হওয়ার পর বের হবে ঠান্ডা হয়ে।
কাজ করতে করতে আমার অফিস টাইম শেষ হয়ে গেল তাই আমি পাঁচটার দিকে অফিস থেকে বের হলাম। অফিস থেকে বের হওয়ার সময় আমি আর শরিফুল হোটেলে দেখতে পাই গুড়ের জিলাপি। কি মজা মাত্র ভেজেছে। তাই আড়াইশো গ্রাম জিলাপি নিয়ে দুজন খাইলাম। যেহেতু ও নতুন জয়েন করেছে তাই কিছুদিন শুধুমাত্র জেনারেল শিফট এই রেখেছে।
যদি কোন কিছু জানতে আগ্রহী হন তাহলে বলতে পারেন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।
জিলাপি খাওয়ার পর রুমের দিকে রওনা হলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে একটু পরেই মাগরিবের আজান দিবে। রুমে চলে আসলাম। এভাবেই দৈনন্দিন কার্যাবলী সম্পূর্ণ হয়। আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। কেমন লাগলো আপনাদের, আমার দৈনন্দিন কার্যাবলী মন্তব্য করে জানাতে পারেন।
@meraindia
account @null
account for price increase.
সারাদিন বেশ কাজের মধ্যেই ছিলেন আপনি। কাজের চাপে সকালের নাস্তা করার সময় পাননি। কাজে প্রথম বার সফল না হলেও পরবর্তীতে আবার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটির জন্য।
Twitter promotion:- https://twitter.com/Md_Jakaria121/status/1747280219827048954?t=rPZUtxyHPCUDgiYYjdgYWQ&s=19
Your post has been successfully curated by @𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲 at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
Dear brother @𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲 ❤️, thanks for giving me valuable support.
ভাজি। আপনি সিরামিক নিয়ে পড়াশোনা করেছেন। আর এই শিল্প প্রতিষ্ঠানের কাজ করেন। বিকেল বেলা অফিসে জিলাপি গেলেন ।খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। আপনার পোস্ট টি পড়ে মোটামুটি বুঝতে পারলাম ব্যস্ততার মধ্যে ই দিনটি কেটেছে আপনার। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সবসময়।
You had a day full of work and concentration, but, your work looks very interesting, it shows that you like what you do.
সকালে অফিস বলে নাস্তা না করেই আপনাকে অফিস যেতে হয়।আপনার লেখা পড়লে আমি নতুন নতুন সব শব্দের সাথে পরিচিত হই ও কিছুটা ধারণা পাই।
দশটার দিকে ক্যান্টিনে যেয়ে নাস্তা করে আবারো কাজে লেগে পরেন।এরপর লান্চের পর ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে আবারো কাজের জায়গায় ফেরত যান।
আপনার লেখা পড়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য।
প্রতিদিনের মতো সারাদিনের কার্যলিপি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ নাস্তা না করে অফিসে গিয়েছেন। অফিসে গিয়ে আপনাদের দৈনন্দিন কাছে রিপোর্ট করা সেগুলো করেছেন। আপনার কার্যালিপি পড়ে মনে হল সারাদিন বেশ ভালোই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছেন।