The Diary Game || 11 May 2024 || Full day program in laboratory
সবাইকে শুভ সকাল,
সকালবেলায় আমি আপনাদের মাঝে গতকালের দিনপঞ্জি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বেশ বৃষ্টি হচ্ছে। ভাবলাম হয়তোবা আজকে অফিসে যাওয়া কষ্ট হয়ে যাবে। পাঁচ মিনিট পরেই দেখতে পাচ্ছি বৃষ্টি থেমে গেল আলহামদুলিল্লাহ।
তাই দ্রুতভাবে আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং রুম থেকে বের হলাম। হোটেলে গিয়ে তুন্দুর রুটি এবং সবজি ডাল দিয়ে দুটি রুটি খাইলাম।
খাওয়া-দাওয়া শেষে হাঁটতে শুরু করলাম অফিসের দিকে। হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টির ফোটা পড়তেছে। চমৎকার একটি মোমেন্টে আমি অফিসের দিকে অগ্রসর হচ্ছি।
যাওয়ার পথেই শরিফুলের সাথে আমি একটি ছবি উঠলাম। তবে এই সময় গুলো যখন আমি বাড়িতে অতিবাহিত করতাম অথবা হোস্টেলে অতিবাহিত করতাম তখন বেশ মজা হত।
- অর্থাৎ মুড়ি পার্টি কিংবা শুয়ে থেকে মুভি দেখা, আবার সব বন্ধুরা বারান্দায় এসে বৃষ্টি পরা দেখা এবং গল্প করা।
অফিসে আসার সাথে সাথেই দুই মিনিটের মধ্যে কাস্টিং সেকশন থেকে স্লিপ নিয়ে এসেছে পরীক্ষা করার জন্য। জানতে পারলাম স্লিপ দিয়ে দ্রব্যাদি তৈরি করতে ফেটে যাচ্ছে।
তাই দ্রুতভাবে আমি ভিস্কো সিটি পরীক্ষা করলাম এবং ডেনসিটি পরীক্ষা করলাম। আমি দেখতে পাচ্ছি ভিস্কোসিটি অনেক অনেক কম তবে ডেনসিটি কিছুটা ঠিক রয়েছে।
তাদের কাছে রেজাল্ট দেওয়ার পর তারা স্লিপ গুলো বডি সেকশনে পাঠিয়ে দিয়েছে এগুলো ঠিক করার জন্য। কেননা এই স্লিপ দিয়ে দ্রব্যাদি তৈরি করলে শুধু নষ্ট হবে।
আজকে সেই দ্রব্যাদি হাতে এসেছে। এজন্যই আপনাদের মাঝে তুলে ধরেছি পার্সেন্টেজ কম এবং বেশি রাখলে দ্রব্যাদির কালার কেমন পরিবর্তন হয় এবং বায়ার এর দ্রব্যাদির সাথে এগুলোর কোন দ্রব্যাদি পারফেক্ট সেগুলো দেখার জন্য।
LTG-1B glaze দিয়ে 22cm coup plate 🍽️ dipping করে ফায়ারিং করতে দেওয়া হয়েছে। কেননা গ্রাইন্ডিং কৃত গ্লেজ এর সাথে প্রোডাকশন এর গ্লেজ কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেই পার্থক্য দেখার জন্য ডিপিং টেস্ট দিতে হয়।
L = Low
T = Temperature
G = Glaze
দুপুরে রুমে আসার পর দেখতেছি কারেন্ট নেই। জানতে পারলাম সার্কিট ব্রেকার সমস্যা করতেছে। অনেকেই বলতেছে কাটআউট এর সমস্যা। তাই মেন লাইন খুলে দেখলাম কাটআউট এর কোন সমস্যা আছে কিনা।
সেখানে কোন সমস্যা নেই। কারেন্ট থাকা সত্ত্বেও শুধু আপ ডাউন করতেছে। হয়তো কোথাও লুজ কানেকশন আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোথায় এই সমস্যা!
বিকেল বেলায় একটি স্যাম্পল এর কাজ করা হচ্ছে। অবশ্যই এই সসার এর কাজ গতকাল এই করা হয়েছিল আজকে শুধু দেখা হচ্ছে ফায়ারিং এরপর ইহা বায়ার এর চাহিদার সাথে সামঞ্জস্য আছে কিনা।
দেখা হল মোটামুটি বেশ ভালো। এরপর আরো বেশ কিছু স্যাম্পল এর কাজ ছিল সেগুলো মুসাহিদ ভাই ধীরে ধীরে একে একে করতেছে।
অফিস শেষে আমি আসতেছি বাসায় সেই সময় অফিসের এক কর্নারের দিকে ক্যামেরা ঘুরিয়ে ছবি উঠালাম বেশ ভালই লাগতেছিল সবুজ সবুজ গাছ গাছালি।
আমি ভেবেছিলাম হয়তোবা বৃষ্টি আসতে পারে কিন্তু বৃষ্টি আসে নাই। কেননা সকালবেলায় বেশ মেঘলা আকাশ ছিল তবে কিছুক্ষণ পরেই রোদের দেখা মিলল।
এভাবে সম্পূর্ণ দিন অতিক্রম করে এখন সন্ধ্যায় পদার্পণ করলাম। সন্ধ্যার দিকে অনেক ব্যস্তময় সময় অতিবাহিত হয়েছে অবশ্য।
@meraindia
account @null
account for price increase.
https://twitter.com/Md_Jakaria121/status/1789462800034939287?t=60ZiYG2pWpDC_smCWltBXw&s=19
কয়েকদিন তীব্র গরমের পর এখন মোটামোটি সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে। শীতল একটি আবওহাওয়ায় অবসর সময় পার করতে পারাটা খুবই আনন্দের। কিন্তু জীবিকার তাগিদে সেটি সবসময় হয়ে উঠে না।
সারাদিনের অফিসের ব্যস্ততার পর সবুজ প্রকৃতি আপনার মনকে প্রশান্ত করে তুলেছিল। ধন্যবাদ আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে, প্রকৃতি আরো সবুজ শ্যামল হয়ে ওঠে এই বৃষ্টির পানিতেই। আগেই সবুজ প্রকৃতির মাঝে মন প্রশান্ত হয়ে যায়। ধন্যবাদ জানাই চমৎকার মন্তব্যের জন্য
বেশ কিছুদিন ধরে চলা তীব্র গরমের পরে তার দেশের প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। এর মাঝে ঢাকাতে বোধহয় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও যেটুকু হয়েছে তাতেই অনেক শান্তি পাওয়া যাচ্ছে।
বৃষ্টির জন্য অফিস থাকলে একটু ঝামেলাই হয়।
আমার কাছে মনে হয় যে বৃষ্টি এমন দিনে নামা উচিত যেদিন আমরা বাসা থেকে বের হব না।কিন্তু সেটা তো তার সম্ভব না, সে বৃষ্টি হোক আর না থাক অফিসে যেতেই হবে বা অন্যান্য কাজকর্ম করতেই হবে।
আপনি ডাল সবজি আর তন্দুর রুটি দিয়ে নাস্তা
করে অফিসে গিয়েছিলেন।
আপনার দিনলিপি করে ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।
হ্যাঁ আসলে বৃষ্টির মধ্যে অফিসে যাওয়া ভালো লাগেনা এই সময়টুকু বাসায় অতিবাহিত করতে খুব মন চায়। তবে যাই হোক বৃষ্টির থেমে যাওয়ার পর গিয়েছি। ধন্যবাদ জানাই চমৎকার একটি মন্তব্য তুলে ধরার জন্য।
কিছুদিন তীব্র গরম দেখায় এখন কয়েকদিন ধরে হালকা ঠান্ডা বৃষ্টি পড়ে প্রাকৃতিক টাকে ঠান্ডা করে বাসায় এসে দেখো কারেন্ট নেই এবং কারেন্টের সুইচ থেকে কোন সমস্যা আছে কিনা তা দেখব এবং আমাদের কোম্পানির বাহিরের দৃশ্যটা আসলেই সুন্দর সবুজ। ধন্যবাদ তোমার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এবং ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ
আপনি একদম মনের কথা বলেছেন। টিপ টিপ বৃষ্টির সময় ঘরে শুয়ে মুড়ি মাখা খেতে এবং টিভি দেখতে খুব ভালো লাগে।
যাইহোক টিপটিপ বৃষ্টির মাঝে আপনি অফিসে গিয়েছেন। অফিসে আপনাদের সিরামিক্সের সমস্যা হয়েছে।
আপনার ল্যাবের সম্পর্কে অনেক কিছুই শেয়ার করেছেন কিন্তু আমি সেরকমটা কিছুই বুঝতে পারিনি।
সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো। তবে আপনার কাজগুলো আমার কাছে অস্পষ্ট। কেননা এমন কাজের সাথে আমার কোন অভিজ্ঞতা নাই। যাইহোক আপনি ভালোমতন কাজ করছেন এবং বায়ারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে দিচ্ছেন দেখে ভালো লাগলো।
বৃষ্টি বর্তমান সময়ে অতীব জরুরি। বৃষ্টির সময় আপনি পুরোনো অর্থ্যাৎ হোস্টেল জীবনের কিছু স্মৃতি আমাদের সাথে ভাগ করেছেন। সব মিলিয়ে আপনার লিখা ভালোই লাগলো। ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার প্রতি।