Steem engagement challenge-S10/W1| I do believe in God and Evil power exists.

in Incredible Indialast year

সক্রিয় স্টিমিয়ান শুভাকাঙ্ক্ষী বন্ধুরা,
আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন। এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১০ এর প্রথম সপ্তাহ শুরু হয়েছে। তাইতো আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আগ্রহী।

png_20230606_145744_0000.png

Design by Canva

প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর বিষয়কে এনগেজমেন্ট চ্যালেঞ্জে নির্ধারণ করার জন্য। এই বিষয়গুলো সম্পর্কের সঠিক ধারণা এবং জানা অত্যন্ত জরুরী। চলুন তাহলে নির্ধারিত বিষয় অনুযায়ী আমরা পড়তে থাকি।

Do you believe God and evil power exists? Explain?

stonehenge-4614639_1280.jpg

pixabay

প্রথমেই আমি এই প্রশ্নটির উত্তর বলছি হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি।

এখন আমি এই বিষয়টি তুলে ধরি কেন বিশ্বাস করি! সূরা আল ইখলাস এর মধ্যে উল্লেখ রয়েছে, সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় তার কোন শরীক নেই। তাকে কেউ সৃষ্টি করেনি এবং কেউ জন্মদান করেননি।

আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব দেখতে পাই না, তবে তাকে বিশ্বাস করি। যিনি এই মানবজাতিকে সৃষ্টি করেছেন এই আসমান জমিন সৃষ্টি করেছেন এই পাহাড়-পর্বত নদী-নালা সমস্ত কিছু তার হুকুমেই চলে এবং তিনি সবকিছু পরিচালনা করে থাকে।

যার হুকুমে একজন মানুষ সৃষ্টি হয় এবং যার হুকুমে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব মৃত্যু বরণ করে শুধু এখানেই ক্ষ্যান্ত নয় এই পৃথিবী ধ্বংস হবে তার হুকুমেই অর্থাৎ সমস্ত কিছু তার হুকুমেই হয়ে থাকে। তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহতালা।


অশুভ শক্তি বলতে কালো জাদু কিংবা দুষ্ট জ্বীন ভুত এর প্রভাবকেই বুঝি আমি। কিছু দুষ্ট জিন থাকে যেগুলো মানুষের ক্ষতি করে থাকে। কিন্তু আমরা সেই জিনের আকার বা আকৃতি দেখতে পায় না। সেই অশুভ শক্তি অনুভব করতে পারে যার মধ্যে জিন আসর করে বা কালো জাদু প্রয়োগ করা হয়।

তবে এই কালো জাদু বা জ্বীনের আর সব সত্যি সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তা নিষেধ করে দিয়েছে যেন তারা এই ধরনের কার্যকলাপ কখনো না করে যার দ্বারা মানুষের ক্ষতি হয় এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করে বা ভয় দেখায়।

Have you ever felt any supernatural power? Describe.

station-3744420_1280.jpg

pixabay

হ্যাঁ আমি অতিপ্রাকৃত শক্তি অনুভব করেছি। তবে এই শক্তি বিজ্ঞান কিংবা বাস্তবিক নিয়ম অনুসারে বিশ্লেষণ করা অসম্ভব।

আমি এখানে দুটি বিষয় শেয়ার করব, আমার জীবনে ঘটে যাওয়া সেই অতিপ্রাকৃত শক্তি।

সময়টি ছিল তখন শবেবরাত। ওই সময় সৃষ্টিকর্তার কাছে মানুষ সবচাইতে বেশি দোয়া প্রার্থনা করে এবং তার আগামী দিন যেন ভাল যায় তার জন্য প্রার্থনা করে দোয়া করে এবং কৃতকর্মের জন্য আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে।

ঠিক ওই সময় আমি গভীর রাত্রিতে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করি এবং ক্ষমা প্রার্থনা করি। রাত্রি আঁধারে যখন কোন বান্দা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে হাত তুলে এবং সিজদায় লুটিয়ে পড়ে, তখন আল্লাহতালা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং তাকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করে।

অবশ্যই সেই ব্যক্তিকে তওবা করতে হবে যার মাধ্যমে সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দেয়। ওই সময় সৃষ্টিকর্তা বলতে থাকে, হে বান্দা তোমরা কারা আছো যারা এই গভীর রাত্রিতে না ঘুমিয়ে আছো। আমি তোমাদের কাছে এসেছি তোমরা কেউ কি আছো আমার কাছে প্রার্থনা করার মত! এভাবে আল্লাহতালা ডাকতে থাকে।

আমি ঠিক জানিনা ও হয়তোবা আমি অনুভব করতে পেরেছি। আমি যখন প্রার্থনা করি সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আমি অসম্ভব শান্তি অনুভব করেছিলাম ঠিক ওই সময় যা ভাষায় প্রকাশ করার মত নয়।


এছাড়াও আমি আরও একটি অতিপ্রাকৃত শক্তি অনুভব করেছিলাম, যখন আমি রাত্রিবেলায় গভীর নিদ্রায় মগ্ন ঠিক তখন কেমন যেন এক ও শুভ শক্তি আমার বুকে চাপ দিয়ে ধরে আছে। তখন আমি অনেক কষ্ট অনুভব করতেছিলাম যেন মৃত্যুবরণ হবে।

তখন আমার শরীর নাড়ানোর মতো অবস্থা ছিল না। কথা বলতে পারতে ছিলাম না। যখন আমি সেই পরিস্থিতি কাটিয়ে উঠি পরিবারকে জানাই তখন তারা বলে তোমার বোবা ধরেছিল। আবার কেউ বলে তোমাকে জিন বুকের উপর চাপ দিয়ে ধরেছিল।

Share your perspective about the power of God and Evil.

architecture-3357028_1280.jpg

pixabay

তুমি কি কখনো চিন্তা করে দেখেছো আমাকে তোমাকে কে সৃষ্টি করেছে? কখনো কি চিন্তা করে দেখেছো এত সুন্দর আসমান জমিন প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে সৃষ্টি হয়েছে? এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে! না কক্ষনো না, অবশ্যই এগুলো তৈরি করেছেন সেই মহান রাব্বুল আলামীন যাকে আমরা স্রষ্টা বলে থাকি আল্লাহ বলে থাকি বা বিভিন্ন নামে ডাকি।

আল্লাহ তালাকে আমরা দেখতে পাই না, তবে বিশ্বাস করি। যখন কোন গাড়ি তৈরি করা হয় সেখানে দেখবেন ইঞ্জিনিয়ার থাকে ডিজাইনার থাকে ক্রিয়েটিভ ব্রেন এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এছাড়াও সকল ধরনের কর্মকর্তা সেখানে উপস্থিত থাকে এবং তাদের সকলের গবেষণা এবং চেষ্টায় আল্লাহতালা তাদেরকে সফলতা দিয়ে দেয় গাড়ি তৈরি করার ক্ষেত্রে।

তাহলে একবার চিন্তা করে দেখুন এত সুন্দর ভাবে এই পৃথিবীর সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে মেধা শক্তি দিয়েছে, এগুলো কি এমনিতেই হয়ে গেছে! না কখনো না।


মন্দ শক্তি কোন ধর্মেই স্বীকৃতি দেয় না। কেননা সকল ধর্ম চায় শান্তি। এমন কোন মন্দ শক্তি প্রয়োগ করা যাবে না যার দ্বারা মানুষের ক্ষতি হয় বা সার্বিক দিক থেকে ক্ষতি।

তবে এই ক্ষতি মানুষের দ্বারাও হয়ে থাকে যেমন কালো জাদু প্রয়োগ এছাড়াও আরো অন্যান্য। আরো একটি মন্দ শক্তি রয়েছে যা জ্বিন জাতি থেকে হয়ে থাকে। এরাম মানুষকে ক্ষতি করে থাকে আবার কখনো সঠিক পথেও চলতে সহায়তা করে।

তবে এই মন্দ শক্তি আমি কখনোই পছন্দ করি না। কেননা এই পৃথিবীতে আমরা কখনোই সারা জীবন বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে রেখেছে, এর মধ্যেই আমাদেরকে চলে যেতে হবে। তবে আমরা সেই নির্দিষ্ট সময়সীমা জানিনা। সুতরাং আমাদেরকে মন্দির শক্তি থেকে বিরত থাকতে হবে এবং সৃষ্টিকর্তার দিকে ধাবিত হতে হবে।

cinema-1293881_1280.webp
pixabay

এত সুন্দর একটি বিষয় নিয়ে এনগেজমেন্ট চ্যালেঞ্জ পরিচালিত করার জন্য আবারো ধন্যবাদ জানাই। একই সাথে এত সুন্দর একটি এনগেজমেন্ট চলতেছে এই অবস্থায় আপনাদের কেউ আমন্ত্রণ জানাই বন্ধু হিসেবে।@hamzayousafzai @leonciocast @pandora2010 @memamun আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

TQ.png


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

20230308_075447_0000.png

Sort:  
Loading...
 last year 

Hola amigo.
Que bueno que no le guste estar relacionado con el mal porque eso siempre será vencido por nuestro Padre Celestial.

Éxito en el concurso 🤞🏻
Muchas Bendiciones..🙏🏻

 last year 

Gracias por tu comentario.

 last year 

আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব দেখতে পাই না, তবে তাকে বিশ্বাস করি। যিনি এই মানবজাতিকে সৃষ্টি করেছেন এই আসমান জমিন সৃষ্টি করেছেন এই পাহাড়-পর্বত নদী-নালা সমস্ত কিছু তার হুকুমেই চলে এবং তিনি সবকিছু পরিচালনা করে থাকে।

আমরা তাকে দেখতে না পেলেও আমরা তাকে সব সময় বিশ্বাস করে এসেছি এবং তিনি আমাদের এই মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং এত সুন্দর এই পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং তিনি পরিচালনা করেন।

আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়ে না তাকে আমরা সব সময় বিশ্বাস করে এসেছি এবং বিশ্বাস করে যাব। তিনি চাইলে সব কিছুই পারে।

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে খুবই সুন্দর ভাবে আপনার পুরো পোস্টটি সাজিয়ে।স্টিমিট এংগেজমেন্ট চ্যালেঞ্জ অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনার জন্য শুভকামনা রইল। আমার এই পোস্ট পড়ে সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আমাদেরকে অপরূপ নিদর্শন দিয়েছে যা দেখে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারি বেশি বেশি। তার শুকরিয়া আদায় করতে এত সুন্দর সুন্দর নিদর্শন আমাদের মাঝে বিস্তৃত করে দিয়েছেন। সেই সৃষ্টিকর্তাকে আমরা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এবং ভালোবাসি।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

আমরা সৃষ্টিকর্তাকে দেখতে না পেলেও তাকে মনে প্রাণে বিশ্বাস করি। তিনি সকল কিছুর অধিকারী আমাদের সবকিছু এত সুন্দর করে তিনি সৃষ্টি করে দিয়েছেন যেটা হয়তো আমরা বলে বোঝাতে পারবো না আমরা তাকে দেখতে না পেলেও তাকে।

অধিক বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি স্টিমিট এংগেজমেন্ট চ্যালেঞ্জ অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ জানাই আপনার সুন্দর মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

thank for inviting i am also going to post my entry in this contest

 last year 

Thank you for participating already.

 last year 

সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস,,, এবং আপনি বলেছেন আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নেই। একদমই ঠিক বলেছেন আল্লাহতালাকে কেউ সৃষ্টি করেনি,, তিনি অপরূপ সৃষ্টির মালিক।

আপনি যখন শবেবরাতের রাতে,, আপনার নিজের মনের ইচ্ছে গুলো,, আপনার নিজের মনের ভাষণ গুলো সৃষ্টিকর্তার কাছে মোনাজাতের মাধ্যমে ফরিয়াদ করছিলেন। তখন আপনি অন্যরকম এক শান্তি অনুভব করছিলেন। এখান থেকে আপনি এই অপ্রকৃত শক্তির অনুভবটা করেছিলেন।

অশুভ শক্তি এবং মন্দ শক্তির মধ্যে আপনি বেশ সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। আমাদের এই পৃথিবীতে অশুভ শক্তি চাইতেও,, ভালো শক্তির মূল্যায়ন অনেক বেশি।

অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এত সুন্দর ভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।

 last year 

অশুভ শক্তি এবং মন্দ শক্তি এই দুইটি শব্দের অর্থ একি। ধন্যবাদ জানাই আপনার সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98833.06
ETH 3391.57
USDT 1.00
SBD 3.08