You are viewing a single comment's thread from:

RE: কারণ উন্নতি দেখে হিংসা করা ঠিক না

in Incredible Indialast year

বর্তমান সমাজে এটি যেন একটি রোগ ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় সকলের মাঝেই এই রোগ বিস্তার করছে। কিন্তু কেন! এর পেছনে আমি একটাই কারণ দেখতে পাই সেটি হচ্ছে কঠোর পরিশ্রম যারা করে না কেবল তারাই এই হিংসে বিদ্বেষে জর্জরিত।

পরিশ্রম করুন আপনি তাহলে দেখতে পাবেন কোর্সে ভালো অবস্থানে আপনি দাঁড়াতে সক্ষম। সুতরাং কারো ভালোটা হিংস এর কারণ না করে, মোটিভেট হয়ে সামনে অগ্রসর হন কঠোর পরিশ্রম করুন।

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।



পরামর্শ হিসেবে থাকছে,
প্রথমেই আপনার টাইটেল একটু সঠিক করে নেবেন। পোস্টকে আরো সৌন্দর্য দেওয়ার জন্য মার্ক ডাউন ব্যবহার করতে পারেন।

লেখা যেমন সুন্দর্য করেছেন ঠিক তেমনি আরো আকর্ষণীয় করার জন্য মার্ক ডাউন অপরিহার্য। যদি তিন থেকে চার লাইন পরপর একটি প্যারা তৈরি করতেন তাহলে আরো সুন্দর্য পূর্ণ হত। লেখার মাঝখানে দাড়ি কমা বিষয়গুলো খেয়াল রাখা উচিত।

আবারো ধন্যবাদ জানাই সুন্দর একটি পোস্ট তথ্যবহুল করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। (ধন্যবাদ)

Sort:  
 last year 

জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74454.68
ETH 2639.93
USDT 1.00
SBD 2.42