You are viewing a single comment's thread from:

RE: আলু আর ডিমের বিরিয়ানি রেসিপি

in Incredible India2 years ago (edited)

সবকিছু মিশিয়ে নিব, এরপর চাল দিয়ে দিব,এবং চাল ৪ মিনিট মতো ভেজে নিব৷ এরপর চালের দ্বিগুন পানি দিব৷ এরপর আলু ভাজা দিয়ে দিব৷ এবং ১০-১৫ মিনিট মতো জ্বালিয়ে নিব।যখন পানি শুকিয়ে আসবে তখন ডিম দিয়ে দিব,এবং আবার ধনি পাতা কুঁচি দিয়ে দিব৷ এরপর আরও ১০ মিনিট মতো জ্বালিয়ে নিব৷ তাহলেই হয়ে যাবে সুসাদু আলু ডিমের বিরিয়ানি রেসিপি।

  • লেখার মধ্যে সেন্টেন্স পূর্ণতা পায়নি। সেন্টেন্সটি সম্পূর্ণ পূর্ণতা পেতে হলে তাদের গঠনগুলো ঠিক করতে হয়। আমরা সবসময় বলে থাকি এবং এখনো বলি দয়া করে পোস্ট করার আগে অবশ্যই বানান ভুল কিংবা স্পেলিং ঠিক করে নেবেন।

  • যখন রেসিপি পোস্ট তৈরি করবেন অবশ্যই সেখানে সবকিছুর পরিমাণ উল্লেখ করে দিবেন। তা না হলে রেসিপি পূর্ণতা পায়না, কারণ আপনার রেসিপি দেখে যেন অন্য কেউ তৈরি করতে পারে এমনভাবে আপনাকে উপস্থাপনা করতে হবে।

Screenshot_20221228-213256.png
Sort:  

ঠিক আছে,পরবর্তীতে এরকম করে দেবো। ধন্যবাদ

 2 years ago 

আপনাকে দেখলাম আপনি যখন পোস্ট করেন তখন পোস্টের দিকে আপনার মনোযোগ থাকে না। বিশেষ করে আপনি একদিনে তিন থেকে চারটি করে পোস্ট করেন এগুলো কখনোই একজন ভালো লেখকের কাজ নয়।

আমি লক্ষ্য করে দেখলাম অন্য কমিউনিটিতেও আপনি পোস্ট করেন সেখানে গিয়েও দেখলাম আপনার লেখার কোন কোয়ালিটি নেই এবং অনেক বানান ভুল রয়েছে এবং সেন্টেন্স পূর্ণতা পায় না।

যদি কোন কিউরেটরের নজরে পড়ে যান তাহলে অবশ্যই এটা আপনার জন্য দুঃখজনক। সুতরাং আপনাকে এর আগেও সতর্ক করা হয়েছে এখনো বলা হচ্ছে মনোযোগ সহকারে লেখেন এবং যেকোনো এক জায়গায় স্থির হয়ে যান।

 2 years ago 

ঠিক আছে,পরবর্তীতে এরকম করে দেবো

আপনার কাছে প্রশ্ন করি দেখেন তো ইন্ডিকেট করা লেখাটি পূর্ণতা পেয়েছে নাকি? মানে আপনি লেখার সময় কখনো মনোযোগ রাখেন না যে আপনি কি লিখতেছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60078.84
ETH 3197.52
USDT 1.00
SBD 2.45