You are viewing a single comment's thread from:
RE: আলোর প্রাধান্য বাড়ে তমশার কারণে, খারাপ সময়, ভালো সময়ের গুরুত্ব বাড়ায়।
খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই আলোর মাধ্যমে আমাদের জীবন পরিবর্তনের ধারা। মানুষের তৈরি এই ইলেকট্রিক্যাল আলোর মতো আমাদের জীবন নয় বরঞ্চ বাস্তবতার সাথে নিজেদেরকে অগ্রসর করতে হবে সামনে।
সহজ পথ ধরে নয় বরং বাস্তবতা মোকাবেলা করতে হবে তাহলেই আলোর দেখাবে মিলবে।
সঠিক কথা বলেছেন, জীবনে বিভিন্ন আলোর দিস আসে বিপদে কিন্তু কোনটা সঠিক সেটা বুঝে নিতে হবে আমাদের কেই, যাতে ক্ষণিকের আলো আরো বেশি অন্ধকারের দিকে আমাদের ঠেলে না দেয়।
আমি ধন্যবাদ জানাই আমার মন্তব্যের প্রতি উত্তর পেয়ে।