হেলিকোনিয়া ভেষজ গাছের পরিচয় || Introduction to Heliconia Herbs.

in Incredible Indialast year (edited)

প্রিয় শুভাকাঙ্ক্ষী,
স্টিমিট প্রিয় ব্লগার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছে।

আজকে আমি আপনাদের সাথে হেলিকোনিয়া বা ঝুলন্ত চিংড়ি এই গাছের সাথে পরিচয় করিয়ে দেব।

গাছের নাম হেলিকোনিয়া

IMG_20230514_174148_445.jpg

এই গাছের বিভিন্ন নাম রয়েছে। কোথাও কোথাও ঝুলন্ত চিংড়ি নামেও পরিচিত। আমি এই গাছ সম্পর্কে আগে জানতাম না এবং এই গাছ আগে কখনো কোথাও দেখেছি এমন মনে হচ্ছে না।

আমাদের এই ইনস্টিটিউটে যেহেতু নার্সিং এবং আয়ুর্বেদিক এর প্রতিষ্ঠান রয়েছে সেহেতু বিভিন্ন প্রকারের ভেষজ ঔষধি গাছ রোপন করে। বিলুপ্ত হয়ে যাওয়া ঔষধি গাছগুলোকে সংরক্ষণ করার লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে বাগান।

আমি যখন এই গাছটির দিকে লক্ষ রাখি তখন অনেকটাই অবাক হয়ে যাওয়ার মত অবস্থা আমার। কেননা এত আকর্ষণীয় এবং সুন্দর যা বলে বুঝানো অসম্ভব। আমি ইতিমধ্যে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করেছি আপনারাও দেখতেছেন।



IMG_20230514_174141_064.jpg
IMG_20230514_174141_971.jpg

আকর্ষণীয় দিক:- আসলে সৌন্দর্য বলে বুঝানো যায় না। সৌন্দর্য এমন একটা আকর্ষণীয় দিক, যাহা ভেতর থেকে উপলব্ধি করতে হয়।

এরপরেও কিছু বিষয় তুলে ধরছি, দেখতে অনেক আকর্ষণীয় এই ফুল। ফুলের রং লাল হলুদ এবং গাঢ় সবুজ। দেখতে অনেকটাই পাখির মত। আবার অনেক সময় চিংড়ি মাছ যেন রশীর মধ্যে ঝুলিয়ে রেখেছে।

এই রং গুলো এত আকর্ষণীয় যা দেখলে চোখ জুড়িয়ে যায়। পাতাগুলো অনেকটাই কলা গাছের পাতার মত আকৃতি।



IMG_20230514_174153_877.jpg
IMG_20230514_174157_465.jpg
IMG_20230514_174157_934.jpg

আদি যুগে ছিল না কোন ডক্টর এবং ছিলনা কোন হোমিওপ্যাথি চিকিৎসা। তখন ঠিক ওই সময়গুলোতে এই ঔষধি ব্যবস্থা হিসেবে বিভিন্ন ভেষজ গাছ ব্যবহার করত।

আজ কালের বিবর্তনে বিজ্ঞানের গবেষণায় ওই সমস্ত ভেষজ গাছ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আজ ওষুধে পরিণত করেছে প্রক্রিয়াজাত করছে। সেখান থেকেই আমরা আজ হোমিওপ্যাথি এলোপ্যাথি বিভিন্ন ঔষধ ক্রয় করছি এবং সেবন করি।

অথচ মূল যে বিষয় তা হল ভেষজ উদ্ভিদ সম্পর্কে আমরা একেবারেই শূন্য জ্ঞানে সমৃদ্ধ। আমরা সেই ভেষজ গাছগুলো থেকে সম্পূর্ণই বিমুখ হয়ে যাচ্ছি। অথচ বিজ্ঞান সেই ভেষজ গাছ ব্যবহার করেই আমাদের মাঝে প্রক্রিয়াজাত করছে বিভিন্ন ঔষধ।



IMG_20230514_174128_792.jpg

এই গাছ গুলোর অনেক উপকারিতা রয়েছে। আমরা যদি এগুলো সম্পর্কে রিসার্চ না করি এবং ভেষজ গাছ সম্পর্কে সচেতন না হই। তাহলে কিভাবে আমরা এই কাজগুলোকে চাষ করবো!

আমাদের উচিত এই গাছগুলোকে নিজেদের বাড়ির আঙিনায় ভেষজ গাছ এর ছোট পরিসরে বাগান তৈরি করা। এতে নিজেদের দিকে খেয়াল রাখা যাবে, বিভিন্ন রোগ থেকে নিরাময় পেতে ‌‌।

কেননা ছোট ছোট অসুস্থতা ধীরে ধীরে বড় একটি পর্যায়ে চলে যায়। যাহা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আসুন আমরা যেকোনো ভেষজ গাছ সম্পর্কে জানি।



হেলিকোনিয়া গাছের উপকারিতা

  • হেলিকোনিয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা পালন করে।

  • জন্ডিস নিরাময়ের জন্য যথেষ্ট ভূমিকা পালন করে।

  • আমেরিকার কিছু স্থানীয় অধিবাসী গ্রীষ্মকালে খাবার মোড়ানোর জন্য হেলিকোনিয়ার পাতা ব্যবহার করে।

  • মাথা ব্যাথা, মচকে যাওয়া, ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয় এই হেলিকোনিয়া।

অবশ্যই ব্যবহার করার পূর্বে ভেষজ বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবহারবিধি এবং গাছের কান্ড ব্যবহৃত হয়।



যেহেতু এই গাছটি আমি নতুন দেখলাম এবং এর ফুল। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের ও ভালো লেগেছে এই হেলিকোনিয়া সম্পর্কে জেনে।

ধন্যবাদ

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

হেলিকোনিয়া গাছ আগে কখনও দেখা হয়নি তোমার পোস্টটা পড়ে দেখতে পেলাম। হেলিকোনিয়া গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং সাথে হেলিকোনিয়া গাছের উপকারিতা জানতে পারলাম। ছোট ঠিক বলেছ আদি যুগে কোন ডক্টর ছিল না এবং ছিল না কোন হোমিওপ্যাথিক চিকিৎসা তখন এই ভেষজ উদ্ভিদ ওই সময়গুলোতে এই ঔষধি ব্যবস্থা হিসেবে বিভিন্ন ভেষজ গাছ ব্যবহার করত।তাই ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ভালো থাকবে ছোট ভাই। আল্লাহ হাফেজ

 last year (edited)

তোমাকেও ধন্যবাদ জানাই আমার এই পোস্ট পড়ার জন্য। কেননা এই পোষ্টের মধ্যে হেলিকোনিয়া সম্পর্কে অনেক কিছুই তথ্য আছে। তা তুমি সম্পূর্ণ অনুধাবন করেছো পড়ার মাধ্যমে।কোয়ালিটি পূর্ণ কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much 👍

 last year 

হেলিকোনিয়া গাছটি আজকে প্রথম দেখলাম ৷ তারপর আপনার পোস্ট থেকে এই হেলিকোনিয়া গাছের ভেজষ উদ্ভিদ সম্পর্কে নানা তথ্য সংক্রান্ত জানতে পারলাম ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকেও ধন্যবাদ জানাই পোস্ট পড়ার জন্য। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

প্রথমে দেখে আমি মনে করলাম এটা আবার কি ফুল রে বাবা কখনোই তো দেখা হয়নি তারপর আস্তে আস্তে নিচের দিকে আসতেই দেখলাম আপনি পুরো গাছ ধরেই ছবি উঠিয়েছেন তখন বুঝলাম যে আসলে এই ফুলটি আসলে কোন গাছের আসলে এই গাছটি সম্পর্কে আমার খুব একটা বেশি জানা নেই তবে দেখেছি অনেক জায়গায় সৌন্দর্য বাড়ানোর জন্য এই ধরনের গাছ লাগানো হয়।

আসলেই এই গাছটি এবং এই গাছে ফোঁটা ফুলটি দেখতে অনেক সুন্দর এবং সেই সুন্দর মুহূর্তটি আপনি খুব সুন্দর ভাবেই আপনার ক্যামেরাবন্দি করেছেন

 last year 

আসলেই এই ফুলটি অনেক সুন্দর। বিভিন্ন জায়গায় এই ফুলটি সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকে। ধন্যবাদ আপনার মন্তব্য প্রকাশ করার জন্য।

Loading...
 last year 

Hola linda flor, en Venezuela 🇻🇪 se llama ave del paraíso o riquirriqui

 last year 

Gracias por visitar mi publicación.

 last year 

Es un gusto, buenas noches

 last year 

Buenos días, no hay por qué 😃

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হেলিকোনিয়া গাছের উপকারিতা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন,,, এবং এর সৌন্দর্য এর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছে,,,,

আর আপনার ফটোগ্রাফি গুলো বেস সুন্দর হয়েছে,,, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

হেলিকোনিয়া গাছের এই পোস্ট পরিপূর্ণ করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63