Incredible India monthly contest of January #1|Time is the best teacher for all?

in Incredible India6 months ago

সকলের জন্যই অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতায় আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলাম। চলুন তাহলে প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক।

1. Do you believe time is the best teacher? Describe.

pexels-photo-1209999.jpeg
Src

হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি সময় সবচাইতে বড় শিক্ষক। যদি কারণ বর্ণনা করতে হয় তাহলে আমি তুলে ধরব একটি উদাহরণ:-

যদিও এই উদাহরণ সকলের কাছেই কমন তারপরেও আবারো তুলে ধরছি:- দেখুন যখন আপনি ভালো সময় অতিবাহিত করতেছেন অর্থাৎ ভালো সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন তখন আপনার পাশে অনেকেই থাকবে। এমনকি সেই সময় অনেক বন্ধুরাও আসবে।

কিন্তু যখন সময়ের সাথে সাথে আপনার কোন সমস্যা হয় অর্থাৎ সমস্যার সম্মুখীন হন বিপদে পড়েন তখন দেখা যাবে যারা শুধুমাত্র আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে বাকি সব উড়ে যাবে।

2. Have you ever gone through any circumstances where you got your answer with time?

সময়ের সাথে সাথে সবকিছুই বোঝা যায়। জীবনের অনেক সময় চলে গেছে জানিনা আর কতদিন এই দুনিয়াতে থাকবো। তবে বিভিন্ন পরিস্থিতির মধ্যেও দিয়েও দিয়েছি এবং সময়ের সাথে সাথে পরিস্থিতির উত্তরও পেয়ে গেছি।

একটু মজার ছলে মজা করে সেই উত্তর প্রদান করব:-
আমাদের প্রায় সকল বন্ধুই এখন বিভিন্ন জায়গায় কেউ কর্মরত আবার কেউবা লেখাপড়ায় মনোনিবেশ। তবে যখন আমাদের ধর্মীয় দুটি ঈদ উদযাপন হয় আমরা দুই এটাই সকল বন্ধুরা একত্রিত হই এবং হওয়ার চেষ্টা করি হয়তো অনেকেই পারে না, তবে চেষ্টা করা হয় সকলেই একত্রিত হওয়ার জন্য।

সেই সময় সবার মুখে শুধু কিরে বিয়ে করবি কবে? অনেক বন্ধুই তো বিয়ে করলো তুই বিয়ে করবি কবে এইসব কে বলা হয় তুই বিয়ে করবি কবে? :) :-)

তখন তো বলা হয় কেউ যদি বন্ধুদের দাওয়াত না দিয়ে বিয়ে করিস তাহলে কিন্তু খবর আছে। পার্টি দিতে হবে ছাগল জবাই করে। যদিও সম্ভব না তারপরও মজা করা হয় এবং বুক ফুলে সবাই বলে আমার বিয়েতে সবাইকে দাওয়াত করব।

pexels-photo-949582.jpeg
Src

কিন্তু সময় যত অতিবাহিত হয় ততই যেন পরিস্থিতি পরিবর্তন হয় পরিস্থিতির সাথে সাথে দায়িত্ব বেড়ে যায় অনেক বিষয় সম্পর্কিত হয়। তবে এক বন্ধুর বিয়ে খেয়েছি। আরো এক বন্ধু বিয়ের দাওয়াত দিয়েছিল কিন্তু যাইতে পারি নাই পরিস্থিতি সময় সবকিছুর উপর ডিপেন্ড করে।

মাঝে মাঝেই আমরা গ্রুপে কথা বলি কিন্তু পরিস্থিতি অনুকূলে থাকে না। চাইলেও সম্ভব হয় না দায়িত্ব সময় সবকিছুই দেখতে হয়। আমাদের বন্ধুরা আর মাত্র কয়েকজন বাকি আছে বিয়ে করার।

আমি এই জায়গায় বলতে চাই আমার কথাও। যেহেতু আমি পরিবারের বড় ছেলে তাই দায়িত্ব অনেক বেশি। জানিনা কতদূর সম্ভব এত বড় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব কিনা। আশা তো থাকেই সবাইকে দাওয়াত দিয়ে আয়োজন করার কিন্তু জানা নেই পরিস্থিতি কেমন হয়। আয়োজনের সাথে সম্পৃক্ত অর্থ। সময়ের সাথে সাথে উত্তর পাওয়া যায় সেই অতীতের কথার মিল রেখে।

3. Do you believe time helps us to identify true friends, relationships, and honest people? Share your experience if any.

pexels-photo-827152.jpeg
Src

অবশ্যই আমি বিশ্বাস করি সময় আমাদের প্রকৃত বন্ধু এবং বিপদের সময় সম্পর্ক এবং সৎ ব্যক্তিদের সনাক্ত করা সম্ভব।

ধরুন এখন আপনার কাছে অনেক অর্থ সম্পদ রয়েছে তাই আপনার আশেপাশে বন্ধুদের অভাব নেই এবং অনেক সম্পর্ক গড়ে ওঠে। যখন আপনার অর্থ উপার্জন কমে যাবে, পরিবারে অভাব চলে আসবে তখন পাশে পাওয়া কষ্টসাধ্য সেই সুসময়ের সাথে সম্পৃক্ত যুক্ত ব্যক্তিবর্গদের।

আবার এটাও আপনাকে দেখতে হবে যারা আপনার স্বচ্ছলতার সময় পাশে থেকেছে এবং এখনো পাশে আছে তাদেরকে আপনার খোঁজ নিতে হবে তারা কোন অবস্থায় আছে এবং যারা চলে গেছে আপনাকে ছেড়ে তারা কি কারণে গেছে তাদের কোন সমস্যা আছে কিনা এগুলো আপনাকে দেখতে হবে তারপরেই বিবেচনা করতে হবে সু সময়ের বন্ধু এবং অসচ্ছলতার বন্ধু।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই @karobiamin71 @isha46 @danish578 @basil20

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  

Thanks Alot brother For inviting inshAllah soon i will participate

Posted using SteemPro Mobile

 6 months ago 

❣️

When we wait, we learn from our experience time without doubt is indeed the best teacher one could ever ask for.
Sometimes we rush into taking decisions and it will affect us and as time goes on we learn from our mistakes in life.

Humans do change with time and yes when we get to know them with time ⏲️ they change which is why time helps us to identify trye friends and relationships.

I really enjoyed reading 📚 your entry and i wish tou success 🙌 🙏 in this contest.

 6 months ago 

Thanks for providing the valuable comments. Lots of love, let's move on.

Loading...
 6 months ago 
  • আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এ সুন্দর একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করে ,বিষয়টাকে এত সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ঠিকই বলেছেন
    সময় হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক যে কখন কি হবে
    ,কিভাবে হবে কার কাছ থেকে আমি কি পাবো
    কখন কে আসবে, কে আবার চলে যাবে তা
    আমাদের শিখিয়ে দিয়ে যায়। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও খুব দ্রুতই প্রতিযোগিতা অংশগ্রহণ করব এবং আমার মনের ভাব প্রকাশ করব।
 6 months ago (edited)

আকর্ষণীয় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।কোথায় আছে ”সময়ের এক ফোর অসময়ে ১০ ফোর ” তাই আমাদের কোন কাজ ফেলে না রেখে সময়ের কাজ সময় করা উচিত ।আর এই সময় আমাদেরকে সঠিক লক্ষ্য পূরণে সহায়তা করবে ।তাই আমি মনে করি সময় হলেও আমাদের প্রকৃত শিক্ষক ।
আপনি যুক্তি দিয়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ।আপনার জন্য রইল শুভকামনা ।

 6 months ago 

সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যেগুলো বাস্তবের চাইতেও সত্যি ৷ সময় কে যে অবহেলা করবে তাকে পরের বার অবশ্যই পস্তাতে হবে ৷ যার জন্য সময়ের কাজ সময়ে করাই উত্তম কাজ আমি বলে মনে করি ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগীতায় তিনটি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ 🙏🧡

 6 months ago 

আপনার সাথে আমিও সম্পূর্ন একমত যে সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই।স্কুল কলেজে আমরা হয়তো থিউরি ভালো শিখি কিন্তু সময় আমাদেরকে জীবন সম্পর্কে পরিপূর্ণ শিক্ষা নিয়ে থাকে। এর মাধ্যমে আমরা মানুষ চিনতে সক্ষম হই। আজকে যে চাটুকারিতায় ডুবিয়ে দিচ্চে আগামীকালই আমরা তার ভিন্য রূপ দেখায় আমাদেরকে এই সময়।
আপনি চমৎকার করে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আপনার লেখাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে আপনি একদম ঠিকই বলেছেন সময় আমাদের কাছ থেকে কখনো ছেড়ে যায় না ।বরং এই সময়টা আমাদের অনেক ভালো উপকারে আসে যদি ভালোভাবে কাজে লাগাতে পারি।
আমি প্রতিযোগিতায় গতকাল অংশগ্রহণ করেছি আর হ্যাঁ আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

পোস্টের প্রথমেই আপনি একদম সঠিক কথা বলে দিয়েছেন। আমরা যখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাই তখন বোঝা যায় না কে আপন কে পর। আমরা যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই তখনই বোঝা যায় কে আমাদের পাশে থাকবে আর কে উড়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 56763.93
ETH 2963.32
USDT 1.00
SBD 2.34