Incredible India monthly contest May#01|My perspective towards success.

in Incredible Indialast year

Dear Steemian,
আমার পোস্টে ভিজিট করার জন্য প্রথমেই শুভেচ্ছা বার্তা জানাই। সক্রিয় স্টিমিয়ান বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহতালার অশেষ রহমতে বেশ ভালো আছি।

png_20230512_153052_0000.png

Design by Canva


এই প্রতিযোগিতায় আমার লেখাগুলো শুরু করার পূর্বেই ধন্যবাদ জানাতে চাই তাকে, যিনি কিনা আমাদের এডমিন মহোদয়া Incredible India community এর প্রতিষ্ঠাতা @ sduttaskitchen

অত্যান্ত আকর্ষণীয় গুনমান সম্পূর্ণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। তার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।



1.What is the definition of success according to you? Describe.

business-3189797_640.webp
source

প্রথমেই বুঝতে হবে success শব্দের অর্থ কী? এর অর্থ সফল, বিজয়। একেক ভাব অর্থে এক এক রকম অর্থ ব্যবহৃত হয়।

success এই শব্দটিতে সাতটি বর্ণ আছে। প্রত্যেকটা বর্ণের অর্থ দেখি, এর মূল ভাব অর্থ কী বলে।

S
= Self-awareness, আত্মসচেতনতা। এটি এমন একটি দক্ষতা যার মাধ্যমে সেই ব্যক্তি তার নিজের সম্পর্কে পরিপূর্ণ পরিষ্কার ধারণা রাখে। অর্থাৎ সে ব্যক্তি তার চিন্তা, অনুভূতি, আচরণ, লক্ষ্য, বিশ্বাস, প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে সচেতন আর এটাই হলো আত্মসচেতনতা।
U
= Unconditionally accept and love yourself, নিঃশর্তভাবে গ্রহণ করুন এবং নিজেকে ভালোবাসুন। সফলতা অর্জন করার জন্য আপনাকে প্রত্যেকটা বিষয়কে নিঃশর্তভাবে গ্রহণ করতে হবে, প্রত্যেকটা কঠিন মুহূর্তকে।

নিজেকে ভালবাসতে হবে, ভালোবাসার সাথে সম্মান বৃদ্ধি পায়, সম্মানের সাথে যত্ন চলে আসে। স্বযত্ন অবশ্যই স্বার্থপর নয়। মনে রাখতে হবে সাফল্য দীর্ঘমেয়াদী কোন পণ্যের মতো নয়। সফলতা ছোট বড় শারীরিক-মানসিক আধ্যাত্মিক সবকিছুতেই হতে পারে।


C
= Clarity of purpose, উদ্দেশ্যের স্বচ্ছতা। আমরা কোন কিছু অর্জন করতে চাইলে তার স্বচ্ছতা পরিষ্কার থাকা দরকার। যখন আমাদের কোন বিষয়ে সঠিক জ্ঞান থাকবে। আমরা এর স্বচ্ছতা খুঁজে পাবো এবং অতি সহজেই আমরা যা করি এর অর্থ ধরা দিবে।
C
= Clear your mind of self doubt, নিজের মনকে সর্বসময় সন্দেহ মুক্ত রাখা অর্থাৎ পরিষ্কার। কেবলমাত্র নিজের উপর বিশ্বাস রেখে সফলতার পথে অগ্রসর হওয়া।
E
= Embrace the challenge, চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার সফলতা অর্জন করার লক্ষ্যে যত রকমের প্রতিযোগিতা করতে হয় আপনি করুন। আপনার এই সফলতাকে বাধা প্রদান করে এমন কোন কঠিন মুহূর্ত আসলে গ্রহণ করুন এবং মোকাবেলা করুন।
S
= Stay on track, লক্ষ্যে স্থির থাকুন। কঠিন মুহূর্ত গুলোকে অতিক্রম করে লক্ষ হারাবেন না। কঠিন মুহূর্ত অতিক্রম করার পর স্থির থাকুন। আপনার লক্ষ্যকে স্থির রাখুন অবশ্যই সফলতা অর্জন হবে।
S
= Show the world you can do it, yes!, আপনি এটি করতে পারেন বিশ্বকে দেখিয়ে দিন, হ্যাঁ। মানুষকে দেখিয়ে দিন আপনি সফলতা অর্জন করতে পারেন। যারা আপনার সফলতার বাধা প্রদানকারী। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। শুধুমাত্র পদক্ষেপ গুলো অনুসরণ করে এগিয়ে যাওয়া।

সর্বোপরি কথা হচ্ছে সফলতার সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত হয়। যখন কোন ছোট বাচ্চা জন্ম নেয় তখন বাবা-মা এটাকে সফলতা বলে। আবার যখন বাচ্চাটি আমাগুড়ি দিতে শিখে তখন এটা কিভাবে সফলতা। আবার যখন হাঁটতে শিখে এবং কথা বলতে শিখে প্রত্যেকটা পদক্ষেপ সফলতা।

এভাবে শিক্ষক ভাই বন্ধু-বান্ধব সবাই প্রত্যেকটা পদক্ষেপ অর্জন করাকে সফলতা হিসেবে সংজ্ঞায়িত করে।



2.Do you consider yourself a successful person? If "yes," define, and if "No," then why?

person-598191_640.jpg
source

আমি সর্বসময় নিজেকে উৎসাহ প্রদান করি। অজান্তেই ভুল হয়ে গেলে, এর থেকে শিক্ষা গ্রহণ করে সফলতার আশা রাখি। তাই আমি মনে করি এটাও আমার একটি সফলতার সংজ্ঞা।

আমি সর্বসময় এই প্রচেষ্টাই করি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত বেড়ে ওঠার প্রত্যেকটি পদক্ষেপ আমি সফলতা মনে করি। তাই সকলেই সফল তদ্রুপ আমিও।



3.What message would you like to convey to your friends to become successful in life?

stairs-4574579_640.jpg
source

জীবনে সফল হওয়ার জন্য মানুষ বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন আসা-আকাঙ্ক্ষা এবং পথ অনুসরণ করে। আমি যেভাবে সফলতার সংজ্ঞা সংজ্ঞায়িত করি। সেই হিসেবে আমার বন্ধুদেরকে সফলতার বার্তা পৌঁছতে চাই:-

  • প্রথমে নিজের দক্ষতাকে দেখতে হবে। কি ভালো লাগে তার ওপর নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেকে ভালবাসতে হবে, ভালোবেসে কাজ করতে হবে।

  • সফলতা দেখতে হলে লক্ষ পরিষ্কার রাখতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী পথ চলতে হবে। তবেই পরিষ্কার লক্ষ্যের দিকে ধাবিত হওয়া সম্ভব। অন্যথায় স্বপ্ন দেখে দেখে সফলতা অর্জন অসম্ভব, যদি না সে পরিশ্রম করে।

  • নিজেকে সর্বসময় শান্ত রাখা। তুমি যে স্বপ্ন দেখতেছো তোমার সফলতা অর্জনের লক্ষ্যে, তা অবশ্যই সম্মানের। তবে তুমি নিজের এই স্বপ্নকে কখনোই ছোট করে দেখবে না অসম্মান করবে না। কেননা তুমি সৎ পথেই তোমার স্বপ্নকে সফলতার রূপ দিতে চাও।

  • তোমার এই স্বপ্নকে বাস্তবায়নে পরিণত করতে অনেক বাধা-বিপত্তি কঠিন মুহূর্তের সম্মুখীন হবে। পথ হারা হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, তোমার এই চ্যালেঞ্জ কে মোকাবিলা করতে হবে।

  • তবেই তুমি সফল। মানুষকে দেখিয়ে দাও তুমি সফলতা অর্জন করতে পারো। যারা তোমাকে অবহেলা করেছিল তোমাকে বিভিন্ন দিক থেকে বাধা-বিপত্তি রাজনৈতিক দিক থেকেও তোমাকে বাধা দিয়েছে। পৃথিবীকে বলে দাও আমি সফলতা অর্জন করতে পারি, হ্যাঁ!



চমৎকার এই প্রতিযোগিতায় আমি আপনাদের কেউ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই।@mostofajaman @enamul17 @taskinnahar12 @paholags @ismotara @ariful2 @aparajitoalamin @rabeya1 @memamun

ধন্যবাদ

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
Loading...
 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য

এবং আপনি খুবই সুন্দর ভাবে আপনার পুরো পোস্টটি সফলতা নিয়ে বর্ণনা দিয়েছেন যেগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

 last year 

আপনাকেও ধন্যবাদ জানাই আমার পোস্টে মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

কি আর বলব আপনার পোস্ট ওপেন করার পর আপনি যেভাবে। "success " এই কথাটার প্রত্যেকটি ওয়ার্ড কে,,, আপনি ভেঙ্গে ভেঙ্গে আমাদের সাথে উদাহরণ হিসেবে,,, আপনার মত করে দিয়েছেন! সেটা দেখে আমি অনেকটা অবাক হলাম।

আপনি নিজেকে সফল ব্যক্তি মনে করেন! এটা জানতে পেরে বেশ ভালো লাগলো।

তারপরে দেখলাম আপনি অনেকগুলো বার্তা আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে বার্তা গুলো আমাদের জীবনের জন্য,,,, খুবই প্রয়োজন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য! এবং এই বার্তা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক! ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু প্রত্যেকটা বর্ণের ওল্ড মিনিং করার জন্য এবং সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য (ধন্যবাদ)

 last year (edited)
  • আপনাকে প্রথমেই জানাচ্ছি অনেক ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
  • সফলতার দারুন সংজ্ঞা উপস্থাপন করেছেন আপনি। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।

সফলতা দেখতে হলে লক্ষ পরিষ্কার রাখতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী পথ চলতে হবে। তবেই পরিষ্কার লক্ষ্যের দিকে ধাবিত হওয়া সম্ভব। অন্যথায় স্বপ্ন দেখে দেখে সফলতা অর্জন অসম্ভব, যদি না সে পরিশ্রম করে।

  • তাছাড়া দেখলাম আপনি বন্ধুদেরকে বেশ গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন এই সফলতা বিষয়ে। যার মধ্য থেকে আমি এই অংশটুকু তুলে নিয়েছি।

  • কারণ সফলতা অর্জন করতে অবশ্যই নির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন। এটাকে সফলতার প্রথম ধাপ ও বলা যেতে পারে। সঠিক লক্ষ্য নির্ধারণ সফলতার পথকে সুগম করে।

  • অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 73898.71
ETH 2624.92
USDT 1.00
SBD 2.40