Incredible India monthly contest December #1|My resolution 2024.
I am going to participate in the event organized to bid farewell to this year and welcome the next year. At the same time wishing everyone a very Happy New Year 2024.
Thanks for conducting such a nice contest. I am ready to participate in this contest because the content of the contest is awesome. Of course a man should have his specific goals. Because the goal is fulfilled only if you have to work according to the goal. Aimless actions are messy random thoughts.
I hope to make several resolutions for the coming year. But there are some resolutions which are more time consuming and need to be moved forward with patience.
So, let me tell you about some resolutions for the coming year.
I like to keep myself busy enough so that no time is wasted. Because the value of time is immense. Time that is gone is impossible to get back.
I want to use that precious time to reach my target. The goal should be fixed and if I don't work towards that goal then time will be wasted.
When I got work in laboratory so I respect that place more and from that place I get full knowledge about investing myself more effort. Then master each step in yourself.
Actually acquiring knowledge never ends yet people have some hopes and aspirations till then I can reach myself. There are also several wishes, which I have kept under wraps.
There are several reasons to learn web development. One of them is the platform I work on, i.e. I want to do something with the Steemit platform.
Don't keep those tasks hidden but do them slowly and carefully. Please pray for me so that I can learn.
Don't know how much is possible but I will try my best to work properly and keep myself active. One has to cross a long distance, one has to be patient and one has to follow the path correctly only then the dolphins will be found.
In fact, nothing is possible without hard work, so no matter where you are, no matter what condition you are in, hard work must be done. So it is possible to be diligent only if laziness has to be removed. Willpower plays the first role. It is natural that a person without will power will never be able to work hard and will never be able to retire ahead. Pray for everyone.
I believe what I have outlined will be useful to myself and others. Let's show you how it will be useful.
When a person values time properly, that person will be self-valued and many will be motivated not to waste time. Spend time in the right way.
Although one year is not possible to finish web development still I will try as much as possible by me. If I learn it, good for me too and will bring several updates that are good for everyone.
I will be more motivated to work like myself if I get a dolphin. As well as promoting our country to more people, our family and all the family members will be more happy.
Everything depends on his will whether he will actually overcome the mentioned dreams or not. I believe the ones I have outlined are all essential.
People can do anything, it's a matter of time, you have to be patient and work. It is never possible to succeed in anything if you don't work.
As per the contest rules I invite three friends hope you will participate here. @shariful12 @memamun @mukitsalafi
@meraindia
account @null
account for price increase.
প্রিয় ভাইয়া,
দেখে ভীষণ ভালো লাগলো, আপনি এই মাসের কনটেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনার মূল্যবান পরিকল্পনা গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।
আমার মনে হয় যে কোন কাজেই পরিকল্পনা এবং সততার সাথে কাজ করলে সেই কাজে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব, আমার দেখে এবং পরে বেশ ভালো লেগেছে আপনি পরিকল্পনা করছেন আগামী বছর ওয়েব ডেভলোপমেন্ট শিখবেন, এটা খুবই একটা ভালো দেখে আমাদের দেশে দিন দিন তথ্য প্রযুক্তি মাধ্যমে অনেক উন্নতি হচ্ছে। আমি প্রার্থনা করছি আপনার এই পরিকল্পনা অনুযায়ী শ্রেষ্ঠ ভাবে কাজ করতে পারেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
আমার অনেক ইচ্ছা ছিল, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শেখা তবে সেটা আর হলো না।।।।😥 এমন এক প্রতারণার চক্র পড়েছিলাম, যেটার কারণে, সেই আশা বা ইচ্ছা দুটোই নষ্ট হয়ে গিয়েছে। তবে, আমি যখন দেখি কেউ এরকম ধরনের কাজ করার ইচ্ছা পোষণ বা পরিকল্পনা করছে তখন নিজের ভিতরে একটা ভালোলাগা খুঁজে পাই।।
যাই হোক আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আমার বন্ধু নাম ইউসুফ, আপনাদের মাঝে তাকে তুলে ধরেছিলাম যদিও সে এই প্লাটফর্মে নেই। সে এখন ওয়েব ডেভেলপমেন্টের শেষ পর্যায়ে। সে নিজেও এই প্রতারকের হাতে পড়েছিল অনেক টাকা দিয়ে কোর্স করেছে কিন্তু ফলাফল শুন্য।
সে এখন নিজেই কোন কোর্স ব্যতীতই অনলাইনে youtube এবং w3 school এর সাহায্যে ভালো একটি দিকনির্দেশনা পাচ্ছে। আশা করা যায় ২৪ সালের ভেতরেই উপার্জনের সোর্স করে নিতে পারবে। কেননা সে ইতিমধ্যে অনেকগুলো স্কিল ডেভেলপ করে ফেলেছে। ধন্যবাদ জানাই আপনার সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য একই সাথে মর্মাহত এ কারণে প্রতারকের হাতে পড়েছিলেন।
জি ভাই আপনি ঠিকই বলেছেন ,,
এই দুনিয়ার মানুষ চেনা খুব মুশকিল এরকম প্রতারকের ফাঁদে না পড়লে হয়তো এটা বুঝতে পারতাম না ধন্যবাদ আপনার কাজের জন্য অনেক অনেক শুভকামনা।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আপনি পরবর্তি বছরের রেজুলেশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের বলেছেন। পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং ধৈর্য্য ছাড়া কোন কিছু অর্জন কখনই সম্ভব নয়।
আপনি আপনার পরবর্তী বছরের পরিকল্পনা বেশ সুন্দর ভাবে সাজিয়েছেন। আমি দোয়া করি আপনার আশা পূরণ হোক। আপনি ওয়েব ডেভলোপমেন্ট শিখতে চাচ্ছেন, নিশ্চই নিঃস্বন্দেহে এটি একটি ভালো দিক। তথ্য প্রযুক্তির এই যুগে আপনি এই সেক্টরে অনেক কিছুই করতে পারবেন বলে আমার বিশ্বাস।
আমিও ওয়েব ডেভলোপমেন্ট শিখেছি। তবে পুরোটা না। আমার কিছু গ্যাপ আছে আশা রাখছি ধীরে ধীরে পুষিয়ে নেবো।
আপনার স্টিমিট প্লাটফর্মের জন্য কিছু করার মানসিকতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ভালো থাকবেন প্রিয় ভাই। শুভকামনা রইলো আপনার জন্য।
নিঃসন্দেহে আপনি যতটুকু শিখেছেন আশা করি আরো একটু শিখলে নিজেই ভালো একটি সন্তুষ্ট অর্জন করতে পারবেন নিজের কাছে। কেননা যে স্কিল ডেভেলপ করে সে ভালো কিছু অর্জন করতে পারে। ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।
https://twitter.com/Md_Jakaria121/status/1733355741673898360?t=bLi-xoAkOdnRpNwx4usejQ&s=19
আপনি পরবর্তী বছরের নীতিমালা আমাদের সাথে উপস্থাপন করেছেন। কথায় আছে সঠিক পরিকল্পনা কাজের অর্ধেক অংশ।অথ্যাৎ সঠিক পরিকল্পনা করে ফেলেছে পারলে, অর্ধেক কাজ শেষ হয়ে যায়।তো আপনি ডিসেম্বর মাসেই ঠিক করে ফেলেছেন পুরো বছর জুড়ে কখন কি করবেন এবং কি ভাবে করবেন। খুব সুন্দর একটি বিষয় নির্বাচন করেন ইনক্রেডিবল ইন্ডিয়ার এডমিন মহোদয়। আমি ও অংশগ্রহণ করব। খুব শিগগিরই। ধন্যবাদ আপনাকে।আপনার পরিকল্পনা সফলতার মুখ দেখুন। সেই প্রত্যাশায় রইলাম।
পরিকল্পনা অনেক থাকে আসলে সেই অনুযায়ী কাজ করা ও হয়ে ওঠে না 😜। তবে চেষ্টা করব সঠিকভাবে কাজ করার জন্য দেখা যাক কি হয়। দোয়া করবেন।
অবশ্যই দোয়া করি।আপনার সব পরিকল্পনা রাতে সফলতার মুখ দেখতে পায় সেই দোয়া ই করি সবসময়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Your resolutions are great for the year 2024. You are right; we are wasting several hours daily by not doing anything or by engaging in social media. Learning web development is a never-ending process. The more you engage, the more you will learn. I am pretty sure you will achieve Dolphin, and it will happen soon. I wish you the best of luck.
Success is through engagement. In fact, it is not right to waste time unnecessarily on social media or anywhere. I will also try to take care not to waste time. Thanks for commenting.
আপনাকে মাসিক সাপ্তাহিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ।আপনি ২০২৪ সালের আপনার রেজোলিউশন গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।
আপনি সত্যি বলছেন, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।তাই আমাদের সময়ের কাজ সময় করতে হবে । আজকের কাজ কালকে করব এই ভেবে ফেলে রাখলে দেখা যাবে কালকের আরো বেশি কাজ জমা হবে। তখন আর কাজটি করা হবে না।
সকলের কর্মস্থানকে গুরুত্ব দেওয়া উচিৎ। পেশাটাকে ভালোবেসে ও গুরুত্ব সহকারে করলে জীবনে উন্নতী করা যায়।
হ্যাঁ একদমই তাই সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না তাই সময়ের মূল্য সর্বপ্রথম দেওয়া উচিত। ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য
জীবনের কিছু অর্জন করার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কঠোর পরিশ্রম এবং ধৈর্য। আপনি যে রেজুলেশনটা আমাদের সাথে শেয়ার করেছেন, ২০২৪ সালে আপনি সেটা পূরণ করতে চান। এটা জানতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। কেননা 3x ডলফিন অর্জন করা এতটাও সহজ নয়। কিন্তু আমি মনে করি আপনি যদি একটু ধৈর্য এবং কঠোর পরিশ্রম করতে থাকেন। অবশ্যই আপনি এটা অর্জন করে নিতে পারবেন।
আপনি যেটা কঠোর পরিশ্রম করে অর্জন করবেন। আপনার সেই অর্জনের আনন্দ ঘন মুহূর্তটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আশা করি খুব তাড়াতাড়ি আপনি সেটা পূরণ করে দেবেন। আপনার জীবনের প্রত্যেকটা উদ্দেশ্য পূরণ হোক এই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়ে, আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি এই পর্যন্ত প্রথম ডলফিন অর্জন করতে পারি নাই তবে চেষ্টা করব প্রথম ডলফিন অর্জন করার জন্য। আসলে বছর জুড়ে অনেক আশা প্রত্যাশা থাকে সবগুলোই পূরণ হবে এমনটিও নয় তবে চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য এবং সকলের জন্য আপনার জন্য দোয়া রইল।
কোন কাজ কেউ সফল করতে পারেনা যতক্ষণ না সে সঠিক পরিকল্পনা নিজের ভেতরে করতে পারেন আপনার নতুন বছরের পরিকল্পনা করে মনে হল যে আপনার পরিকল্পনা আপনার নিজের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে অন্যদের জন্য সুমান গুরুত্বপূর্ণ যদি তারা আপনার মত করে চিন্তা করে। আপনি নতুন বছরে ওয়েব ডেভলোপমেন্ট শিখতে চাচ্ছেন, দোয়া রইল আপনার পরিকল্পনা জন্য বাস্তবায়ন হয়।
আপনার মত আমিও চিন্তা করছি যে স্টিমিট প্লাটফর্মের জন্য কিছু করার যাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আসলে অনেক ইচ্ছা থাকে কিন্তু সবগুলোই পরিপূর্ণভাবে পূরণ করতে পারে না। তবে চেষ্টা এবং আগ্রহ সফলতার চরম শিখরে।
আপনার নেওয়া উদ্যোগ গুলো অনেক প্রশংসনীয়। বিশেষ করে আপনি সময়ের কথা বলেছেন। হ্যা আমাদের সময় এর প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। তবে এই ডিজিটাল মার্কেটিং এ পদে পদে অনেক প্রতারক আছে। তাদের প্রতারনার ফাঁদে কত মানুষ পা দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনার নেওয়া বাকি উদ্যোগ গুলো প্রতিও সাদুবাদ জানাই। ভালো কাটুক আপনার আগামী বছরের দিন গুলো। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন ধন্যবাদ।
অনলাইন যেমন আপনাকে দক্ষ করে তোলে ঠিক তেমনি প্রতারকের খপ্পরে নিঃশেষ করে দেয়।