Incredible India monthly contest December#1|How education benefits us in our naturalistic life|Prize Pool 25steem

in Incredible India2 years ago

প্রিয় পাঠক বিন্দু
আজকের ব্লগে আপনাকে স্বাগতম।

বছরের শেষ দিন প্রায় চলে এসেছে। ২০২২ সাল কে আমরা বিদায় জানিয়ে আগামী দিনগুলোতে অতিবাহিত করার লক্ষ্যে কি শিক্ষা অর্জন করেছি বিগত দিনগুলোতে তারই কিছু সারমর্ম হিসেবে আপনাদের সাথে উপস্থাপন।

বিশেষ করে আমাদের এই কমিউনিটিক পরিচালক বিন্দু এবং এডমিন সহ সকলকে ধন্যবাদ জানাই এমন একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। আমাদের অবশ্যই বিগত দিনগুলো থেকে আমরা কি শিক্ষা অর্জন করেছি, শিক্ষার মূল তথ্যটা কি? আমাদের অবশ্যই জানা উচিত এবং সেই অনুযায়ী আমাদের বিগত দিনগুলোতে অগ্রসর হওয়া উচিত। আমরা আমাদের জীবনে শিক্ষার তাৎপর্য প্রায় সকলেই জানি। এমনকি ইনস্টিটিউটের পাশাপাশি আমাদের তান্ত্রিক জ্ঞান রাখা ও অনেক জরুরী। যেমন কিভাবে আমরা আমাদের এই কমিউনিটি থেকে শিখতে পারতেছি অনেক কিছুই। আলোচনা শুরু করার আগে ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা শুরু করা যাক।



Part - 1
  • আমরা এই প্রতিযোগিতায় কি খুঁজছি!
    শিক্ষা বলতে কি বুঝ?

pexels-karolina-grabowska-7692552.jpgPexels

আসলে আমরা প্রতিযোগিতার মাধ্যমে খুঁজতে চাচ্ছি বিগত দিনগুলোতে আমরা কি শিক্ষা অর্জন করেছি। আমরা শুধু আমাদের পাঠ্যপুস্তক থেকেই শিক্ষা অর্জন করি এটাই শেষ নয় আমরা আমাদের যে দৈনন্দিন জ্ঞান আরোহন করি সেটা বিভিন্ন সেক্টর ঠিক হতে পারে যেমনটি ভাবে আমরা এই প্লাটফর্ম থেকে শিখতে পারতেছি বিভিন্ন জনের বিভিন্ন মতামত এবং তাদের শিক্ষনীয় গল্প এগুলোর মাধ্যমেও আমরা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে থাকি।



Part - 2
  • শিক্ষা বলতে কি বুঝি?

pexels-karolina-grabowska-4218864.jpgPexels

আমরা শিক্ষা বলতে স্বশিক্ষিত ব্যক্তি দের কেই শিক্ষিত হিসেবে আমরা স্বীকৃতি দেই। আর যে ব্যক্তি সুশিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা মানুষের মাঝে প্রতিফলিত করে এবং নিজের ভিতরেও তা বাস্তবায়নে রূপ দেয় তাকেই আমি শিক্ষা বলি।



Part - 3
  • শিক্ষা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ?

pexels-tima-miroshnichenko-5303555.jpgPexels

শিক্ষা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই শিক্ষার জন্যই মানুষ আজ অধঃপতন থেকে এই পর্যায়ে এসেছে। আজ এই শিক্ষার জন্যই দেশ এত উন্নত হয়েছে মানুষ এত জিনিস আবিষ্কার করতে শিখেছে। আর এই সমস্ত কিছুই শিক্ষার প্রতিফলন। যার ভিতর শিক্ষা আছে তার ভেতরে অবশ্যই মনুষত্ববোধ জাগ্রত হয়, আজ এই শিক্ষার জন্য নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে বিভিন্ন জায়গায় অবস্থান করে শিখতে হয় শিক্ষা। যার ভিতরে শিক্ষা নেই সে কখনো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে না। তাই সু-শিক্ষা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।



Part - 4
  • আপনি কি মনে করেন যে শুধুমাত্র আমরা একটি প্রতিষ্ঠান থেকে যে পাঠ শিখি তা আমাদের জন্য যথেষ্ট? বর্ণনা করুন।

pexels-tima-miroshnichenko-5428262.jpgPexels

***একটি প্রতিষ্ঠান প্রত্যেকটা শিক্ষার্থীকে শুধুমাত্রই প্রাতিষ্ঠানিকভাবে সিলেবাসের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকে। আর সেই শিক্ষার্থী সেই সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ প্রত্যেকটি প্রতিষ্ঠানে। আবার এমনও রয়েছে প্রত্যেকটা শিক্ষক মহোদয় একেকজনের মাইন্ড সেটআপ একেক রকম হয়ে থাকে। তাই আমি বলি যে শিক্ষক চায় যে আমার শিক্ষার্থী আমার ছাত্র-ছাত্রী সঠিক শিক্ষায় শিক্ষিত হোক। একমাত্র সেই শিক্ষক তারাই সেই শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারে। আর সেই শিক্ষার্থী যদি চায় যে আমি শিক্ষকের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করব। যেমনভাবে শিক্ষকের মানসিকতা এখানে দরকার তেমনিভাবে প্রত্যেকটা শিক্ষার্থীরও ভালো মানসিকতা অর্থাৎ শিক্ষা অর্জন করার মানসিকতা সৃষ্টি করতে হবে।

আর আমি মনে করি এমন শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু না কিছু থাকেই যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চায় তাদের শিক্ষার্থীদেরকে। তবে বর্তমানে এমন শিক্ষক খুঁজে পাওয়া দুর্লভ। তাই সিলেবাস আওতাধীন শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে আরো জ্ঞান অন্বেষণ করতে হবে যে জ্ঞানের দ্বারা নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায় নিজেকে মানুষের সামনে তুলে ধরা যায়। এমন শিক্ষা অর্জন করতে হবে যেন আমাদের মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়। তাই শুধুমাত্র প্রতিষ্ঠানের শিক্ষায় সীমাবদ্ধ থাকা উচিত নয় এর পাশাপাশি নিজেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা অর্জন করা বা অন্বেষণ করতে হবে নিজ দায়িত্বে। এজন্য নিজের প্রবল ইচ্ছা আগ্রহের প্রয়োজন।***

Part - 5
  • আপনি এই বছর কোন পাঠ শিখেছেন যা আপনি আপনার জীবনে আরও অনুসরণ করতে চান এবং জীবন অধ্যয়ন যা আপনি চালিয়ে যেতে অস্বীকার করেন?

pexels-emily-ranquist-1205651.jpgPexels

আসলে বলতে গেলে অনেক কিছুই শেখা হয় আবার অনেক কিছুই জানা হয় কিন্তু সবকিছু প্রয়োগ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও নিজেকে সেই শিক্ষা অনুযায়ী পরিচালিত হওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাই। আমি বিগত দিনগুলোতে আমাদের এই কমিউনিটির মধ্য থেকে বিভিন্ন ব্যক্তিগণের বিভিন্ন রকম রান্নার আইটেম, নিজের মনুষ্যত্ববোধ সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এমনকি নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়।

এই জীবন অধ্যায়ে নিজেকে পরিবর্তন করতে চাই ওই সমস্ত অভ্যাস থেকে যে অভ্যাসগুলো প্রতিনিয়ত মানুষকে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে নিজের নফসকে, নিজের ব্রেনকে, নিজের উপর প্রতিনিয়ত জুলুম করে যায়। এই সমস্ত অভ্যাসগুলো থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য একটু প্রচেষ্টা চালিয়ে যাই।



Part - 6
  • অন্তত একটি ঘটনা শেয়ার করুন যা আপনাকে এই বছরে আরও পরিণত করে তোলে।

pexels-alex-green-5692245.jpgPexels

নিজেকে পরিবর্তন করার জন্য অনেক ঘটনা না খুঁজে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নিজেকে পরিবর্তন করা যায়। উদাহরণস্বরূপ একটি ঘটনা বলি বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষের হাতে হাতে স্মার্টফোন আর এই স্মার্টফোনের মাধ্যমে বর্তমান মানুষ শিক্ষা অর্জন না করে তারা শিক্ষার অপব্যবহার করতেছে যেমনটি ভাবে প্রত্যেকটা যুবক পর্নোগ্রাফিতে আসক্ত এমনকি ফ্রি ফায়ার গেমস গুলোতে মনে হয় সব সময় ডুবে থাকে। তাই বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নিজেকে বলতে পারি যে ওই সমস্ত কার্যকলাপ থেকে যেন নিজেকে পরিবর্তন করে সামনে অগ্রসর হতে পারি।



Part - 7
  • কোন পাঠ আপনি আপনার বন্ধুদের তাদের জীবনে বাস্তবায়ন করতে পাস করতে চান?

pexels-ivan-samkov-5676744.jpgPexels

আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বা যে সমস্ত মানুষজন তারা নিজেকে পরিবর্তন করতে চায় জীবনে বাস্তবায়ন করতে চায় তাদের জন্য একটাই উপদেশ থাকবে তারা যেন পড়াশোনার দিকে মনোনিবেশ করে সেই পড়াশোনাটা যেন হয় শিক্ষা অর্জনের উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমরা যে লেখাপড়া করতেছি সম্পূর্ণই শিক্ষা অর্জনের উদ্দেশ্য নয় বরং সার্টিফিকেট এর মাধ্যমে যেন আমরা চাকরির বাজারে ঢুকতে পারি এমন একটি উদ্দেশ্য হয়ে গেছে। আমাদের লেখাপড়ার মান দিন দিন যাচ্ছে কমে। তাই আমি আমাকে সহ আমার বন্ধুদেরকে বলবো আজেবাজে সময় নষ্ট না করে নিজেকে শিক্ষা অর্জনের দিকে মনোনিবেশ করি।



উপরোক্ত যে সমস্ত আলোচনা আপনাদের সাথে করা হয়েছে আশা করি আপনারা খুবই মনোযোগ সহকারে এবং নিজের জীবনে বাস্তবায়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাব। এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই @sheikhtuhin11 @sampabiswas @farhan456

IMG_20221205_101535_023.jpg

হয়তো এই পোস্ট করতে আপনাদের অনেক বিরক্ত লাগতে পারে তবে মনোযোগ সহকারে অধ্যায়ন করলে আশা করি ভালো লাগবে। এ কথা বলার কারন কি হচ্ছে পোস্ট অনেক বড় হয়েছে তবে টপিক অনুযায়ী ধাপে ধাপে সাজিয়ে লিখেছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই আমার এই আর্টিকেলটি অধ্যায়ন করার জন্য।



DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh
PexelsSource
Short by@jakaria121
Sort:  
 2 years ago 
Evaluation processFeedback

Hello friends,
We are glad to see your participation in our community and the contest, we would also like to appreciate your engagement.

Criteria
Review
Scores
#verified User1
#club50501
#steemexclusive1
Engagement1
Plagiarism free1
Post Quality including Markdown1.5
Total words350+1
Total score7.5/10
 2 years ago 

Thank you for your feedback 🤠

 2 years ago 

Nice post, you really hit it.

 2 years ago 

Thank you so much for your response 💗

 2 years ago 

You are really welcome

 2 years ago 

Thank you bro 😊

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64475.77
ETH 2770.60
USDT 1.00
SBD 2.66