ছোট ভাইয়ের প্রোগ্রামিং জীবনের একাংশ

in Incredible Indialast year (edited)

আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন।

23-02-2023 তারিখের কথা বলছি। তখন আমি এবং আমার এই ছোট ভাইকে নিয়ে আমার কলেজ ছুটিতে বাড়িতে গিয়েছি।

Screenshot_20230322-093821.png

আমার এই ছোট ভাইটির নাম ইব্রাহিম খলিল। সে একজন ওয়েব ডেভলপার হিসেবে কর্মরত আছে। ফাইবার মার্কেটপ্লেসে কাজ করেছে এখন সে ফাইবার মার্কেটপ্লেস থেকে বাহির হয়ে বায়ার কে বাহিরে নিয়ে এসে কাজ করছে।



IMG_20230223_141718_423.jpg

আচ্ছা যাই হোক আমাদের বাড়িতে এসেছে সে তার ম্যাকবুক লাপটপ নিয়ে। কেননা তার লেখাপড়ার খরচ এবং বাড়িতে খরচ দিতে, মামা অসুস্থ যে কারণে বাড়িতে থাকতে হয়। ইব্রাহিম খলিল বাড়ির বড় ছেলে।

তার স্কুলের কাগজ পাতি ঠিক করার জন্য এসেছে আমাদের এই গ্রামে কেননা আমাদের এই গ্রামেই তার স্কুল এখান থেকেই সেই লেখাপড়া করেছে।

স্কুলের কাগজ ঠিক করা লক্ষ্যে এখানে এসেছে এবং আমাদের বাড়ি এবং খালার বাড়িতে ঘোরাঘুরি সব একসাথেই হয়ে যাচ্ছে।



IMG_20230223_141716_462.jpg

একদিন দুপুর বেলায় ইব্রাহিম অনলাইনে ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে আমাদের দোকানেই বসে। কেননা বাড়িতে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে দোকানে বসে ভাইবা পরীক্ষা দেওয়া লাগতেছে।

ইব্রাহিম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখেছে প্রোগ্রামিং এর।

  • HTML
  • CSS
  • Bootstrap
  • TypeScript
  • Python
  • laravel
  • Scala
  • SQL
  • PHP
  • NoSQL

এছাড়াও আরো বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ফ্রেম ওয়ার্ক। আমি সব নাম জানিনা। ফন্টিং এবং ব্যাকিংড এমনকি ডিজাইন সবকিছুই করতে পারে।



IMG_20230223_142229_306.jpg

অবশেষে দোকানে গিয়ে পৌঁছালাম। দুইটার সময় ভাইবা দিতে হবে জুম অ্যাপ এর মাধ্যমে। প্রতীক্ষায় বসে রয়েছি দুই ভাই মিলে।

জুন অ্যাপ চালু করে আমার মোবাইলের সাথে কানেক্ট করে একটু দেখা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে নাকি সাউন্ড কোয়ালিটি কেমন ব্যাকগ্রাউন্ড কেমন সবকিছু দেখা হচ্ছে।

মোটামুটি সব কিছু ঠিকঠাক একটু পরেই দুইটা বেজে গেল ২ টা। তখন সেই কোম্পানি থেকে বার্তা পাঠানো হলো জুম অ্যাপের মাধ্যমে জয়েন করার জন্য।



IMG_20230223_160208_284.jpg

এখন ইব্রাহিম খলিল জুম অ্যাপে সেই আমেরিকান কোম্পানিতে ভাইভা পরীক্ষা দিচ্ছে। সেই কোম্পানিতে নিজেকে সর্বপ্রথম অনেকগুলো পরীক্ষা দেওয়া লাগছে কি পারো তুমি সেই বিষয়ে।

অর্থাৎ সেখানে একটি প্রোফাইল তৈরি করতে হয়েছে। যেই প্রোগ্রামগুলো পারে সেই প্রোগ্রামের উপর পরীক্ষা দেওয়া লাগছে এমসিকিউ এসেছিল সেগুলোতে পাস করার পরে এখন সেই কোম্পানি থেকে তাকে ভাইভা পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

প্রায় ২৫ মিনিটের মত সেই আমেরিকান কোম্পানির সাথে ভিডিও কলে ভাইবা পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আমি পাশ থেকে নিতেছি তাদের কথা।

পরিশেষে জিজ্ঞাসা করলো আপনি পার ঘন্টা কত ডলার করে সার্চ নিবেন। ইব্রাহিম খলিল বলল পার ঘন্টা ২৫ ডলার। সেই আমেরিকান কোম্পানি থেকে বলল ঠিক আছে আমরা পরবর্তী আপডেট জানাব।

সেই কোম্পানি মূলত এজেন্ট হিসেবে কাজ করে থাকে সমস্ত ডেভলপারদের কে সেই কোম্পানি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকে।



IMG_20230221_212931_697.jpg

এটি হচ্ছে রাত্রিবেলায় প্রোগ্রাম করতেছিল তারই একটি ছবি তুলেছি। রাত তখন প্রায় দশটা বাজে। বললাম দেখি তুই কি প্রোগ্রামিং করিস আমি একটু দেখি তো। দেখলাম এবং একটি ছবি তুললাম।



IMG_20230221_213027_399.jpg

বললাম তোর ছবিটাও তুলি। এই বলে পিছনের ফ্লাশ লাইট অন করে দিয়ে একটি ছবি তুললাম।

ছোট ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আরো অনেক বড় পর্যায়ে যাক দোয়া করি। তার মেধা বিকশিত হোক।



TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে তার প্রমাণ আপনার এই ছোট ভাই। কারণ বর্তমান বিশ্বে ইন্টারনেট সংযোগের যুগ আর এই যুগে সঠিক কাজটাই করে যাচ্ছেন আপনার ছোট ভাই।
আর বর্তমান বিশ্বে ডেভেলপার দের চাহিদা অনেক বেশি।
দোয়া করি আপনার ছোট ভাই দেশে ও জাতির উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করুক।
তার জীবন সুখময় হোক।

 last year 

একদমই তাই বর্তমান বিশ্বে ডেভলপারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনার সুন্দর সঠিক মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য।

 last year 

আপনার ছোট ভাইয়ের প্রোগ্রামিং বিষয়ে সুন্দর আলোচনা করেছেন। আমরা জানি যে অনলাইনে এসব প্রোগ্রামিং করতে আসলেই ভালোই ব্যস্ততার সম্মুখীন হতে হয়। তবে দুয়া করি যেন ভালো কিছু অর্জন করতে পারে। ভালো থাকবেন।

 last year 

হ্যাঁ ভাই আল্লাহর রহমতে তার উপার্জনেই পরিবার চলছে।

Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

আপনার ছোট ভাই প্রোগ্রামিং করছে ওয়েব ডেভলপার একজন, এটা দেখে খুবই ভালো লাগলো। সে অনেক কঠোর পরিশ্রম করছে অনেক ভাষা শিখেছে। আসলে কঠোর পরিশ্রম করলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে এটাই হচ্ছে সবচাইতে বড় কথা।

আপনার ছোট ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44