ট্রেনিং এর সময় করণীয় কি?
অনেকদিন হলো জিজ্ঞাসার করা হয় না! কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষে রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভাল আছি।
যেহেতু এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলতেছে তাই একটু ব্যস্ততার মধ্যে আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ত থাকতে হয়। একই সাথে আবার সন্ধ্যার পর থেকে কিছু সময় হোমওয়ার্ক করতে হয়।
কেননা সেই সময়ে, অর্থাৎ ট্রেইনিং এর সময় আমরা কি শিখতে পেরেছি, সেগুলো বিস্তারিত লিখে রাখতে হয়। তাহলে ট্রেনিং এর সময় যা শিখলাম সেগুলো যদি আমরা হোম ওয়ার্ক করি তাহলে দেখা যায় সেগুলো সম্পর্কে আরো ভালো ধারণা বা ভালোভাবে মনে রাখা সম্ভব।
যখন আমি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করতে যাই বা যে কেউ ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করতে যায়, তখন আমার আপনার উচিত একটি ডায়েরি এবং কলম কাছে রাখা।
কেননা যখন ট্রেনিং এর সময় তোমাকে ট্রেইনার রা গাইডলাইন দেখাবে কিংবা সেই কাজগুলো দেখিয়ে দেবে তখন কিন্তু তোমাকে লিখে রাখতে হবে। যদিও ওই সময় বিস্তারিতভাবে লেখা সম্ভব নয় কিন্তু সামান্য তুমি যেভাবে বুঝবে সেভাবে সামান্য একটু লিখে রাখা অতি প্রয়োজন।
আমাদেরকে যখন ট্রেনিং করায় কিংবা কাজগুলো সম্পর্কে ধারণা দেয় তখন কিন্তু আমরা চেষ্টা করি যেগুলোর না বুঝি সেগুলো বুঝে নেওয়ার এবং খাতায় টুকে রাখা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীকাল আপনাদের সামনে তুলে ধরব, press and dryer section এ কি শিখেছি সেগুলো সম্পর্কে।
প্রাকটিক্যাল কাজগুলো মন দিয়ে করতে হবে যেন ভুলে না যাই সহজে। আমাদেরকে যে কাজগুলো দেখালো আসলে একদিন বা দুইদিন কিংবা ৩ দিনে সহজে মনে রাখার সম্ভব নয়।
এরপরেও আলহামদুলিল্লাহ বেশ কিছু শিখতে পেরেছি। ওখানে যারা শিফট ইনচার্জ কিংবা যারা অপারেটর রয়েছে তারা কিন্তু একদিন কিংবা দুই দিনে হয়নি।
অবশ্যই তাদেরকে সময় দিতে হয়েছে। সময় না দিয়ে তো আর কেউ কাজ শিখতে পারে না। আগ্রহ চেষ্টা ও সময় সব কিছুর মাধ্যমেই ধীরে ধীরে কাজ শেখা হয়ে যাবে।
তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, এইটা কিভাবে হচ্ছে? ওই মেশিনটার নাম কি? কোন প্রসেসে হচ্ছে এগুলো? কোন কোম্পানি থেকে বা কোন দেশ থেকে এগুলো আমদানি করেছে? এইভাবে যখন কাজের প্রেক্ষিতে সেক্টর অনুযায়ী আপনাকে প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে হবে।
তাদের সাথে সুখ সম্পর্ক ভালো ব্যবহার সুন্দরভাবে কথা বলা। এগুলো আপনাকে কাজ শিখতে সাহায্য করবে উচ্চ পদে নিয়ে যেতে সাহায্য করবে। মূল লক্ষ্য থাকতে হবে তাদের সাথে ভালো ব্যবহার এবং ভালোভাবে কাজ শেখা।
যাই হোক আজকের মূল বিষয় বস্তুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি হচ্ছে, যখন কোন ব্যক্তি ইন্ডাস্ট্রি তে ট্রেনিং করতে আসবে তার যে সমস্ত করণীয়। আমি মনে করি এই সমস্ত বিষয়বস্তুর উপর খুবই খেয়াল রাখা।
ধন্যবাদ জানাই আমার এই লেখাটি অনুধাবন করার জন্য। আমি যে সমস্ত কথা এখানে তুলে ধরেছি আমি ও চেষ্টা করি এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখার। আল্লাহতালা আমাকে এবং সকলকে এই বিষয়ে গুলো ভালোভাবে মেনে চলার তৌফিক দান করুন। কেননা কাজ শিখতে হলে আপনাকে ধৈর্যশীল, সময়, সুন্দর আচার - ব্যবহার সব কিছুরই প্রয়োজন হবে।
https://twitter.com/Md_Jakaria121/status/1694395696261284319?t=uUCdLw_an3uEtVNSrXPkOg&s=19