Better Life With Steem || The Diary game || 22 - Nov - 2023 || I got the 🆔 Card from the company

in Incredible India10 months ago (edited)

জীবনের নতুন আরো একটি অধ্যায় শুরু হতে চলেছে। কর্মজীবনের চতুর্থতম দিন আপনাদের মাঝে উপস্থাপন করব।

অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম এরপর খাবার খাব। যেহেতু আমরা হোটেলে খাবার খাই, হোটেলে খাবার খাওয়ার নিয়ম দুপুর এবং রাত্রিবেলায়। সকালবেলায় নিজের মত খাইতে হবে।

তাইতো সকালবেলায় চিড়া ভিজে খাইলাম। এরপর সকাল আটটার দিকে অফিসে যাইতে হবে তাই ১০ মিনিট পূর্বে রুম থেকে বের হলাম। কেননা পাঁচ থেকে ছয় মিনিটের মত লাগে অফিসে যেতে।

IMG_20231122_080350_880.jpg

এটি অফিসে গিয়ে সেই ছোট বাচ্চাদের মত হাজিরা দিলাম তবে লাব্বাইক কিংবা ইয়েস স্যার বলে নয়। ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিলাম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে।

যেহেতু আমি টেবিল ওয়ার এ পরিপূর্ণ নতুন, বিশেষ করে আমি তো টাইলস ফ্যাক্টরিতে ট্রেনিং করেছি কিন্তু টেবিল ওয়ার কোম্পানিতে ট্রেনিং করি নাই।

এজন্য ধীরে ধীরে আয়ত্ত করে নিচ্ছি। তবে ল্যাবরেটরীতে অধিকাংশ কাজ একই রকম, তবে সামান্য কিছুটা পরিবর্তন।

IMG_20231122_125452_537.jpg

ল্যাবরেটরীতে সুপার ভাইজার জুয়েল স্যার কিছু কাজ দিয়েছিল তা হল, গ্লেজ তৈরি করা আছে সেই গ্লেজ এর মধ্যে কালারিং কম্পোজিশন মিক্স করা। এখন প্রত্যেকটি কালারের সাথে কোড দেওয়া রয়েছে সেই কোড অনুযায়ী স্যার কম্পোজিশন তৈরি করে দিয়েছে।

এখন ল্যাবে যারা কর্মরত রয়েছে তারা খুব সহজেই বুঝে গিয়েছে কোন কালারের কোড কোনটা। তাদের কাছে কম্পোজিশন দেওয়ার সাথে সাথে তারা দ্রুত খুঁজে বের করেছে এবং কম্পোজিশন তৈরি করেছে। আমি সেগুলো অবজারভেশন করলাম, কোথা থেকে কিভাবে কি করতেছে।

IMG_20231122_080419_174.jpg

কালারিং কম্পোজিশন গুলো মেপে নিয়ে আসার পর সেগুলো প্রত্যেকটি কালার কম্পোজিশন গ্লেজ এর মধ্যে মিক্স করা হয়েছে।

মিক্স করার পূর্বে অবশ্যই দেখা হয়েছে এর dentist কত। আমরা যখন এর ঘনত্ব পরীক্ষা করে দেখলাম তখন ঘনত্ব পেয়েছিলাম ১.৫৮ গ্রাম।

এই কম্পোজিশন গুলো তৈরি হওয়ার পর কিছু পরীক্ষা করতে হয়েছে অর্থাৎ কালার গুলো যথাযথ আছে কিনা এজন্য টেস্ট পেজ গুলোতে কালারিং গ্লেজ দিয়ে হ্যান্ড ডিপিং করা হলো।



যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে এসেছে তাই এখন আমরা চলে যাব খাবার খাওয়ার জন্য। দুপুরে মাছের তরকারি ছিল। দুপুরে খাবার খাওয়ার পর রুমে চলে যাই কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আবারো চলে আসি Star Porcelain Ceramic Industry Ltd company তে।

IMG_20231122_123536_882.jpg

এরপর সময় দেখে G.K Firing এ দেওয়া হয়। গ্লোস্ট কিলন ফায়ারিং এ ১২৫০ থেকে ১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফায়ারিং করা হয়।

সেই গ্লেজ করা কালারিং দ্রব্যাদিকে ফায়ারিং করার জন্য G.K Kiln এ সুপারভাইজার এর মাধ্যমে প্রেজেন্ট করি। প্রায় ছয় থেকে সাত ঘন্টা ফায়ারিং হতে সময় লাগে।

যেহেতু অল্প অর্থাৎ প্রায় পাঁচটা বেজে যাচ্ছে ঠিক সেই সময় আমাদেরকে জাফর স্যার বলতেছে ম্যাডাম তোমাদেরকে ডেকেছে এডমিন অফিসে। তাই দ্রুত চলে গেলাম।

IMG_20231122_170648_403.jpg

এডমিন অফিসে যাওয়ার পর আমাদের কাছ থেকে ডকুমেন্ট চাইছিল সেগুলো জমা দিতে পারলে কিন্তু ম্যাডামকে বললাম আগামীকাল সময় দিব আজকে আনা হয়নি। বলল যত দ্রুত সম্ভব নিয়ে আসুন, কেননা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে তো।

পরিশেষে আমাদেরকে বলল আপনাদের আইডি নম্বর এবং আপনাদের কার্ড বিতরণ করা হবে আজকে আপনারা স্বাক্ষর করুন হাজীরা শিটে।

হাজীরা শিটে স্বাক্ষর করার পর আমাদের হাতে তুলে দিল সেই আইডি কার্ড। অর্থাৎ কোম্পানির আমি একজন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়ে গেলাম, তার একটি ডকুমেন্ট প্রমাণস্বরূপ।

এভাবে মাগরিবের আযান দিয়ে দেয় সূর্য ডুবে যায় পশ্চিম গগনে। এভাবেই দিনের সমাপ্তি ঘটে। ধন্যবাদ জানাই আমার দৈনন্দিন কার্যাবলী উপভোগ করার জন্য।

10% for beneficiary in community @meraindia account


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
 10 months ago 

নতুন চাকরির সবকিছুই নতুন অনেক কিছু অজানা মানুষের থাকতেই পারে। আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু যারা ল্যাবে কাজ করে তাদের জন্য কাজগুলো অনেকটা সহজ। কেননা তারা অনেকদিন যাবত সেখানে রয়েছে।

দুপুরে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছেন। এরপর ম্যাম আপনাদেরকে বলল আপনাদের ডকুমেন্টস গুলো জমা দেয়ার জন্য। কেননা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তাই আপনি বলেছেন আপনি কালকে জমা দিয়ে দেবেন। আজকে আপনি আপনার কোম্পানির কাছ থেকে আইডি কার্ড পেয়েছেন। জানতে পেরে বেশ ভালো লাগলো। চাকরিজীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। এভাবেই ভালো কাটুক কামনা করে সৃষ্টিকর্তার কাছে।

 9 months ago 

হ্যাঁ ল্যাবের কাজ সহজ বলা যায়, তবে খুবই ক্রিটিক্যাল, খুবই মনোযোগ এবং ধৈর্য সহকারে কাজ করতে হয়। কোম্পানি থেকে কার্ড পাওয়ার পর সত্যিই অনেক আনন্দিত আমি। ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।

Loading...
 10 months ago 

সর্বপ্রথম একটা অভিনন্দন জানাই নতুন একটি চাকরিতে জয়েন করার জন্য।।

নতুন কোথাও জয়েন করলে সেখানকার সবকিছু বুঝতে কিছুদিন কেটে যায়।। তারপর আস্তে আস্তে সব কিছু আরেকটু চলে আসে তখন আর কোন কিছু সমস্যা হয় না।।

বর্তমান সময়ে প্রায় সকল চাকরির ক্ষেত্রেই হাজিরা হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয় এটাকেই বলা হয় ডিজিটাল বাংলাদেশ।।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।।

 10 months ago 

কিন্তু হঠাৎ করেই মিসটেক হয়েছিল প্রায় আমার এই ফিঙ্গারপ্রিন্ট করার ক্ষেত্রে। যদি কখনো মিসটেক হয়ে যায় তাহলে সমস্যা, গ্রুপ ইনচার্জ এর সাথে কথা বলতে হবে।

ধন্যবাদ জানাই অভিনন্দন জানানোর জন্য।

 10 months ago 

কর্ম জীবন ভালো কাটুক এই প্রত্যাশা করি সব সময়।।

 10 months ago 

প্রথমেই অভিনন্দন ও শুভেচ্ছা নতুন চাকরি পেয়েছেন জেনে বেশ ভালো লাগছে। তাছাড়া আপনার সম্পূর্ণ পোস্ট ভাল লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা

 10 months ago 

ধন্যবাদ জানাই অভিনন্দন জানানোর জন্য। দোয়া করবেন যেন লেগে থাকতে পারি এবং সঠিকভাবে কাজ করে যেতে পারি।

 10 months ago 

ইনশাআল্লাহ অবশ্যই পারবেন মন থেকে অনেক অনেক প্রার্থনা রইল।

কম্পোজিশন গুলো তৈরি হওয়ার পর কিছু পরীক্ষা করতে হয়েছে অর্থাৎ কালার গুলো যথাযথ আছে কিনা এজন্য টেস্ট পেজ গুলোতে কালারিং গ্লেজ দিয়ে হ্যান্ড ডিপিং করা হলো। - আমার তো পড়েই মাথা ঘুরে যাচ্ছে। খুবই কঠিন কাজ মনে হচ্ছে। আমার দ্বারা সম্ভব হতো না।

 10 months ago 

প্রথম প্রথম সাধারণ মানুষ দেখলে অবশ্যই মাথা ঘুরে যাবে কেননা প্রোডাকশন পেজ অনেক বড়। আমাদের এই কোম্পানির এক পাশ থেকে অপর পাশে যাইতে প্রায় ১০ মিনিটের মত লাগে।

 10 months ago 

ছিরামিক কোম্পানি একবার ভিজিট করার সুযোগ হয়েছিলো। তখন আমার বড়ভাই এর চাকুরির সুবাদে সেখানে গিয়েছিলাম। কিভাবে মাটি দিয়ে বিভিন্ন প্রসেস শেষ করে এত সুন্দর অলেট বাটি বানানো হয় তা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। ধন্যবাদ ভাই। আওনার নতুন জীবন অনেক ভালো কাটুক। শুভকামনা।

 10 months ago 

আপনার বড় ভাই এখন কোথায় জব করে?

 10 months ago 

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। কর্ম ই জীবন।কর্ম ছাড়া জীবনে ছন্দ থাকেনা।
অনেক টাই এলোমেলো থাকে। তাই খুব ভালো লাগলো জেনে যে আমার নতুন চাকরি হয়েছে।
আর আপনার ফুরফুরে মন নিয়ে লেখা দিন লিপি টি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
দীর্ঘ হোক আপনার নতুন জীবন।

 10 months ago 

ধন্যবাদ জানাই ফুরফুরা মন নিয়ে মন্তব্য করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে আল্লাহ পাকের কাছে দোয়া আপনিও যেন কর্ম জীবনে সফল হও। ভালো থাকবেন।

 10 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। কর্মজীবনে ব্যস্ত থাকাটা সবার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ।আজকে আপনার কর্মজীবনের চতুর্থ দিন।আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন এভাবেই আপনার কর্মজীবনে অটুট থাকতে পারেন।

 9 months ago 

ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57684.49
ETH 2343.76
USDT 1.00
SBD 2.36