Better life with steem || The Diary Game || 21th August || Industrial Attachment Training

in Incredible Indialast year

সকাল থেকে দুপুর পর্যন্ত

20230821_193100_0000.png

আজ আমাদের চারটি বছর অধ্যায়ন করার পর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর প্রথম দিন।

হ্যাঁ গতকালকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য গিয়েছিলাম BCL Ceramic Industry Ltd এই কোম্পানিতে সেখানে বেশ কিছু কাগজ পত্র জমা করা হয় এবং স্যারদের সাথে সাক্ষাৎ করা হয়।

আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে কাগজপত্রের মধ্যে দেখতে পাবেন, বিশ তারিখ থেকেই আমাদের সময় দেওয়া রয়েছে।

সকালে ঘুম থেকে উঠেই যেন কেমন লাগছে। কখন যাব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য! সকাল ৮ টা ২০ মিনিটে ক্যান্টিনে গিয়ে খাবার খাই। খাবার ছিল ভাত এবং আলু ভর্তা সঙ্গে ছিল ডাল।

খাবার খেয়ে রুমের মধ্যে বসে রয়েছি, কখন স্যার আমাদের ফোন করবে আমরা সেই অপেক্ষায় রয়েছি। কেননা আমরা গতকালকে যে কাগজপত্র জমা দিয়ে এসেছি সেই অনুযায়ী আজকে আমাদের শিক্ষক প্রধান এর কাছে কিংবা এডমিন মহোদয়ের কাছে মেইল আসবে। সেই মেইলের অপেক্ষায় যেন একেকটি মিনিট যাচ্ছে কয়েকটি ঘন্টার সমান।

IMG_20230821_112829_348.jpg

সকাল দশটার দিকে আমাদের শিক্ষক প্রধান অর্থাৎ বিদ্যুৎ স্যার বলল তোমরা কলেজের সামনে চলে আসো সকলেই। সেই অনুযায়ী স্যারের কাছে যাওয়ার পর স্যার আমাদের একটি অনুমোদন চিঠি দিয়ে দিল।

সেই অনুমোদন চিঠি BCL Ceramic Industry Ltd এই কোম্পানির এডমিন আরিফ স্যার এর কাছে আমি জমা দেই। তখন সেই স্যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর বিষয়ে অনেক কিছুই বললে এবং বাস্তব জীবন সম্পর্কেও অনেক কিছু বললেন।

স্যারের একটি কথা অত্যন্ত বেশি ভালো লেগেছে। আমি সংক্ষেপে তুলে ধরছি- শুধু মূল কথা। তা হল, যখন একটি ফুল গাছের পাশ দিয়ে তুমি যাও, তখন কিন্তু সেই ফুল গাছ থেকে ফুলের ঘ্রাণ আসে। বোঝা যায় না কোন ফুল থেকে ঘ্রাণ আসতেছে। যখন তুমি সেই গাছটির কাছে যাও এবং ঘ্রাণ শুখতে চাও; তখন কিন্তু বোঝা যায় কোন ফুল থেকে ঘ্রাণ আসতেছে।

তদ্রূপ আমাদের এই ইন্ডাস্ট্রি একটি ফুল গাছ। আমি চাই তোমরা আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে ভালো কিছু আহরণ করো। যাতে করে মানুষ বুঝতে পারে এই মানুষটার মধ্যে কিছু আছে। তোমরা ভালো কিছু অর্জন করো। মানুষ যেন বলতে না পারে, BCL Ceramic Industry Ltd এই কোম্পানি থেকে ট্রেনিং করার পর কিছু শেখতে পারে নাই। সুতরাং এই একটি মাস মনোযোগ সহকারে কাজ শেখো।

এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে অন্য কোন লেখার মাধ্যমে। এরপর চলে গেলাম Kiln ম্যানেজার ফয়সাল স্যারের কাছে।

তিনি আমাদের AGM স্যারের কাছে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদের সংবর্ধনা জানায় এবং অনুমোদন দেয়। যেহেতু আমরা সিরামিক ডিপার্টমেন্টের প্রথম ব্যাচ।

IMG_20230821_173358_063.jpg

আমাদের একটি সিডিউল দিয়ে দেয় সেই অনুযায়ী আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করব। আমাদের সিডিউলের মধ্যে প্রত্যেকটা সেকশন তিনদিন করে ভাগ করে দিয়েছে। এভাবে আমরা প্রত্যেকটা সেকশনে তিনদিন করে ট্রেনিং করব।

প্রথমে আমরা Press and Dryer এই সেকশনে। এরপর পর্যায়ক্রমে সকল সেকশনেই ইনশাল্লাহ হবে। যেহেতু আজকে আমাদের প্রথম দিন তাই যখন এসেছি তখন থেকেই আমাদের শুরু। এর পরের দিন থেকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলমান থাকবে।

প্রথমদিন থেকেই আমরা দুপুর পর্যন্ত ট্রেনিং করলাম প্রথম সেকশনে। এরপর দুপুরের খাবার গ্রহণ করতে হবে তাই কিছু সময়ের জন্য বিরতি।

দুপুর থেকে বিকাল পর্যন্ত

দুপুর হওয়ার পর আমরা খাবার গ্রহণ করি ক্যান্টিনে এসে। গোসল দেওয়ার সময় নেই কেননা সময় অতি সংক্ষিপ্ত। প্রথম দিন এমনিতেই দেরি হয়ে গেছে। খাবার খাওয়ার পর রুমে এসে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নেওয়ার পর আবার ড্রেস পরে চলে গেলাম ইন্ডাস্ট্রির মধ্যে।

ইন্ডাস্ট্রিতে ঢোকার পূর্বে কয়েকটি ছবি তুলে নেই। যেহেতু আমাদের প্রথম দিন একটি স্মৃতি হিসেবে আপনাদের মাঝে তুলে ধরবো এবং স্মৃতি হিসেবে থেকেও যাবে।

IMG_20230821_143405_458.jpg

লেখার সময় আমার সত্যিই অনেক আবেগ আপ্লুত জুড়ে রয়েছে তাইতো শুধু লিখতে ইচ্ছে করতেছে সারাদিনের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরার জন্য।

অনেক কিছুই তুলতে পারলাম না কেন না লেখা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে।

IMG_20230821_143400_045.jpg

যাই হোক ইন্ডাস্ট্রিতে ঢোকার পর আমরা ট্রেনিং করি। যারা শিফট ইনচার্জ রয়েছে এবং ম্যানেজার রয়েছে তাদের সকলের সাথে কথা বলা হয় এবং এবং তাদের সেকশন অনুযায়ী আমাদেরকে কাজ বুঝিয়ে দেয় অর্থাৎ কিভাবে কাজ করতে হয় কিভাবে মেশিনগুলো অপারেট করতে হয়। এভরিথিং সবকিছুই আমাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে।

ইনশাল্লাহ আমি চেষ্টা করব তিনদিন পর ওই সেকশন থেকে কি শিখলাম আপনাদের মাঝে তুলে ধরব এবং মেমোরাইজ হিসেবে রেখে দেবো।

পাঁচটা বেজে গেলে আমি সেখান থেকে রুমে চলে আসি এবং আমার সহপাঠী সকলেই।

রুমে আসার পর অনেক ক্লান্ত শরীর নিয়ে যেন বিছানায় শুয়ে পড়লাম কিন্তু তা আর হলো না, আগে গোসল করতে হবে।

Screenshot_20230821-185440.png

চলে গেলাম ওয়াশরুমে। গোসল করার পর আপনাদের মাঝে চলে এসেছি লেখার জন্য। এখন সময় ৬:৫৫ pm.

যাইহোক এভাবে আমি আমার দিনপঞ্জি সমাপ্তি করি। দেখা হবে পরবর্তী কোনো লেখা নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন।

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
 last year 

চার বছর পড়াশোনা শেষ করে,,, এখন ট্রেনিংয়ে জয়েন করেছেন। অবশ্যই এখান থেকে ভালো কিছু করে,,,, পরবর্তীতে চাকরি করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছি।

সারাদিনের বেশ ভালোই কাজ করেছেন,,,, আপনারা সেই কার্যক্রম গুলো আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য। আমরা যেন ভালোভাবে ট্রেনিং করতে পারি, কাজ শিখতে পারি।

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63957.85
ETH 2753.76
USDT 1.00
SBD 2.66