Better Life With Steem || The Diary game || 17 - Dec - 2023 || Be content with just a little to be good.
![]() |
---|
প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আশা করি সকলেই ভাল আছেন। দৈনন্দিন কার্যাবলীর আরো একটি দিন তুলে ধরলাম আপনাদের মাঝে। আশা করি অধ্যায়ন করার পর ভালো লাগবে আমার দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে বিস্তারিত জানতে পেরে।
সকালবেলা প্রচন্ড ঠান্ডা কেন না এখন শীতের সময়। ঘুম থেকে জাগ্রত হয়েছি বেশ সকালে কিন্তু বিছানা থেকে উঠি না কেননা ঠান্ডা লাগে।
বন্ধুকে ডাকতেছি সকাল বেলায়। কিরে তোর তো আজকে ভাইবা পরীক্ষা নিবে কখন যাবি? উঠে এখন। ঘুম থেকে জাগ্রত হচ্ছে না কেননা যেদিন এসেছে সেই রাত্রিবেলায় ঘুম হয়নি সারারাত বাসের মধ্যে ছিল।
আমার আবার ঘুম হয় সমস্যা হয় না, যেখানে রাত সেখানেই কাত। শরিফুল ঘুমাইতে পারে না একটু শব্দ হলেই জাগ্রত হয়ে যায়। বাসের মধ্যে তো আরো শব্দ থাকে এবং গাড়ির ঝাঁকনিতে ঘুম হয় না। অনেকেই রয়েছে নাক ডেকে সেই ঘুম দেয়। আমি আবার ঠিক ঐরকম ঘুমাইতে পারি না। দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা এইভাবে ঘুম দেওয়ার পর আবার জাগ্রত হয়ে যাই একটু পর।
যাই হোক বেশ কিছু সময় ঘুমানোর পর দশটার দিকে ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো খাওয়া দাওয়া করলাম হোটেলে গিয়ে।
ওই দিনের মতো আবারও আজকে রুটি ডিম ভাজি এবং ডাল দিয়ে খাওয়া দাওয়া করলাম। এইদিকে শরিফুল একদম প্রস্তুতি নিয়ে গেছে খাওয়া-দাওয়া করার পর চলে যাবে ইন্ডাস্ট্রিতে ভাইবা দেওয়ার জন্য এডমিন অফিসে। তখন সময় ১১: ০০ অতিক্রম করবে।
আমি রুমে চলে আসলাম ও ভাই বাড়িতে গেলাম। সাড়ে বারোটার দিকেই চলে আসলো ভাইভা পরীক্ষা দিয়ে। আমি বললাম যে এত দ্রুত পরীক্ষা শেষ হয়ে গেল। বলল যাওয়ার সাথে সাথে ভাইবার জন্য ডেকেছে তাই সময় বেশি লাগেনি তবে ভাইবা ধরেছিল ২৫ মিনিট।
রোদে এসে কিছু সময় বসে রইলাম এবং গল্প করলাম কি কি ভাইবা ধরল, কেমন হয়েছে ভায়বা? এরপর খাবার খাওয়ার জন্য যেতে হবে কেননা আমার আবার অফিস রয়েছে দুইটা থেকে রাত দশটা পর্যন্ত।
১:২৫ মিনিটে বের হলাম রুম থেকে রেডি হয়ে রুম থেকে। শরিফুল আজকেই চলে যাবে বলতেছে কিন্তু ওকে অনেকবার রিকোয়েস্ট করলাম, বলল সমস্যা নেই আসতেছি তো।
যাইহোক ভালো লাগলো দুপুর বেলায় খাবার খাইলাম মুরগির গোস্ত দিয়ে। কেননা দুপুরবেলা এবং রাত্রিবেলায় গত দিন শুধুমাত্র সবজি দিয়ে খাবার খেয়েছি। আমার জন্য নয় বরঞ্চ বন্ধু এসেছে তার জন্য খুবই খারাপ লাগতেছে, একদম শুধু সবজি দিয়ে খাবার খেয়েছে অবশেষে মুরগির গোস্ত রান্না করেছিল দুপুরবেলায় আজকে।
খাবার খাওয়ার পর আরও দশ মিনিট বাকি রয়েছে অফিসের সময় হওয়ার। যেহেতু হোটেল এর এখান থেকে মাত্র এক মিনিটের ব্যবধান অফিসে যাওয়ার তাই বন্ধুর সাথে চা খেলাম।
বললাম চিন্তা করিস না, চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। আর চাকরি হয়ে গেলে খাবারের ব্যবস্থা আমরা নিজেরাই করার চিন্তাভাবনা করতেছি কেননা হোটেলের খাবার খেয়ে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং হোটেলে খাবার পরিবেশ সচরাচর ভালো নয়।
এরপর চলে গেলাম অফিসে। অফিসে বেশ কিছু কাজ ছিল পরিপূর্ণ করলাম। অনেকদিন ধরে বলতেছি শরীফ ভাইকে যেন মুড়ি পার্টির ব্যবস্থা করা হয়।
আমি যখন অন্য ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করেছি তখন দেখেছি ল্যাবরেটরীতে অনেক মজা করে। অন্যান্য সেকশন থেকে এই ল্যাবরেটরি সম্পূর্ণ ভিন্ন তাই ভাইকে বললাম।
যখন আমি প্রথম দিন বলেছিলাম তখন বলল আরে আমরা এখানেও পার্টি করি কোন সমস্যা নেই। বলল বেশ কয়েকদিন আগে করেছিলাম তবে আপনি যখন বলেছেন অতি শীঘ্রই করবো আবার সমস্যা নেই।
পরিশেষে আমরা সবাই মিলে টাকা তুললাম এবং অধীর ভাইকে বাহিরে পাঠিয়ে দিলাম গেট পাস এর মাধ্যমে। বালা স্যারের কাছ থেকে পারমিশন নেওয়া হলো এবং সবার কাছ থেকে টাকা উঠিয়ে কাজের ফাঁকে ফাঁকে এগুলোর আয়োজন করা হলো।
যদিও আমি কাজের ব্যস্ততার কারণে কোন কিছুই করতে পারলাম না পেঁয়াজ মরিচ ছোলা কিংবা সাথে থাকা।
পার্টিকুলার দুইজন - তিন জনকে বলা হয়েছিল তারা সবকিছুই রেডি করতেছে। আমি বললাম চলেন আমরা ভিতরে গিয়ে খাওয়া-দাওয়া করি তাহলে আরো বেশ ভালো লাগবে বলতেছে যেহেতু বালা স্যার ভেতরে আছে তাই এখন যাওয়া যাবে না।
স্যারের জন্য প্লেটে করে পাঠিয়ে দেওয়া হল মুড়ি। আর আমরা সকলেই প্রোডাকশন এর পাশেই খাওয়া দাওয়া করলাম। বেশ মজা হয়েছিল খাবার এবং সকলের মিলে আনন্দ
আজকের মত এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে মিলে আনন্দ করুন। এভাবেই দৈনন্দিন কার্যাবলী সম্পূর্ণ হয় এবং রাত দশটার দিকে অফিস থেকে চলে আসি।
@meraindia
account @null
account for price increase.
https://twitter.com/Md_Jakaria121/status/1736624622303691096?t=PlRm6XWoeB7lT5Stu5yfLw&s=19
দৈনন্দিন কার্যাবলীর আরো একটি দিন তুলে ধরলেন আমাদর মাঝে।সকালের নাস্তা হিসাবে আপনি রুটি ডিম ভাজি এবং ডাল দিয়ে খাওয়া দাওয়া করলেন। দুপুর বেলায় খাবার খাইলেন মুরগির গোস্ত দিয়ে। পেঁয়াজ মরিচ ছোলা এটা খেতে অনেক মজা,, আমি ও প্রায়ই খাই ঝালমুড়ি মাখা আমার খুব পছন্দের,, এটা প্রায়ই খেলে গ্যাস এর সমস্যা হয়।
যাক অবশেষে আপনি আপনার বন্ধুকে ভালো কিছু খাওয়াতে পেরেছেন। নিশ্চয় এবার আপনি খুব খুশি হয়েছেন। কারণ আপনার বন্ধু গত দিন শুধু সবজি দিয়ে ভাত খেয়েছে। এ কারণে আপনার মন একটু খারাপ ছিল। এছাড়া আপনার এখানে খাওয়া-দাওয়ার বেশ সমস্যা হয়। হোটেলের খাবার খেয়ে পেট খারাপ ও শরীর খারাপ এটি নিয়মিত ঘটনা। অতঃপর অফিসে আপনার চানাচুর মুড়ি পার্টির বন্দোবস্ত হলো। আপনারা সবাই মিলে চাঁদা ধরে এর ব্যবস্থা করেছেন। সব মিলিয়ে আপনি দিনটি বেশ ব্যস্ততার সহিত ই পার করেছেন। আপনার ব্যস্ত দিনলিপি পড়লাম। ভালো লাগলো পড়ে।
বাসে জার্নি করলে সবার ঘুম হতে চায় না, আমি যখন বাসে জার্নি করতাম তখন আমারও ঘুম আসতো না, আজ জানতে পারলাম বাসে আপনি জার্নি করলে আপনার ঘুম চলে আসে আপনার কোন সমস্যা হয় না। আপনার বন্ধুর আজকে ভাইবা পরীক্ষা ছিল আপনার বন্ধুকে আপনি ডাকছিলেন কিন্তু আপনার বন্ধু ঘুম থেকে উঠতে চাচ্ছিল না কারণ তার কালকে বাসে ঘুম হয়নি বলে। এবং সবশেষে আপনাদের মুডি পার্টিটা কিন্তু ভাই সেই ছিলো। সারাদিনে কার্যক্রম তুলে ধরার জন্য ধন্যবাদ।
যদিও শীতকাল আমার ভিষন পছন্দের তবুও দেখছি এই শীতকাল অনেককেই কাবু করে ফেলেছে। হয়তো এটাই শীতকালের সহজাত বৈশিষ্ট্য।।আপনার কথা শুনে তাই বুঝলাম।যাইহোক, যেহেতু শরিফুল ভাই চাকরির জন্য ভাইবা দিয়েছেন তাই শরিফুল ভাইয়ের জন্য শুভকামনা রইলো। তিনি যেন ভাইবাতে টিকে যায় এমনটাই প্রত্যাশা করছি। সব শেষে দেখলাম আপনারা সবাই মিলে টাকা কন্ট্রিবিউট করে মুড়ি মাখা খাওয়ার আয়োজন করেছেন। এব্যাপারটা আসলেই অনেক আনন্দের।
আমাদের সাথে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার দিনের কার্যক্রম এবং আনন্দের মুহূর্তগুলো আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন।আপনার বন্ধু আপনার বাসায় এসেছে সেটা গত পোস্টের মাধ্যমে জানতে পেরেছি।বন্ধু বান্ধব আসলে অনেক ভালো লাগে।দীর্ঘদিন পর যদি তাদের সাথে দেখা হয় তাহলে আনন্দের সীমা থাকে না।তখন আমরা অনেক স্মৃতি ফিরিয়ে আানি।আপনি আজ সেরকম একটা স্মৃতি মনে করে মুড়ি মাখা খেয়েছেন।আপনার দিনটি খুব সুন্দর কেটেছে। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনার পোস্টে পড়ে বুঝতে পারলাম ।আপনি আপনার বন্ধুকে খুব ভালবাসেন আর এমনটাই হওয়া উচিত। আজ আপনার বন্ধুর ভাইবার পরীক্ষা ছিল এবং সেজন্য আপনি তাকে ঘুম থেকে ডেকে দিলেন ।যদিও সে উঠতে পারছিল না কেননা গত রাতে অনেক জার্নি করে আপনার কাছে এসে পৌঁছেছে। অবশেষে তাকে উঠালেন এবং সকালের নাস্তা শেষে তার ভাইদের দিকে সে রওনা দিল।
আপনার কথাটি শুনে বেশ ভালো লেগেছে ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে,, এ সময়টা এমনিতেই অনেক দুশ্চিন্তা থাকে কিন্তুু ,,আপনি খুব সুন্দর একটা কথা বলে তার মনটি ভালো করে দিয়েছিলেন এবং তাকে সাহস যুগিয়েছেন এটাই হলো প্রকৃত বন্ধুর পরিচয়।
প্রথমে আপনার বন্ধুর চাকরির জন্য অনেক শুভকামনা রইল। এটা সত্যি রাস্তায় গাড়ির আওয়াজ বেশি আবার ঝাঁকুনিও থাকে তাই লম্বা ভ্রমনে সহজে ঘুম আসে না। আমারও আপনার মতো অবস্থা দূরে কোথাও গেলে গাড়ির মধ্যে ঘুম আসেনা।সবাই মিলে বুট পেয়াজু বেগুনী আর আলুর চাপ দিয়ে মুড়ি মাখিয়ে খেলে এর স্বাদ দারুণ হয় সবাই মিলে বেশ আনন্দের সাথে খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি দিনের ব্যস্ত ও আনন্দের সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। আপনি সকাল বেলা রুটি আর ডিম ভাজি,ও ডাল দিয়ে খেয়েছেন।আর আপনার দুপুরের মাংস রান্না টা দেখে অনেক সুস্বাদু লাগলো ।আপনি সন্ধ্যা বেলা মুড়ি খেয়েছেন।আপনার পোস্ট টি পড়ে বোঝা যায় যে আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।